পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ుa করিল ; তাঁহাতে সেই স্ত্রী রাজার বাটীতে অানীত ১ ও হইল। এবং তন্নিমিত্তে রাজা ইব্রামকে সমাদর করিয়া তাহাকে মেষ ও গোরু ও গৰ্দ্দভ ও গদভী ও উক্টাদি ১৭ এবং দাসদাসী দিল। কিন্তু সেই নারী ইব্রামের ভাৰ্য্যা, এই জন্যে পরমেশ্বর সপরিবারে রাজার নানা মহাক্লেশ ১৮ ঘটাইলেন। অতএব রাজা ইব্রামকে ডাকিয়া কহিল,তুমি ১৯ আমার সহিত এ কি ব্যবহার করিলা? ঐ নারী তোমার ভাৰ্য্যা, এ কথা আমাকে কেন কহিলা না? তাহাকে আপনার ভগিনী কেন বলিলা ? তাহাতে আমি তাহাকে বিবাহ করিতে লইলাম ; তুমি এখন তোমার সেই স্ত্রীকে ২• লইয়া যাও। তখন রাজার আজ্ঞাতে ভূত্যবর্গ সৰ্ব্বস্বের সহিত তাহাকে ও তাহার স্ত্রীকে বিদায় করিল। ১৩ অধ্যায়। ইব্রায়ের ও লেটের যিসরহইতে গমন ও তাহদের পালকদের বিরোধ, ১০ ও লেটের সিদেণযে গায়ন, ১৪ ও ইব্রায়ের পুতি ঈশ্বরের পুতিজ্ঞাদি । তদনন্তর ইব্রাম ও তাঁহার স্ত্রী ও লোট সকলে সকল সম্পত্তি লইয়া মিসর হইতে গিয়া দক্ষিণ দেশে উত্ত ং রিল। ঐ ইব্রাম পশুতে ও স্বর্ণরূপ্যেতে অতিশয় ধনবান ৩ ছিল। পরে সে পূৰ্ব্বযাত্রানুসারে দক্ষিণ হইতে বৈথেলদিগে যাইতে ২ বৈথেলের ও অয়ের মধ্যবৰ্ত্তি যে স্থানে ৪ পূৰ্ব্বে তাহার তাম্বু স্থাপিত ছিল, সেই স্থানে উপস্থিত হইয়া আপন পূৰ্ব্বনির্মিত যজ্ঞবেদির নিকটে পরমে৫ শ্বরের নাম লইয়া প্রার্থনা করিল। এবং ইরামের সঙ্গী যে লোটু,তাহারও অনেক ২ মেষ ও গো ও তাম্বু থাকাতে ৬ সেই দেশে একত্র বাস সম্পোষ্য হইল না, তাহাদের প্রচর সম্পত্তি হওয়াতে তাহার একত্র বাস করিতে পারিল না। এবং ইব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের সহিত পরসপর বিরোধ হইল; তৎকালে সেই দেশে কিনানীয় ও পিরিষীয় লোকেরা ৮ বসতি করিত। অতএব ইব্রাম লোটকে কহিল, আমি তোমাকে বিনয় করি,তুমি আমার জ্ঞাতি * ; তোমাতে ও অামাতে, এবং তোমার পশুপালকগণে ও আমার পশু৯ পালকগণে বিরোধ না হউক। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই ? অতএব তোমাকে বিনতি করি, তুমি আমাহইতে পৃথক হও ; হয়, তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই ; কিম্বা তুমি দক্ষিণে যাও,আমি বামে যাই। তখন লোট চক্ষু তুলিয়া দেখিল সোয়র দিগে যদ্দন নদীর তাবৎ প্রান্তর পরমেশ্বরের উদ্যানের তুল্য মিসর দেশের ন্যায় সৰ্ব্বত্র জলস্থলে উত্তম বটে ; কেননা তৎকালে সিদোম ও অমোরা পরমেশ্বর কর্তৃক বিনষ্ট [**) sী >e & ; > 0. It — о আদিপুস্তক l [১৩,১৪ অধ্যায় । হয় নাই। অতএব