পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৩২ ৮ অধ্যায় । ১ শিযুয়েলের পুত্ৰগণের অন্যায় প্রযুক্ত লোকদের এক রাজকে চাহল ৬ ও তাঁহীদের যাচঞ শিযুয়েলের আতষ্টিকর হওন ১• ও ভাবিরাজার বর্ণনা ১৯ ও রাজাকে নিযুক্ত করিতে শিমুয়েলের প্রতি ঈশ্বরের আজ্ঞ। ১ পরে শিমূয়েল বৃদ্ধ হইলে আপন পুত্ৰগণকে ইস্রায়েল বংশের উপরে বিচারকর্তৃক্তত্ব পদে নিযুক্ত করিল। তাহার ং জ্যেষ্ঠ পুত্রের নাম যোয়েল ও দ্বিতীয় পুত্রের নাম আবিয় ছিল ; তাহারা বেশেবাতে বিচারকত্তা হইল। ও কিন্তু তাহার পুত্ৰগণ পিতার পথে না চলিয়া লোভানু গামী হইল ও উৎকোচ লইয়া বিচারে অন্যায় করিতে ৪ লাগিল। অতএব ইস্রায়েল বংশের প্রাচীনগণ একত্র হইয়া রামতে শিমুয়েলের নিকটে আসিয়া তাহাকে কহিল, দেখ, তুমি বৃদ্ধ হইয়াছ, এবং তোমার পুত্ৰগণ তোমার পথে চলে না ; অতএব তুমি অন্য দেশীয়দের ন্যায় আমাদের বিচার করিতে একরাজ নিযুক্ত কর। ও আমাদের বিচার করিতে এক রাজা নিযুক্ত কর, তাহাদের এই কথাতে শিমুয়েল অসন্তুষ্ট * হইল ; তাহাতে শিমুয়েল পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিল। তখন পরমেশ্বর শিমুয়েলকে কহিলেন, এই লোকের তোমার কাছে যে সমস্ত কথা কহিতেছে, তাহীদের সেই কথাতে মনোযোগ কর ; কেননা তাহার তোমাকে ত্যাগ করিল না, কিন্তু আমি যেন তাহাদের উপরে কর্তৃক্তত্ব না করি, এই অভিপ্রায়ে তাহারা আমাকে ত্যাগ করিল। ৮ যে দিবসে আমি মিসর হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিলাম, তদবধি অদ্য পৰ্য্যন্ত তাহারা যেমন আপনাদের তাবৎ ক্রিয়াদ্বারা অামাকে ত্যাগ করিয়াছে ও অন্য দেবগণের সেবা করিয়াছে, তেমনি তোমার ১ প্রতিও করিতেছে। তথাপি এখন তাহাদের কথাতে মনোযোগ কর, কিন্তু তাহাদের নিকটে অতি দৃঢ় রূপে আপন অসম্মতি জানাইয় তাহাদের উপরে কর্তৃক্সকারি রাজার রীতি তাহাদিগকে জ্ঞাত কর। পরে শিমূয়েল রাজপ্রার্থনাকারিদের নিকটে পর ১ ১ মেশ্বরের এই সকল কথা কহিল। আরো কহিল,তোমাদের উপরে রাজতন্ত্রকারি রাজার এই রূপ রীতি হইবে ; সে আপনার জন্যে তোমাদের পুত্ৰগণকে লইয়া আপন রথের সৈন্য ও অশ্বারূঢ় নিরূপণ করিবে, এবং তাঁহাদের কাহাকে ২ আপন রথের আগে ধাবমান করাইবে। ১২ সে আপনার জন্যে তাহাদিগকে সহস্পতি ও পঞ্চশতপতি নিরূপণ করিবে,এবং আপন ভূমির কৃষিকরগার্থে ও আপন শস্যচ্ছেদনার্থে এবং যুদ্ধাস্ত্র ও রথের সজ্জা নির্মাণ করণার্থে তাহাদিগকে নিরূপণ করিবে । o o ১ শিমুয়েল। [৮,৯ অধ্যায়। করণাথে তোমাদের কন্যাগণকে গ্রহণ করিবে। এবং ১। তোমাদের