পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ & ० ৪. এমত বোধ করিল। ইতিমধ্যে বিনয়ামীন লোকেরা আপনাদের পশ্চাৎ অবলোকন করিয়া নগর হইতে স্তম্ভের ন্যায় সপ্তম অগ্নিশিখা উঠিতেছে ও নগরের অগ্নিশিখ * আকাশে উৰ্দ্ধগামী ৷ হইতেছে, ইহা দেখিল। ৪১ এবং ইস্রায়েল লোকেরা পুনৰ্ব্বার ফিরিয়া দাড়াইলে, আমাদেরই প্রতি অমঙ্গল উপস্থিত, ইহা দেখিয়া বিন৪২ য়ামীন বংশ চমৎকৃত হইল। পরে তাহারা ইসুয়েল বংশের সম্মুখে প্রান্তরের পথের দিগে ফিরিল ; তাহাতে সেই স্থানেও সংগ্রাম উপস্থিত হইলে ইস্রায়েল বংশ তাহাদের সহিত নগর হইতে আগত লোকদিগকেও ৪৩ তাহাদের সঙ্গে বধ করিল। তাহারা বিনয়ামীন বংশের চারিদিগে ঘেরিয়া তাড়না করিয়া লইয়া গিবিয়ার সম্মুখে সূৰ্য্যোদয় দিগে তাহাদিগকে অনায়াসে ভূমিতে * ৪ দলিত করিল। তাহাতে বিনয়ামীন বংশের আঠার ৫ সহস্ৰ যোদ্ধা বীর হত হইল। পরে প্রান্তরের দিগে ফিরিয়া রিম্মোন শৈলে তাহাদের পলায়ন কালে তাহারা রাজপথে তাহীদের পাঁচ সহসু লোককে পাইল ; পরে অতিবেগে তাহীদের পশ্চাৎ ২ তাড়না করিয়া গিদিয়োম পৰ্যন্ত ঘাইয় তাহাদের দুই সহসু লোককে বধ ৪ ও করিল। তাহাতে সে দিবসে বিনয়ামীন বংশের অস্ত্রধারি পচিশ সহসু লোক পতিত হইল ; তাহারা সকলেই ৭ বীর ছিল। এবস্থ ছয় শত লোক ফিরিয়া প্রান্তরস্থিত fরন্মোন পৰ্ব্বতে পলায়ন করিয়া সেই রিম্মোন পৰ্ব্বতে ৰ৮ চারি মাস বাস করিল। কিন্তু ইসুয়েল বংশ পুনৰ্ব্বার বিনয়ামীন বংশের প্রতি আক্রমণ করিয়া নগরস্থ লোকদিগকে ও পশুগণকে ও হস্তগত সকলকে খড়গধারে আঘাত করিল ; তাহারা যে ২ নগর হস্তগত করিল, সে সকলকে অগ্নিদ্বারা দগ্ধ করিল। ২১ অধ্যায় । ১ বিনয়ীন বংশের বিষয়ে লোকদের বিলাপ ৮ ও যাবেশ গিলিয়দের লোক বিনাশ করণে চারি শত কন্যা পুপ্তি ১৬ ও শীলোতে নৃত্যকারিণী কন্যাদিগকে বরিতে दिन्য়ামীন বংশকে পরামর্শ দেওন। ইস্রায়েল বংশ মিস্পীতে থাকিয় আমরা কেহ বিনয়ামীন বংশের সহিত আপন কন্যার বিবাহ দিব না, ই এই দিব্য করিয়াছিল। তাহাতে লোকের ঈশ্বরের আবাসে আসিয়া সন্ধ্যা পৰ্য্যন্ত সেই স্থানে ঈশ্বরের সম্মুখে থাকিয়া উচ্চৈঃস্বরে বিলাপ করিয়া কহিল ; ও হে ইস্রায়েলের প্রভো পরমেশ্বর, ইস্রায়েল বংশের মধ্যে আদ্য এক বংশের লোপ হইল, ইস্রায়েল দেশে * কেন এমত ঘটিল । পরদিবসে লোকের প্রত্যুষে উঠিয়া সেই স্থানে যজ্ঞবেদি নির্মাণ করিয়া হোমবলি ৫ ও মঙ্গলার্থক বলি উৎসগ করিল। এবং ইসায়েল বংশের কহিল, মণ্ডলীর সহিত ঈশ্বরের নিকটে আইল বিচারকর্তৃবিবরণ। [২১ অধ্যায়। না, ইস্রায়েলের তাবৎ বংশের মধ্যে এমন কে আছে? কেননা মিস্পীতে পরমেশ্বরের নিকটে যে না আসিবে, সে