পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ ত - বিচারকর্তৃবিবরণ। পুত্র অর্থাৎ সত্তার জন তোমাদের উপরে কতৃক্তত্ব করিবে? কি এক জন তোমাদের উপরে কতৃতা করিবে? ইহার মধ্যে তোমাদের ভাল কি ? আর আমি তোমাও দের অস্থি ও মাংসস্বরূপ, ইহাও স্মরণ কর। তাহাতে তাহার মাতুলগণ শিথিমের তাবৎ গৃহস্থদের কর্ণগোচরে এই কথা কহিলে অবীমেলকের পশ্চাদগামী হইতে তাহারা সম্মত হইল,কেননা তাহারা কহিল, * উনি আমাদের ভুতি। এবং তাহারা বালবিরীতের মন্দির হইতে তাহাকে সন্তরি থান রূপা দিল ; তাহাতে অবীমেলক বাতুল ও আত্মশ্লাঘি লোকদিগকে ঐ রূপা ও বেতন দিলে, তাহারা তাহার পশ্চাদগামী হইল। পরে সে অফুতে আপন পিতার বাটীতে যাইয়া ঘিরুক্সালের পুত্র আপন সন্তরি জন ভুতাকে এক প্রস্তুরোপরি বধ করিল ; কিন্তু ষিরুকালের যোথম নামে কনিষ্ঠ পুত্ৰ ৪ লুকাওনেতে অবশিষ্ট থাকিল। পরে শিখিমের তাবৎ গৃহস্থ বৈৎমিল্লেীস্থ তাবৎ লোক একত্র হইয়া শিখিমস্থিত স্তন্ডের নিকটবর্তি এলোন বৃক্ষের সমীপে যাইয়া অবীমেলককে রাজা করিল। ৭ পরে লোকেরা যোথমকে সম্বাদ দিলে সে যাইয়া গিরিষীম পৰ্ব্বতের চূড়াতে দাড়াইয়া উচ্চৈঃস্বরে তাহাদিগকে এই কথা কহিল, হে শিখিমের লোক সকল, আমার কথায় মনোযোগ কর,তাহাঁতে পরমেশ্বর তোমা, ৮ দের কথায় মনোযোগ করবেন। বৃক্ষগণ আপনাদের মধ্যে রাজ্যাভিষিক্ত করণার্থে গমন করিয়া জিতবৃক্ষকে ১ কহিল, তুমি আমাদের রাজা হও। তাহাতে জিতবৃক্ষ কহিল, আমার যে তৈলের নিমিত্তে ঈশ্বর ও মনুষ্যেরা আমার মর্য্যাদা করে,তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষ১• গণের উপরে নিযুক্ত হইতে গতায়াত করিব ? পরে বৃক্ষগণ ডুম্বুরবৃক্ষকে কহিল, তুমি আসিয়া আমাদের রাজা ১১ হও। তাহাতে ডুমুরবৃক্ষ উত্তর করিল,আমি কি আপন মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করিয়া বৃক্ষের উপরে ১২ নিযুক্ত হইতে যাইব । পরে বৃক্ষগণ দ্রাক্ষালতাকে কহিল, ১৩ তুমি আসিয়া আমাদের রাজা হও। তাহাতে দ্রাক্ষালত কহিল, আমার যে রস ঈশ্বরকে ও মনুষ্যগণকে তৃপ্ত করে, তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষের উপরে ১৪ নিযুক্ত হইতে ঘাইব ? পরে বৃক্ষগণ কণ্টকবৃক্ষকে ১৫ কহিল, তুমি আসিয়া আমাদের রাজা হও । তাহাতে কণ্টকবৃক্ষ অন্য বৃক্ষগণকে কহিল, তোমরা যদি আপনাদের উপরে আমাকে রাজা করিতে নিতান্ত অভিষেক কর, তবে আসিয়া আমার ছায়াতে আশ্রয় কর ; কিন্তু যদি না কর, তবে কণ্টকবৃক্ষহইতে অগ্নি নিগত ১৬ হইয়া লিবানোনের এরস বৃক্ষগণকে দগ্ধ করবে। দেখ, এখন আবীমেলককে রাজা করিলে তোমাদের আচরণ যদি সত্য ও সরল হয়,এবং যদি