পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায় ।] ১১ এক জনকে দেও, আমরা পরসপর যুদ্ধ করি। তখন শৌল ও সমস্ত ইসুয়েল বংশ পিলেষ্টীয়ের এই কথা শুনিয়া নিরাশ ও অতিশয় ভীত হইল। ১২ ইফুর্থীয় বৈভলেহম-মিহুদাস্থিত ঐ যিশয় নামক ব্যক্তি দায়ুদের পিতা ছিল,এবং তাহার অষ্ট পুত্র ছিল,এবং সে শৌলের সময়ে লোকদের মধ্যে বৃদ্ধ রূপে গণিত ১৩ ছিল। এবং মিশয়ের তিন জ্যেষ্ঠ্য পুত্র শৌলের পশ্চাৎ মুদ্ধে গমন করিয়াছিল; তাহার ঐ সংগ্রামগামি তিন পুত্রের জ্যেষ্ঠ্যের নাম ইলীয়াব, ও দ্বিতীয়ের নাম আবীনদিব, ও তৃতীয়ের নাম শৰ্ম্ম ছিল; এবং দায়ুদ কনিষ্ঠ ছিল ও জ্যেষ্ঠ্য তিন জন শৌলের অনুগামী হইল। ১৫ কিন্তু দায়ুদ আপন পিতার মেষ চরাইবার জন্যে শৌ১৬ লের নিকটহইতে বৈৎলেহমে গমনাগমন করিল। এবথ সেই পিলেষ্টীয় লোক চল্লিশ দিন পৰ্য্যন্ত প্রাতঃকালে ও সন্ধ্যাকালে তাহাদের নিকটে আসিয়া আপনাকে দে১s খাইল । ঐ সময়ে যিশয় আপন পুত্ৰ দায়ুদকে কহিল, তুমি এইক্ষণে আপন ভুতাদের জন্যে এই এক ঐফ ভাজা শস্য ও দশ রুটী লইয়া যুদ্ধস্থলে ভাতাদের নিক১৮ টে দৌড়িয়া যাও। এবং এই দশ পনীর তাহাদের সহস্রপতির নিকটে লইয়া যাও ; এবং তোমার ভুতার কেমন আছে, তাহা জ্ঞাত হও ও তাহাদের বন্ধক লও। পরে দায়ুদ প্রত্যুষে উঠিয়া মেষগণকে অন্য রক্ষকের হস্তে সমপণ করিয়া যিশয়ের আজ্ঞানুসারে তাহ ২• লইয়া গমন করিল। সে সময়ে শৌল ও যিশয়ের পুত্রগণ ও সমস্ত ইস্রায়েল বংশ এলা তলভূমিতে পিলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিতে উদ্যত হইল ; এবং যে সময়ে সৈন্যগণ রণে বাহির হইয়া যাইতেছে এবং সংগ্রামের জন্যে সিংহনাদ করিতেছে, এমত সময়ে দায়দ পরিখার নিকটে উপস্থিত হইল। ই সুয়েল বংশ এবং পিলেষ্টীয়ের পরসপর সম্মুখাসম্মুখী হইয়া সৈন্যশ্রেণি রচনা করিল। পরে দায়ুদ পাত্ৰাদি রক্ষকের হন্তে আপন পাত্র রাথিয় সৈন্যশ্রেণির মধ্যে দৌড়িয় ২৩ গিয়া আপন ভাতৃগণকে প্রণাম করিল। এবং সে তাহাদের সহিত কথা কহিতেছে, ইতিমধ্যে গাতের পিলেষ্টীয় জালুৎ নামক বীর পিলেষ্টীয়দের সৈন্যশ্রেণিহইতে বাহির হইয়া আসিয়া পূৰ্ব্বমত কথা কহিল; তখন ২৪ দায়দ তাহ শুনিল। কিন্তু সেই ব্যক্তিকে দেখিয়া ইসু'য়েল বংশের তাবৎ লোক অতিশয় ভীত হইয়া তাহার ২ৰ সন্মুখহইতে পলাইল। পরে ইস্রায়েল বংশের লোকেরা পরস্পর কহিল, এই যে মনুষ্য আইল, ইহাকে কি তোমরা দেখিতেছ? এ ইস্রায়েল বংশকে তুচ্ছ করিতে আইল ; ইহাকে যে জন বধ করিবে, রাজা তাহাকে প্রচুর ধনেতে ধনবান করবে, ও তাহার সহিত আপন কন্যার বিবাহ দিবে, এবং ইস্রায়েল বংশের মধ্যে ইভ তাহার পিতৃবংশকে