পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সলমুন্ন নামে মিদিয়নের দুই রাজাকে ধরিল, এবং তাহাদের তাবৎ সৈন্যকে উদ্বিগ্ন করিল। পরে যোয়ীশের পুত্র গিদিয়োন সূর্য্যোদয়ের পূৰ্ব্বে যুদ্ধহইতে ফিরিয়া আইলে সে সুকেকাৎ নিবাসিদের এক যুবকে ধরিয়া জিজ্ঞাসা করিল ; তাহাতে সে সুকেকাতের অধ্যক্ষগণের ও তাহার প্রাচীনদের সাতা ১৫ ভর জনের নাম লিখিয়া দিল। পরে সুকেকাতের লোকদের নিকটে উপস্থিত হইয়া কহিল, সেবহের ও সলমুন্নের সৈন্যগণ কি এখন তোমার হস্তগত আছে ? এই জন্যে কি আমরা তোমার ক্লান্ত লোকদিগকে ভক্ষ্য দিব? এই কথা কহিয়া যাহাঁদের বিষয়ে আমাকে বিদ্রুপ ২ভ করিয়াছিলা, সেই সেবহকে ও সলমুন্নকে দেখ। অপর সে ঐ নগরের প্রাচীনগণকে ধরিয়া অরণ্যের কণ্টক ও শ্যাকুল লইয়া তাহাদ্বারা ঐ সুকেকতীিয় লোকদিগকে শিক্ষা দিল* পরে সে পিলুয়েলের দুর্গ ভগ্ন করিয়া ঐ নগরের লোকদিগকে বধ করিল। পরে সে সেবহকে ও সলমুন্নকে কহিল, তাবোরে তোমাদের কর্তৃক হত লোকেরা কি প্রকার? তাহাতে তাহার উত্তর করিল, আপনি যেমন, তাহারাও সেই ১৯ রূপ, প্রত্যেকে রাজপুত্রস্বরূপ ছিল। তাহাতে সে কহিল, তাহারা আমার ভুতি, এক মাতার সন্তান ; আমি নিত্য পরমেশ্বরের নাম লইয়া কহি, তোমরা যদি তাছাদের প্রাণ রক্ষা করিতা, তবে আমি তোমা- দিগকে বধ করিতাম না। পরে সে আপন জ্যেষ্ঠ পুত্র ঘেথরকে কহিল,তুমি উঠিয়া ইহাদিগকে বধ কর; কিন্তু সে বালক,এই প্রযুক্ত ভীত ছিল,এই জন্যে আপন খড়গ বাহির করিল না। তাহাতে সেবহ ও সলমুন্ন কহিল, আপনি উঠিয়া আমাদিগকে বধ করুণ, কেননা পুরুষ, যেমন তেমনি তাহার সামথ্য ; পরে গিদিয়োন উঠিয়া সেবহকে ও সলমুন্নকে বধ করিল ; এবং তাঁহাদের উষ্ট্রদের গলের সমস্ত চন্দ্রহার লইল । পরে ইস্রায়েল বখশ গিদিয়োনকে কহিল, তুমি পুত্ৰ পৌভ্রাদি ক্রমে আমাদের উপরে কর্তৃত কর, কেননা তুমি আমাদিগকে মিদিয়নীয়দের হস্তুহইতে রক্ষা করি২৩ লা। তাহাতে গিদিয়োন কহিল,আমি তোমাদের উপরে কর্তৃক্তত্ব করিব না,এবং আমার পুত্ৰও তোমাদের উপরে কর্তৃতা করিবে না, কিন্তু পরমেশ্বর তোমাদের উপরে ২৪ কর্তৃত করবেন। পরে গিদিয়োন কহিল,আমি তোমাদের কাছে এক নিবেদন করি, তোমরা প্রত্যেক জন আপন ২ লুটিত কর্ণকুণ্ডল আমাকে দেও, কেননা হত ইসমায়েলীয় লোকদের অনেক সুবর্ণ কর্ণকুণ্ডল ছিল। ২৫ তাহাতে তাহারা উত্তর করিল, আমরা স্বেচ্ছাপূৰ্ব্বক 3 y R. R. বিচারকত্ববিবরণ l ২৩৫ তাহা তোমাকে দিব ; পরে তাহারা এক বস্তু পাতিয়া প্রত্যেকে আপন ২ লুটিত কর্ণকুলগু