পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় । ১ দুই স্ত্রীর সহিত শীলোতে ভজনা করিতে ইলকানার বৎসর ২ গযন ৪ ও হল্লা ও পিনিরীর বিরোধ কথা ১ ও পুত্ৰীয়ে ঈশ্বরের কাজে হল্পীর পুর্থনা ১২ ও হরর পুতি এলির কথা ১৯ ও হল্পীর পুত্র প্রসব পুর্মুক্ত গৃহে থােকন ২৪ ও পরযেস্থরকে যানতানুসারে পুত্র দর্শন করণ। ইফুয়িম পৰ্ব্বতস্থিত রামাথয়িম-সোফীম নিবাসি ইলকানা নামে এক জন ইফুয়িমীয় লোক ছিল; সে সুফের বৃদ্ধ প্রপৌত্র তোহের প্রপৌত্র ইলাহুর পৌত্র বিরোহমের পুত্র ছিল। তাহার দুই স্ত্রী ছিল ; একের নাম হন্না ও অন্যের নাম পিনিম্না ; পিনিম্নার সন্তান হইল, ৩ কিন্তু হন্নার সন্তান সন্ততি হইল না। ঐ ইলকানা ভজন করণার্থে ও শীলোতে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের উদ্দেশে বলিদান করিতে প্রতি বৎসর আপিন নগর হইতে যাইত; সেই স্থানে পরমেশ্বরের যাজক এলির দুই পুত্র হফনি ও পীনিহস ছিল । ৪ পরে ইলকানা যজ্ঞ করণ সময়ে আপন ভাৰ্য্যা পিনিস্নাকে ও তাঁহার সমস্ত পুত্র ও কন্যাদিগকে অংশ দিল ও বটে ; কিন্তু হন্নাকে দ্বিগুণ অংশ দিল ; যদ্যপি পরমেশ্বর তাহার গৰ্ত্ত রুদ্ধ করিয়াছিলেন, তথাপি সে হল্লাকে শু প্রেম করিল। পরমেশ্বর তাহার গৰ্ত্ত রুদ্ধ করিলে তাহার সপতন তাহাকে দুঃখ দিতে ক্রুদ্ধা করিল। এবং তাহার স্বামী বৎসরে ২ পরমেশ্বরের মন্দিরে গেলে সে তাহাকে ক্রদ্ধা করিল ; অতএব সে ক্রন্দন করিয়া ভোজন করিল ৮ না। তাহাতে তাহার স্বামী ইলকান তাহাকে কহিল, হে হস্না, তুমি কেন ক্ৰন্দন করিতেছ? এবং কেন ভোজন কর না ? তোমার মন শোকাকুল কেন ? তোমার কাছে দশ পুত্ৰহইতেও কি আমি উত্তম নহি ? এক সময়ে শীলোতে ভোজন পান করিলে হয়। উঠিয় দাড়াইল ; যে সময়ে এলি যাজক পরমেশ্বরের মন্দিরের এক স্তম্ভ নিকটে আসনোপরি বসিতেছিল ; ১০ তখন হন্না তিক্তমনা হইয়া পরমেশ্বরের উদ্দেশে প্রার্থন ১ ১ করিয়া অনেক রোদন করিল। এবং এক মানত করিয়া কহিল, হে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর, যদি তুমি আপন দাসীর দুঃখের প্রতি দৃষ্টি করিয়া আমাকে স্মরণ কর, ও আপন দাসীকে বিস্কৃত না হইয়া আপন দাসীকে এক পুত্ৰ * দেও,তবে আমি তাহার যাবজ্জীবন তাহাকে > [১ অধ্য ; ১] ১ বা ৬ ; ৩৪-৩৮ u—[৩] দ্বি ১২ ; ৫-৭, ১৭, ৩• ; ১৫ –[৮] ক্ল ৪ ; ১৫ it—[১১] লু ৯ ; ২৭ বি ১৩ শিমূয়েলের প্রথম