পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y8 ১১ থাকিয় শুনিল। সেই সময়ে ইব্রাহীম ও সারা অতিবৃদ্ধ ছিল, এবং সারার স্ত্রীধর্ম নিবৃত্ত হইয়াছিল। ১২ তাহাতে সারা হাসিতে ২ মনে ২ কহিল, আমার ও আমার স্বামির বৃদ্ধদশাতে কি এমত অনিন্দ হইবে ? ১৩ তখন পরমেশ্বর ইব্রাহীমকে কহিলেন, আপনার বৃদ্ধাবস্থাতে কি নিশ্চয় সন্তান জন্মিবে? ইহা ভাবিয়া ১৪ সারা কেন হাসিল ? পরমেশ্বরের অসাধ্য কোন কর্ম ? আগামি বৎসরের এই সময়ে আমি ফিরিয়া আসিব, ১৫ তখন সারার পুত্ৰ হইবে। তাহাতে সারা অস্বীকার করিয়া কহিল, আমি হাসি নাই ; কেননা সে ভয় পাইল। তাহাতে তিনি কহিলেন, তুমি অবশ্যই হাসিলা। পরে সেই ব্যক্তিরা তথাহইতে উঠিয়া সিদোমের দিগে প্রস্থান করিলে ইব্রাহীম পথ দেখাইতে তাহাদের ১৭ সঙ্গে ২ চলিল। পরে পরমেশ্বর কহিলেন, আমি যাহা করিতে উদ্যত হই, তাহা কি ইব্রাহীম হইতে লুকাইব? ১৮ ইব্রাহীমূহইতে মহান ও বলবান এক জাতি উৎপন্ন হইবে, ও পৃথিবীর তাবৎ জাতি তাহাহইতে মঙ্গল ১১ প্রাপ্ত হইবে । আমি তাহাকে জানি, সে আপন ভাবিসন্তানগণকে ও পরিবারদিগকে পরমেশ্বরের পথে চলিতে এবং ন্যায় ও ধর্ম করিতে আজ্ঞা দিবে ; তাহাতে ইব্রাহীমের বিষয়ে পরমেশ্বরের উক্ত প্রতিজ্ঞ ২• সিদ্ধ হইবে। পরমেশ্বর আরো কহিলেন, সিদোমের ও অমোরার মহাধ্বনি উঠিতেছে, তাহাদের পাপ আতি ২ ১ গুরুতর ; এই জন্যে আমি নীচে দেখিতে গিয়া অামার নিকটে আগত ধ্বনি অনুসারে তাহারা সৰ্ব্বতোভাবে করিয়াছে কি না, তাহা জানিব । পরে সেই ব্যক্তিরা তথাহইতে ফিরিয়া সিদোমের দিগে গমন করিলেন; কিন্তু ইব্রাহীম পরমেশ্বরের ২৩ সাক্ষাতে তখনও দণ্ডায়মান থাকিল। পরে ইব্রাহীম্ নিকটে গিয়া কহিল,তুমি কি পাপিদের সহিত ধাৰ্মিক২৪ দিগকেও সRহার করিব ? নগরের মধ্যে পঞ্চাশ জন ধাৰ্মিক হইতে পারে, তন্মধ্যস্থিত পঞ্চাশ জন ধাৰ্মিকদের জন্যে কি সেই স্থানকে রক্ষা না করিয়া বিনষ্ট ২৫ করিব ? পাপিদের সহিত ধার্মিকদের বিনাশ করা,এই প্রকার কর্ম তোমাহইতে দূরে থাকুক ; ও ধাৰ্মিকগণকে পাপিদের সমান করা তোমাহইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকত্ত্ব কি ন্যায় করিবেন না ? ২৬ তাহাতে পরমেশ্বর কহিলেন, আমি যদ্যপি সিদোম নগরে পঞ্চাশ জন ধাৰ্মিক দেখি,তবে তাহাদের নিমিত্তে ২৭ তাবৎ স্থান রক্ষা করিব। তাহাতে ইব্রাহীম কহিল,দেখ, আমি মৃত্তিক ও ভষ্মমাত্র হইলেও প্রভুর প্রতি কথা ২৮ কহিতে উদ্যত হইয়াছি। যদি পঞ্চাশ জন ধার্মিকের পাচ জন নুতন হয়,তবে পাঁচ জন জুটির জন্যে কি সকল নগর বিনষ্ট করিব ? তিনি কহিলেন, আমি পয়তাল্লিশ জন [૨૨] - fને ૭ ; અ u–[ ] লু ৩৭ প ১০ –[১৭] وهي جام

  • *

