পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিমুয়েন্ত্র। ২৫ শু X বালক স্তনপান ত্যাগ না করিল, তাবৎ তাহাকে স্তনপান করাইল । পরে তাহার স্তনপান ত্যাগ হইলে সে তিন বলদ ও এক ঐফা সুজি ও এক কুপা দৃক্ষিরিসের সহিত তাহাকে লইয়া শীলোতে পরমেশ্বরের আবাসে আনিল ; তখন ২ ৰ বালক অল্পবয়স্ক ছিল। পরে তাহারা বলদ মারিয়া ২৬ বালককে এলির কাছে আনিল। এবং হন্না কহিল, হে আমার প্রভো, আমি তোমার প্রাণের দিব্য করিয়া কহি, হে আমার প্রভো, তোমার সম্মুখে যে স্ত্রী পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিতে ২ দাড়াইয়াছিল, সেই ২৭ অামি। এই বালকের জন্যে প্রার্থনা করিয়াছিলাম, পরমেশ্বরের কাছে যাহা যাজ্ঞা করিয়াছিলাম, তিনি ২৮ তাহ দিয়াছেন। এই জন্যে আমি তাহাকে পরমেশ্বরকে ফিরিয়া * দিলাম, সে যাবজ্জীবন পরমেশ্বরের প্রতি দত্ত হয় ; পরে বালক সেই স্থানে পরমেশ্বরের ভজনা করিল। ২ অধ্যায়। ১ হল্পীর গীত ১১ ও গৃহে গয়ন এবং এলির পুত্ৰগণের পাপ ১৮ ও শিমূয়েলের কৰ্ম্ম ২• ও এলির বরদ্বার হার আরো পুত্র প্রসব করণ ২২ ও আপন পুত্ৰগণের বিষয়ে এলির অনুযোগ কয়। ২৭ ও এলির বংশের বিরুদ্ধে অভিশাপ কথা। ১ পরে ঐ হস্না প্রার্থনা করিয়া কহিল, আমার মন পরমেশ্বরেতে আহলাদ করিতেছে, এবং পরমেশ্বরদ্বারা আমার অবস্থার উন্নতি হইতেছে, ও শত্ৰুগণের সাক্ষাতে আমার মুখ প্রফুল্ল হইতেছে ; আমি তাহার পরিত্রাণ২ দ্বারা আনন্দিত হইতেছি। পরমেশ্বরের তুল্য পবিত্র কেহ নাই, তাহা ৭ ব্যতিরেকে আর ঈশ্বর কেহ নাই, ও আমাদের ঈশ্বরের তুল্য পৰ্ব্বতস্বরূপ কেহ নাই। ৩ তোমরা অতিশয় শ্লাঘার কথা আর কহিও না, তোমাদের মুখ হইতে অহঙ্কারের কথা নিগত না হউক, কেননা পরমেশ্বর সর্বজ্ঞ প্রভু, তাহাদ্বারাই কর্ম সফল হয়। ৪ পরাক্রমিদের ধনুক ভগ্ন হয়, ও বিয়প্রাপ্তের বলেতে এ কটিবন্ধন করে। ও তৃপ্ত লোকের খাদ্যের জন্যে বিক্রীত হয়, ও ফুধিতেরা বিশ্রাম প্রাপ্ত হয়, এবx বন্ধ্যা সপ্ত পুত্র প্রসব করে, ও বহুপুত্র দুৰ্ব্বলা হয়। ও পরমেশ্বর মৃত্যু দেন ও জীবন দেন, এবং কবরে নামান ও উপরে উঠান। পরমেশ্বর দরিদ্র করেন ও ধনী ৮ করেন, এবং নত করেন ও উন্নত করেন। তিনি অধ্যক্ষদের মধ্যে বসাইতে ও তেজস্কি সিংহাসন অধিকার করাইতে দরিদ্রদিগকে ধূলিহইতে ও ভিক্ষুকদিগকে সারের চিবিহইতে উঠান ; পৃথিবীর ভিত্তিমূল পরমেশ্ব R 8 রের ; তিনি তাহার উপরে জগৎ স্থাপন করিয়াছেন। তিনি আপন পবিত্র লোকদের চরণ রক্ষা করেন, কিন্তু পাপিগণ অন্ধকারে নীরব হইয়া থাকে, কোন মনুষ্য বলেতে জয়ী হইতে পারে