পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দের সেনাপতি হও। তাঁহাতে ষিপ্তহ গিলিয়দের প্রাচীনগণকে কহিল, তোমরা কি আমাকে ঘৃণা কর নাই ? ও অামার পিতৃবাটীহইতে আমাকে দূর কর নাই? তবে বিপদগ্ৰস্ত হইয়া এখন আমার কাছে কেন আইলা ? তাহাতে গিলিয়দের প্রাচীনগণ যিগুহকে কহিল, তুমি আমাদের অগ্রসর হইয়া অন্মোন বংশের সহিত যুদ্ধ করিয়া আমাদের অর্থাৎ গিলিয়দ নিবাসি সমস্ত লোকদের প্রধান হও, এই নিমিত্তে আমরা এখন পুনৰ্ব্বার তোমার নিকটে ফিরিয়া আইলাম। ষিপ্তহ গিলিয়দের প্রাচীনগণকে কহিল, অস্মোন বংশের সহিত যুদ্ধ করিতে তোমরা যদি পুনৰ্ব্বার আমাকে দেশে লইয়া যাও, অার পরমেশ্বর আমার হস্তুে তাহাদিগকে সমপণ করেন, তবে আমি কি তোমাদের প্রধান হইব ? তাহাতে গিলিয়দের প্রাচীনের। যিগুহকে কহিল, আমরা যদি তোমার বাক্যানুসারে না করি, তবে পরমেশ্বর আমাদের মধ্যে সাক্ষী * হইবেন। পরে বিপূহ গিলিয়দের প্রাচীনগণের সহিত গেল ; তাহাতে লোকেরা তাহাকে আপনাদের প্রধান ও সেনাপতি করিল ; অপর মিস্তহ মিসপীতে পরমেশ্বরের সাক্ষাতে আপনার সমস্ত কথা কহিল । পরে ঘিগুহ অন্মোন বংশের রাজার নিকটে দূত পাঠাইয়া কহিল,আমার সহিত তোমার বিষয় কি? তুমি আমার সহিত যুদ্ধ করিতে আমার দেশে কেন আইলা ? ১৩ তাহাতে অন্মোন বংশের রাজা ষিপ্তহের দূতগণকে কহিল,ইম্রায়েল বংশ যখন মিসর হইতে বাহির হইয় আইল, তখন তাহারা অর্ণোন অবধি যঝোক ও যদ্দন পর্যন্ত আমার ভূমি হরণ করিল ; অতএব এখন ১৪ নিৰ্ব্বিরোধে তাহ ফিরাইয়া দেও। তাহাতে যিগুহ অন্মোন বংশের রাজার নিকটে পুনৰ্ব্বার দূত পাঠা১৫ ইয়া তাহাকে কহিল, বিপ্তহ এই কথা কহে, মোয়াবের ভূমি কিম্বা অন্মোন বংশের ভূমি ইস্রায়েল ১৬ বংশ হরণ করে নাই। কিন্তু ইস্রায়েল বংশ মিসব হইতে আগমন সময়ে সূফ সাগর পর্য্যন্ত প্রান্তরের মধ্যে ভূমণ করিলে পর কাদেশে উপস্থিত হইয়া ইদোমের ১৭ রাজার নিকটে দূত প্রেরণ করিয়া কহিল,আমরা নিবে: দন করি, তুমি আপন দেশের মধ্যদিয়া আমাদিগকে যাইতে দেও, কিন্তু ইদোমের রাজা সে কথা মানিল না ; এবং সেই রূপে মোয়াবের রাজার নিকটেও দূত পাঠাইল, তাহাতে সেও সম্মত হইল না ; সেই সময়ে ১৮ ইস্রায়েল বংশ কাদেশে বাস করিল। পরে তাহার। প্রান্তরের মধ্য দিয়া যাইয়া ইদোম দেশ ও মোয়াব দেশ প্রদক্ষিণ করাতে মোয়াব দেশের পূৰ্ব্বপাশ্ব দিয়া আসিয়া অশোনের ওপারে শিবির স্থাপন করিল, - - তবিবরণ। ২৩ ৯ কিন্তু মোয়াবের সীমা মধ্যে প্রবেশ করিল না, কেননা অর্ণেনি মোয়াবের সীমা ছিল। অপর ইস্রায়েল বংশ - হিষবোনের ইমোরীয় রাজা সহোনের নিকটে