পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RX8 ১৭ মধ্যস্থ নগর ও মেদিবার নিকটস্থ সমস্ত প্রান্তর ; এবথ হিষবোন ও প্রান্তরস্থ তাহার সমস্ত নগর, দীবোন ও ১৮ বামোৎবাল ও বৈৎবালমিয়োন ; ও যহস ও কিদেমোৎ ১৯ ও মেফাৎ ; ও কিরিয়াথয়িম ও সিবম ও তলভূমির ২০ পৰ্ব্বতস্থ সেরৎ-শহর ; ও বৈৎপিয়োর ও অসদোৎ২৯ পিস্গা ও বৈৎযিশীমোৎ ; এবথ প্রান্তরস্থ সমস্ত নগর, এবং হিষবোনে কর্তৃতন্ত্রকারি ইমোরীয়দের সহোন রাজের সমুদয় রাজ্য ; কেননা মূসা তাহাকে এবং ইবি ও রেকম ও সুর ও হর ও রেব সাঁহোনের অগুণী দেশনিবাসি মিদিয়নের এই অধ্যক্ষগণকে বিনষ্ট করিয়াছি২২ ল। ইস্রায়েল বংশ খড়গধারে যাহাদিগকে বধ করিল, তাহাদের মধ্যে বিয়োরের পুত্ৰ মায়াবি বিলিয়মকেও ২৩ বধ করিল। এবং যদ্দন ও তাহার অঞ্চল রূবেন বংশের সীমা ছিল ; রুবেন বংশের পরিজনানুসারে গ্রামের সহিত এই সকল নগর তাহাদের অধিকার ছিল। ২৪ পরে মূসা গাদ বংশের পরিজনানুসারে তাহাদি২৭ গকে অধিকার দিল। যাসের ও গিলিয়দের সমস্ত নগর, ও রব্বার সম্মুখস্থ অরোয়ের পর্য্যন্ত অন্মোন | ২৬ বংশের অন্ধদেশ তাঁহাদের সীমা ছিল। এবং হিষ । বোন অবধি রামৎ-মিস্পী পর্যন্ত ও বিটোনীম ও ং মহনয়ম অবধি দিবীরের সীমা পর্যন্ত ; ও তলভূমিতে বৈথারম ও বৈৎনিমু ও সুকেকাৎ ও সাফোন ও হুিষবোনের সহোন রাজের অবশিষ্ট রাজ্য, এবং যদ্দন ও তাহার অঞ্চল, অর্থাৎ পূৰ্ব্বদিগে যদ্দন পারস্থিত কিন্নেরৎ ২৮ জুদের তীর পয্যন্ত। গাদ বংশের পরিজনানুসারে তাহা দিগকে গ্রামের সহিত এই সকল নগর অধিকার দিল। ২১ পরে মূসা মিনশির অৰ্দ্ধ বংশের পরিজনানুসারে ৩• মিনশির অন্ধবথশকে এই সকল অধিকার দিল। তাহাদের সীমা মহনfয়ম অবধি তাবৎ বাশন দেশ ও বাশ৩১ নস্থ যায়ীরের তাবৎ নগর অর্থাৎ ষাইট নগর ; এবথ অন্ধ গিলিয়দ ও ওগের বাশনস্থ রাজ্যস্থিত অস্তারোৎ ও ইদ্রিয়ী নগর, এই সকল মিনশির পুত্র মার্থীর বংশের অর্থাৎ পরিজনানুসারে মার্থীরের অন্ধবশের ৩২ অধিকার ছিল। যদ্দনের পূৰ্ব্বপারে ফিরহে সমীপে মোয়াবের প্রান্তরে মূসা এই সকল দেশ অধিকারার্থে ৩৩ অRশ করিয়া লোকদিগকে দিল । কিন্তু লেবির ব^শকে কোন দেশ অধিকার দিল না; ইসুয়েলের প্রভু পরমেশ্বর তাহাদের প্রতি আপন বাক্যানুসারে তাহাদের অধিকার স্বরূপ হইলেন। ১৪ অধ্যায় । ১ সাড়ে নয় বংশের ৬ ও কলেবের আবিষ্কারের কথ। । [১৫-২৩] গ ৩২ ; ৩৭,৩৮ –[২১,২২] গ ৩১ ; ৮ –[২ ৪৩৯-৪২ ৷ দ্বি ৩ ; ১৩-১৫ u–[৩১] প ২৭ ৷–[৩৩] প ১৪ !! [১৪ অব্য ; ১] গ ৩৪ ; ১৬-২৯ u–[২] গ ৩৪ ; ১৩ –[৩] A S A S A SAS SSAS SSAS S B SBB JS যিহোশয় I [১৪ অধ্যায়। অপর কিনানদেশে