পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহাদের মধ্যে পঞ্চাশ সহসু সত্তার জনকে বিনষ্ট করিলেন ; পরমেশ্বর এই মহাসRহারে তাহাদিগকে ২• সংহার করিলে লোকেরা বিলাপ করিল। এবং বৈৎশেমশের লোকেরা কহিল, এই পবিত্র প্রভূ পরমেশ্বরের সাক্ষাতে কে দাড়াইতে পারে ? তিনি আমাদের হইতে কাহার কাছে ঘাইবেন ? পরে লোকের কিরিয়ৎ-যিয়ারীম নিবাসিদের কাছে দূত প্রেরণদ্বারা কহিল, পিলেষ্টীয়ের পুনৰ্ব্বার পরমেশ্বরের সিন্দুক ফিরিয়া আনিয়াছে, তোমরা যাইয়া তাহা আপনাদের নিকটে লইয়া যাও। ৭ অধ্যায়। ১ অধীনদেবের গৃহে সিজুক রথেন ৩ ও স্পিীতে ইদুয়েল লোকদের অনুতাপ করণ ৭ ও পিলেষ্ণীয়দের যুদ্ধ করিতে পুস্তুত হওন ৯ ও শিমুয়েলের বলিদান ও পুর্থনা করণ সময়ে যহীক চন্দ্বারা পিলেষ্টীয়দের পরাস্ত হওন ১৩ ও পিলেষ্টীয়দের বশীভূত utকন ১৫ ও শিমৃয়েলের বিচার করণের কথা । ১ পরে কিরিয়ৎ-ফিয়ারীমের লোকেরা আসিয়া পরমেশ্বরের সিন্দুক লইয়া পৰ্ব্বতস্থিত অবনাদবের বাটীতে আনিল,এবং পরমেশ্বরের ঐ সিন্দুক রক্ষাথে তাহার পুত্ৰ ইলিয়াসরকে পবিত্র করিল। পরমেশ্বরের ঐ সিন্দুক কিরিয়ৎ-যিয়ারীমে দীর্ঘকাল অর্থাৎ বিংশতি বৎসর পৰ্যন্ত থাকিলে পর ইস্রায়েলের তাবৎ বংশ পরমেশ্বরের বিষয়ে বিলাপ করিতে লাগিল। ও তাছাতে শিমুয়েল ইস্রায়েলের তাবৎ বংশকে কহিল, তোমরা যদি আপন সমস্ত অন্তঃকরণের সহিত পরমেশ্বরের প্রতি ফিরিতে উদ্যত হও, তবে আপনাদের নিকটহইতে অন্য দেবগণকে ও অস্তারোৎ দেবীগণকে দূর কর, ও পরমেশ্বরের উদেশে আপিন ২ অন্তঃকরণ প্রস্তুত করিয়া কেবল র্তাহার সেবা কর ; তাহাতে তিনি পিলেষ্টীয়দের হস্তহইতে তোমাদিগকে উদ্ধার কারবেন। তাহাতে ইস্রায়েলের তাবৎ বংশ বাল দেবগণকে ও অস্তারোৎ দেবীগণকে দূর করিয়া কেবল পরমেও শ্বরের সেবা করিতে লাগিল। তখন শিমূয়েল কহিল, মিসপীতে ইস্রায়েলের তাবৎ বংশকে একত্র কর ; আমি তোমাদের জন্যে পরমেশ্বরের কাছে প্রার্থনা করিব। ও তাহাতে তাহারা সকলে মিস্পীতে একত্র হইয়1 জল তুলিয়া পরমেশ্বরের সাক্ষাতে ঢালিল, এবং সে দিবস উপবাস করিয়া সে স্থানে কহিল, আমরা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিলাম ; পরে শিমুয়েল মিস্পীতে ইসুয়েল বংশের বিচার করিল। অপর ইস্রায়েল বংশের মিস্পীতে একত্র হই R. 3 ১ শিমূয়েন্ত্ৰ। ২৩১ য়াছে, পিলেষ্টীয়ের এই সস্বাদ পাইলে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ ইস্রায়েল বংশের বিরুদ্ধে উঠিয়া আইল ; ইস্রায়েল বখশ তাহ শুনিয়া পিলেষ্টীয়দের