পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায়।] করিবে, সে শাপগ্ৰস্ত হইবে ; এই জন্যে তাবৎ লোক ২৪ খাদ্য ভোজন করিল না। পরে সকলে অরণ্য ভূমিতে ২ছ উপস্থিত হইলে মৃত্তিকার উপরে মধু পাইল। এব২ লোকের অরণ্যে উপস্থিত হইয়া সে স্থানে মধু প্রবাহ থাকিলেও ঐ শপথকে ভয় করিয়া কেহ তাহা মুখে ** দিল না। কিন্তু তাহার পিতা শপথদ্বারা লোকদিগকে যে আজ্ঞা দিয়াছিল, তাহ শ্ৰবণ না করাতে যোনাথন আপন হস্তস্থিত দণ্ডগ্রি এক মধুর চাকে ডুবাইয় তাহা মুখে দিল ; তাহাতে তাহার চক্ষুঃ প্রসন্ন হইল। ৮ তখন লোকদের মধ্যে এক জন কহিল, তোমার পিতা শপথদ্বারা লোকদিগকে এই আজ্ঞা দিয়াছে, যে জন অদ্য ভোজন পান করিবে, সে শাপগুস্ত হইবে ; কিন্তু ২৯ লোক সকল ক্লান্ত হইল । যোনাথন কহিল, আমার পিতা লোকদিগকে দুঃখ দিয়াছে, বিনয় করি, দেখ, এই মসুর চাকের কিঞ্চিৎ ভোজন করাতে আমার চক্ষুঃ ৩• কেমন প্রসন্ন হইল। লোকেরা যদি শত্রুদের স্থানে প্রাপ্ত লুটদ্রব্য অদ্য যথেষ্ট ভোজন করিতে পাইত, তবে তাঁহাদের কতোধিক হইত ? এব^ পিলেষ্টীয়দের মধ্যে কি আরো অধিক সংহার হইত না ? ঐ দিবসে তাহারা মিকমস অবধি আয়ালোন পর্যন্ত পিলেষ্টীয়দিগকে বধ করিল ; তাহাতে লোকেরা এই অতিশয় ক্লান্ত হইল। এবং লোকেরা লুটদ্রব্যের প্রতি দৌড়িয়া মেষ গোরু বাছুর ধরিয়া মৃত্তিকার উপরে বধ করিয়া রক্ত শুদ্ধ মাংস ভোজন করিতে লাগিল। ৪৬ তাহাতে তাহারা শৌলকে কহিল, দেখ, লোকেরা রক্ত শুদ্ধ মাংস ভোজন করি যা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিতেছে ; তাহাতে সে কহিল, তোমরা আজ্ঞা লঙ্ঘন + করিলা; এখন আমার নিকটে এক খান বৃহৎ ও ৪ প্রস্তর গড়াইয়া আন। শৌল আরো কহিল, তোমরা লোকদের মধ্যে ২ মাইয় তাহাদিগকে কহ ; তোমরা প্রত্যেক জন আপন ২ গোরু ও অাপন ২ মেষ আমার নিকটে আনিয়া এই স্থানে মারিয়া ভোজন কর ; কিন্তু রক্তের সহিত মাথস ভোজন করিয়া পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিও না ; তাহাতে প্রত্যেক জন আপন ২ গোরু সঙ্গে লইয়া সেই রাত্রিতে আনিয়া সেই স্থানে ৩৫ বধ করিল। এবং শোল পরমেশ্বরের উদ্দেশে এক যজ্ঞবেদি প্রস্তুত করিল ; পরমেশ্বরের উদেশে ঐ বেদি তাহার প্রথম কৃত হইল । পরে শৌল কহিল, আইস, আমরা এই রাত্রিতে পিলেষ্টীয়দের পশ্চাৎ যাইয়। অরুণোদয় পৰ্য্যন্ত তাহাদের দ্রব্য লুট করি, ও তাঁহাদের এক জনকেও অবশিষ্ট না রাখি; তাহাতে তাহারা কহিল,তোমার যাহা ভাল বোধ হয়, তাহাই কর ; পরে যাজক কহিল,আইস, we > vo - ১ শিমূয়েন্ত্র। আমরা এই স্থানে ঈশ্বরের নিকটে যাই। পরে শৌল ঈশ্বরের