পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ 8 বিচারকত্ববিবরণ। এবং স্কন্ধে করিয়া হিন্ত্রোণ সমুখস্থ পৰ্ব্বতের শৃঙ্গে সে সমস্তু লইয়া গেল। পরে সে সোরেক তলভূমি * বাসিনী দিলীলা নামে • এক স্ত্রীতে আসক্ত হইল। তাহাতে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ সেই স্ত্রীর নিকটে আসিয়া তাহাকে কহিল, কিসে তাহার এই মহাপরাক্রম হয়, ও কিসে আমরা তাহাকে জয় করিয়া ক্লেশ দিবার জন্যে তাহাকে বদ্ধ ও পরাস্ত করিতে পারি, তুমি তাহাকে প্রবৃত্তি দিয়া দেখ, তাহাতে আমরা প্রত্যেকে এগার শত রূপার মুদ্র তোমাকে দিব। ও পরে দিলীলা শিমশোনকে কহিল, আমি বিনয় করি, তোমার এই মহাপরাক্রম কিসে হয়? ও কিসে বন্ধ ও • পরাস্ত হইতে পার ? তাহা অামাকে বল। তাহাতে শিমশোন তাহাকে কহিল, শুষক হয় নাই, এমত সাত গাছ কাচা বেত্ৰ দিয়া যদি আমাকে বাধে, তবে আমি দুৰ্ব্বল ৮ হইয়া অন্য লোকের সদৃশ হই। পরে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ অস্তষক সাত গাছ কাঁচা বেত্ৰ আনিয়া তাহাকে দিল ; তাহাতে সে তাহাদ্বারা তাহাকে বাধিল । ৯ তৎকালে তাহার গৃহে লুককায়িত লোক ছিল; পরে সে তাহাকে কহিল, হে শিমশোন, পিলেষ্টীয়ের তোমার নিকটে অসিতেছে ; তাহাতে অগ্নিস্পৃষ্ট । শণসূত্র যেমন চ্ছিন্ন হয়,তদ্রুপ সে ঐ বেত্ৰ ছিড়িয়া ফেলিল,এই ১০ রূপে তাহার বলের সীমা জ্ঞাত হইল না। পরে দিলীলা শিমশোনকে কহিল, দেখ, তুমি আমার প্রতি পরিহাস করিলা ও আমাকে মিথ্যা কহিলা ; আমি বিনয় করি, ১১ তুমি কিলে বন্ধ হইতে পার ? তাহা আমাকে কহ। তাহাতে সে তাহাকে কহিল, যে রজজুতে কোন কর্ম কর যায় নাই, এমত সাত গাছ নূতন রজ্জ্বদ্বারা যদি তাহারা আমাকে বাঁধে, তবে আমি দুৰ্ব্বল হইয়া অন্য লোকের ১২ সদৃশ হই। তাহাতে দিলীলা নূতন রজজু আনিয় তাহাদ্বারা তাহাকে বাধিল ; তখন তাহার গৃহে লোক থাকিলে সে তাহাকে কহিল, হে শিমশোন, পিলেষ্টীয়েরা তোমার নিকটে আসিতেছে ; তাহাতে সে আপন বাহু১৩ হইতে সূত্রের ন্যায় ঐ সকল ছিড়িল। পরে দিলীলা শিমশোনকে কহিল, তুমি এখনও আমার প্রতি পরিহাস করিলা ও আমাকে মিথ্যা কথা কহিলা ; কিসে বন্ধ হইতে পার, তাহা আমাকে কহ ; সে কহিল, তুমি যদি আমার মস্তকের সাত গুচ্ছ কেশ বস্ত্রের সহিত ১৪ বুন, তবে তাহা হইতে পারে। তাহাতে সে র্তীতের খিলের সহিত তাহ বদ্ধ করিয়া তাহাকে কহিল, হে শিমশোন, পিলেষ্টীয়ের তোমার নিকটে আসিতেছে ; তাহাতে সে নিদ্রাহইতে জাগুৎ হইয়া বস্ত্ৰ শুদ্ধ তাতের খীল লইয়া প্রস্থান করিল। ১৫ পরে দিলীলা তাহাকে কহিল, আমার প্রতি তোমার মন নাই ; তবে আমি তোমাকে ভাল বাসি, এমত কথা কি প্রকারে কহিতে পার ? দেখ,তিনবার তুমি আমাকে