পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায়।] হইতে বাহির হইয়া আইল । এবং বাদ্য করণ সময়ে স্ত্রীলোকেরা পরসপর কহিল, শেীল সহসু ২ লোককে, o কিন্তু नाष्ट्रल অযুত ২ লোককে বধ করিয়াছে। তাহাতে ঐ বাক্য শৌলকে অসন্তুষ্ট করিলে * সে অতি ক্রুদ্ধ হইয়া কহিল, তাহারা দায়ূদকে অযুতের ও আমাকে কেবল সহস্ত্রের কথা কহিল ; ইহাতে রাজ্য ব্যতিরেক ৯ তাহার আর কি হইতে পারে ? ঐ দিবসাবধি শেীল দায়ুদের প্রতি কুদৃষ্টি রাখিল। পরদিবসে ঈশ্বরের অনুমতিতে দুষ্ট আত্মা শৌলকে অত্ৰিয় করিলে সে গৃহের মধ্যে প্রলাপ | বাক্য কহিতে লাগিল, এবং দায়ূদ অন্য সময়ের মতানুসারে হস্তদ্বারা বাদ্য করিল ; তখন শৌলের হস্তে এক বড়শা থাকাতে শেীল সেই বড়শা লক্ষ্যেতে নিক্ষেপ করিয়া কহিল, আমি দায়ুদকে ভিত্তির সঙ্গে গাঁথিব; কিন্তু দায়ুদ দুই বার তাহার নিকটহইতে সরিয়া গেল। ১২ অপর পরমেশ্বর শৌলকে ত্যাগ করিয়া দায়ুদের সঙ্গে ১৩ থাকাতে শৌল দামৃদের বিষয়ে ভীত হইল। অতএব শেীল আপন নিকটহইতে তাহাকে দূর করিয়া সহ সুসেনাপতি পদে নিযুক্ত করিল ; তাহাতে সে লোকদের * অগ্রসর হইয়া গমনাগমন করিল। অনন্তর দায়ুদ আপন তাবৎ পথে কৃতকাৰ্য্য হইল,এবং পরমেশ্বর তাহার সহিত খৰ থাকিলেন।তাহাতে সে অতি কৃতকাৰ্য্য ! হইতেছে, ইহা দেখিয়া শৌল তাহার বিষয়ে ভীত হইল। কিন্তু দায়ুদ তাহাদের অগ্রসর হইয়া গমনাগমন করিলে ইস্রায়েলের ও ঘিহুদার তাবৎ বখশ তাহাকে প্রেম করিল। পরে শেীল দায়ুদকে কহিল, মেরব নামনী আমার জ্যেষ্ঠ কন্যাকে দেখ, আমি তোমার সহিত তাহার বিবাহ দিব, তুমি আমার পক্ষে বীৰ্য্যবান হইয়া পরমেশ্বরের জন্যে সংগ্রাম কর ; কেননা আমি স্বহস্তে ইহাকে বধ করিব না,কিন্তু পিলেষ্টীয়দের হস্তে এ হত | হউক, ২৮ শেীল ইহা মনে ২ কহিল। তাঁহাতে দায়ুদ শেলকে কহিল, আমি কে? এবং আমার প্রাণ কি ? ও ইস্রায়েল বংশদের মধ্যে আমার পিতৃবংশ কি, যে আমি ১২ রাজার জামাতা হই ? কিন্তু শৌলের কন্যা মেরবকে দায়ুদের প্রতি দেওনের সময় উপস্থিত হইলে সে মিহোলাতীয় অদ্রীয়েলের প্রতি দত্ত হইল। পরে শৌলের কন্যা মীখল দায়ুদুকে প্রেম করিতে লাগিল ; তাহাতে লোকেরা শৌলকে তাহা কহিলে সে ২১ তাহাতে সন্তুষ্ট $ হইল। পরে শোল পুনৰ্ব্বার কহিল, এই কন্যা যেন তাহার ফাদস্বরূপ হয়, ও পিলেফ্টীয়দের দ্বারা তাহার বধ ৭ হয়, এই জন্যে তাহাকে আপন কন্য। দিব ; পরে শেল দায়ুদকে কহিল, আমার দুই কন্যার - o - - R • ১ শিমুয়েল। २१ ¢ এককে বিবাহ করিয়াতুমি অদ্য আমার জামাত হও। পরে ২২ শেীল আপন অধ্যক্ষদিগকে আজ্ঞা দিল, তোমরা গুপ্তরূপে দায়ুদের সহিত আলাপ করিয়া