পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১• পরমেশ্বর ইহাকে মনোনীত করেন নাই। সেই রূপে যিশয় আপনার সাত পুত্রকে শিমুয়েলের সম্মুখ দিয়া গতি করাইল; তাহাতে শিমূয়েল যিশয়কে কহিল, পরমেশ্বর ইহাদের কাহাকেও মনোনীত করেন নাই । ১১ শিমুয়েল যিশয়কে কহিল,যুবলোকদের কি শেষ হইল । সে কহিল, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, সে মেষ চরাইতেছে; তাহাতে শিমুয়েল যিশয়কে কহিল,লোক পাঠাইয়া তাহাকে আন ; সে না আইলে আমরা ভো১২ জনে বসিব না। পরে সে লোক পাঠাইয় তাহাকে আনিল ; সে ঈষৎ রক্তবর্ণ ও সুনয়ন ও দেখিতে সুন্দর ছিল ; তখন পরমেশ্বর কহিলেন, উঠ, সে এই ১৩ ব্যক্তি, ইহাকে অভিষেক কর । তাহাতে শিমুয়েল তৈলের শৃঙ্গ লইয়া ভাতৃগণের মধ্যে তাহাকে অভিষেক করিল, এবং সেই দিবসাবধি দায়ূদের প্রতি পরমেশ্বরের আত্মা আবির্ভূত হইলেন ; পরে শিমুয়েল উঠিয়া রামতে গেল। কিন্তু পরমেশ্বরের আত্মা শৌলহইতে অন্তহিত হইলে পরমেশ্বরের অনুমতিতে দুষ্ট আত্মা তাহাকে উদ্বিগ্ন ১৭ করিল। পরে শৌলের দাসগণ তাহাকে কহিল,দেখ,ঈশ্বরের অনুমতিতে দুষ্ট আত্মা তোমাকে উদ্বিগ্ন করিতেছে ; ১৬ অতএব,হে আমাদের প্রভো,এক জন নিপূণ বীণাবাদককে অন্বেষণ করিতে আপনার নিকটস্থ দাসদিগকে আজ্ঞা কর; তাহাতে যে সময়ে ঈশ্বরের অনুমতিতে দুষ্ট আত্মা তোমাতে উপস্থিত হয়, তৎকালে সে হস্তদ্বারা বাজাইলে ১৭ আপনি উপশম পাইবেন। পরে শৌল আপন দাসদিগকে আজ্ঞা করিল, তোমরা এক নিপুণ বীণাবাদকের ১৮ অন্বেষণ করিয়া আমার নিকটে তাহাকে আন। তাহাতে দাসদের এক জন কহিল, দেখ, আমি বৈৎলেহমীয় ষিশয়ের এক পুত্রকে দেখিয়াছি ; সে বীণা বাজাইতে নিপুণ এবং মহাবীর ও যোদ্ধা ও কাৰ্য্যে * নিপুণ ও রূপবান, এবং পরমেশ্বর তাহার সঙ্গে থাকেন। পরে শৌল মিশয়ের নিকটে দূত পঠাইয়া কহিল, দায়ুদ নামে তোমার যে পুত্র মেষ চরায়, তাহাকে আ২ - মার নিকটে প্রেরণ কর। তাহাতে যিশয় আপন পুত্র দায়ুদকে এবং তাহার সহিত এক গদ্ধভ বহনীয় রুট ও এক কুপা দ্রাক্ষারস ও এক ছাগবৎস শেলের নিকটে ২১ প্রেরণ করিল। পরে দায়ুদ শৌলের নিকটে আসিয়া তাহার সম্মুখে দাড়াইলে সে তাহাকে অতিশয় প্রেম করিতে লাগিল ; তাহাতে সে তাহার অস্ত্রবাহক হইল। ২২ অপর শেীল যিশয়কে কহিয়া পাঠাইল, আমি তোমাকে বিনয় করি, দামৃদকে আমার সম্মুখে থাকিতে দেও; ২৩ সে আমার প্রিয়পাত্র হইল। কারণ ঈশ্বরের অনুমতিতে > 8 > S.

