পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R〉レー

  • পরে ঘিহোশূয় শীলোতে পরমেশ্বরের সাক্ষাতে তাহাদের জন্যে গুলিবাট করিল ; এই রূপে যিহোশূয় সেই স্থানে ইস্রায়েলের বংশানুসারে দেশ বিভাগ করিয়া তাহাদিগকে দিল।

বিনয়ামীন বংশের আপন ২ পরিজনানুসারে অংশ উঠিল, তাহাদের অধিকারের সীমা যিহুদী বংশের ও ১২ যুষফ বংশের মধ্যে হইল। উত্তরদিগে যদ্দন অবধি ঘিরীহোর উত্তরপাশ্ব দিয়া তাহাদের সীমা ছিল,এব^ পশ্চিম দিগে পৰ্ব্বত মধ্যদিয়া বৈথাবন অরণ্যে তাহা ১৩ দের সীমা গেল। এবং ঐ সীমা তথাহইতে গিয়া লুসের অর্থাৎ বৈথেলের দক্ষিণপাশ্ব পর্যন্ত গেল, এবং নীচস্থ বৈথোরোণের দক্ষিণদিগস্থিত পৰ্ব্বতের নিকটস্থ আটা১৪ রোৎ-অদর প্রতি নামিয়া গেল। এবং ঐ সীমা তথাহইতে আকৃষ্ট হইয়া পশ্চিম সন্মুখে বৈথোরোণের দক্ষিণদিগস্থিত পৰ্ব্বত অবধি দক্ষিণদিগে গিয়া কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম নামে যিহুদী বংশের ১• এক নগর পর্যন্ত গেল ; ইহা পশ্চিম সীমা। এবং দক্ষিণ সীমা কিরিয়ৎ-যিয়ারীমের প্রান্তাবধি গেল, এবং সে সীমা পশ্চিম দিগে নিৰ্গত হইয়া নিপ্তোহের * উনুই পর্যন্ত গমন করিল। এবং ঐ সীমা রিফায়াম তলভূমির উত্তরদিগস্থ ও বিন-হিন্ত্রোমের তলভূমির সম্মুখস্থ পৰ্ব্বতের প্রান্ত পৰ্য্যন্ত নামিয়া গেল, এবং হিন্নোমের তলভূমি দিয়া যিবুষের দক্ষিণ পাশ্বে না** মিয়া আসিয়া ঐন-রোগেলে গেল। অপর উত্তরদিগে আকৃষ্ট হইয়া ঐনন্শেমশে গমন করিল,এবং অদুৰ্ম্মীয় আরোহণের পথ সম্মুখস্থ গিলীলোতের প্রতি নিগত হইয়া রূবেন বংশীয় বোহনের প্রস্তুর পয্যন্ত গেল। ১৮ এবং উত্তরদিগে অরাবার পূৰ্ব্বপাশ্বে * গেল। এবং ১২ ঐ সীমা বৈথগলার উত্তর পাশ্ব পর্য্যন্ত গেল ; সে সীমা যদ্দনের দক্ষিণ দিগস্থ লবণ সমুদ্রের উত্তর ২ - মহাখাল পর্যন্ত গেল, ইহা দক্ষিণ সীমা । এবং পূৰ্ব্বদিগে যদ্দন নদী তাহার সীমা ছিল; আপন ২ পরিজনানুসারে বিনয়ামীন বংশের চতুৰ্দ্দিকস্থিত এই ২১ অধিকার ছিল। আপন ২ পরিজনানুসারে বিনয়ামীন বKশের নগর ষিরীহে ও বৈথগলা ও কিৎসীসের . তলভূমি, ও বৈথরাব ও সিমারয়িম ও বৈথেল, ও অস্ত্রীম ও পারা ও অফু, ও কফরমোনী ও অফন ও ২০ গেব; গ্রামশুদ্ধ তাহার দ্বাদশ নগর ছিল। ও গিৰি২ভ য়োন ও রামৎ ও বেরোৎ, ও মিস্পী ও কিফীরা ও ২৭ মোৎসা, ও রেকম ও যিপেল ও তরলা, ও সেলা ও ২৮ এলফ ও ঘিবৃষ, অর্থাৎ যিরশালম, এবং গিবিয়া ও কিরিয়ৎ ; গ্রামশুদ্ধ এই চৌদ্দ নগর অপেন ২ পার > → যিহোশয়। জনানুসারে বিনয়ামীন বংশের অধিকার ছিল। [so] 에 3.s il–[১ ১-২ • ] যি ১৫ ; ৫-১ =ि[ं,ं] ఆ ; [os י" ১৯ অধ্যায়। ১ শিমিয়েশন বংশের অংশ, ১০ ও সিবুজন বংশের অংশ, ১৭ ও ইষাৰ্থর বংশের অংশ, ২৪ ও আশের বংশের অংশ, ৩২ ও নঞ্জলি বংশের অংশ, ৪০ ও দান বংশের অংশ, ৪৯ ও যিহোশয়ের অংশ। পরে দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে উঠিল ; আপন ২ ই পরিজনানুসারে শিমিয়োন বংশের এই অধিকার যিহুদী বংশের অধিকারের মধ্যে হইল। তাহাদের * অধিকারের মধ্যে বেশেব ও শেব ও মোলাদা ছিল ; এবং হৎসর-শিয়াল ও বালা ও এৎসম, ও ইলতোলদ । ও বিথুল ও হর্মা, ও সিকুলগ ও বৈৎমকাবোৎ ও হৎ- 5 সর-সুষীয়, ও বৈৎলিবায়োৎ ও শারহন, তাহার ৪ গ্রামশুদ্ধ তেরো নগর ছিল। এবং ঐন ও রিন্মোন ও । এথর ও আশয় তাহার গ্রামশুদ্ধ এই চারি নগর ছিল। এবং বালৎ-বের ও দক্ষিণ দেশস্থ রামৎ পৰ্য্যন্ত ঐ ২ ৮ নগরের চতুৰ্দ্দিকস্থিত সমস্ত উপনগর আপন ২ পারজনানুসারে শিমিয়োন বংশের অধিকার হইল। শিমিয়োন বংশের এই অধিকার যিহুদী বংশের ৯ অধিকারের মধ্যে ছিল, কেননা যিহুদী বংশের জন্যে তাহাদের অধিক আ৭শ ছিল, অতএব শিমিয়োনের বংশ তাহাদের অধিকারের মধ্যে অধিকার পাইল । অপর তৃতীয় অংশ আপন ২ পরিজনানুসারে - সিৰূলুন বংশের নামে উঠিল; সারাঁদ পর্যন্ত তাহাদের অধিকারের সীমা হইল। তাহাদের সীমা পশ্চিম অর্থাৎ ১ > মরিয়লার দিগে উঠিয়া গেল, এবং দৰ্ব্বেশং পৰ্য্যন্ত যাইয়। যগ্নিয়াম সমুখস্থ নদী পৰ্য্যন্ত গেল । এবং ২ পূৰ্ব্বদিগে অর্থাৎ সূর্য্যোদয় দিগে সারাদহইতে ফিরিয়া কিশলোৎ-তাবোরের সীম: পৰ্য্যন্ত গেল ; পরে দাবিরৎ পৰ্য্যন্ত নিগত হইয়া যাফিয়ে উঠিয়া গেল। এবং তথা- ১ ও হইতে পূৰ্ব্বদিগ হইয়া গাৎ-হেফর দিয়া এৎ-কাৎসীন পৰ্য্যন্ত হইয়া রিম্মোন-মিথোয়র ও নেয় পৰ্য্যন্ত চলিয়। গেল । এবং ঐ সীমা হস্নাথোনের উত্তরদিগে তাহ ১৪ বেষ্টন করিয়া যিশুহেল তলভূমি পৰ্য্যন্ত গেল । এবং কটৎ ও নহলোল ও শিঘ্রোণ ও যিদালা ও বৈং ১৭ লেহম ; গ্রামশুদ্ধ সকলে দ্বাদশ নগর ছিল। আপন ২ se পরিজনানুসারে সিবুলুন বংশের এই সকল নগর ও তাহার গ্রাম অধিকার হইল। পরে চতুর্থ অংশ আপন ২ পরিজনানুসারে ইষা- ১৭ থব বংশের নামে উঠিল। তাহাদের অধিকারের ১৮ সীমা যিন্ত্রিয়েলের ও কিমুল্লোতের ও শূনেমের, এবং ১৯ হফারয়িমের ও শীয়োনের ও অনহরতের, ও রবী- ২০ তের ও কিশিয়োনের ও এবসের, এবং রেমতের ও ২ ১ ঐন্‌-গন্নামের ও ঐন-হদার ও বৈৎপৎসেসের দিগে AA SS0S0S S SSS S LLSSS 00S S C [**] s ; ell—[*] × ; ৬ –[২৪,২৬] ৯ ; ১৭ u—[xv] o > e l » « ; • tı SBB BBBBS B S0S0LS KSSK BBS tBS BA S0 218

  • (ইবু) সম্মুখস্থ পাশ্ব ।