পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচারকর্তবিবরণ। ২৪৮ < [২০ অধ্যায়। ২ ১ যাহা ২ প্রয়োজন, তাহা আমি দিব। পরে সে বুদ্ধ তাহাকে আপন বাটীতে অনিয়া তাহাদের গন্ধভগণকে তৃণ দিল, এবং তাহারা পাদ প্রক্ষালন করিয়া ভোজন পান করিল। পরে তাহারা মনের সহিত আমোদ করিতেছিল, এমত সময়ে ঐ নগরীয় কতক লম্পট লোক তাহার বাটীর চতুদিগে ঘেরিয়া দ্বারে আঘাত করিয়া বাটীর কৰা বৃন্ধকে কহিল, তোমার বাটীতে যে পুরুষ আসিয়াছে, তাহাকে বাহির করিয়া আন ; আমরা তাহাতে উপগত হইব। তাহাতে বাটীর কন্তু যে মনুষ্য সে বাহির হইয় তাহাদের নিকটে যাইয়া কহিল, হে আমার ভাতৃগণ, ন, না ; আমি বিনয় করি, এমত দুষ্টাচরণ করিও না ; ঐ পুরুষ আমার বাটীতে অতিথি হইল, অতএব তাহার প্রতি এমত লজ্জার কর্ম করিও না। দেখ, আমার অনুঢ়া কন্যাকে এবং তাহার উপপতনীকে বাহির করিয়া আনি ; তোমরা তাহাদিগেতে উপগত হও, তাহাদের প্রতি তোমাদের যেমত বাঞ্ছা হয়, তাহাই কর, কিন্তু এই পুরুষের প্রতি এমত দুষ্ট ক্রিয় * করিও না। তথাপি তাহারা তাহার কথা না শুনিলে ঐ পুরুষ আপন উপপতনীকে লইয়! তাহাদের নিকটে বাহির করিয়া আনিল ; তাহাতে তাহার। তাহাতে উপগত হইল, এবং প্রভাত পৰ্য্যন্ত সমস্ত রাত্রি তাহার প্রতি কুক্রিয়া করিল ; পরে প্রভাতে তাহার। তাহাকে ত্যাগ করিয়া গেল। অপর ঐ স্ত্রী সুৰ্য্যোদয়ের পূৰ্ব্বে আসিয়া সূর্য্যোদয় পৰ্য্যন্ত পতির আতিথ্যকারি বৃদ্ধের বাটীর দ্বার নিকটে পতিত হইল। পরে প্রাতঃকালে তাহার পতি উঠিয়া গৃহের দ্বার মুক্ত করিল, এবং পথে যাইতে বাহির হইলে গৃহের দ্বার নিকটে গোবরাটের উপরে হস্ত রাখিয় তাহার উপপতনী পতিত আছে, ইহা দেখিল । তখন সে কহিল, উঠ, আমরা যাই ; কিন্তু সে উত্তর দিল না ; পরে ঐ পুরুষ গন্ধভের উপরে তাহাকে রাখিয়৷ উঠিয়া আপন স্থানে প্রস্থান করিল। অনন্তর সে তাপন বাটীতে আসিয়া অস্ত্ৰ লইয়। ঐ উপপতনীকে ধরিয়া অস্থিশুদ্ধ দ্বাদশ খণ্ড করিয়া ইসুয়েলের প্রত্যেক বংশের অঞ্চলে পাঠাইয়া দিল। তাহাতে তাহ দেখিয়া সকলে কহিল,ইম্রায়েল বংশের মিসরদেশহইতে বহির্গমনের দিন অবধি অদ্য পর্যন্ত এমত ক্রিয় কখনো কৃত বা দৃষ্ট হয় নাই ; এ বিষয়ে বিবেচনা করিয়া পরামর্শ করিয়া কি কৰ্ত্তব্য,তাহা কহ। ২০ অধ্যায়। ৯ সভার কথা ৮ ও সভার নিরুপণ ১২ ও ইসু'য়েল বংশের সহিত বিনুয়াযান বংশের যুদ্ধ করিতে পুস্তত হওন ১৮ wo R. z o: 3. Se > → [২°-২৪] অ’ ১১ , ১-১ ॥