  • भिभूशब्।

দুষ্ট আত্মা শৌলকে ক্লেশ দিলে দায়ুদ আপন হস্তদ্বার বীণা বাজায় ; তাহাতে শৌল আপ্যায়িত হইয়া উপশম পায়, এবং দুষ্ট আত্মা তাহাহইতে যায়। ১৭ অধ্যায়। ১ পিলেক্ট্রীয়দের সহিত ইসুয়েল লোকদের যুদ্ধে পুস্তুত হওন, ৪ ও আলুৎ ৰীরের ইসুয়েল সৈন্যকে তুদ্ধ করণ, ১২ ও সৈন্যের যবে ভূতাদের নিকটে দাস্থদের গয়ন, ২০ ও রণঅণর পরিতোষিকের কথা শ্ৰবণ, ২৮ ও আপিল ক্রুদ্ধ ভুতার কথা শুরণ, ৩৩ ও রাজার নিকটে অশনীত হওন ও যুদ্ধ করিতে স্বীকার করণ, ৩২ ও রাজার সাক্ষণতে কথন কহল, ৩৮ ও বীরের সহিত যুদ্ধ করণ ও তাঁহাকে জয় করণ, ৫২ ও পিলেষ্ণীয় লোককে বব করণ,৫৫ ও শৌলের নিকটে পুনৰ্বার অনীত হওন । পরে পিলেষ্টীয়ের যুদ্ধ করিতে আপনাদের সৈন্যগণকে ঘিহুদার অধিকারস্থ সোখোতে একত্র করিয়া সোথোর ও অসেকার মধ্যে এফস্দষ্মীমে শিবির স্থাপন করিল। এবং শৌল ও ইস্রায়েল লোকের একত্র হইয়া এলার তলভূমিতে শিবির স্থাপন করিয়া পিলেষ্টীয়দের প্রতিকুলে সৈন্য রচনা করিল। তাঁহাতে পিলেষ্টীয়ের এক দিগে এক পৰ্ব্বতে, ও ইস্রায়েল বংশ অন্য দিগে অন্য পৰ্ব্বতে দাড়াইল ; তাহাদের মধ্যে এক তলভূমি ব্যবধান ছিল। পরে গাতীয় জালুৎ নামে সাড়ে ছয় হস্ত দীর্ঘ এক • বীর পিলেষ্টীয়দের শিবির হইতে বাহির হইল। তাহার ৭ মস্তকে পিন্তলের শিরস্ত্র ছিল,এবং সে পাঁচ সহস্ৰ শেকল পরিমাণ আঁইশের ন্যায় পিত্তল বর্মেতে সজ্জিত ছিল, এবং তাহার পা পৰ্য্যন্ত পিত্তলের বর্ম ছিল,ও তাহার ও স্কন্ধে পিত্তলের শল্য ছিল। তাহার বর্ষার দণ্ড তন্ত্র- ৭ বায়ের নরাজের ন্যায় ছিল, ও বর্ষার ফলা ছয় শত শেকল লৌহময় ছিল, এবং তাহার অগ্রে ২ এক জন চালী চলিল। পরে সে দাড়াইয়া ইন্দ্রায়েল বংশের ৮ সৈন্যশ্রেণীকে সম্বোধন করিয়া ডাকিয়া কহিল, তোমর যুদ্ধে সৈন্য রচনা করিতে কেন বাহিরে অসিয়াছ ? অামি কি এক জন পিলেষ্টীয় লোক নহি ? এবস্থা তোমরা কি শৌলের দাস নহ? তোমরা আপনাদের মধ্যহইতে এক জনকে মনোনীত কর ; লে আমার নিকটে আসুক। সে যদি আমার সঙ্গে যুদ্ধ করিয়া = আমাকে বধ করিতে সমর্থ হয়, তবে আমরা তোমাদের দাস হুইব ; কিন্তু যদি আমি তাহাকে পরাস্ত করিয়৷ বধ করিতে পারি, তবে তোমরা আমাদের দাস হইয়া আমাদের সেবা করিব । সে পিলেষ্টীয় আরো কছিল, ১ • অদ্য আমি ইব্রায়েল বংশকে তুচ্ছ করি ; তোমরা SS S B S S B S S B S S S SSS SSS0SS DD LS0S LS0S S SSSS AA 0000S 0SS S0S S LSS0S S BBS BBS 00 LLSSS SDDSS SDSS 0S LLS S B S S S eSBB BBS BB SBB ll–[os] SS SSAAAASSSS S B S S S S LLSSJS L L S BBS B BS S LSS0S S B S S B S S B S S S S Bt AS BB L 272

  • (ব) বাক্যেতে।