পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ] • কেননা তাহারা আমার গৃহ আশ্রয় করিল। তখন তাহার কহিল, সরিয়া যাও ; এবং পুনশ্চ কহিল, এই এক বিদেশী আমাদের মধ্যে প্রবাস করিতে আসিয়া আমাদের বিচারকত্ত হইতে চাহে ; এখন তাহাদের অপেক্ষ তোমার প্রতি আরো কুব্যবহার করিব ; তাহাতে তাহারা লোটের প্রতি আক্রমণ করিয়া কৰাট ১• ভাঙ্গিতে গেল। তখন সেই দুই লোক হস্তদ্বারা আপনাদের নিকটে গৃহেতে লোটকে টানিয়া লইয়া দ্বার রুদ্ধ করিলেন, এবং দ্বারের নিকটস্থিত ক্ষুদ্র ও মহল্লোকদিগকে অন্ধ করিলেন ; তাহাতে তাহারা দ্বার খুজিতে ২ ১২ পরিশ্রান্ত হইল। পরে ঐ মনুষ্যেরা লোটকে কহিলেন, এই নগরে তোমার আর কে ২ আছে? পুত্র ও কন্যা ও জামাতাদি,এবং যে ২ বিষয় এই নগরে থাকে,সে সমস্ত ১৩ এই স্থান হইতে লইয়া যাও। কেননা আমরা এই স্থানকে উচ্ছিন্ন করিব, পরমেশ্বরের সাক্ষাতে এই নগরের বড় ধ্বনি উঠিয়াছে ; অতএব পরমেশ্বর এই নগরকে ১ ও উচ্ছিন্ন করিতে আমাদিগকে পাঠাইয়াছেন। তখন লোট বাহিরে গিয়া তাহার কন্যার সহিত বিবাহিত জামাতাদিগকে কহিল, উঠ, এ স্থান হইতে বাহির হও, পরমেশ্বর এই নগরকে উচ্ছিন্ন করবেন ; কিন্তু জামাতা সকল উপহাসকারির ন্যায় তাহাকে বোধ করিল। * অপর প্রভাত হইলে দূতগণ লোটকে সআর করিয়া কহিলেন, উঠ, আপনার যে স্ত্রী ও যে দুই কন্য এখানে আছে, * তুমি তাহাদিগকে লইয়া যাও; নতুবা ১৬ নগরের দণ্ডেতে + বিনষ্ট হইবা । তথাপি সে বিলম্ব করিলে পরমেশ্বরের অনুগ্রহ প্রযুক্ত তাহারা তাহার ও তাহার স্ত্রীর ও দুই কন্যার হস্ত ধরিয়া নগরের ১৭ বাহিরে লইয়। রাখিলেন। এই রূপে তাহাদিগকে বাহির করিয়া তাহাদের এক ব্যক্তি লোটকে কহিলেন, প্রাণ রক্ষার্থে পলায়ন কর, পশ্চাদিগে দৃষ্টি করিও না, এবং এই সকল প্রান্তরের মধ্যেও থাকিও ১৮ ন; পৰ্ব্বতে পলায়ন কর, নতুবা বিনষ্ট হইব। তাহাতে লোট উত্তর করিল, হে আমার প্রভো, এমন নহে ; ১৯ এখন এই ভূত্যের প্রতি অনুগ্রহ ও অতিশয় দয়া করিয়া প্রাণ রক্ষা করিলেন ; আমি পৰ্ব্বতে পলায়ন করিতে পারি না ; কি জানি, সেখানে বিপদ ঘটিলে ২০ মরিব । দেখ, এখন পলায়ন করতে ঐ যে নগর নিকটবৰ্ত্তি, সে ক্ষুদ্র আছে ; ঐ স্থানে পলাইতে আজ্ঞা করুণ, তাহাতে আমার প্রাণ বাঁচিবে, তাহা কি ক্ষুদ্রস্থান নয়? এই জন্যে ঐ স্থানের নাম সোয়র ( ক্ষুদ্র ) হইল। ২১ তাহাতে তিনি কহিলেন, ভাল, তোমাকে অনুগ্রহ করিয়া ! তাহাও স্বীকার করিতেছি, তুমি যে নগরের ২২ জন্যে প্রার্থনা করিতেছ, তাহা নষ্ট করিব না। কিন্তু আদিপুস্তক। Y& শীঘু সে স্থানে পলায়ন কর; কেননা তুমি সে স্থানে উপস্থিত না হইলে আমি কিছু