পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> a - by > → তাহাদের দাস হইও না ; আপনাদিগকে পুরুষদের ন্যায় দেখাইয়া যুদ্ধ কর। তাহাতে পিলেষ্টীয়ের যুদ্ধ করিলে ইস্রায়েল বংশ পরাস্ত হইয়া প্রত্যেক জন আপন ২ বাসস্থানে পলায়ন করিল ; এই মহাসংহারে ইসুয়েল বংশের ত্রিশ সহস্র পদাতিক মারা পড়িল । এবথ ঈশ্বরের নিয়মসিন্দুক শত্ৰুহন্তগত হইল, এবং এলির দুই পুত্র হফনি ও পানিহস হত হইল * । - তাহাতে বিনয়ামীন বংশের এক জন বস্ত্র ছিড়িয়া মন্তকে ধূলি দিয়া সৈন্যশ্রেণীহইতে পলায়ন করিয়া সেই দিবসে শীলোতে উপস্থিত হইল। তাহার উপনীত হওন সময়ে সে স্থানে এলি পথপাশ্বে আসনে বসিয়া প্রতীক্ষা করিতেছিল, কেননা তাহার অন্তঃকরণ ঈশ্বরের সিন্দুকের জন্যে কম্পান্বিত হইল ; পরে সে লোক নগরে উপস্থিত হইয়া ঐ সম্বাদ দিল ; তাহাতে নগরস্থ তাবৎ লোক হাহাকার করিল। তখন এলি ঐ হাহাকারের শব্দ শুনিয়া জিজ্ঞাসা করিল, এই কলহশব্দের কারণ কি? তাহাতেসে লোক শীঘু আসিয়া এলিকে কহিল। ঐ সময়ে এলি আটানব্বই বৎসর বয়স্ক ছিল, এবং ক্ষীণী দৃষ্টি হওয়াতে সে দেখিতে পাইল না। সে মনুষ্য এলিকে কহিল, আমি সৈন্যশ্রেণীহইতে আগত লোক, অদ্যই সৈন্যশ্রেণীহইতে পলায়ন করিয়া আইলাম ; তাহাতে এলি জিজ্ঞাসিল, হে আমার পুত্র, সমাচার কি ? সে দূত উত্তর করিল, ইস্রায়েল বংশ পিলেষ্টীয়দের সম্মুখহইতে পলায়ন করিল, ও তাহীদের অনেক লোক হত হইল ; তাহাদের মধ্যে হফনি ও পীনিহস নামে তোমার দুই পুত্ৰও হত হইল *, এবং ঈশ্বরের সিন্দুক শত্ৰুহস্তগত হইল। তখন সে ঈশ্বরের সিন্দু কের নাম কহিলে এলি আসনহইতে পশ্চাৎ দ্বারপাশ্বে পতিত হইল ; তাহাতে তাহার গ্রীব ভঙ্গ হওয়াতে সে মরিল, কেননা সে বৃদ্ধ ও ভারী ছিল ; ঐ এলি চল্লিশ বৎসর পর্য্যন্ত ই সুয়েল বুশের বিচার করিয়াছিল। সেই সময়ে তাহার পুত্রবধু পানিহসের স্ত্রী গৰ্ত্তবর্তী, ও তাহার প্রসব কাল নিকট ছিল ; সে ঈশ্বরের সিন্দুকের শত্ৰুহন্তগত হওনের এবং শ্বস্তরের ও স্বামির মরণের সম্বাদ শুনিয়া অধোমুখী হইয়া প্রসব করিল; কারণ সেই সময় তাহার প্রসব বেদন উপস্থিত হইল। তখন তাহার মরণ সময়ে তাহার নিকটবভিনী দণ্ডায়মান স্ত্রী তাহাকে কহিল, ভয় নাই, তুমি পুত্রকে প্রসব করিলা; কিন্তু সে উত্তর দিল না, ও তাহাতে মনোযোগ করিল না। পরে ঈশ্বরের সিন্দুক শত্ৰুহন্তগত হওয়াতে ১ শিময়েল । ২৫ ৯ o N এবং তাহার শ্বশুরের ও স্বামির মৃত্যু হওয়াতে সে কহিল, ইস্রায়েল বংশহইতে ঈশ্বরের তেজ গেল ; অপর সে স্ত্রী ঐ বালকের নাম ঈখাবোদ (নিস্তেজ ! ) রাখিল। এবং সে কহিল, ঈশ্বরের সিন্দুক শত্ৰুহন্তগত ২২ হওয়াতেই ইস্রায়েল বখশহইতে ঈশ্বরের তেজ গেল। ৫ অধ্যায় । ১ দনগেন দেবের যদিরে সিন্দুক রণথন ৩ ও দাগেনের তলত এবং অস্দেtদের ও গীতের লোকদের পীড়িত ও বিনষ্ণ হওন ১০ ও সিন্দুককে ইক্রোণে প্রেরণ । পরে পিলেষ্টীয়েরা ঈশ্বরের সিন্দুক লইয়া এবন-এষর ১ হইতে অসদোদে আনিল। তাহার পর পিলেফ্টীয়েরা ঈশ্বরের সিন্দুক লইয়া দাগোন দেবের মন্দিরে অনিয়া দাগোনের পাশ্বে স্থাপন করিল। তাহাতে পরদিবসে অসদোদের লোকের প্রত্যুষে উঠিলে দাগোন দেবকে পরমেশ্বরের সিন্দুকের সম্মুখে মৃত্তিকাতে উবুড় হইয়া পতিত থাকিতে দেখিলঃ তাহাতে তাহারা দাগোন দেবকে লইয়া পুনৰ্ব্বার স্বস্থানে স্থাপন করিল। এবং তাহার পরদিবসেও লোকেরা প্রত্যুষে ৪ উঠিয়া দেখিল, দাগোন দেব পরমেশ্বরের সিন্দুকের সম্মুখে মৃত্তিকাতে উবুড় হইয়া পতিত আছে, এবং দাগোনের মস্তক ও দুই কর গোবরাটে ভগ্ন হইয়াছে, কেবল তাহার মৎস্যভাগ অবশিষ্ট অাছে। এই নিমিত্ত্বে ৫ দাগোনের পুরোহিতেরা ও তাহার মন্দিরে আগমনকারি লোকেরা অসদোদে স্থিত দাগোনের গোবরাটে অদ্য পৰ্য্যন্ত কেহ পা দেয় না। পরমেশ্বর ঐ অসদোদীয়দিগকে অনেক ক্লেশ দিয়া অসদোদীয় লোকদিগকে ও তাহার চতুৰ্দ্দিকস্থ অনেক লোককে অশোরোগদ্বারা প্রহার করিয়া বধ করিলেন। পরে অসদোদীয় লোকের। এই রূপ দেখিয়া কহিল, ইসুয়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে থাকিবে না, কেনন। তিনি | আমাদের ও আমাদের দেবতা দাগোনের প্রতি ক্লেশদায়ক হন। অতএব তাহারা লোক পাঠাইয়া পিলেষ্টীয়দের অধ্যক্ষগণকে আপনাদের নিকটে একত্র করিয়া কহিল, আমরা ইসুয়েলের ঈশ্বরের সিন্দুকের বিষয়ে কি করিব? অধ্যক্ষগণ কহিল, ইসুয়েলের ঈশ্বরের সিন্দুক গাং নগরে নীত হউক; তাহাতে তাহারা ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক লইয়া গেল। অপর লোকেরা ৯ লইয়া গেলে পর পরমেশ্বর | মহামারীতে ঐ নগরকে ক্লেশ দিলেন $, এবং ঐ নগরের ক্ষুদ্র কি মহান সকলকেই প্রহার করিলেন, তাহাদের গুহ্যস্থানে আশোরোগ হইল। পরে তাহারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণ নগরে প্রেরণ • R و&

SSAAAAAAS BB BSBS S B S S S LS0 DD DS DD DSDD LLSB SSS0SSS SSS0SSS ১০, ১১ ॥—[২৯, ২১] অ’ ৩৫ ; ১৭, ১৮ li-–[২২] গt ৮৯; ১ ৭ । সিফ ২ ; ৫ ৷৷ S BBBBS B BBS DDJSS00 BB BS LS BBB S S B tSAAAAAS AAA LLSSS SS L SSS SBBSS BBBS SSBe BBBS SSBSS BB BBBBSS SBBSS BBBBBBB BD S (ইকু নগরের বিরুদ্ধে চিল । 259