পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাই ; তাহাতে লোকেরা উচ্চৈঃস্বরে কহিল, রাজা চির২• জীবী হউন। পরে শিমুয়েল লোকদিগকে রাজনীতি কহিল, এবং তাহা পুস্তকে লিখিয়া পরমেশ্বরের সাক্ষাতে রাখিল ; পরে শিমূয়েল তাবৎ লোককে অর্থাৎ প্রত্যেক জনকে আপন ২ বাটীতে বিদায় করিল। • পরে শেীল গিবিয়া নগরে আপনি বাটীতে যাত্র করিলে ঈশ্বর যাহাদের অন্তঃকরণে প্রবৃত্তি দিলেন, ২৭ এমত এক দল সৈন্য তাহার সহিত গেল। কিন্তু এই ব্যক্তি আমাদিগকে কি রূপে রক্ষা করিবে ? ইহা বলিয়া দুষ্ট লোকেরা * তাহাকে তুচ্ছ জ্ঞান করিয়া উপঢৌকন দিল না ; তথাপি সে বধিরের ন্যায় থাকিল। ১১ অধ্যায় । ১ নহেশের নিয়ম কথn ৪ ও শৌলের পুতি ইসুয়েল বংশের দূত পূেরণ ও তাহাম্বারা রক্ষা পাওন ১২ ও শৌলের অভিষিক্ত হওন । * পরে অন্মোনীয় নাহশ আসিয়া যাবেশ-গিলিয়দের সম্মুখে শিবির স্থাপন করিল ; তাহাতে যাবেশের লোকেরা নাহশকে কহিল, তুমি আমাদের সহিত নিয়ম ২ স্থির কর ; আমরা তোমার সেবা করিব। অন্মোনীয় নাহশ উত্তর করিল, আমি তোমাদের সকলের দক্ষিণ চক্ষু উৎপাটন করিয়া ইস্রায়েলের তাবৎ বংশে কলঙ্ক ও রাগিব; পরে তোমাদের সহিত নিয়ম করিব । যাবেশের প্রাচীনের কহিল,তুমি সাত দিবস আমাদের প্রতি ক্ষান্ত থাক ; আমরা ইসুয়েল বংশের তাবৎ অঞ্চলে দূত প্রেরণ করি ; তাহাতে কোন মনুষ্য যদি আমাদিগকে রক্ষা করিতে না পারে, তবে আমরা বাহির হইয়া তোমার নিকটে আসিব । অপর দূতগণ শৌলের বাসস্থান গিবিয়া নগরে উপস্থিত হইয়া লোকদের কর্ণগোচরে ঐ সম্বাদ কহিল, তাহাতে তাবৎ লোক উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। • অপর শৌল ক্ষেত্ৰহইতে বলদের পশ্চাৎ ২ আগমন করিয়া জিজ্ঞাসা করিল, লোকদের কি হইল ? তাহারা কেন রোদন করিতেছে? তাহাতে লোকেরা যাবেশের • লোকদের ঐ সম্বাদ তাহাকে কহিল। তখন ঐ সম্বাদ শুনিবামাত্র ঈশ্বরের আত্মা শৌলেতে আবির্ভূত হইলে তাহার ক্রোধ অতিশয় প্রজবলিত হইল। এবং দুই বলদ লইয়া খণ্ড ২ করিয়া ইসুয়েল দেশের সৰ্ব্বত্র লোকপা, ঠাইয়া কহিল, যে কেহ শৌলের ও শিমূয়েলের পশ্চাৎ না আসিবে, এই বলদের ন্যায় তাহার বলদের প্রতি করা যাইবে ; তাহাতে পরমেশ্বর হইতে লোকদের ভয় উপস্থিত হইলে তাহারা সকলেই সন্মত হইয়া বাহির ১১,১২ অধ্যায়।] X শিমুয়েন্ত্ৰ l হইল। পরে বেষকেতে তাহাদিগকে গণনা করিলে ইসু'য়েল বংশের তিন লক্ষ ও যিহুদী বংশের ত্রিশ সহসু লোক গণিত