না। পরমেশ্বরের শত্ৰুগণ ভগ্ন হইবে ; তিনি স্বগে থাকিয় তাহাদের উপরে গৰ্জ্জন করাইবেন ; পরমেশ্বর পৃথিবীর অন্তভাগ পৰ্য্যন্ত বিচার করিবেন, ও আপন রাজাকে বল দিবেন, ও আপন অভিষিক্তের অবস্থার উন্নতি করিবেন। পরে ইলকান রামৎ নগরে আপন বাটীতে গেল, ১১ কিন্তু সে বালক এলি যাজকের সম্মুখে থাকিয়া পরমেস্বরের সেবা করিতে লাগিল। এলির পুত্ৰগণ দুষ্টস্বভাব হইয়া পরমেশ্বরকে মানিত না । ঐ যাজকের লোকদের সহিত এই রূপ ব্যবহার করিত; কোন লোক বলিদান করিলে তাহার মাৎস পাক সময়ে যাজকের দাস ত্রিশূল হন্তে লইয়া আসিত; এবং কটাহে কিম্বা ধাতুপাত্রে কিম্বা হাড়িতে কিম্বা স্থালীতে ত্রিশূল দিলে সেই ত্ৰিশূলে যত মাংস উঠিত, তাহাই যাজক আপনার জন্যে লইত ; শীলোতে আগত তাবৎ ইস্রায়েল বংশের প্রতি তাহারা এই রূপ ব্যবহার করিত। আর মেদ দগ্ধ করণের পূৰ্ব্বে যাজকের দাস আসিয়া যজমানকে কহিত, যাজকের নিমিত্তে দগ্ধ করণের মাংস দেও, কেননা সে তোমাহইতে সিদ্ধ মাংস লইবে না, কিন্তু কাচ লইবে । তাহাতে, মেদ শীঘু দগ্ধ হইবে, পরে তোমার মনোবাঞ্ছানুসারে গ্রহণ করিও, এই কথা যদি কেহ তাহাকে কহিত, তবে তুমি এইক্ষণে দেও, নতুব আমি বলদ্বারা লইব, ইহা উত্তর করিত। অতএব পরমেশ্বরের সাক্ষাতে ঐ যুব লোকদের অতিশয় পাপবৃদ্ধি হইল, কেননা লোকের তন্নিমিত্তে পরমেশ্বরের নৈবেদ্য ঘৃণা করিল। শিমুয়েল বালক কাপাস নির্মিত এফোদ পরিধান করিয়া পরমেশ্বরের সেবা করিল। তাহার মাতা অাপন স্বামির সহিত বার্ষিক বলিদানাথে আইলে প্রতি বৎসর এক ২ গাত্রীর ক্ষুদ্র বস্তু প্রস্তুত করিয়া আনিয়া তাহাকে দিত। পরে এলি ইলকানাকে ও তাহার স্ত্রীকে এই আশীবাদ করিয়া কহিল, পরমেশ্বর আপনার প্রতি দত্ত এই বালকের পরিবৰ্ত্তে তোমাকে এই স্ত্রীহইতে আরো সন্তান দিউন; পরে তাহারা স্বস্থানে প্রস্থান করিলে পর পরমেশ্বর হন্নার প্রতি কৃপা করিলেন তাহাতে সে গৰ্ত্তবর্তী হইয়া ক্রমে ২ তিন পুত্র ও দুই কন্যা প্রসব > by > → S K BSBB LLSSK KSAAASJDD L [২ অব্য ; ১] লু ৯ ; ৪৬,৪৭ ilه]-ــــ[ H! ۱ د د ;ه د fa د ه, د ع, 8 ; هم it—[•] ;ft د s ; د د - د Il-so-v) to 3, & 5-s a 1– [e] ণী ৩৪; ১০ । ১১ও ; ৯ । যিশ ৫৪ ; ১ !—[e] দ্বি ৩২ ; ৩১ । যুব ও ; ১৮। হে ৬; ১,২ –[৭] li-[৮] গী SBBS BS BB S000 BB BBSBSSBSSBS LS BSBSBBSBS SS0 DDD S0S00SSSAAAASSS0SSSMSSS0SSS SSS0SSS DSSSDLSSSBB SBBBS LS BSBBSBS LS B BS SSAAAASSSSLLSS १] चि २ ; १-० ॥SKSS S B S S S0SSSAAAAAAS K LL 256 *(ব) গুণশোধ (ইত্ৰ) তোয় । } (ব) হল্লার সহিত সাক্ষণ করিলেন।