পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বংশ ও সিবুলুন বংশ ও নপ্তালি বংশের নিকটে দূত প্রেরণ করিলে তাহারা সাক্ষাৎ করিতে আইল। পরে গিদিয়োন ঈশ্বরকে কহিল, আপনি যদি আপন বাক্যানুসারে আমার হস্তদ্বারা ইসুয়েল বংশকে মুক্ত করেন ; তবে আমি শস্য মদন স্থানে মেষের ছিন্ন লোম রাখিব ; কেবল সেই লোমের উপরে যদি শিশির থাকে, এবং সমস্ত ভূমি শুষক থাকে, তবে আপনি আপন বাক্যানুসারে আমার হস্তদ্বারা ইস্রায়েল বংশকে মুক্ত করবেন, ইহা জ্ঞাত হইব। তাহাতে সেই রূপ ঘটিলে পরদিবসে সে প্রত্যুষে উঠিয়া সেই লোম চাপিয়া তাহাহইতে পূর্ণ এক বাটী শিশির নিঙ্গড়িয়া ফে লিল। তখন গিদিয়োন ঈশ্বরকে কহিল,আপনি আমার প্রতিকুলে ক্রদ্ধ হইবেন না,আমি কেবল আর এক কথা কহি; বিনয় করি, আমি লোমম্বারা আর এক বার পরীক্ষা লইব ; এখন কেবল লোমের উপর শুষক হউক, ও সকল ভূমির উপরে শিশির থাকুক। পরে ঈশ্বর সে রাত্রিতে সেই রূপ করিলেন ; তাহাতে কেবল ৭ অধ্যায় । ১ গিদিয়েনের সৈন্যের নূ্যন করণ ১ ও স্বপ্নের কথা শুনিয়া গিদিয়েনের যন স্থির হওন ১৫ ও সৈন্যের পুতি গিদিয়েশনের আণজল ১৯ এব০, পুদীপ ও তুরী ও ঘটদ্বার। যিদিয়নীয়দিগকে অয় করণ ২৪ ও ওরেব ও সেব রণসীকে হস্তগত করণ । পরে ফিরুব্বাল অর্থাৎ গিদিয়েনি ও তাহার সমস্ত সঙ্গি লোক প্রত্যুষে উঠিয়া ঐন-হরোদ নামক স্থানে শিবির স্থাপন করিল ; তাহাতে মিদিয়নীয় সৈন্য মোরি পর্বতের নিকটস্থ প্রান্তরে তাহাদের উত্তরদিগে থাকিল ; ং পরে পরমেশ্বর গিদিয়োনকে কহিলেন, আমি যদি মিদিয়নীয়দিগকে তোমার সঙ্গি এত লোকের হস্তে সমপণ করি, তবে আমরা আপন বাহুবলেতে মুক্ত হইলাম,এই কথা কহিয়া ইসুয়েল লোকেরা আমার প্রতিও কুলে অহঙ্কার করবে। অতএব তুমি যাইয়া লোকদের কর্ণে এই কথা ঘোষণা কর, যে জন ভয়াৰ ও ভীত, সে প্রত্যুষে গিলিয়দ পৰ্ব্বতহইতে ফিরিয়া যাউক; তাহাতে লোকদের মধ্যহইতে বাইশ সহস্ৰ লোক ফিরিয়া গেল, এবং দশ সহস্র অবশিষ্ট থাকিল। পরে পরমেশ্বর গিদিয়োনকে কহিলেন, লোকেরা এখনো অধিক আছে, তাহাদিগকে জলের নিকটে আন ; আমি তোমার জন্যে সেখানে তাহাদের পরীক্ষা লইব*;তাহাতে যাহার বিষয়ে কহিব, এই ব্যক্তি তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে; এবং যাহার বিষয়ে কহিব, বিচারকত্বিবরণ। ২৩৩ এই ব্যক্তি যাইবে না, সে তোমার সহিত যাইবে না। তাহাতে সে জলের নিকটে লোকদিগকে আনিলে পরমেশ্বর গিদিয়োনকে কহিলেন, যাহারা কুককুরের ন্যায় জিহাদ্বারা জল চাটিয়া