ইস্রায়েল বংশের মধ্যে ইলিয়া-- সর যাজক ও নুনের পুত্ৰ যিহোশূয় এবং ইস্রায়েল বংশের পূর্বপুরুষদের প্রধান কর্তৃক অধিকারের জন্যে এই সকল অংশীকৃত হইল। নব বংশ ও অন্ধ বংশের বিষয়ে পরমেশ্বর মূসাদ্বারা যে রূপ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে গুলিবাটদ্বারা তাহাদের অধিকার স্থির হইল। যদ্দনের ওপারে মূসা তাহাদের আড়াই বংশকে অধিকার দিল, কিন্তু লেবির বংশকে অধিকার দিল না। যুষফের দুই পুত্র মিনশি ও ইফুয়িমের দুই বংশ ছিল ; এবং বাসনগর ও পশু ও সংস্থানার্থে তাহার উপনগর ব্যতিরেকে তাহার দেশে লেবির বংশকে আর কোন অংশ দিল না। ইস্রায়েল বখশ মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে আপনাদের মধ্যে দেশ বিভাগ করিয়া লইল । ঐ সময়ে যিহুদা বখশ গিলগলে যিহোশূয়ের নিকটে আইলে কিনসীয় যিফুন্নির পুত্র কালের তাহাকে কহিল, পরমেশ্বর তোমার ও আমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে আপন সেবক মূসাকে যে কথা কহিয়াছেন, তাহ তুমি জ্ঞাত আছ। আমার চল্লিশ বৎসর বয়সের সময়ে পরমেশ্বরের সেবক মুসা দেশানুসন্ধান করিতে কাদেশ-বর্ণেরহইতে অামাকে প্রেরণ করিল। তাহাতে আমি তাহার নিকটে মনের মত সস্বাদ আনিয়া দিলাম। কিন্তু আমার ভাতৃগণ আমার সহিত উঠিয়৷ যাইয়া লোকদের মন বিষন্ন করিল ; তথাপি আমি সম্পূর্ণ রূপে আপন প্রভু পরমেশ্বরের অনুগত থাকিলাম। এই জন্যে মূসা ঐ দিবসে দিব্য করিয়া কহিল, যে ভূমির উপরে তোমার পদাপর্ণ হইল, সেই দেশ তোমার ও তোমার বংশের সর্বদা অধিকার হইবে ; কেননা তুমি সম্পূণরুপে আমার প্রভু পরমেশ্বরের অনুগত আছ। এখন দেখ, ইসুয়েল বংশের প্রান্তরে - ভুমণের * যে সময়ে পরমেশ্বর মূসাকে এই কথা কহিয়াছিলেন, তদবধি পরমেশ্বর আপন বাক্যানুসারে পয়তাল্লিশ বৎসর আমাকে জীবৎ রাখিয়াছেন ; আদ্য আমি পঞ্চাশতি বৎসর বয়স্ক হইলাম। মূসা যে দিবসে । আমাকে প্রেরণ করিয়াছিল, সেই দিবসে আমি যেমন বলবান ছিলাম, এখনো তদ্রুপ অাছি ; এবং যুদ্ধ করুণাথে ও গমনাগমন করুণাথে আমার তখন যেমন শক্তি ছিল, এখনো সেই রূপ আছে। অতএব সে দিবসে ১২ পরমেশ্বর যে পৰ্ব্বতের বিষয়ে কহিয়াছিলেন, সে এই পৰ্ব্বত আমাকে দেও ; কেননা অনাকীয়েরা সেখানে থাকে, এবং নগর বৃহৎ ও প্রাচীর বেষ্টিত, ইহা সে o ২৮] গ ৩২ ; ৩৪-৩৬ –[২৭] প ৩১ –[২৯-৩১] = ৩২ ; यि २७ ; ७९,७० it-[8] जh a v; ५ । ऽ ७० ; s-v11-[०] ১৩ ; ৬, ৩০ । ১৪ ; ৬-৯ u–[৯] দ্বি ১ ; ৩৬ ৷ গ ১৩ ; ২২ ৷৷ [১৭] গ ১৪ ; ২৪, ৩০ । দ্বি ১ ; ee SLS D BBS LS BS DD S AAA S B S S S tttS S LL 214 >k (ইবু) গমনের।