সৰ্ব্বাপেক্ষা উত্তম শস্যক্ষেত্র ও দ্রাক্ষাক্ষেত্র ও জিতবৃক্ষ লইয়া আপন দাসদিগকে দিবে। এবং তোমাদের বীজের ও দ্রাক্ষার দশমাংশ লইয়া আপন অধ্যক্ষ + ও দাসদিগকে দিবে। এবং সে তোমাদের দাস ও দাসী ও সৰ্ব্বোত্তম যুব পুরুষ ও গদ্ধভদিগকে লইয়া আপন কার্য্যে নিযুক্ত করিবে। সে তোমাদের মেষগণের দশমাংশ লইবে, ও তোমরা তাহার দাস হইব। পরে তোমরা যে রাজাকে মনোনীত করিবা, তাহারি দ্বারা সেই সময়ে বিলাপ করিব1; কিন্তু পরমেশ্বর সেই সময়ে তোমাদের কথা শুনিবেন না। তথাপি লোকেরা শিমুয়েলের কথায় মনোযোগ করিতে অসমত হইয়া কহিল, না ২, আমাদের উপরে এক জন রাজা হইবে; তাহাতে আমরাও অন্যদেশীয় লোকদের ন্যায় হইব ; ও সেই রাজা আমাদের বিচার করিবে ও আমাদের অগ্রসর হইয়া যুদ্ধ করবে। তখন শিমুয়েল লোকদের সমস্ত কথা শুনিয়া পরমেশ্বরের কর্ণগোচরে নিবেদন করিল। তাহাতে পরমেশ্বর শিমূ. ২২ য়েলকে কহিলেন,তুমি তাহাদের কথা শুনিয়া তাহাদের এক জনকে রাজা কর; পরে শিমুয়েল ইস্রায়েল বংশকে কহিল, তোমরা প্রত্যেকে আপন ২ নগরে যাও। ৯ অধ্যায়। ১ শৌলের পিতার হারাণ গন্ধতী চেষ্ণ করণ ১১ ও শিযয়েলের কাজে যাওন ১৫ ও শৌলকে শিযুয়েলের ভোজন করণওন ২৫ ও অপহণকে বিদায় করিতে তাহ পর সঙ্গে বাহিরে যাওন । ঐ সময়ে বিনয়ামীন বংশীয় অফীহের বৃদ্ধপ্রপৌত্র ১ বিথোরতের প্রপৌত্র সিরোরের পৌত্র অবীয়েলের পুত্র কীশ নামে এক মহাবীৰ্য্যবান f লোক ছিল; এবং ২ শৌল নামে তাহার এক পরম সুন্দর যুব পুত্র ছিল ; ইসুয়েল বংশে তদপেক্ষা সুন্দর কোন পুরুষ ছিল না, এবং সে অন্য সমস্ত লোকহইতে এক মন্তুক দীর্ঘ ছিল। অপর ঐ শৌলের পিতাকাশের গন্ধভী সকল হারাইলে ৩ সে আপন পুত্র শৌলকে কহিল, তুমি এক জন দাসকে সঙ্গে লইয়া উঠিয়া গদ্ধভীদের অন্বেষণ করিতে যাও। তাহাতে সে ইফুয়িম পৰ্ব্বত দিয়া ভুমণ করিয়াশালিশ ও প্রদেশ দিয়া গমন করিল, কিন্তু তাহাদের উদেশ পাইল না ; পরে তাহারা শালীম প্রদেশ দিয়া গমন করিল ; সেখানেও নাই; পরে সে বিনয়ামীন দেশে গমন করিল, কিন্তু সেখানেও পাইলন। অনন্তর সুফ প্রদেশে উপস্থিত ৭ হইলে শৌল আপন সঙ্গিদাসকে কহিল, আইস, আমরা ফিরিয়া যাই ; কি জানি আমার পিতা গন্ধভীদের

  • *

SAA BBBS BB BBBBB BBBB BBBB SBBB BBB B BBBB BBBB BBB BBB BBS SBBS B BBS SJSS0SJSS S B S0S00 S 0 BB BBSS S B S S BBSBBS BB BS 262 SKBB B BBS BSBS S J LLS0 D DD S0S0 LLSS BS C S BBS BBS JSBBS S B S S B S S B S S S S DDS S B S S S LL SBBS BB BBBBB BBBB BB SBBS BBBBS BSBS BBBBS BB BBBB BBBB BBS