হইল। পরে তাহারা আগত দূতগণকে কহিল,তোমরা কল্য প্রখর রৌদ্র হওন সময়ে উপকার । পাইবা, এই কথা তোমরা যাইয়া যাবেশ-গিলিয়দের লোকদিগকে কহঃ তাহাতে দূতগণ আসিয়া যাবেশের লোকদিগকে ঐ সমাচার কহিলে তাহার। আনন্দিত হইল। পরে যাবেশের লোকের কহিল, কল্য অামর তোমাদের নিকটে বাহির হইয়া আসিব ; তাহাতে তোমাদের দৃষ্টিতে যাহা ভাল হয়, তাহ আমাদের প্রতি করিব। পরদিবসে শেীল আপন লোকদিগকে তিন দল করিয়া বেলা এক প্রহরের মধ্যে শত্রুসৈন্য মধ্যে প্রবিষ্ট হইয় প্রচণ্ড রৌদ্র হওন পর্যন্ত অন্মোনীয়দিগকে সRহার করিল ; তাহাতে তাহাদের অবশিষ্ট লোকেরা এমত ছিন্ন ভিন্ন হইল, যে দুই জন এক স্থানে থাকিল না। পরে লোকের শিমুয়েলকে কহিল,শৌল কি আমাদের উপরে রাজা হইবে ? এই কথা কে কহিল ? সেই মনুষ্যদিগকে আন, আমরা তাহাদিগকে বধ করিব। তাহাতে শেীল কহিল, আদ্য কাহাকেও বধ করা যাইবে না, কেননা অদ্য পরমেশ্বর ইস্রায়েল বংশকে রক্ষা করিলেন। পরে শিমূয়েল লোকদিগকে কহিল, আইস, আমরা গিলগলে যাইয়া সেখানে রাজ্য পুনৰ্ব্বার স্থির করি। পরে তাবৎ লোক গিলগলে গিয়া সেই স্থানে পরমেশ্বরের সাক্ষাতে শৌলকে রাজ্যে অভিষেক করিল, এবং সে স্থানে পরমেশ্বরের উদ্দেশে মঙ্গলাথক বলি উৎসর্গ করিল, এবং শেীল ও ইস্রায়েলের তাবৎ মনুষ্য সেখানে মহা আনন্দ করিল। ১২ অধ্যায় । ১ শিযুয়েলের নিৰ্দ্দোষ হওন ১ ও লোকদের অকৃতজ্ঞতা পুকৗশ ১১ ও শস্যন্ত্রেদনের সযয়ে যেঘণত্ত্বনদ্বারা অহাদের ভীত হওন ২০ ও শিযুয়েলের তাহাদিগকে সান্ধন ও ওপদেশ দেওল । পরে শিমূয়েল ইস্রায়েলের তাবৎ বংশকে কহিল, দেখ, তোমরা আমাকে যাহা ২ কহিলা, তোমাদের সেই সমস্ত কথাতে আমি মনোযোগ করিয়া তোমাদের উপরে এক জনকে রাজা করিলাম। এই দেখ রাজা তোমাদের অগুসর হইতেছে ; আমি বৃদ্ধ ও পঙ্ককেশ হইলাম; দেখ, আমার পুত্ৰগণ তোমাদের সহিত আছে, এবং আমি বালককালাবধি অদ্য পৰ্য্যন্ত তোমাদের অগ্রসর হইলাম। আমি যদি কাহারে গোরু কিম্বা গদ্ধভ লইয় ll عاد - د ه ق بf t و 1 ۹۰-باد : ۹ دfal [ه s] CA eYS BB AAAAS0S0S D D S S0S DDS S0S S LS0S0 SBSBBSBBS 11—[v] f > ; ee SS0S0SS AAAASS B BBS SSASAS SSAS SSSS DD LLSS SS0SS S SSSD শি ১১ ; ২২ it—[১৪, ১৫] ১ শি ১০ ; ৮,২৪ ৷৷ LLg BB00K S etS ASgg AAA A0000SAAA S0SASAA S SSSSSS BBB LS0 S 0 S 0 BBS BB BBB BB 00S * বিলিয়ালের সন্তানের। I (ইকু এক মনুষের ন্যায় (ইনু) ওভার। 265 ২৩৫

> R > > (t