পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায়।] গিয়া আমালেকীয় লোকদের তাবৎ দেশকে ও হৎসসোন-তামর নিবাসি ইমোরীয় লোকদিগকে পরাস্ত ৮ করিল। অতএব সিদোমের রাজা ও অমোরার রাজা ও অদমার রাজা ও সিবোয়িমের রাজা ও বিলার ৯ অর্থাৎ সোয়রের রাজা, এই পাঁচ রাজা একত্র হইয়া এলম দেশের কিদলায়োমর রাজার ও অন্য জাতীয়দের তিদিয়ল রাজার ও শিনিয়রের অসুফল রাজার ও ইল্লাসরের অরিয়োক রাজার এই চারি রাজার সহিত সিন্দাম প্রান্তরে যুদ্ধ করিতে লাগিল। তাহাতে ঐ সিন্দীম প্রান্তরে পঙ্কের খাত ছিল ; এবং সিদো মের ও অমোরার রাজগণ পলাইতে তাহার মধ্যে পতিত হইল; এবং অবশিষ্টেরা পৰ্ব্বতে পলায়ন - o ১ করিল। অতএব তাহারা সিদোমের ও অমোরার সমস্ত সম্পত্তি ও ভক্ষ্য দ্রব্য লুটিয়া লইয়া প্রস্থান করিল। * এবং ইব্রামের ভুতৃিপুত্র সিদোম নিবাসি লোটুকে ও .. তাহার সমস্ত সম্পত্তি লইয়া গেল। যত তখন এক জন পলায়ন করিয়া ইব্রীয় ইব্রাকে সমাচার দিল; ঐ সময়ে ইব্রাম ইষ্ণেকালের ও অানেরের ভুতি ইমোরীয় মমির প্রান্তরে বাস করিতেছিল, এবং * তাহারা ইব্রামের সহায় ছিল। তখন ইব্রায় আপন ভুতৃিপুত্ৰকে ধরিয়া লইয়া যাওনের সমাচার শুনিবামাত্র আপন গৃহজাত তিনশত অষ্টাদশ শিক্ষিত * ভূত্যকে সুসজ্জ করিয়া শত্ৰুগণের পশ্চাৎ ২ ধাবমান হইয়া * দান নগর পর্যন্ত গেল। পরে আপন ভূতগণকে দুই দল করিয়া রাত্রিকালে শত্ৰুগণের প্রতি আক্রমণ করিল, এবং দন্মেষকের বামস্থিত হোবা নগর পর্য্যন্ত ১৬ তাহাদের পশ্চাৎ ধাবমান হইল। এবং সকল সম্পত্তি ও আপন ভাতৃপুত্ৰ লোষ্ট্র ও স্ত্রীগণ ও সম্পত্তি ও লোক সকলকে ফিরাইয়া আনিল । এইরূপে ইব্রাম কিদলায়োমরুকে ও তাহার সহায় রাজগণকে জয় করিয়া প্রত্যাগমন করিলে পর, সিদোমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে শাবী ১৮ প্রান্তরে অর্থাৎ রাজার প্রান্তরে উপস্থিত হইল। এবং সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের যাজনকারী মলকীষেদক নামে ১৯ শালমের রাজা রুটী ও দ্রাক্ষারস লইয়া ইব্রাম্কে এই আশীৰ্ব্বাদ করিল,আকাশের ও পৃথিবীর স্বামী সৰ্ব্বো২• পরিস্থ ঈশ্বর ইব্রামের মঙ্গল করুন। সৰ্ব্বোপরিস্থ ঈশ্বর ধন্য হউন, তিনি তোমার শত্ৰুগণকে তোমারই হন্তে সমর্পণ করিলেন। তখন ইব্রাম সমস্ত দ্রব্যের ২১ দশমাংশ তাহাকে দিল । অনন্তর সিদোমের রাজা ইব্রামকে কহিল, তুমি সমস্ত সম্পৰি লও, কিন্তু লোক২২ দিগকে আমাকে দেও। তাহাতে ইব্রাম সিদোমের > * LLLSBB BBS BB LLSB BBS BB LLSSSS BB SJJSK