দূত পাঠাষ্টয়া কহিল, তুমি আপন দেশের মধ্য দিয়া আমাদের স্থানে আমাদিগকে যাইতে দেও। তাহাতে ২০ সহোন ও আপন সীমার মধ্যদিয়া ষাইতে দিতে ইস্রায়েল বংশকে বিশ্বাস না করিয়া আপন সমস্ত লোক একত্র করিয়া যহসে শিবির স্থাপন করিয়া ইস্রায়েল বংশের সহিত যুদ্ধ করিল। তাহাতে ইস্রা- ২১ য়েলের প্রভূ পরমেশ্বর সহোনকে ও তাহার সমস্ত লোককে ইসায়েল বংশের হস্তে সমপণ করিলে তাহারা তাহাদিগকে আঘাত করিল ; এই রূপে ইস্রায়েল বখশ যে দেশে ইমোরীয়ের নিবাস করিল,সেই তাবৎ দেশ অধিকার করিল। তাহারা অর্ণোন অবধি যবেরাক ২২ পৰ্য্যন্ত ও প্রান্তর অবধি যদ্দন পর্যন্ত ইমোরীয়দের তাবৎ অঞ্চল অধিকার করিল। এই রূপে ইস্রায়েলের ২৩ প্রভূ পরমেশ্বর আপন লোক ইস্রায়েল বংশের সম্মুখে ইমোরীয়দিগকে অধিকারচু্যত করিলেন ; এখন তুমি কি সেই সকল দেশ অধিকার করিবা? তুমি কি তোমার ২৪ কিমোশদেবের দত্ত ভূমি অধিকার করিব না? অতএব আমাদের প্রভূ পরমেশ্বর আমাদের সন্মুখহইতে যাহাদিগকে দূর করেন, আমরা তাহাদের ভূমি অধিকার করিব। তুমি কি এখন মোয়াবের রাজা সিপপোরের ২৫ পুত্র বালাকহইতেও উত্তম ? সে কোন সময়ে ইস্রায়েল বংশের প্রতিকুলে বিবাদ করিল ? ও কোন সময়ে বা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিল ? হিষবোনেও তাহার গ্রামে ২৬ এবং অরোয়েরে ও তাহার গ্রামে এবং অর্ণোন তট সমীপস্থ তাবৎ নগরে তিন শত বৎসর পর্যন্ত ইস্রায়েল বংশ বাস করিল ; অতএব সেই তাবৎ সময়ের মধ্যে তোমরা কেন তাহ ফিরাইয়া লইলা না ? কিন্তু আমি ২৭ তোমাদের বিরুদ্ধে কোন দোষ করি নাই; আমার সহিত যুদ্ধ করাতে আমার হিংসা করিতেছ ; ইস্রায়েল বংশের ও অন্মোন বংশের মধ্যে পরমেশ্বর অদ্য বিচারকন্তী হউন। তথাপি অন্মোন বংশীয় রাজা ২৮ ষিপ্তহের প্রেরিত বাক্যে মনোযোগ করিল না। তাহাতে ঘিগুহের প্রতি পরমেশ্বরের আত্মার ২৯ আবিৰ্ভাব হইলে সে গিলিয়দ ও মিনশি প্রদেশ দিয়া গিলিয়দের মিসপীতে গমন করিল ; এবং গিলিয়দের মিসপীহইতে অন্মোন বংশের নিকটে গেল । এবং ঐ সময়ে ষিপ্তহ পরমেশ্বরের উদ্দেশে মানত ৩৪ করিয়া কহিল, তুমি যদি আন্মোন বংশকে আমার হস্তে নিতান্ত সমপর্ণ কর; তবে অন্মোন বxশহইতে আমার ও ১ কুশলে প্রত্যাগমন কালে আমার সহিত সাক্ষাৎ [Ꭽ] खि ०० : sv ul—[>-> >] v ; २२, २७ ॥-[**]* w,७४ ॥ २ ० ; ०१ tl-[२०]st ९ २ : २ 8-२७ u–[**]fā * : *, * > || L AAA L S 0 AAAA 000 AAA AAAA S AAAAA S00 S00S00 LLSS eee SBBSS00 BBSBB SBBBBS L S 0 S S AAA S AAAA 0S SSSBBS BSBBS BSBB LLSS DDS S0S ee S00 SLS

  • (ইবু) শ্রুেতি।

239