পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৪ ১ অনন্তর শিমুয়েল এক পাত্র তৈল আনিয় তাহার মস্তুকোপরি ঢালিল,এবং তাঁহাকে চুম্বন করিয়া কহিল, পরমেশ্বর আপন অধিকারের উপরে তোমাকে রাজতন্ত্রপদে ই কি অভিষেক করিলেন না? অদ্য তুমি যখন আমার নিকটহইতে গমন করিবা,তৎকালে বিনয়ামীনের সীমাস্থিত সেলসহে রাহেলের কবরের নিকটে দুই জনকে পাইবা,এবং তাহারা তোমাকে কহিবে,তুমি যে ২ গদ্ধভী অন্বেষণ করিতে গিয়াছিলা, তাহা সকল পাওয়া গিয়াছে ; এবং দেখ,তোমার পিতা গদ্ধভী বিষয়ের ভাবনা ত্যাগ করিয়া পুত্রের জন্যে কি করিব ? ইহা বলিয়া তো ৩ মাদের জন্যে শোক করিতেছে। পরে তুমি তথাহইতে অগ্রসর হইয়া তাবোরের এলো বৃক্ষে * আসিবা, এবথ সে স্থানে তিন ছাগবৎস বাহক এক জন, ও তিন রুটী বাহক এক জন,ও এক কুপ দ্রাক্ষারসবাহক এক জন,বৈথেলে ঈশ্বরের নিকটে গমনকারি এই তিন জনের সহিত ৪ তোমার সাক্ষাৎ হইবে। তাহার তোমার মঙ্গল জিজ্ঞাসা করিবে ও দুই রুটী দিবে, এবং তুমি তাহাদের হস্তহইতে তাহ গ্রহণ করিব। পরে যেখানে পিলেষ্টীয়দের দুর্গ আছে,এমত ঈশ্বরের পর্বতে যাইবা, এবং সেখানে নগরে উপস্থিত হইলে নবল ও তবল ও বাঁশী ও বীণা হস্তে করিয়া উচ্চস্থানহইতে নামিয়া আগমনকারি এক দল ভবিষ্যদ্বক্তার সহিত তোমার সাক্ষাৎ হইবে, এবx ও তাহারা ভবিষ্যদ্বাক্য কহিবে। তখন পরমেশ্বরের আত্মা তোমাতে আবির্ভূত হইলে তুমিও তাহাদের সহিত ভবি* ষ্যদ্বাক্য কহিবা, এবং অন্য প্রকার মনুষ্য হইব। এই সকল লক্ষণ তোমাতে ঘটিলে তুমি আপন উপস্থিত প্রয়োজনানুসারে করিব , কেননা পরমেশ্বর তোমার ৮ সঙ্গে আছেন। পরে তুমি আমার অগ্লে ২ গিলগলে যাইবা ; এবং দেখ, আমি হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিতে তোমার নিকটে যাইব; যাবৎ তোমার নিকটে না যাই ও তোমার কৰ্ত্তব্য তোমাকে জ্ঞাত না করি, তাবৎ সপ্ত দিন পর্য্যন্ত বিলম্ব করিব । * পরে সে শিমূয়েলের নিকটহইতে যাইতে গ্রীব ফিরাইলে ঈশ্বর তাহার অন্য মতি দিলেন , এবং সেই ** দিনে ঐ সমস্ত লক্ষণ তাহার প্রত্যক্ষ হইল। পরে তাহারা সেখানে পৰ্ব্বতে উপস্থিত হইলে এক দল ভবিষ্যদ্বক্তা তাহার সহিত মিলিল; তাহাতে ঈশ্বরের আত্মা তাহাতে আবির্ভূত হইলে তাহাদের মধ্যে সেও ভবি১ ম ষ্যদ্বাক্য কহিতে লাগিল। তখন সে ভবিষ্যদ্বক্তাদের মধ্যে ভবিষ্যদ্বাক্য কহিতেছে, ইহা দেখিয়া তাহার পূৰ্ব্ব পরিচিত লোকেরা পরসপর কহিল, কশের X শিমুয়েল। [১০ অধ্যায়। পুত্রের কি হইল ? শৌল কি ভবিষ্যদ্বক্তৃগণের মধ্যে এক জন আছে ? তাহাতে তথাকার এক জন উত্তর ১২ করিল,তাহাদের পিতা কে ? এই