BB BBS আদিপস্তক । ༠། }} রাজাকে উত্তর করিল, আমি আকাশের ও পৃথিবীর স্বামি সৰ্ব্বোপরিস্থ প্রভু পরমেশ্বরের নামে দিব্য করিয়া কহিতেছি, আমার যুবলোকেরা যাহা ভোজন করি ২৩ য়াছে,এবং আমার সহকারি অানের ও ইষকোল ও মমি ইহাদের যে ভাগ প্রাপ্তব্য, তদ্ব্যতিরেকে যাহা অাছে, তাহা তোমার। আমি ইব্রামকে ধনবান করিয়াছি, এমত কথা যেন না বল, এই জন্যে তোমার এক গাছ সুতা কি জুতার বন্ধন রজ্জ্বও আমি লইব না। ১৫ অধ্যায় । ১ ইত্যকে সন্তান দিতে ও সেই সন্তানকে কিনানদেশ দিতে ঈশ্বরের পুতিজ্ঞ ও ঈশ্বরের ওদেশে ইকুযের বলিদান করণ । ঐ ঘটনার পরে পরমেশ্বর ইব্রামকে স্বপ্লবৎ দর্শন • দিয়া এই বাক্য কহিলেন, হে ইব্রাম, ভয় করিও না, অামি তোমার ঢাল ও মহাপুরস্কার স্বরূপ। তাহাতে ২ ইব্রাম উত্তর করিল, হে প্রভো পরমেশ্বর, তুমি আমাকে কি দিব1? আমি নিজে নিঃসন্তান এবং এই দন্মেষকীয় ইলীয়েষর নামে আমার গৃহের ধনাধিকারী অাছে। ইব্রাম পুনশ্চ কহিল,দেখ, তুমি আমাকে সন্তান দিলা না, ও সুতরাং আমার গৃহজাত কোন লোক আমার উত্তরাধিকারী হইবে। তখন ইব্রামের প্রতি পরমেশ্বর এই ৪ কথা কহিলেন, ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে,সেই তোমার উত্তরাধিকারী হইবে। পরে তিনি তাহাকে বাহিরে অনিয়া ৫ কহিলেন, তুমি আকাশে দৃষ্টি করিয়া যদি তারাগণ গণিতে পার, তবে গণিয়া বল। তিনি আরও কছিলেন, এই রূপ তোমার বখশ হুইবে । তখন সে পরমেশ্বরেতে ৬ বিশ্বাস করিলে তিনি তাহার বিশ্বাসকে পুণ্যার্থে গণনা করিলেন। পরে পরমেশ্বর তাহাকে কহিলেন, যিনি ৭ তোমাকে এই দেশ অধিকার দিতে কসদীয়দের উর নগর হইতে আনিলেন,সেই পরমেশ্বর আমি। তখন সে ৮ কহিল, হে প্রভো পরমেশ্বর, আমি যে এই দেশের অধিকারী হইব, তাহা কিসে জানিব ? পরমেশ্বর কহি- ৯ লেন, তুমি তিন বৎসরের এক গোবৎসকে ও তিন বৎসরের এক ছাগীকে ও তিন বৎসরের এক মেষকে এব^ এক ঘুঘুকে ও এক কপোতকে আমার নিকটে আন । তাহাতে সে ঐ সকল পশু তাহার নিকটে অনিয়া দ্বিখণ্ড করিয়া এক খণ্ডের আগ্নে অন্য খণ্ড রাখিল, কিন্তু পক্ষিগণকে দ্বিখণ্ড করিল না। পরে হিংসু পক্ষিগণ সেই মৃত পশুদের উপরে নামিলে ইব্রাম তাহাদিগকে খেদাইয়া দিল। পরে সূর্যের অন্তৰ্গমন সময়েইরাম ঘোর নিদ্রিত হইয়া মহান্ধকারে ভয়গুস্ত হইল। তখন পরমেশ্বর ti مدد }۶ [ه ه]--tl د R- د ; و 3چ s t L0e BBBS BB AAAA AA LS0 AAAAA 0 AA DDS LS LS BS BS BS BBSBBS BB BS e il–[4] Si » R ; », a ! »e; > a ll–[**] ; x > ti

  • (ব) অক্সবার | 1 (ইস্ত্র) পুথি ।