ষিরুব্বালের ও তাহার বংশের প্রতি তোমাদের ভদ্রাচরণ হয়, ও তাহার কতৃতানুসারে তোমাদের কৃতজ্ঞতা হয়, তবে ভাল। আমার পিতা তোমাদের নিমিত্তে যুদ্ধ করিলেন ও আপন প্রাণপণ করিয়া মিদিয়নীয়দের হস্তহইতে তোমাদিগকে উদ্ধার করিলেন, কিন্তু তোমরা অদ্য আমার পিতার বংশের প্রতিকুলে উঠিয়া এক প্রস্তুরোপরি র্তাহার সন্তরি জন পুত্রকে বধ করিয়া তাহার দাসী পুত্ৰ অবীমেলককে আপনাদের ভুতি হওন প্রযুক্ত শিখিমের গৃহস্থদের উপরে রাজা করিলা। অতএব ফিরুব্বালের ও তাহার ব^শের প্রতি তোমাদের অদ্যকার আচরণ যদি সত্য ও সরল হয়, তবে তোমরা অবীমেলকের সহিত আনন্দ কর, ও সে তোমাদের সহিত আনন্দ করুক । কিন্তু যদি না হয়, তবে অবীমেলকহইতে অগ্নি নিৰ্গত হইয়া শিথিমের গৃহস্থদিগকে ও মিল্লোর পরিজনগণকে দগ্ধ করিবে ; এব^ শিখিমের গৃহস্থদের হইতে ও মিল্লোর পরিজনহইতেও অগ্নি নিগত হইয়া অবীমেলককে দগ্ধ কfরবে। পরে যোথম পলাইয়া চলিয়া গেল ও আপন ভুতো অবীমেলকের ভয়ে বেরে যাইয়া বাস করিল। পরে অবমেলক ইসুয়েল বংশের উপরে তিন বৎসর রাজতল করিল। তাহার পর যেন যিকুৰ্ব্বালের সন্তরি পুত্রের প্রতি কৃত নিৰ্দ্দয় কায্যের ফল আইসে, এবং তাহাদিগকে বধকারি তাহাদের ভুতো অবীমেলকের উপরে এবং তাহার ভাতৃবধে তাহার সাহায্যকারি * শিখিমের গৃহস্থদের উপরে তাহদের রক্তপাতের অপরাধ যেন বৰে,এই জন্যে ঈশ্বর অবীমেলকের ও শিখিমের গৃহস্থদের মধ্যে দুর্বুদ্ধি জন্মাইলেন, ও শিখিমের গৃহস্থেরা অবীমেলকের প্রতি বিশ্বাসঘাতকত করিল। আর শিখিমের গৃহস্থেরা তাহার নিমিত্তে পৰ্ব্বতশৃঙ্গে গোপন স্থানে লোকদিগকে বসাইল,তাহাতে যত লোক তাহাদের নিকটস্থ পথ দিয়া যায়, সকলেরি দুব্যাদি তাহারা লুটিয়া লয়; এই কথা অবীমেলকের কণগোচর হইল। পরে এবদের পুত্র গাল আপন ভাতৃগণকে সঙ্গে লইয়। শিখিমের পক্ষে আইল ; তাহাতে শিখিমের গৃহস্থের তাহাদিগকে বিশ্বাস করিল। এবং তাহারা ক্ষেত্রে বাহির হইয়া যে সময়ে আপন দ্রাক্ষাক্ষেত্রের ফল চয়ন করিল, এবং ফল মদন করিয়া আমোদ প্রমোদ করিল, সেই সময়ে তাহাদের দেবগণের মন্দিরে যাইয়া ভোজন পান করিয়া অবী মেলককে শাপ দিল। তাহাতে এবদের পুত্ৰ গাল কহিল, আবীমেলক কে ? ও শিখিম কে ? আমরা কেন তাহার সেবা করি ? সে কি যিব্রুব্বালের পুত্র নহে? aS B BS BD 00S0S DS DD D B S S S S DD D S SSSS SLS mm S AAA S AAA S B S BBS BB S SS K D D BB BB S S S S S S S S S S S S B S S S S LLSSLS SSSS DD LLSSSSAAAAAAS AAAAA AAA LLS0K AS BS 00S 00S 00S 00 S S B S S S S S B AAAA S 236 * (ইবু) হস্ত সবলকারি। [৯ অধ্যায়। o or R. R. R. 8

  • *