পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায়।] এবং সিবুল কি তাহার সেনাপতি নহে? শিখিমের পিতা হমোরের লোককে সেবা কর; আমরা কি নিমিত্তে তাহার সেবা করি ? হায় ২ এই লোক আমার হস্তগত হইলে আমি আবীমেলককে দেশান্তর করিব ; পরে সে অবীমেলকের উদ্দেশে কহিল, তুমি অধিক সৈন্য লইয়া বাহির হইয়া আইস । পরে নগরের কত্ত্ব সিরুল এবদের পুত্র গালের কথা * শুনিয়া ক্রোধে প্রজবলিত হইল। তাহাতে সে প্রবঞ্চনা পূৰ্ব্বক * অবমেলকের নিকটে দূত প্রেরণ করিয়া কহিল, দেখ, এবcদর পুত্ৰ গাল ও তাহার ভাতৃগণ শিখিমে আইল, এবং দেখ, তাহার তোমার বিরুদ্ধে তই নগরে কুপ্রবৃত্তি দিতেছে। অতএব তুমি আপন সঙ্গি লোকদের সহিত রাত্রিতে উঠিয় ক্ষেত্রে লুকাইয়া s৩ থাক। পরে প্রাতঃকালে সূর্য্যোদয় হইবামাত্র উঠিয়া নগর আক্রমণ কর; তাহাতে দেখ, সে ও তাহার সঙ্গিলোকেরা তোমার বিরুদ্ধে আইলে তুমি যাহা করিতে পার, তাহ কর । পরে অবমেলক ও তাহার সঙ্গিলোকেরা রাত্রিতে উঠিয়া চরি দল হইয়া শিখিমের বিরুদ্ধে লুকাইয়া থা৩৫ কিল। এবস্থ এবদের পুত্ৰ গাল বাহিরে যাইয়া নগরদ্বারে প্রবেশের স্থানে দাড়াইল ; কিন্তু আবীমেলক ও তাহার e৬ সঙ্গিলোকের গুপ্ত ভাবহইতে উঠিলে, গাল লোকদিগকে দেখিয়া সিবুলকে কহিল, ঐ দেখ,পৰ্ব্বতশৃঙ্গহইতে লোক সকল নামিয়া আসিতেছে ; তাহাতে সিবুল তাহাকে কহিল, তুমি পৰ্ব্বতের ছায়াকে লোকসমূহের ও ন্যায় দেখিতেছ। পরে গাল পুনৰ্ব্বার কহিল, দেখ, উচ্চ স্থানহইতে লোক সকল নামিয়া আসিতেছে, এব^ আর এক দল মিয়োনিনামের এলোন বৃক্ষহইতে আসি ভ৮ তেছে। তাহাতে সিবুল কহিল, অবমেলক কে? আমরা কেন তাহার সেবা করি ? এই কথা তুমি যে মুখ দিয়া কহিয়াছ, তোমার সেই মুখ এখন কোথায় ? তুমি যে লোকদিগকে তুচ্ছ করিয়াছ,ইহারা কি সেই লোক নয়? বিনয় করি, তুমি এখন বাহির হইয়া ইহাদের সহিত ৩৯ যুদ্ধ কর। তাহাতে গাল শিখিমের গৃহস্থদের অগ্রগামী হইয়া বাহিরে যাইয়া অবীমেলকের সহিত যুদ্ধ করিল। ৪• তাহাতে আবীমেলক তাহাকে তাড়ন করিলে সে তাহার সম্মুখহইতে পলায়ন করিল,এবং দ্বারে প্রবেশের স্থান ৪ ১ পৰ্য্যন্ত অনেক লোক হত হইয়া পড়িল। এবx আবীমেলক অর্মাতে বাস করিল, এব^ গালকে ও তাহার ভাতৃগণকে শিখিমে বাস করিতে আর না দিয়া সিৰূল তাহাদিগকে দূর করিয়া দিল। পরদিবসে লোকেরা বাহির হইয়া ক্ষেত্রে গেল ; এবx আবীমেলক সম্বাদ ৪ ও পাইয়া লোকদিগকে লইয়া তিন দল করিয়া ক্ষেত্রে লুকাইয়া থাকিল, পরে লোকের নগরহইতে বাহির [২১] ২ শি ১৫ : ৪ ॥—[৩৮] প ২৮, ২১ u—[৪৫] প ২০ ১১ ; ২১ u–[৫৪] ১ শি ৩১ ; ৪ । —[s ৬, ৫৭] প ২০, ২৩ দ্বি ২১ ; ২৩ ৷ যির ১৭ ; ৬ ॥—[৪৬] প ৪ ॥—[৫৩] ২ শি , ९ 8 ll