—[২১] ১ শি ১১ ; ৭ ৷৷ ও প্রথয যুদ্ধে ইস্রায়েল বংশের বাইশ সহস্ৰ লোকের হত হওন ২২ ও দ্বিতীয় যুদ্ধে তা হীদের আঠার সহস্ৰ লোকের হত হওন ২১ ও তৃতীয় যন্ধে বিনয়াযৗন বংশের সৰ্বতেতাবে পর্যন্ত হওন । coপরে ইসায়েলের তাবৎ বংশ অর্থাৎ গিলিয়দ দেশস্থ লোকের সহিত দান অবধি বেশেবা পৰ্য্যন্ত তাবৎ মণ্ডলী এক মানুষের ন্যায় মিস্পীতে আসিয়া পরমেশ্বররের সাক্ষাতে একত্র হইল। তাঁহাতে তাবৎ লোকের অর্থাৎ ইস্রায়েলের তাবৎ বংশের অধ্যক্ষগণ ও চারি লক্ষ অস্ত্রধারি পদাতিক ঈশ্বরের লোকদের সভাতে উপস্থিত হইল। ঐ সময়ে ইস্রায়েল বংশের মিসপীতে । উঠিয়া গেল, এই কথা বিনয়ামীন বংশ শুনিল ; পরে ইসুয়েল বখশীরের জিজ্ঞাসিল, এই দুষ্টতা কি প্রকারে হইল ? তাহ কহ। তাহাতে সেই হত স্ত্রীর উপপতি লেবীয় পুরুষ কহিল,আমি ও আমার উপপতনী রাত্রি যাপন করিতে বিনয়ামীন বংশের অধিকারস্থ গিবিয়াতে গিয়াছিলাম। তাহাতে গিবিয়ার গৃহস্থেরা রাত্রিকালে আমার প্রতিকূলে উঠিয়া গৃহের চতুদিগে বেষ্টন করিয়া আমাকে বধ করিতে উদ্যত হইল, এবং আমার উপপতনীকে বলাৎকারে । কুকর্ম করিলে সে মরিল। পরে আমি উপপতনীকে লইয়া খণ্ড ২ করিয়া ইস্রায়েল বংশের অধিকারস্থ তাবৎ প্রদেশে পাঠাইলাম, কেনন। তাহারা ইসায়েলে এমন লজ্জাকর লম্পটতা করিল। দেখ, তোমরা সকলেই ইসুয়েলের বংশ ; অতএব এ বিষয়ে পরামর্শ কবিয়া কৰ্ত্তব্যতা স্থির কর । তাহাতে সকল লোক এক জনের ন্যায় উঠিয়া কহিল, আমরা কেহ আপন ২ বাসস্থানে যাইব না ও আপন ২ পরিবারে ফিরিয়া যাইব না ; কিন্তু এখন গিবিয়ার প্রতিকুলে এই কর্ম করিব, গুলিবাটদ্বারা তাহার প্রতি যুদ্ধ যাত্রা করিব। এবং লোকদের জন্যে খাদ্য দ্রব্য আনিতে ইসুয়েলের সর্বত্র লোক পাঠাইব ; এবং এক শত লোকের মধ্যহইতে দশ, ও সহস্ত্রের মধ্যহইতে এক শত, এবং দশ সহস্ট্রের মধ্যহইতে এক সহস্ৰ লোককে গ্রহণ করিব ; তাহারা বিনয়ামীন বংশের অধিকারস্থ গিবিয়াতে গিয়া ইস্রায়েলে কৃত তাহাদের তাবৎ কুকর্মানুসারে তাহাদিগকে প্রতিফল দিবে। এই রূপে তাবৎ ইসুয়েল বংশ এক মানুষের ন্যায় সংযুক্ত হইয়। ঐ নগরের প্রতিকুলে একত্র হইল। পরে ইস্রায়েল বুশ বিনয়ামীন বংশের সর্বত্র লোক প্রেরণ করিয়া এই কথা কহিল, তোমাদের মধ্যে এ কি দুষকৰ্ম ? তোমরা গিবিয়া নিবাসি ঐ লম্পট লোকদিগকে সমপণ কর, আমরা তাহাদিগকে বধ করিয়া ইস্রায়েলহইতে কলঙ্ক দূর করি ; কিন্তু বিনয়ামীন S BBS BBS BBS BBS BBS S B S0S 0S S0S LSSSS SSSS AA SLS DD SAAA LSLLSLS SS S B S S S LSS00S SSSB BSBS S D DDS DD S 00S D DD AA D AAAAS AAAA S 248

  • (ইব্র) যুগ্মতার কৰ্ম্ম (ইত্ৰ) বশীভূত করিলে।

> o > vo