করিতে পারিব না। পরে লোট সোয়র নগরে প্রবেশ করিলে ঐ দেশে ২৩ সূর্য্যোদয় হইল। তখন পরমেশ্বর আপনাহইতে ফলতঃ ২৪ আকাশ হইতে সিদোমের ও আমোরার উপরে সগন্ধক অগ্নি বৃষ্টি করিয়া সেই সমুদয় নগর ও প্রান্তর ও ২৫ তন্নিবাসি লোক ও সেই ভূমিতে জাত তাবৎ বস্তুকে বিনষ্ট করিলেন। ঐ সময়ে লোটের স্ত্রী পশ্চাদিগে ২৬ দৃষ্টি করাতে লবণ স্তম্ভ হইল। অপর ইব্রাহীম প্রত্যুষে উঠিয়া পূৰ্ব্বে যে স্থানে ২৭ পরমেশ্বরের সাক্ষাতে দাড়াইয়াছিল, তথায় উপস্থিত হইয়া সিদোমের ও আমেরিার ও সেই সকল প্রান্তরের ২৮ ভূমির প্রতি অবলোকন করিলে সেই দেশ হইতে অগ্নি কুণ্ডের ধূমের ন্যায় ধূম উঠিতে দেখিল। কিন্তু ঈশ্বর ২৯ সেই প্রান্তরস্থিত তাবৎ নগরের বিনাশ কালে ইব্রাহীমকে স্মরণ করিলেন, এব^ লোটের বাসস্থান নগরের বিনাশক অগ্নির মধ্যহইতে লোটকে বাহির করিলেন। অনন্তর লোটু সোয়রে বাস করিতে শঙ্কা করিয়া ৩০ তাহাহইতে নিৰ্গত হইয়া আপন দুই কন্যার সহিত পৰ্ব্বতে বাস করিল ; তাহাতে সে ও তাহার দুই কন্যা গুহাতে বাস করিল। অপর তাহার জ্যেষ্ঠ কন্যা ৩১ কনিষ্ঠাকে কহিল, আমাদের পিতা বৃদ্ধ, এবং সাথসারিক ব্যবহারানুসারে আমাদিগেতে উপগত হইতে এ দেশে কোন পুরুষ নাই। আইস, আমরা পিতাকে ৩২ দ্রাক্ষারস পান করাইয়া পিতার বংশ রক্ষার্থে তাহার সহিত শয়ন করি। পরে সেই রাত্রিতে তাহারা ৩৩ আপন পিতাকে দ্রাক্ষারস পান করাইলে তাহার জ্যেষ্ঠা কন্যা উঠিয়া গিয়া পিতার সহিত শয়ন করিল ; কিন্তু সে যে শয়ন করিল ও উঠিয়া গেল, তাহ লোট জানিল না। অপর পরদিনে সেই জ্যেষ্ঠ কনিষ্ঠাকে ৩৪ কহিল, দেখ, আমি গত রাত্রিতে পিতার সহিত শয়ন করিলাম ; আইস, আদ্য রাত্ৰিতেও পিতাকে দুক্ষিারস পান করাই ; তাহাতে তুমি পিতার বখশ রক্ষার্থে যাইয়া তাহার সহিত শয়ন কর । তাহাতে সেই রাত্রিতেও ৩৫ পিতাকে দ্রাক্ষারস পান করাইয় তাহার কনিষ্ঠ কন্য উঠিয় তাহার সহিত শয়ন করিল ; কিন্তু সে যে শয়ন করিল ও উঠিয়া গেল,তাহ লোটু জানিল না। এই রূপে ৩৬ লোটের দুই কন্যাই আপন পিতা হইতে গৰ্ত্তবর্তী হইল। পরে জ্যেষ্ঠ কন্যা পুত্র প্রসব করিয়া তাহার নাম ৩৭ মোয়াব রাখিল ; সে এখনকার মোয়ার্বীয় লোকদের আদিপিতা। এবং কনিষ্ঠা কন্যাও পুত্র প্রসব করিয়া ৩৮ তাহার নাম বিনস্মি রাখিল, সে এখনকার অন্মোনীয় লোকদের আদিপিতা । LLS S B S S S S D S S DDSA SAS BA AAAAS AAAAA 000S LLSS JS00 तू २१ * ७२ ? ZS DD LLS0S S BBS BBS BB LLSBBS B BBS BB S BB BSBSSAS SSAS SSAS SSAS [৩১] অ’ ১৩; ১৩ ৷৷

  • (ইনু) পুপ্ত হয় । । (ব) পাপেতে (ইন্দ্র) তোমার যুগ্ম গ্ৰহ করিয়া। ॥ (ব) আগত হইলে ।