  • (ব।) তয়াতে (ইবু) তোমার হন্ত যাহা পায়।

বিচারকত্ববিবরণ। ২৩৭ হইয়া আইল ; ইহা সে নিরীক্ষণ করিয়া দেখিলে তাহাদের বিরুদ্ধে উঠিয়া তাহাদিগকে আঘাত করিল। এবং ৪৪ আবীমেলক ও তাহার সঙ্গিদল দ্রুতগমনে অগ্রসর হইয়া নগরদ্ধারে প্রবেশ স্থানে দাড়াইয়া থাকিল, এবং অন্য দুই দল ক্ষেত্রস্থ তাবৎ লোকের বিরুদ্ধে উঠিয়া তাহাদিগকে বধ করিল। এই রূপে অবীমেলক সমস্ত ৪৫ দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করিল, এবং নগর হস্তগত করিয়া তন্মধ্যস্থিত লোকদিগকে বধ করিল, এবং নগর সমভূমি করিয়া তাহার মধ্যে লবণ ছড়াইল। পরে শিথিমের দুর্গস্থিত তাবৎ গৃহস্থ লোক এই কথা ৪৬ শুনিয়া বিরাৎ দেবের মন্দিরস্থ এক দৃঢ় স্থানে প্রবেশ করিল। পরে শিখিমের দুর্গস্থিত তাবৎ গৃহস্থ লোক । একত্র হইয়াছে, এই কথা অবীমেলকের কর্ণগোচর হইলে আবীমেলক ও তাহার সঙ্গিগণ সলমোন পৰ্ব্বতে ৪৮ আরোহণ করিল ; পরে অবমেলক এক কুঠার হস্তুে লইয়া বৃক্ষহইতে এক শাখা ছেদন করিয়া লইয়। আপন স্কন্ধে রাখিল,এব^ আপন সঙ্গি লোকদিগকে কহিল, তোমরা আমাকে যাহা করিতে দেখিতেছ, তদনুসারে শীঘু কর। তাহাতে লোকের প্রত্যেক জন ৪৯ সেই রীতি অনুসারে শাখা ছেদন করিয়া অবীমেলকের অশ্চাৎ ২ চলিল ; পরে দুগের নিকটে সেই সকল শাখা রাখিয়া তাহাতে অগ্নি লাগাইয়া দিল ; তাহাতে শিথিমের দুগস্থ তাবৎ লোক অথাৎ স্ত্রী ও পুরুষ প্রায় এক সহসু লোক মরিল। পরে অবীমেলক তেবেসে গমন করিয়া তাহার ৭৭ বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া তাহ হস্তগত করিল। কিন্তু ঐ নগরের মধ্যে দুরাক্রম এক দুগ ছিল ; অতএব ং ঃ পুরুষ ও স্ত্রী নগরের তাবৎ গৃহস্থ লোক পলাইয় তাহার মধ্যে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দুগের ছাতের উপরে উঠিল। পরে অবমেলক ঐ দুগনিকটে উপস্থিত হইয়া ৭২ তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল, এবং অগ্নিদ্বারা দুৰ্গদ্বার দগ্ধ করিবার জন্যে তাহার নিকটে গেল। তাহাতে কোন ৭ ° এক স্ত্রীলোক যাতার এক খণ্ড লইয়া অবীমেলকের মস্তকের উপরে নিক্ষেপ করিয়া তাহার মন্তকের গুলি ভগ্ন করিল। তাহাতে সে শীঘ্র আপন অস্ত্রবাহক এক ** যুবকে ডাকিয় কহিল, এক স্ত্রী তাহাকে মারিল, আমার বিষয়ে এমত কথা যেন লোকের না কহে, এই জন্যে তুমি খড়গ খুলিয়া আমাকে বধ কর; তাহাতে সে যুবা তাহাকে বিদ্ধ করিলে সে মরিল। পরে অবীমেলক মরিল, ৫ ৫ ইহা দেখিয়া ইস্রায়েল বংশ প্রত্যেকে আপন ২ স্থানে প্রস্থান করিল। অবীমেলক আপন সত্ত্বরি ভুতাকে বধ করিয়া আপন ৫৬ পিতার বিরুদ্ধে দুষকৰ্ম করিয়াছিল, এই জন্যে পরমেশ্বর তাহার প্রতি এই রূপ সমুচিত দণ্ড দিলেন ; এবং ৫৭ 237