পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ ই করিতে নিবৃত্ত হইবা ? হে আমার কন্যাগণ, তাহ নয়, আমার ক্লেশ তোমাদের অসহ্য হয় ; পরমেশ্বর স্বহস্তে আমাকে নিগ্ৰহ করিয়াছেন। পরে তাহারা উচ্চৈঃস্বরে পুনৰ্ব্বার ক্ৰন্দন করিল, এবং অপা আপন শ্বশ্ৰুকে চুম্বন করিয়া গেল, কিন্তু ১৫ রূৎ তাহার সঙ্গ ছাড়িল না। তাহাতে সে কহিল, ঐ দেখ, তোমার দেবরপতনী আপিন লোকদের ও আপন দেবগণের নিকটে ফিরিয়া গেল, তুমিও আপন দেবর১৬ পক্তনীর পাছে ২ ফিরিয়া যাও । রূৎ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে ও তোমার পশ্চাদগমনে নিবৃত্তা হইতে আমাকে বিনয় করিও না ; তুমি যে স্থানে যাইবা, আমিও সেই স্থানে যাইব ; এবং তুমি যে স্থানে থাকিবা, আমিও সেই স্থানে থাকিব ; তোমার লোকই আমার লোক, এবং তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। ১• এবং তুমি যে স্থানে মরিবা, আমিও সেই স্থানে মরিব ও সেই স্থানে কবরপ্রাপ্ত হইব ; কেবল মৃত্যু ব্যতিরেকে আর কিছুহইতে যদি তোমাতে আমাতে বিচ্ছেদ হয়,তবে ১৮ পরমেশ্বর তদনুরূপ ও ততোধিক প্রতিফল * দিউন। পরে রূৎ তাহার সহিত যাইতে একমন হইল ; ইহা দেখিয়া সে তাহার প্রতি কহিতে নিবৃত্ত হইল। অপর তাহারা দুই জন বৈংলেহমে উপস্থিত হওন পৰ্য্যন্ত গমন করিল ; যখন বৈৎলেহমে উপনীত হইল, তখন তাহাদের বিষয়ে তাবৎ নগরে জনরব হইলে ২• শ্ৰী লোকের জিজ্ঞাসিল, ইনি কি নয়ম ? তাহাতে সে উত্তর করিল, আমাকে নয়মী (সুখিনী) কহিও না, কিন্তু মারা (দুঃখিনী) কহিয়া ডাক, কেননা সৰ্ব্বশক্তি২১ মান আমার প্রতি অনেক দুঃখ ঘটাইয়াছেন। আমি সম্পূর্ণ হইয়া বাহির হইয়াছিলাম, কিন্তু এখন পরমেশ্বর আমাকে রিক্ত হস্তে ফিরাইয়া আনিলেন ; পরমেস্বর যদি আমার দুরবস্থা । কারলেন, ও সৰ্ব্বশক্তিমান ২. যদি আমাকে দুঃখিনী করিলেন, তবে তোমরা কেন আমাকে সুখিনী করিয়া বল ? এই রূপে নয়মী ও মোয়ার্বীয় রূৎ নামে তাহার পুত্রবধু মোয়াব দেশহইতে ফিরিয়া আইল ; তাহারা যব শস্যচ্ছেদনের আরম্ভ সময়ে বৈৎলেহমে উপস্থিত হইল। ২ অধ্যায়। S BBBBB BB BBB BB BBBS BB BBB 0 B BBBB পরিচয় লইয়া বেয়সের অনুগ্রহ করণ ১৮ ও শ্বশুর কাজে তবহু শস্য লইয়। যাওন । ঐ নয়মীর স্বামি ইলীমেলকের বংশীয় বোয়স নামে ২ এক ধনবান | জ্ঞাতি ছিল। পরে মোয়াবীয় রূৎ নয়মীকে কহিল, এখন আমাকে ক্ষেত্রে যাইতে দেও ; আমি যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই, তাহার পশ্চাৎ ২ শস্যের - 8 2 3 বাৎ ৷ [ ২ অধ্যায় শিষ সংগ্ৰহ করিতে যাই ; তাহাতে সে কহিল, হে আমার কন্যে, ঘাও। পরে সে গিয়া ক্ষেত্রে উপস্থিতা ও হইয়া শস্যচ্ছেদকদের পশ্চাৎ ২ শস্য সংগ্ৰহ করিতে লাগিল, পরে ঘটনাক্রমে