পুস্তক। পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করিব ; তাহার মন্তকে ক্ষুর চলিবে না। সে পরমেশ্বরের সাক্ষাতে দীর্ঘকাল প্রার্থনা করিলে ১২ এলি যাজক তাহার মুখের প্রতি চাহিয়া রহিল। কেননা ও হন্না মনে ২ প্রার্থনা করিলে তাহার ওষ্ঠাধর লড়িল বটে, কিন্তু তাহার শব্দ শুনা গেল ন; ; এই জন্যে এলি তাহাকে মত্তা জ্ঞান করিল। এবং এলি তাহাকে কইিল, ১৪ তুমি কত ক্ষণ মত্ত হইয়া থাকিব ? তোমার দ্রাক্ষরস তোমাহইতে দূর কর। তাঁহাতে হয়। উত্তর করিল, হে ১৭ আমার প্রভো, তাহ নয়, আমি দুঃখিনী ৷ স্ত্রী; দ্রাক্ষারস কিম্বা সুরা পান করি নাই,কিন্তু পরমেশ্বরের সাক্ষাতে আমি মনের কথা ভাঙ্গিয়া কহিলাম। তুমি আপন ১৬ দাসীকে দুষ্টা স্ত্রী জ্ঞান করিও না ; আমার চিন্তার ও শোকের বাহুল্য প্রযুক্ত আমি সেই অবধি কথা কহিলাম। তাহাতে এলি উত্তর করিল, তুমি কুশলে যাও ; ১৭ য়লের ঈশ্বরের উদ্দেশে যাহা ২ প্রার্থনা করিলা, তাহা তিনি তোমাকে দিউন। পরে সে কহিল, তুমি ১৮ আপন দৃষ্টিতে আপন দাসীকে অনুগ্রহ পাইতে দেও। পরে সে স্ত্রী আপন পথে যাইয়া ভোজন করিল ; তাহার মুখ আর বিষন্ন হইল না। পরে তাহারা প্রত্যুষে উঠিয়া পরমেশ্বরের সাক্ষাতে ১৯ ভোজন করিলে পর ফিরিয়া রামতে আপন বাটীতে আইল ; অনন্তর ইলকানা আপন ভাৰ্য্যা হস্নাতে উপগত হইলে পরমেশ্বর তাহাকে স্মরণ করিলেন। তাহাতে হন্না গৰ্ত্তধারণ করিয়া পূর্ণ সময়ে পুত্র প্রসব করিল ; এবথ পরমেশ্বরের কাছে তাহাকে যাজ্ঞা করিয়া- • ছিল, এই জন্যে তাহার নাম শিমূয়েল (ঈশ্বরষাচিত) রাখিল । পরে ইলকান সপরিবারে পরমেশ্বরের ২১ উদ্দেশে বার্ষিক বলিদান ও মানত নিবেদন করিতে গেল। কিন্তু হন্না গেল না, কারণ সে আপন স্বামিকে ২২ কহিল, বালকের স্তনপান ত্যাগ না হইলে আমি যাইব না ; পরে তাহাকে লইয়া যাইব, এবং সে পরমেশ্বরের সহিত সাক্ষাৎ করিয়া সে স্থানে সৰ্ব্বদা থাকিবে। তাহাতে ২৩ তাহার স্বামী ইলকানা তাহাকে কহিল, তোমার যাহা ভাল বোধ হয়, তাহী কর; তাহার স্তনপান ত্যাগ পর্যন্ত বিলম্ব কর, পরমেশ্বর কেবল আপন বাক্য স্থির করুণ ; তাহাতে সে স্ত্রী থাকিল, এব^ যে পৰ্য্যন্ত ১৮ । ১৬ ; ১৬ ২ ; ৪ ১ –[৫] ম ৪৩ ; ৩৪ l—[৮] অ’ ; ৩-৫ –[১৫] মী ৫ ৬; ৮ ॥ ৬২ ; ৮ । ১৪ ২ ; ২ li—[১৭] BBB B S S B S S S S D S DD LS KSS SggS CS LS

  • (ই) পুরুষদের বীজ। I (ইক্ৰু) দুঃখাআ (ই) চলিয়া।

255