তাহাতে ফেলিল। তাহাতে চন্দ্রহার ও ঝুমকা ও মিদিয়নীয় রাজাদের পরিধেয় বাগুনি রঙ্গের বস্ত্র ও তাহাদের উষ্ট্রের গলার অভরণ ব্যতিরেকে তাহার প্রাথিত কর্ণকুণ্ডলের পরিমাণ এক সহস্ৰ সাত শত শেকল সুবর্ণ হইল। পরে গিদিয়োন তাহা লইয়া এক এফোদ নির্মাণ করিয়া নগরে অর্থাৎ অফুতে তাহা স্থাপন করিল ; তাহাতে তাবৎ ইস্রায়েল বংশ সে স্থানে তাহার পশ্চাৎ ২ ব্যভিচারী হইল ; এই সকল গিদিয়োনের ও তাহার পরিজনের ফাদস্বরূপ হইল । এই রূপে মিদিয়নীয় লোকেরা ইস্রায়েল বংশের সম্মুখে এমত পরাজিত হইল, যে আপন ২ মস্তক আর তুলিতে পারিল না ; পরে গিদিয়োনের সময়ে চল্লিশ বৎসর পর্য্যন্ত দেশ নিষকন্টকে ছিল। পরে যোয়াশের পুত্র ফিরুব্বাল আপন ঘরে যাইয়। বাস করিল। ঐ গিদিয়োনের ঔরসজাত ৷ সন্তরি পুত্ৰ ৩০ ছিল, কেননা তাহার অনেক ভাৰ্য্যা ছিল। শিখিমে তাহার যে উপপতনী ছিল,সেও তাঁহার এক পুত্র প্রসব করিল, এবং তাঁহার নাম আবীমেলক রাখিল। পরে যোয়াশের পুত্ৰ গিদিযোন অতি বৃদ্ধাবস্থাতে মরিলে অবয়েন্ত্রীয়দের অফুতে আপন পিতার যোয়াশের কবরে তাহার কবর হইল। পরে গিদিয়োন মরিলে ইস্রায়েল বংশ পুনৰ্ব্বার বাল দেবগণের পশ্চাৎ যাইয়া ব্যভিচারী হইয়া বাল বিরীৎকে আপনাদের ইষ্টদেবতা করিল। এবং তাহাদের চতুৰ্দ্দিকস্থ শত্ৰুগণের হস্তুহইতে তাহাদিগকে উদ্ধারকারি প্রভু পরমেশ্বরকে তাহারা বিস্মৃত হইল। এবং ষিরুব্বালের অর্থাৎ গিদিয়োনের বখশ ইস্রায়েলবংশের প্রতি যে ২ অনুগ্রহ করি য়াছিল, ইস্রায়েল লোক তদনুসারে কৃতজ্ঞতা করিল না। ৯ অধ্যায়। ১ ভূত্বগণকে বব করিয়ন আবীযেলকের রাজা হওন ৭ ও যোগযের দৃষ্টান্ত ২২ ও অবায়েলকের বিরুদ্ধে গলের কুযস্ত্রণা ৩০ ও সিকূলের তাই পুকাশ করণ ৩৪ ও যুদ্ধে অধীযেলকের আয় ৪৬ ও বালবিরাৎ দেবতার দুর্গ দক্ষ করণ a • ও তেবেস্ নগরে স্ত্রীর নিক্ষিপ্ত পুস্তর দ্বারা অবযেলকের বব ৫ ৬ ও যেণীয়েকু বাক্য সফল হওন । পরে ফিরুল্লালের পুত্র অধীমেলক আপন মাতুলদের ১ নিকটে শিখিমে যাইয়া তাহাদের সহিত এবং মাতামহের তাবৎ পরিজনের সহিত এই পরামশের কথা কহিল ; নিবেদন করি, তোমরা শিখিমের তাবৎ গৃহস্থ- ২ দের কর্ণগোচরে এই কথা কহ, যিরবরালের সমস্তু LS0 S LLS CS 0S SSSBSS S B BBS DD S ggSggS B S S S S S S S S S S S S BBB S BBS BBS BBS BS BSS SBSBBSBBS B BBS SS 00 LSLS DD S LLS ggSgS S S [os] x : » », os n–[eo] con s« ; « - ti [৯ অধ্য; ১] বি ৮ ; ৩১ ॥—[২] ৮, ৩০ ৷৷

  • (ইনু) বুঝাইল। I (ইকু অম্লতাত ; (ইব) ওত্তয় ।

235