রূপে,ভবিষ্যদ্বক্তৃগণের মধ্যে শৌল কি এক জন ? এই কথা লোকদের মধ্যে এক দৃষ্টান্ত হইল। পরে ভবিষ্যদ্বাক্য শেষ করিয়া ও উচ্চস্থানে গেল। পরে শৌলের মাতুল তাহাকে ও তাহার দাসকে ১৪ জিজ্ঞাসিল, তোমরা কোথায় গিয়াছিলা ? সে কহিল, গন্ধভী অন্বেষণ করিতে ; কিন্তু গন্ধৰ্ভী কোন স্থানে নাই, আমরা ইহা দেখিয়া শিমূয়েলের নিকটে গমন করিলাম। শৌলের মাতুল কহিল, আমি বিনয় করি, শিমূ- ** রেল তোমাকে কি কহিলেন ? তাহা কহ। তাহাতে ১ ও শৌল আপন মাতুলকে কহিল, সে আমাদিগকে সপষ্ট রূপে কহিল, গন্ধভী সকল পাওয়া গিয়াছে ; কিন্তু রাজ্য বিষয়ের যে কথা শিমুয়েল কহিয়াছিল, তাহা সে তাহাকে কহিল না। পরে শিমুয়েল মিস্পীতে লোকদিগকে পরমেশ্বরের ? নিকটে ডাকাইয়া ইসুয়েল বংশদিগকে কহিল, ১৮ ইসু'য়েলের প্রভু পরমেশ্বর কহেন, আমি ইস্রায়েল বংশকে মিস্রদেশহইতে বাহির করিয়া আনিয়াছি, এবং মিস্ট্রীয়দের ও অন্যান্য রাজাদের ও উপদ্রবকারিদের হস্তুহইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছি । কিন্তু ১৯ তোমাদের সমস্ত দুৰ্দ্দশা ও দুৰ্গতিহইতে উদ্ধারকারি যে তোমাদের ঈশ্বর, তোমরা তাহাকে অদ্য ত্যাগ করিলা, এব^ তাহাকে কহিলা, আমাদের উপরে এক রাজা নিযুক্ত কর ; অতএব তোমরা এখন আপন ২ বংশানুসারে ও সহস্র ২ দলানুসারে পরমেশ্বরের নিকটে প্রত্যেকে উপস্থিত হও। পরে শিমূয়েল ইস্রায়েলের ২৭ তাবৎ বংশকে নিকটে আনাইলে বিনয়ামীন বংশ মনোনীত হইল। এবথ বিনয়ামীন বংশের পরিবা- ২১ রানুসারে নিকটে আনাইলে মট্রির পরিবার মনোনীত হইল, এবং তাহার মধ্যে কীশের পুত্ৰ শেীল মনোনীত হইল, কিন্তু চেষ্টা করিলে তাহার উদ্দেশ পাওয়া গেল না। অতএব তাহারা পরমেশ্বরের নিকটে অারে। ২২ জিজ্ঞাসিল, সে লোক কি এখন এই স্থানে আসিবে ? তাহাতে পরমেশ্বর কহিলেন, দেখ, সে সামগ্রীর মধ্যে লুককারিত থাকে। পরে তাহার দৌড়িয়া তথাহইত্তে ২৩ তাহাকে অনিল ; সে লোকদের মধ্যে দাড়াইলে অন্য লোক অপেক্ষা এক মন্তক | দীঘ ছিল। পরে ২ ই শিমূয়েল লোকদিগকে কহিল, পরমেশ্বরের মনোনীত ব্যক্তিকে এই দেখ ; লোকদের মধ্যে ইহার তুল্য কেহ S BBBS BSBBSBS S BBBS BB S SLLS0SK SS 0S0S DDS S0S D SS S BBS BBS BBS LS BSBBSBS S B S S S S S B S S B S S B S S B S S B S SS S BB BBSS SBBSS SBSBBSBS SLL GGG SSSS 0S LLS S S S DDS DS SLSS0S Y S S B S S B S S B S S S S S AAS0S S B S S S gg S S SK ৯ ; ২ ॥–[২৪] ১৬ ; ৭ । হে ১৩ ; ১০,১১ ৷৷

  • (ব) তীবোরের প্রান্তরে (ইকু আপনার অন্যে ৰহন্ত যাহা পায় তাহ কর। (ইতুদিরাইলেন। ॥(ইকু স্কন্ধও ওপর হইতে ।