অবশ্য হত হইবে, এই কথা কহিয়া তাহারা মহাদিব্য করিয়াছিল। পরে ইস্রায়েল বংশ আপন ভাতা ও বিনয়ামীন বংশের জন্যে অনুতাপ করিয়া কহিল, ইস্রায়েল বংশের মধ্য হইতে অদ্য এক বংশের লোপ হইল। আর আমরা তাহদের সহিত আপন কন্যা- ৭ দের বিবাহ দিব না, ইহা কহিয়া আমরা পরমেশ্বরের নাম লইয়া দিব্য করিয়াছি ; অতএব অবশিষ্টদের সহিত কন্যার বিবাহ দেওন বিষয়ে আমরা কি করিব ? অপর তাহার কহিল, মিস্পীতে পরমেশ্বরের নিকটে আইল না, ইস্রায়েল বংশের মধ্যে এমন কে আছে ? অার দেখ, যাবেশ-গিলিয়দের এক লোক শিবিরস্থ সভাতে আইল না, কেননা লোক সকল গণিত - হইলে যাবেশ-গিলিরদ নিবাসিদের এক জন সে স্থানে ছিল না। তাহাতে মণ্ডলীর শ্রেষ্ঠ বলবানদের মধ্যহইতে ১৭ দ্বাদশ সহস্ৰ লোককে সেই স্থানে প্রেরণ কালে এই আজ্ঞা করিল, তোমরা যাইয়া যাবেশ-গিলিয়দের আবাল বনিতাদিগকে অস্ত্রদ্বারা বধ করিবা ; আর এই ** কর্ম করিব ; প্রত্যেক পুরুষকে ও পুরুষাভিগত স্ত্রীকে নিঃশেষে বধ করিবা। পরে তাহারা যাবেশ-গিলিয়- ১২ দের মধ্যে পুরুষে অভিগতা | হয় নাই,এমত চারি শত অনুঢ়ী যুবতিকে পাইয়া কিনান দেশস্থ শীলোস্থিত শিবিরে তাহাদিগকে আনিল। পরে তাবৎ মণ্ডলী রিন্মোন ১৩ পৰ্ব্বতস্থ বিনয়ামীন বংশের সহিত আলাপ করিতে ও সন্ধির কথা কহিতে তাহাদের কাছে দূতগণকে প্রেরণ করিল। সেই সময়ে বিনয়ামীন বংশ পুনৰ্ব্বার আইলঃ ১৪ তাহাতে তাহারা যাবেশ-গিলিয়দস্থ যে কন্যাদিগকে বঁাচাইয়াছিল,তাহাদের সহিত তাহাদের বিবাহ দিল ; তথাপি তাহাদের আকুলান হইল। পরে পরমেশ্বর ইসা- ২৭ য়েল বংশের মধ্যে একের লোপ করিলেন, এই জন্যে লোকেরা বিনয়ামীন বংশের বিষয়ে অনুতাপ করিল। পরে মণ্ডলীর প্রাচীনগণ কহিল, বিনয়ামীন বংশের ১৬ স্ত্রীলোকদেরও বধ হওন প্রযুক্ত অবশিষ্টদের বিবাহাথে আমরা কি করিব ? আরো কহিল, ইস্রায়েল । বখশহইতে যেন একের লোপ না হয়,এই জন্যে বিনয়া মীন বংশের অবশিষ্ট লোকদের অধিকার দেওয়া কৰ্ত্তব্য। কিন্তু যে কেহ বিনয়ামীন বংশকে কন্যা দিবে, ১৮ সে শাপগ্ৰস্ত হইবে, ইহা কহিয়া ইস্রায়েল বখশ দিব্য করিয়াছে; এই জন্যে আমাদের কন্যাদের সহিত তাহাদের বিবাহ দেওয়া কৰ্ত্তব্য নয়। পরে তাহারা কহিল, ১৯ বৈথেলের উত্তরদিগে বৈথেলহইতে শিখিমে গমনকারি পথের পূৰ্ব্বদিগে এবং লিবোনার দক্ষিণদিগে পরমেশ্বরের এক বার্ষিক উৎসব শীলোতে হইয়। [ ২ ১ অব্য ; ১] বি ২০ ; ৮-১১ u—[২] ২৪ ; ১৮, sess u—[৪] ২ শি ২৪ ; ২৫ it—[৫] বি এ ; ২৩ –[৬] প ২,৩ ৷৷ SL S LS0SK BB S BSBS SSBBB S tt SLSS S JSSS S0SS S0SS S0S tt 250

  • (ইকু সৰ্বনাশ (ইকু) ল্পর্শ ; (ব) বৈয়েলে । ॥ (ইব্রু) পুরুষের সঙ্গে শয়ন জ্ঞাত।