পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৪ ৪ অধ্যায়। ১ বিচার স্থানে বেয়সের গমন ও জ্ঞাতিকে ডাকন ১ ও জাতি স্বীকার না করিলে তপস্থার ইলীয়েলকের ক্ষেত্র ক্রয় করণ ১৩ ও কতের বিবাহ ও সন্তান প্রসব করণ ৯৮ ও পেরসের ব-শাবলি । পরে বোয়স নগরদ্বারে যাইয়। সেই স্থানে বসিয়া থাকিল; এবং যে জ্ঞাতির কথা কহিয়াছিল, সেই ব্যক্তি ঐ পথ দিয়া গমন করিলে বোয়স তাহাকে ডাকিল,ওগে। অমুক,ফিরিয়া এই স্থানে আসিয়া বৈস ; তাহাতে সে পাশ্বে আসিয়া বসিল। পরে বোয়স নগরের দশ জন প্রাচীনকে ডাকিয় কহিল, তোমরাও এই স্থানে বৈস; তাহাতে তাহারা বসিল। তখন বোয়স ঐ জ্ঞাতিকে কহিল, নয়মী মোয়াব দেশহইতে অগিতা হইয়া আমাদের ভুতি ইলীমেলকের কতক ভূমি বিক্রয় করিতেছে। অতএব আমি তোমাকে এই কথা জানাইতে মনস্থ করিলাম *, তুমি নগর নিবাসিদের ও আমার লোকদের প্রাচীনদের সাক্ষাতে তাহার সেই অধিকারের মুক্তি কর; যদি তুমি মুক্তি কর, তবে কর ; কিন্ড যদি না কর, তবে তাহ আমাকে কহ ; আমি জানিতে চাহি, কেননা তুমি মুক্তি করিলে আর কেহ মুক্তি করিতে পারে না, কিন্তু না করিলে পরে আমি করিতে পারি ; তাহাতে সে কহিল, আমি মুক্তি করিব। বোয়স কহিল, তুমি যে দিবসে নয়মীর হস্তুহইতে সেই ক্ষেত্র ক্রয় করিবা, সেই দিবস অধিকারে মৃত ব্যক্তির বংশ রক্ষাথে তাহার স্ত্রী মোয়াবীর রুৎকেও তোমার ক্রয় করিতে হইবে। তাহাতে ঐ জ্ঞাতি কহিল,আমি তাহার মুক্তি করিতে পারি না, তাহা করিলে আপন অধিকার নষ্ট করিব ; আমার অধিকার তুমি মুক্ত কর, আমি মুক্ত করিতে পারি না। পূৰ্ব্বকালে সকল কথা স্থির করিতে মুক্তি ও বিনিময় বিষয়ে ইস্রায়েল বংশে এই এক ব্যবহার ছিল ; লোক আপন পাদুকা খুলিয়া প্রতিবাসিকে দিত, ইহা ইসুয়েল বংশের মধ্যে সাক্ষ্য স্বরূপ হইত। অতএব ঐ জ্ঞাতি বোয়সকে কহিল, তুমি আপনি তাহা ক্রয় কর ; তাহাতে সে আপন পাদুকা খুলিয়া দিল। পরে বোয়স প্রাচীনগণকে ও লোকদিগকে কহিল, ইলীমেলকের ও কিলিয়োনের ও > R we o

ty o [৪ অধ্য ; ১] দ্বি ১৬ ; ১৮। ক ৩ ; ৰাৎ ৷ মহলোনের যাহা ২ ছিল, তাহা অামি নয়মীহইতে ক্রয় করিলাম, অদ্য তোমরা ইহার সাক্ষী । এবx আপনার ভাতৃগণের মধ্যহইতেও আপন স্থানের দ্বারহইতে তাহার নাম যেন লুপ্ত না হয়, এই জন্যে আমি অধিকারে মৃত ব্যক্তির নাম রক্ষার্থে মহলোনের ভাষ্য মোয়াবীয় রূৎকে ভাৰ্য্য করণার্থে ক্রয় করিলাম ; অদ্য তোমরা ইহারো সাক্ষী হইলা । তাহাতে দ্বারবৰ্ত্তি সমস্ত লোক ও প্রাচীনগণ কহিল, আমরা সাক্ষী হইলাম, পরমেশ্বর ইস্রায়েলের বংশ বৃদ্ধিকারিণী + রাহেল ও লেয়া নামনী দুই স্ত্রীর ন্যায় তোমার গৃহে এই আগমন কারিণী স্ত্রীকে করুণ ; তাহাতে তুমি ইফুথিাতে যোগ্য । রূপে আচরণ করিয়া বৈৎলেহমে সুখ্যাতি বিশিষ্ট হও। পরমেশ্বর এই যুবতির গৰ্ত্তহইতে যে সন্তান তোমাকে দিবেন, তাহাদ্বারা তামরের গর্ভে যিহুদার ঔরসজাত পেরসের বংশের ন্যায় তোমার বংশ হউক। পরে বোয়স রূৎকে বিবাহ করিলে সে তাহার ভাৰ্য্য হইল, এবং বোয়স তাহাতে উপগত হইলে সে পরমেশ্বর হইতে গৰ্ত্তধারণ শক্তি পাইয়া এক পুত্র প্রসব করিল। পরে স্ত্রীগণ নয়মীকে কহিল, ইস্রায়েল বংশে যেন আপন নাম প্রশংসিত হয়, এই জন্যে অদ্য যিনি তোমাকে জ্ঞাতিবিহীন করেন নাই, সেই পরমেশ্বর ধন্য। ঐ বালক তোমার প্রাণদাতা ও বৃদ্ধাবস্থাতে তোমার প্রতিপালক হইবে ; কেননা তোমার যে পুত্রবধু তোমাকে প্রেম ব্যবহার করে, ও তোমার সাত পুত্ৰ হইতেও উত্তম, সে ঐ বালককে প্রসব করিল। তখন নয়মী সেই বালককে লইয়। আপন বক্ষস্থলে রাখিল, ও তাহার ধাত্রীস্বরূপ হইল। পরে নয়মীর এক পুত্ৰ জন্মিল, এই কথা কহিয়া তাহার প্রতিবাসিনীগণ তাহার নাম ওবেদ (সেবক) রাখিল ; সে দায়ুদের পিতামহ যিশয়ের পিতা ছিল। পেরসের বংশাবলি । এই পেরসের পুত্র হিন্ত্রোণ; } ও হিস্রোণের পুত্র অরাম, ও অরামের পুত্ৰ অমীনাদব ; ও অক্ষ্মীনাদবের পুত্ৰ নহশোন, ও নহশোনের পুত্র সলমোন ; ও সলমোনের পুত্ৰ বোয়স, ও বোয়সের পুত্র ওবেদ ; ও ওবেদের পুত্র যিশয়ও যিশয়ের পুত্ৰ দাযুদ। ১২, ১৩ –[৪-৬] ৩ ; ১২, ১৩ u–[৪] যির ৩২ ; ৮ llー[a] st Ra;ッ->。1っs; S B DDSLS D DDS SD DD SAA SLS D D SLSS BS BBS S SZ ১২ ৭ ; ৩-৫ ৷ ১২৮ ; ৩ । আl ৩৫ ; ২৩-২ ও Il–(> R] অী ৩৮ ; ২৯ –[১৪, ১ • ] ১ 3 ৫৮ – ১৬, ১৭] আী ৪৮ ; ও । SS S B S S BSBB JSK D JSAS SSAS SSS LL 254 * (ইর) কর্ণগোচর করিতে কহিলায়। I (ইক্‌) গৃহ নিন্মাণকারিণী ; (ব) বন বা শক্তি বিশিষ্ট । [৪ অধ্যায়। - e. - > - o R • - > R. R.