এই কথা কহ,দেখ, রাজা তোমার প্রতি সন্তুষ্ট আছেন, এবথ তাহার সমস্ত দাস তোমাকে প্রেম করে ; অতএব এখন তুমি রাজার ২ ৩ জামাত হও । তাহাতে শৌলের অধ্যক্ষগণ দায়দের কর্ণগোচরে এই কথা কহিলে দায়ুদ কহিল, আমি দরিদু লোক,অলপমান্য ; আমার রাজজামাত হওয়া কি তোমাদের লঘু বিষয় বোধ হয়? পরে শেলের অধ্যক্ষের ২৪ তাহাকে সমাচার দিয়া কহিল, দায়ুদ এই প্রকার কথা কহিল। শৌল কহিল, তোমরা দায়ুদকে এ কথা কহ, ২৫ রাজা তোমার কাছে কিছু পণ চাহেন না,কেবল রাজার শত্ৰুপ্রর্তীকারার্থে পিলেষ্টীয়দের এক শত লিঙ্গাগুঅক চাহেন; কিন্তু শৌল পিলেষ্টীয়দের হস্তদ্বারা দায়ুদকে নিপাত করিতে মনস্থ করিল। পরে তাহার অধ্যক্ষগণ ও দায়দকে এই কথা কহিলে দায়দ রাজজামাতা হইতে ২৭ তুষ্ট হইল; তখন বিবাহের দিন সম্পূর্ণ না হওয়াতে দায়ুদ ও তাহার লোকেরা উঠিয়া যাইয়। পিলেষ্টীয়দের দুই শত লোককে বধ করিল, এবং দায়ুদ রাজার জামাত হইবার জন্যে পূর্ণ সংখ্যানুসারে তাহাদের লিঙ্গাগ্রন্সক আনিয়া রাজাকে দিল ; তাহাতে শৌল তাহার সহিত আপন কন্যা মীথলের বিবাহ দিল। পরে পরমেশ্বর দায়ুদের সহিত আছেন, এবং ২৮ শৌলের কন্যা মীখল তাহাকে প্রেম করে, ইহা দেখিয়া ২৯ জানিয়া শেল দায়ুদের বিষয়ে আরো ভীত হইল ; তাহাতে শৌল নিরন্তর দায়ুদের শত্ৰু হইয়া থাকিল। পরে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ বাহিরে গেল, এবং ৩• ষত বার বাহিরে গেল, তত বার দায়ুদ শৌলের তাবৎ দাস অপেক্ষা কৃতকাৰ্য্য হইল ; তাহাতে তাহার নাম আতিশয় মান্য হইল। ১৯ অধ্যায় । ১ দায়ুদের প্রতি যোনাথনের কথা, ৪ ও দায়ুদের বিষয়ে পিতার কাজে দিবেদন, ৮ ও দাযুদের পুতি শৌলের দ্বেষ ও ভtহার গৃহের নিকটে তাহাকে বব করিতে লোক পাঠাওন, ১২ ও দায়ুদের পলায়ন, ১৮ ও শিযুয়েলের নিকটে রায়তে গযন স্করণ। পরে শৌল দায়ুদকে বধ করিতে আপন পুত্র ষোনা- ? থনের ও আপনার সমস্ত দাসের সহিত পরামর্শ করিল। কিন্তু দায়ূদের প্রতি শৌলের পুত্ৰ যোনাথনের অতিশয় ২ প্রেম প্রযুক্ত সে দায়ূদকে ঐ সমাচার দিয়া কহিল, আমার পিতা শৌল তোমাকে বধ করিতে চেষ্টা করেন; অতএব আমি এখন তোমাকে বিনয় করি,তুমি প্রাতঃ o el 3 BB BBS BBSBBS g S ggSgS S S S S S S S S S 38.svilー[つ。]* s。 tt LS tt AAAA AAAA S B S S BSBSBBS BB S B BBS BBB BB B S00S00LL L0K S S B BBS SJgS KS LSLSK 00S00SKK 00S0SS LLSSSSS0SSSSBB S

  • (ইস্ত্র) শৌলের দৃষ্টিতে যদি হইলে (ইবু) ভবিষ্যদ্বাক্য। ইব্রু বায্যের পুত্র। I (ইক্স) হস্ত তাহার ওপরে। (ইবু) তাহীর দৃষ্টিতে ভাল। ৭ ইস্ত্র) পিল্লেধীয়দের হস্ত তাহার ওপরে।

275