সে ইলীমেলকের বংশীয় বোয়সের অধিকারস্থ এক ক্ষেত্রে উপস্থিত হইল । পরে বোয়স বৈৎলেহমহইতে আসিয়া শস্যচ্ছে- ৪ দকদিগকে কহিল, পরমেশ্বর তোমাদের সঙ্গী হউন ; তাহার: উত্তর করিল, পরমেশ্বর তোমাকে আশীৰ্ব্বাদ করুণ। অপর বোয়স শস্যচ্ছেদকদের উপরে নিযুক্ত ৫ আপন ভূত্যকে জিজ্ঞাসিল, এইটি কাহার কন্যা? তখন ও শস্যচ্ছেদকদের উপরে নিযুক্ত ভূত কহিল, এই সে মোয়বীয়া কন্যা যে নয়মীর সহিত মোয়াব দেশহইতে আসিয়াছে । ৫ সে আমাকে কহিল, আমি বিনয় করি, ৭ শস্যচ্ছেদকদের পশ্চাৎ ২ অাটির মধ্যে ২ আমাকে সৎগ্ৰহ করিতে ও কুড়াইতে দেও অতএব সে আসিয়া প্রাতঃকাল অবধি এখন পর্য্যন্ত আমাদের সহিত রহিয়াছে ; অপকাল বাটীতে ছিল। পরে বোয়স রূৎকে কহিল, হে আমার কন্যে, তুমি কি এ কথা স্তন না? তুমি সংগ্ৰহ করিতে অন্য ক্ষেত্রে যাইও না, ও এই স্থানহইতে যাইও না, কিন্তু আমার দাসীদের সহিত থাক। শস্যচ্ছেদকের যে ক্ষেত্রের শস্য কাটিবে, তাহা দেখিয় তাহাদের পশ্চাৎ যাইবা ; তোমাকে সপর্শ না করিতে আমি কি যুবদিগকে আজ্ঞা দি নাই ? আর তুমি তৃষিত হইলে পাত্রের নিকটে যাইয়া যুবদের উত্ত্বোলিত জল পান করিব। তাহাতে সে উবুড় হইয়া ১ • ভূমিতে পড়িয়া তাহাকে কহিল, আমি বিদেশিনী, আমার পরিচয় লইতেছ; এতো অনুগ্রহ আমি কিসে পাইলাম ? বোয়স্থ কহিল, তোমার স্বামির মৃত্যুর পর ১ । তোমার শ্বশ্রীর প্রতি যে রূপ ব্যবহার করিয়াছ, এবং আপন পিতা মাতা ও জম্মদেশ ত্যাগ করিয়া পূৰ্ব্বের অজ্ঞাত লোকদের নিকটে আসিয়াছ, এ সকল আমি জ্ঞাত হইলাম। পরমেশ্বর তোমার কর্মের ফল দিউন ; ১২ তুমি ই সুয়েলের প্রভু পরমেশ্বরের পক্ষের নীচে অাশ্রয় লইতে আসিয়াছ ; তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দি ডন। তাহাতে সে কহিল, হে আমার প্রভো, আমি ১৩ তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইলাম;তুমি আমাকে সান্তুন করিল, আমি তোমার দাসীভূল্য ন হইলেও আপন দাসীর প্রতি প্রীতি পূৰ্ব্বক কথা কহিলা। বোয়স কহিল, ১৪ ভোজন সময়ে তুমি এই স্থানে আসিয়া রুটা ভোজন কর এবং আপন খাদ্য অন্ত্র রসে ডুবাও ; তখন সে শস্যচ্ছেদকদের পাশ্বে বলিলে তাহাকে ভাজ শস্য আনিয়া দিল । তাঁহাতেসে ভোজন করিয়া তৃপ্ত হইল এবং অবশিষ্ট কিছু রাখিল। পরে সে কুড়াইতে উঠিলে বোয়স ১৫ tr > [os,o l fa ••, ι» ι ή και " , •s, - ι απ' s, sn-ss μ-[»»] • fri o , και , η [ং অল্য , ২] লে ১৯ ; ৯ । দ্বি ২৪ ; ১৯u—[৪]গী ১২৯ ; ৮ li–[ণ্ড ক্ল ২ ; ২২ ॥—[১৭] ১ শি ২৫ ; ২৩,৪১ ti-–[১১]র ১ ; BBS SSS LLS 0SK S SAAAS AA SAASAASS A SSAAAAASSS0SSS ১৮ –[১৫,১৬] লে ১৯ ; ৯ । দ্বি ২৪ , ১৯ ৷৷ 252 S BBk BBB B BBBB BBBS SSBe BBBB BBBB BBBS BBBBB