নিকটে জিজ্ঞাসিল, আমি কি পিলেষ্টীয়দের পশ্চাদগমন করিব? এবথ তুমি কি তাহাদিগকে ইস্রায়েল বংশের হস্তে সমপণ করিব ? কিন্তু সে দিবসে তিনি তাহাকে উত্তর দিলেন না। তখন শেীল কহিল, হে লোকদের অধ্যক্ষ | সকল, তোমরা নিকটে আইস, এবং আদ্যকার এই পাপ কিসে হইল, তাহ বিবেচনা করিয়া দেখ। ইসায়েলের উদ্ধারকারি পরমেশ্বরের নামে কহিতেছি, এই পাপ যদ্যপি আমার পুত্ৰ যোনাথন করিয়া থাকে, তবে সেও অবশ্য মরিবে ; কিন্তু লোকদের মধ্যে কেহ তাহাকে উত্তর দিল না। পরে সে তাবৎ ই সুয়েল বংশকে কহিল, তোমরা এক দিগে থাক, এবং আমি ও আমার পুত্ৰ যোনথিন অন্য দিগে থাকি ; তাহাতে লোকের শৌলকে কহিল, যাহা তোমার ভাল বোধ হয়, তাহাই কর। পরে শেীল ইসুয়েলের প্রভু পরমেশ্বরকে কহিল, যথার্থ বঁটি দিউন $, তাহাতে শেীল ও যোনাথন বাটে উঠিল, কিন্তু লোকের রক্ষা পাইল। পরে শেীল কহিল, আমার ও আমার পুত্ৰ যোনাথনের বিষয়ে গুলিবাট কর; তাহাতে যোনাথন বাটে উঠিল। তখন শেীল যোনাথনকে কহিল, তুমি কি করিলা? তাহা অামাকে কহ ঘোনাথন কহিল, আমি হস্তুের দণ্ডদ্বারা অলপ মধু লইয়া ভোজন করিলাম ; দেখ, ইহাতে আমাকে মরিতে হইবে । শৌল কহিল, ঈশ্বর তদনুসারে ও ততোধিক করুণ, হে যোনাথন, তুমি অবশ্য মরিবা। কিন্তু লোকের শৌলকে কহিল, ই সুয়েল বংশের এমত মহা উদ্ধারকারি যোনাথন কি মরিবে ? এমত না হউক, পরমেশ্বর যদি অমর হন, তবে তাহার মস্তকের এক কেশও মৃত্তিকাতে পড়িবে না, কেননা সে অদ্য ঈশ্বরের সহিত কৃতকাৰ্য্য হইল ; এই রূপে লোকেরা যোনাথনকে রক্ষা করিলে সে মরিল না। পরে শোল পিলেষ্টীয়দের পশ্চাদগমনে নিবৃত্ত হইয়া চলিয়া গেল, এবং পিলেষ্টীয়েরা আপন স্থানে গমন করিল। শেল ইসুয়েল্ বংশের রাজ্য গ্রহণ করিলে পর আপন চতুৰ্দ্দিকস্থিত সমস্ত শত্ৰুগণের অথাৎ মোয়াবীয়দের ও অন্মোন বংশীয়দের ও ইদোমীরদের ও সেবার রাজগণের ও পিলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিল, এবং সে যে দিগে গেল, সেই দিগে তাহাদিগকে ক্লেশ দিল। এই রূপে বীৰ্য্য প্রকাশ ৭া করিয়া অমালেকীয়দিগকে পরাস্ত করিয়া লুটকারিদের হস্তুহইতে ইসুয়েল বখশকে উদ্ধার করিল। যোনাথন ও যিশবি ও মলকিশূয় নামে শৌলের তিন পুত্র ছিল; এবং তাহার দুই কন্যা, জ্যেষ্ঠার SLSS0S D 0S0S SBBSS SBBSS SB SSS0SSS S0 SLLSS B S S S LLSSSSAAAAAAS D S S0SS SBSBBS BSBBSBS S BB BSBSBBSBS K DD SS S S SSSSSS BBS BBS ** 11–Isa) - fot *- : * > Il-sav) > *; 8-9 u-[es] ex; a u SBBB BBS BBkkBBBSS SBBSS BBB SBBS BBBBS BSBS BBBBBB BBBBSS SBSS নৈন্য সমুহ। 269 ২ত ৯ ר פא