লোট যদ্দনের তাবৎ প্রান্তর মনো- ১১ নীত করিয়া পূৰ্ব্বদিগে প্রস্থান করিল ; এই রূপে তাহার পরস্পর পৃথক হইল। তাহাতে ইরাম কিনান দেশে ১২ বাস করিল, এবং লোটু সেই প্রান্তর স্থিত সকল নগরের মধ্যে সিদোম নগরের নিকটে তাম্বু স্থাপন করিল। ঐ সিদোমের লোকেরা অতিদুষ্ট ও পরমেশ্বরের ১৩ গোচরে অতি পাপিষ্ঠ হইল। এই রূপে ইব্রামহইতে লোই পৃথক হইলে পর, ১৪ পরমেশ্বর ইব্রামকে কছিলেন, তুমি এই স্থানহইতে চক্ষু তুলিয়া উত্তর দক্ষিণ পূৰ্ব্ব পশ্চিমে দেখ। তুমি যত দূর ১৭ দেখিতে পাইবা, তাবৎ ভূমি চিরকালের নিমিত্তে তোমাকে ও তোমার বংশকে দিব। এবং পৃথিবীর ধূলির ১৬ ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব ; কেহ যদি ধূলি গণিতে পারে,তবে তোমার বংশ গণ্য হইবে। উঠ,এই দেশের দীর্ঘ প্রস্থে ভূমণ কর, সেই তাবৎ ভূমি তোমাকে দিব। তখন ইব্রাম তাম্বু তুলিয়া হিরোণের নিকটস্থ মমি নামক প্রান্তরে গিয়া বাস করিল, এবং সেখানে পরমেশ্বরের উদ্দেশে এক যজ্ঞৰেদি নির্মাণ করিল। ১৪ অধ্যায়। ১ চারি রাজার সহিত পাঁচ রাজার যুদ্ধ করণ, ১৩ ও লেটের লুণ্ঠ ও পরহস্তগত হওন ও ইকুযের দ্বারা পুনশ যুক্ত হওন, ১৭ ও পুত্যাগযনের সময়ে সিদোযের রাজ ও যন্ত্ৰকৗন্ত্ৰেদক্রণঅণর সঙ্গে সাক্ষাৎ করণ ও তাহার কথোপকথন । অনন্তর শিনিয়রের অমুফল নামে রাজা, ও ইল্লা । সরের অরিয়োক নামে রাজা ও এলমের কিদলায়োমর নামে রাজা এবং অন্যজাতীয় তিদিয়ল নামে রাজা, ইহার সিদোমের বিরা নামক রাজার ও আমেরিার ২ বিশ নামক রাজার ও অদমার শিনাব নামক রাজার ও সিবোয়িমের শিমেবর নামক রাজার ও সোয়রের অর্থাৎ বিলার রাজার সহিত যুদ্ধ করিল। তাহাতে ও সকলে সিন্দীমের প্রান্তরে অর্থাৎ লবণ সমুদ্রে একত্র হইল। কারণ তাহারা দ্বাদশ বৎসর পর্যন্ত ঐ a কিদলায়েমির রাজার বশীভূত থাকিয়া ত্রয়োদশ বৎ সরে তাহার অবশ হইল। এই জন্যে চতুর্দশ বৎসরে ৭ কিদলায়োমর রাজা আপন সহায় রাজগণের সহিত আসিয়া অস্তিরোৎ-কর্ণায়ম দেশীয় রিফায়ীয় লোকদিগকে ও হম দেশীয় সুষীয় লোকদিগকে ও শাবিকিরিয়াথরিম দেশীয় এমীয় লোকদিগকে ও এল - পারণ প্রান্তর অবধি সেয়ীর পর্বত নিবাসি হোরীয় লোকদিগকে জয় করিল। এবং তাহারা তথাহইতে ৭ ফিরিয়া ঐণমিসপটের অর্থাৎ কাদেশের মধ্য দিয়া BB BBBS B BBS SK SDDS SS S0S 0 S SS S SS S LS0S0 S LSSLS0S S BB ee 0L LL [১০] অ’ ২ ; ১০ । ১৯ ; Il-[o e] ** ; * it-[os] > ; * u.–[sv] ইত্ন ১১, ১ । [১৪ ডাব্য ; ১] অ’ ১• ; ১০ । ১১ ; ২ it—[২] ১৩ ; ১৩ । ১১ ; ২৩ it

  • (ইবু) আমরা যনুষ্য ভুত্বগণ।