জন্যে বড় ভীত হইল। এবং ইস্রায়েল বংশের ৮ শিমূয়েলকে কহিল, আমাদের প্রভূ পরমেশ্বর পিলেষ্টীয়দের হস্তুহইতে যেন আমাদিগকে উদ্ধার করেন, এই জন্যে র্তাহার কাছে তুমি প্রার্থনা করিতে বিরত * হইও না। তখন শিমুয়েল দুগ্ধপোষ্য এক মেষবংস লইয়া ৯ পরমেশ্বরের উদেশে সৰ্ব্বস্তদ্ধ হোমবলি উৎসগ করিল, এবং শিমূয়েল ইস্রায়েল বংশের জন্যে পরমেশ্বরের কাছে প্রার্থনা করিল ; তাহাতে পরমেশ্বর তাহার প্রতি উত্তর দিলেন। যে সময়ে শিমুয়েল হোম ১৭ বলি উৎসগ করিতেছিল, তৎকালে পিলেষ্টীয়ের ইস্রায়েল বংশের সহিত যুদ্ধ করিতে নিকটবৰ্ত্তী হইল, কিন্তু ঐ দিবসে পরমেশ্বর পিলেফ্টীয়দের প্রতি মহানাদে গৰ্জ্জন করিয়া তাহাদিগকে ব্যাকুল করিলেন ; তাহাতে তাহার। ইসায়েল বংশের সমুখে পরাস্ত হইল। তখন ১১ ইসুয়েল বখশ মিস্পীহইতে বাহির হইয়া পিলেষ্টীয়দের পশ্চাৎ ২ তাড়ন করিয়া বৈৎকরের নামে পৰ্য্যন্ত তাহাদিগকে আঘাত করিল। তাহাতে শিমুয়েল ১২ এক প্রস্তর লইয়া মিস্পীর ও শেনের মধ্যস্থানে স্থাপন করিয়া, এই পৰ্য্যন্ত পরমেশ্বর আমাদের উপকার করিলেন, এই কথা কহিয়া সেই স্থানের নাম এবনএষর (উপকার স্মরণার্থক প্রস্তর +) রাখিল। এই প্রকারে পিলেষ্টীয়ের পরাস্ত হইলে ইস্রায়েল ও বংশের অঞ্চলে আর আইল না ; এবং পরমেশ্বর শিমুয়েলের যাবজ্জীবন পিলেষ্টীয়দের বিরুদ্ধাচারী হইলেন। এবং পিলেষ্টীয়েরা ইসুয়েল বখশহইতে ১৪ ইক্রোণ অবধি গাৎ পয্যন্ত যে সমস্ত নগর হরণ করিয়াছিল,তাহ পুনৰ্ব্বার ইস্রায়েল বংশকে ফিরিয়া দিল, এবং ইস্রায়েল বহুশেরা আপনাদের তাবৎ অঞ্চল পিলেষ্টীয়দের হস্তহইতে উদ্ধার করিল, আর ইমোরীয়দের সহিত ইসুয়েল বংশের সন্ধি হইল। ঐ শিমুয়েল যাবজ্জীবন ইস্রায়েল বংশের বিচার ও করিল। সে প্রতি বৎসর ভুমণ করিয়া বৈথেলে ও ১১ গিলগলে ও মিসপীতে যাইয়। সেই সকল স্থানে ইসুয়েল বংশের বিচার করিত। এবং যেখানে ১৭ তাহার বাটী ছিল, এমত রামৎ নগরে প্রত্যাগমন করিয়া সেই স্থানেও ই সুয়েল বংশের বিচার করিত ; সে সেই স্থানে পরমেশ্বরের উদ্দেশে এক বেদি নির্মাণ করিল। [২১] গ ১৭ ; ১২, ১৩ । ২ শি ৬ ; ৯ it—[২১] যি ১৮ ; ১৪ !! [৭ অব্য : ১, ২] ১ শি ৬ ; ২১ । ২ শি গী ৭৮ ; ও৭, ২৮ । ১৩২ ; ৬ u—[৩] অ’ ৩৫ ; ২ । যি ২৪ ; ১৪, ২৩ ৷ দ্বি a ; ఇ - ఎ ! ఆ ; : రి, 3 తె S0 BB S BB LS0 S B S S B BBS ১৪ । যিশ ১২ ; ৩। নি ১ , ১, ২ । BBSB SBBBB BSS S B S S AAAA S BB BSBS S BBB S BSBS S B STT

  • (ইনু) বিলাপ করিতে তুষ্ট্রী। 1 (ইকু ওপকার প্রস্তর।

261