খায় তাহাদিগকে, ও যাহারা পান করিতে হাঁটু গাড়ে তাহাদিগকে তুমি পৃথক করিয়া রাখ। তাহাতে তিন শত সংখ্য লোক মুখে ৬ হাত তুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিতে হাঁটু গাড়িল। পরে পরমেশ্বর গিদি । য়োনকে কহিলেন, চাটিয়া জল পানকারি এই তিন শত লোকদ্বারা অামি তোমাদিগকে মুক্ত করিব, ও মিদিয়নীয়দিগকে তোমাদের হস্তে সমপণ করিব, এবং অন্য সমস্ত লোক আপিন ২ স্থানে প্রস্থান করুক। পরে ৮ লোকেরা আপন ২ হস্তে খাদ্য দ্রব্য ও তুরী গ্রহণ করিল, এবং সে ইস্রায়েল বংশের অবশিষ্ট সমস্তকে স্ব ২ বাসস্থানে + বিদায় করিয়া ঐ তিন শত মনুষ্যকে রাখিল ; তৎকালে মিদিয়নীয় সৈন্যগণ তাহার নীচে তলভূমিতে ছিল। পরে সেই রাত্রিতে পরমেশ্বর তাহাকে কহিলেন,উঠ, তাহাদের শিবিরে যাও ; আমি তাহাদের শিবির তোমাদের হস্তে সমপণ করিলাম। কিন্তু তুমি যদি যাইতে “ ভীত হও,তবে তোমার দাস ফুরাকে সঙ্গে লইয়: সৈন্যের নিকটে যাও। এবং তাহারা যাহা কহে, তাহ শুন, ১১ তাহাতে তাহাদের শিবিরের মধ্যে যুদ্ধযাত্রা করিতে তুমি বলবান হইবা তাহাতে সে আপন দাস ফুরার সহিত শিবিরস্থ সুসজ্জ লোকদের বহিঃপাশ্ব পর্যন্ত গেল। ঐ মিদিয়নীয় ও অমালেকীয় ও পুৰ্ব্ব দেশীয় ১২ লোকেরা বহুতব প্রযুক্ত প্রান্তরেব মধ্যে পঙ্গপালের ন্যায় বিদ্যমান ছিল, এবং উক্টও বহুত প্রযুক্ত সমুদু তীরস্থ বালুকার ন্যায় অসংখ্য ছিল। পরে গিদিয়োন ১৩ প্রবেশ করিলে তাহীদের মধ্যে এক জন আপন বন্ধুর নিকটে এই স্বপ্নকথা কহিতেছিল, দেখ, আমি এক স্বপ্ন দেখিলাম,যেন যবের ময়দাতে নির্মিত এক রুটী মিদিয়. নীয়দের শিবিরের মধ্য দিয়া গড়িয়া গেল এবং তাস্কুর নিকটে উপস্থিত হইয় তাহাকে আঘাত করিল; তাহাতে তাম্বু উলটিয়া দীর্ঘ হইয়া পড়িল। তাহাতে ১৪ তাহার বন্ধ উত্তর করিল, তাহা ইসুয়েল বংশীয় যোরাশের পত্র গিদিয়োনের খড়গ ব্যতিরেক আর কিছু নহে, পরমেশ্বর মিদিয়নীয় লোক ও সমস্ত শিবিরকে তাহার হস্তে সমপণ করিলেন। তখন গিদিয়েনি ঐ স্বপ্নের কথা ও তাহার অভিপ্রায় || ,, শুনিয়া প্রণাম করিয়া ফিরিয়া ইসুয়েল বংশের সৈন্যের মধ্যে আসিয়া কহিল, উঠ, পরমেশ্বর তোমাদের হস্তুে মিদিয়নীয়দের শিবিরকে সমপণ করিলেন। পরে সে ঐ ১৬ o: [৩৬-৪৭] যা ৪ ; ১-১ ! অ, ২৪ ; ১২-১৪ 11–[৩১] অ’ ১১ ; ৩২ ৷৷ S BBBS B BS DD LSLLS DD S 00 SK B S S B S S S LSS000 Y 00 SS 00 প ৪ l-–[১১] প ১৩, ১৪ ii—[•*] fà s ; • II SBe BBB BBB BSS SBBSS BBB SBBS BBBB BB BB BBBSBBS DDDDS 233