আদিপুস্তক। [১৯ অধ্যায়। পাইলেও তাঁহা বিনষ্ট করিব না। সে তাঁহাকে পুনৰ্ব্বার ২৯ কহিল,সে স্থানে যদি চল্লিশ জন পাওয়া যায়? তিনি কছিলেন,চল্লিশ জন পাইলেও তাহা করিব না। আর বার সে ৩e কহিল, প্রভূ বিরক্ত হইবেন না, তবে আরেকহি; যদি সেখানে ত্ৰিশ জন পাওয়া যায় ? তিনি কহিলেন,ত্ৰিশ জন পাইলেও তাহা করিব না। সে কহিল,দেখ, প্রভুর প্রতি ৩৪ আমি সাহসী হইয়া পুনৰ্ব্বার কহি,যদি সেখানে বিংশতি জন পাওয়া যায় ? তিনি কহিলেন,বিংশতি জন পাইলেও তাহা নষ্ট করিব না। সে কহিল, ইহাতে প্রভু ক্রুদ্ধ হই- ৩২ বেন না,আমি কেবল আর এক বার কহি ; যদি সেখানে দশ জন পাওয়া যায় ? তিনি কহিলেন,দশ জন পাইলেও তাহা নষ্ট করিব না। তখন পরমেশ্বর ইব্রাহীমের ৩৩ সহিত এই রূপ কথোপকথন শেষ করিয়া প্রস্থান করিলেন, এবং ইব্রাহীম ও স্বস্থানে প্রস্থান করিল। ১৯ অধ্যায় । ১ লেটের কাজে দুই দৃতের অণগযন ও তাহণদের পত্তি সিদেয় লোকদের কুব্যবহার এবং লেটের ও তাহারদই কন্যার রক্ষণ ও সিদোষ লোকদের ও লেটের স্ত্রীর दिनं, ২৭ ও সিদোয়ের বিনাশে ইব্রাহীযাদির রক্ষণ, ৩০ ও লো ও তাহার দুই কন্যার কুব্যবহার দ্বারা যেীয়া ও আম্মোনীয় লোকদের ওৎপত্তি ? অপর সন্ধ্যাকালে দুই স্বৰ্গ দূত সিদোম নগরে উপ- ? স্থিত হইলে, নগর দ্বারে উপবিষ্ট লোট তাহাদিগকে দেখিয়া উঠিয়া তাহাদের সহিত সাক্ষাৎ করিল, এবং ভূমিষ্ঠ হইয় প্রণাম করিয়া কহিল, হে আমার প্রভূগণ, ২ অামি বিনয় করি, অদ্য রাত্রিতে এই দাসের গৃহে আসিয়া বাস করুণ এবং পাদ প্রক্ষালন করুণ ; পরে প্রত্যুষে উঠিয়া যাত্রা করিবেন ; তাহাতে র্তাহারা কহিলেন, না, আমরা সমস্ত রাত্রি পথেই থাকিব । তাহাতে ৩ লোট অতিশয় যতন করিলে তাহারা তাহার সঙ্গে তাহার বাটীতে গিয়া প্রবেশ করিলেন ; তখন সে র্তাহাদের জন্যে তাড়ীশূন্য রুটী প্রভৃতি খাদ্য সামগ্রী প্রস্তুত করিলে তাহারা ভোজন করিলেন। কিন্তু তাহা- ৪ দের শয়নের পূৰ্ব্বে সিদোষ নগরীয় আবাল বৃদ্ধ তাবৎ লোক চতুৰ্দ্দিগহইতে আসিয়া তাহার ঘর ঘেরিল। এবং লোটকে ডাকিয়া কহিল, আদ্য রাত্ৰিতে ষে ৫ মনুষ্যেরা তোমার বাটীতে আইল, তাহারা কোথায়? তাহাদিগকে আমাদের নিকটে বাহিরে আন, আমরা তাহাদিগেতে উপগত হইব। তখন লোটু বাহিরে ও আসিয়া দ্বার রুদ্ধ করিয়া কহিল, হে ভাই সকল, আমি ৭ বিনয় করি, এমত কুব্যবহার করিও না। দেখ, আমার দুই অনুঢ়া কন্যা আছে, তাহাদিগকে তোমাদের নিকটে আনি, তোমরা তাহাদের সহিত স্বেচ্ছাচার কর, কিন্তু এই মনুষ্যদের প্রতি কিছুই করিও না, গী ২৫ ; ১৪ । —[১৮] অ’ ১২ ; ৩ । গল ৩ ; ৮, ১ । LS KK 0S S LSSLS0S BBBBS LS BSBBSBS S BB BSBS BB BS SSS SS L [১১ অবr ; ১] অ’ ১৮; ২২ li-[২] ১৮, ১ । ই ১৩ ; ২ u--[৫] রো ১: ২৪ , ২৭ ৷৷