পরিহাস করিলা ; কিসে তোমার মহাপরাক্রম হয়, তাহা আমাকে কহিলা না। এই রূপে সে নিত্য ২ বাক্য- ১ ও দ্বারা তাহাকে প্রবৃত্তি দিল ; এবং এমত ব্যস্ত করিল, যে মরণ পর্য্যন্ত তাহার মন বিরক্ত ; হইল। তাহাতে ১৭ সে আপন মনের কথা ভাঙ্গিয় তাহাকে এই কহিল, আমার মস্তকে কখনো ক্ষুর আইসে নাই ; আমি মাতার গর্ভস্থ হওনাবধি ঈশ্বরের নাসরীয় লোক ; আমি যদি ক্ষেীরী হই, তবে আমাহইতে আমার বল যায়, আমি দুৰ্ব্বল হইয়া অন্য লোকের ন্যায় হই। পরে ১৮ সে আপন মনের কথা ভাঙ্গিয় কহিল, ইহা বুঝিয়া দিলীলা লোক প্রেরণ করিয়া পিলেষ্টীয়দের অধ্যক্ষগণকে নিমন্ত্রণ করিয়া কহিল, সে আপন মনের সমস্ত কথা আমাকে কহিল, এখন তোমরা এক বার আইস ; তাহাতে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ স্বহস্তে টাকা লইয়া তাহার নিকটে আইল। পরে সে অাপন ১৯ হাঁটুর উপরে তাহাকে নিদ্রিত করাইয়া এক জনকে ডাকাইয়া তাহার মন্তকের সাত গুচ্ছ কেশ ক্ষেীর করাইল ; তাহাতে তাহার সমস্তু বল ত্যাগ করিয়া গেলে সে তাহাকে ক্লেশ দিতে লাগিল। পরে সে কহিল, হে ২৭ শিমশোন, পিলেষ্টীয়েরা তোমার নিকটে আসিতেছে ; তাহাতে সে নিদ্রাহইতে জাগ্রৎ হইয়া মনে করিল, অন্যান্য সময়ের ন্যায় বাহিরে যাইয়া আলস্য ত্যাগ করিব ; কিন্তু পরমেশ্বর যে তাহাকে ত্যাগ করিলেন, তাহা সে জানিল না। পরে পিলেষ্টীয়েরা তাহাকে ধরিয়া তাহার চক্ষু ২ ১ বাহির করিয়া তাহাকে অসাতে আনিয়া পিত্তলের শৃঙ্খলেতে বন্ধ করিল ; পরে সে কারাগারে পেষণ কর্ম করিতে লাগিল। তথাপি তাহার ক্ষৌরী হওনের ২২ পর তাহার মন্তকের কেশ পুনৰ্ব্বার | বৃদ্ধি পাইতে লা গিল। অপর পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ আপনাদের ২৩ দেবতা দাগোনের নিকটে মহানৈবেদ্য নিবেদন ও অা নন্দ করিতে সকলে একত্র হইল, কেননা তাহারা কহিল, আমাদের দেবতা আমাদের শত্ৰু শিমশোনকে আমা দের হস্তগত করিলেন। এবং তাহাকে দেখিয়া লোকেরা ২ : আপনাদের দেবতার প্রশ৭সা করিল এবং কহিল, আমাদের দেবতা আমাদের শত্রুকে অর্থাৎ দেশনাশক ও অনেকের বধকারিকে, আমাদের হস্তে সমপণ করিলেন। পরে তাহারা হৃষ্টচিন্ত হইয়া কহিল, শিমশোনকে আমাদের সাক্ষাতে কৌতুক করিতে ডাকাও; তাহাতে লোকের কারাগৃহহইতে শিমশোনকে ডাকিয় আনিল, এবং তাহারা স্তন্ডের মধ্যে তাহাকে দাড় করাইলে সে তাহদের সাক্ষাতে কৌতুক করিল। পরে ২২ R শিমশোন আপন হস্তধারি বালককে কহিল, আমাকে । [১৬ অধ্য ; a] ৰি ১৪ ; ১৫ । হি ৪; ২৪,২১ u–[»«->") fT » «; »s,» u—[- ৭] ১৩ ; ৭ –[১৯] হি ; ২৫,২৬ ।

  • ; ২ ৬, ২৭ ৷৷

244 دمة

  • (*) সু্যেতৰতীর নিকটে। I (ইকু) অলিযুতে। (ইলু সঙ্কুচিত (বা) পর্বের ন্যায়।

[১১ ו"יי |