পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ ইব্রামকে কছিলেন, তোমার সন্তানগণ চারি শত বৎসর পরদেশে থাকিয়া দাস্য কর্ম করিয়া ক্লেশ ভোগ করবে, ১৪ ইহা নিশ্চয় জানিবা; কিন্তু যাহারা তাহাদিগকে দাস্য কর্ম করাইবে,আমি তাহাদের দণ্ড করিব ; পরে তাহার যথেষ্ট ধন লইয়া সেই দেশহইতে নিগত হইবে। ১০ এবং ভূমি কুশলে পূৰ্ব্বপুরুষদের নিকটে যাইবা ও ১৬ অতি বৃদ্ধাবস্থাতে কবর প্রাপ্ত হইবা । এবং তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে প্রত্যাগমন করিবেঃ কেননা অদ্যপি ইমোরীয় লোকদের পাপ সম্পূর্ণ হয় , নাই। অপর সূৰ্য্য অস্তগত ও অন্ধকার হইলে ঐ দই ২ খণ্ডের মধ্য দিয়া চুলার ধুম ও অগ্নিপ্রদীপ চলিয়া ১৮ গেল। এবং সেই দিনেই পরমেশ্বর ইব্রামের সহিত নিয়ম নিদ্ধাৰ্য্য করিয়া কহিলেন, আমি এই মিসরীয় ১৯ নদী অবধি ফরাৎ নামক বড় নদী পর্যন্ত কেনীয়২• দের ও কিনসীয়দের ও কদমোনীয়দের ও হিন্দ্রীয়দের ২১ ও পিরিষীয়দের ও রিফারীয়দের ও ইমোরীয়দের ও কিনানীয়দের ও গিগাশীয়দের ও ঘিবুধীয়দের তাবৎ দেশ তোমার বংশকে দিব। ১৩ অধ্যায় । ১ সারদ্বারা ইকুয়ের সহিত হাজিরার বিবাহ, ৪ ও কত্রীBBBBS BB BBBS BBBBBB BBBB BBBBB BBBBS তাহার পুত্যাগমন । ১ ঐ ইব্রামের স্ত্রী সারী বন্ধ্যা ছিল, এবং মিসরীয় ২ হাজির নামে তাহার এক দাসী ছিল। তাহাতে সারী ইব্রামকে কহিল, পরমেশ্বর আমাকে বন্ধ্যা করিয়াছেন; অতএব আমি বিনতি করি, তুমি আমার এই দাসীতে উপগত হও, তাহাতে আমি ইহাহইতে পুত্ৰ পাইতে * পারিব ; তখন ইব্রাম সারীর বাক্যে স্বীকৃত হইল। ৩ তাহাতে তাহার স্ত্রী সারী ঐ মিসরীয়া হাজিরা দাসীকে লইয়া আপন স্বামি ইব্রামের সহিত বিবাহ দিল ; ঐ সময়ে ইব্রাম কিনান দেশে দশ বৎসর বসতি করিয়াছিল। ং অপর ইব্রাম হাজিরাতে উপগত হইলে সে গৰ্ভৱতী হইল; এবং আপনার গর্ভ হইয়াছে,ইহা বুঝিয়া সে নিজ ও কক্রীকে তুচ্ছডান করিতে লাগিল। তাহাতে সারী ইব্রামকে কহিল, আমার প্রতি এই অন্যায়ের ফল তোমার হউক; আমি আপনার যে দাসীকে তোমার ক্রোড়ে দিয়াছি, সে এখন আপন গর্ভ জানিয়া আমাকে তুচ্ছ জ্ঞান করিতেছে ; পরমেশ্বরই তোমার ও অামার * বিচার করুণ। তাহাতে ইব্রাম সারীকে কহিল, দেখ, সে তোমার দাসী তোমারই হস্তগত আছে;তোমার ইচ্ছানু সারে । তাহার প্রতি কর ; তাহাতে সারী হাজিরার প্রতি কঠিন ব্যবহার করিলে সে তাহার নিকটহইতে পলায়ন আদিপুস্তক l [১৬,১৭ অধ্যায়। করিল। পরে পরমেশ্বরের দূত শূরের পথে প্রান্তরের ৭ মধ্যে এক সজল কৃপের নিকটে তাহাকে দেখিয় কহিলেন, হে সারীর দাসি হাজিরা, তুমি কোথাহইতে ৮ আইলা এবং কোথায় যাইবা ? তাহাতে সে কহিল,আমি আপন কত্রী সারীর নিকটহইতে পলাইতেছি। তখন ১ পরমেশ্বরের দূত তাহাকে কহিলেন, তুমি আপন কত্রীর নিকটে ফিরিয়া গিয় তাহার হস্তুের বশীভূত হও। আর পরমেশ্বরের দূত কছিলেন, আমি তোমার ১৪ বংশের এমত বৃদ্ধি করিব, যে বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে। পরমেশ্বরের দূত তাহাকে আরো কহিলেন, ১১ দেখ, তোমার গভহইতে যে পুত্র জন্মিবে, তাহার নাম ইসমায়েল (ঈশ্বর শুনেন) রাখিবা, কেননা । পরমেশ্বর তোমার দুঃখের কথা শুনিলেন। এবং সে ১২ অবাধ্য পুরুষ হইবে, ও তাহার হস্ত সকলের বিরুদ্ধে ও সকলের হস্ত তাহার বিরুদ্ধে থাকিবে ; এব^ সে নিজ ভাতৃগণের পূর্বদিগে বসতি করিবে। অপর হাজিরা ১৩ আপনার সহিত কথোপকথন করিলেন যে পরমেশ্বর, র্তাহার নাম মদর্শক ঈশ্বর রাখিল। কেননা সে কহিল, আমি কি মদশককে দর্শন করি নাই ? এবং সেই কূপের ১৪ নাম বের-লহয়-রোয়ী, অর্থাৎ স্বয়^ জীবি মদশকের কৃপ রাখিল। সেই কূপ কাদেশের ও বেরদের মধ্যে আছে। পরে হাজিরা পুত্র প্রসব করিলে ইব্রাম ১৭ হাজিরাহইতে জাত সেই পুত্রের নাম ইসমায়েল রাখিল। ইব্রামের ছেয়াশী বৎসর বয়সের সময়ে ১৭ হাজিরা ইসমায়েলকে প্রসব করিল। ১৭ অধ্যায়। o ইকুহীয়ের সহিত ঈশ্বরের নিয়য স্থির করণ ও সেই নিয়মের চিহ্ন ত্বকক্ষ্মেদ, ১৫ ও সারণর নীয় পরিবত্ত হওন ও পুত্র পুসব করণের কথা, হত ও ইব্রাহীয়ের ও ইস্যায়েল আদির ত্বকদেন । ইব্রামের নিরানব্বই বৎসর বয়সে পরমেশ্বর তাহাকে । দশন দিয়া কহিলেন, আমি সৰ্ব্বশক্তিমান ঈশ্বর,আমার সাক্ষাতে ধর্মীচরণ করিয়া সিদ্ধ হও। আমি তোমার ২ সহিত আপন নিয়ম স্থির করিয়া তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তখন ইব্রাম অষ্টাঙ্গ প্রণাম করিলে ও ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া পুনশ্চ কহিলেন, দেখ, আমিই তোমার সহিত আপন নিয়ম স্থির করি- ৪ তেছি,তুমি বহুজাতির আদিপুরুষ হইব। এবং তোমার ও নাম ইব্রাম ( মহাপিত) আর থাকিবে না, কিন্তু ইব্রাহীম ( বহুলোকের পিতা ) এই নাম হইবে। কেননা আমি তোমাকে বহুজাতির আদিপুরুষ করিয়া ও তোমার অত্যন্ত বংশবৃদ্ধি করিব এবং তোমাহইতে বহুজাতি জন্মাইব, ও রাজগণ তোমাহইতে উৎপন্ন হইবে । [*2] ( ; ఆ u—[*] যা ১২ ; ২১-৩৬ –[১৮] অ’ ১৩ ; ১৫ ৷৷ SB BBk DD DS DBBBS S B BBS BB S BBB S SLLSLS S AAAA S AAAAA AAAA SAAAAAA L [*१ अवै7; >] ञl २२ ; a ! ०४; ० ० ; २s t!-[२] २० ; ১৮ ॥—[৪, ৫] রে ৪ ; ১৬, ১৭ গল ৩ ; ৭ ৷৷ * (ইকু ঘর বনাইব । (ইকু তোয়ার দৃষ্টিতে যাহা ভাল আছে। : () কুেশ দিলে ।