নির্যকর করবে। পরে দায়ুদ - > ১ শিমুয়েন্ত্র। ২৭৩ আপন সমীপে দণ্ডায়মান লোকদিগকে জিজ্ঞাসিল, এই পিলেষ্টীয়কে বধ করিয়া যে জন ইস্রায়েল বথশের অপমান খণ্ডন করিবে, তাহার প্রতি কি করা যাইবে ? অমর ঈশ্বরের সৈন্যগণকে তুচ্ছকারি এই আছিন্নতত্ত্বক পিলেষ্টীয় লোক কে? তাহাতে লোকেরা ২৭ ঐ রীতিক্রমে কহিল, ইহার বধকারির প্রতি এই রূপ করা যাইবে । অপর তাহার জ্যেষ্ঠ ভাতা ইলীয়াব ঐ লোকদের ২৮ সহিত তাহার কথোপকথন শুনিয়া দায়ুদের বিরুদ্ধে ক্রোধে প্রজবলিত হইয়া কহিল, তুই কেন এখানে আইলি ? ঐ অল্প মেষ মাঠের মধ্যে কাহার কাছে রাখিয়া আইলি ? আমি তোর অহঙ্কার ও মনের দুষ্টতা জানি; তুই যুদ্ধ দেখিতে আইলি দায়ুদ কহিল, ২৯ আমি এখন কি করিলাম ? কি আজ্ঞা হয় নাই ? পরে তাহাহইতে অন্য লোকের কাছে গিয়া ৩০ সেই রূপ জিজ্ঞাসা করিল ; তাঁহাতে ঐ লোকেরাও ঐ রীতিক্রমে কহিল। তখন দায়ূদহইতে শ্রুত ঐ সকল কথা ৩১ শৌলের সাক্ষাতে কথিত হইলে শৌল তাহাকে গ্রহণ করিল। অপর দায়দ শৌলকে কহিল, তাহার জন্যে কাহারে ৩২ অন্তঃকরণ নিরাশ না হউক ; আপনকার এই দাস যাইয়া সেই পিলেষ্টীয়ের সহিত যুদ্ধ করবে। তাহাতে ৩৩ শেীল দামৃদকে কহিল, তুমি সেই পিলেফ্টীয়ের সহিত যুদ্ধ করিতে সমর্থ নও, কেননা তুমি যুবা, এবং সে যুবকালাবধি যোদ্ধা। দাদ শৌলকে কহিল, আপন-৩৪ কার এই দাস আমি আপন পিতার মেষ রক্ষা করিতেছিলাম, ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্যহইতে মেষবৎস ধরিয়া লইল। তাহাতে ১· আমি তাহার পশ্চাৎ ২ ঘাইয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম ; পরে সে আমার বিরুদ্ধে উঠিলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম। এই প্রকারে ৩১ আপনকার দাস যে সিংহকে ও যে ভল্লুককে বধ করিল ; ঐ অচ্ছিন্নতাক পিলেষ্টীয় লোক অমর ঈশ্বরের সৈন্য তুচ্ছ করাতে সেই দুইয়ের একের তুল্য হইবে। দায়ুদ আরো কহিল, যিনি সেই সিংহের ও ৩৭ ভল্লুকের হস্তহইতে আমাকে উদ্ধার কারলেন, সেই পরমেশ্বর অামাকে সেই পিলেষ্টীয়ের হস্তুহইতেও উদ্ধার করবেন; তাহাতে শৌল দায়ুদকে কহিল, যাও, পরমেশ্বর তোমার সঙ্গী হউন । পরে শৌল আপনার সজ্জাদ্ধার দায়ুদকে সাজা- ৩৮ ইয়া তাহার মন্তকে পিত্তলের শিরস্ত্র দিল, ও তাহার গাত্রে বর্ম দিল। এবং দায়ুদ আপন সজ্জার উপরে ৩৯ খড়গ বাধিয়া গমনে উদ্যত হইল ; কিন্তু দায়ুদ পূৰ্ব্বে তাহার পরীক্ষা না করাতে শৌলকে কহিল, এই বেশে 0000YS000S BB 00S 00S00S BB BBBBSBBS B BBS SBSS ه دll--] د w[ ۰ ه ; ده د It so, solo v-s» — ) o se u-Lav.) si sa; o il-De-lo as, s a I-95) f * , ; 2-s u 273