পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ শিমুয়েল। N ২৭৩ কালে আপনাকে গোপন করিয়া থাক, ও গুপ্ত স্থানে ও গিয়া লুকাইয়া থাক। এবং তুমি যে ক্ষেত্রে থাকিব1, সেই স্থানে আমি বাহির হইয়া যাইয়া আপন পিতার পাশ্বে দাড়াইয়া তোমার বিষয়ে আপন পিতার সহিত পরামর্শ করিব, এবং যাহা দেখিব, তাহা তোমাকে কহিয়া দিব। * পরে যোনাথন আপন পিতা শৌলের কাছে দায়ুদের বিষয়ে এই কথা ভাল কহিল, রাজা আপন দাস দাযুদের প্রতিকুলে পাপ না করুণ, কেননা সে তোমার প্রতিকুলে পাপ করে নাই,কিন্তু তাহার সকল কর্ম তো৫ মার প্রতি অতি হিতদায়ক হইয়াছে। সে প্রাণপণ করিয়া পিলেষ্টীয়কে বধ করিল, তাহাতে পরমেশ্বর ইন্দ্রায়েল বংশের মহা উদ্ধার করিলেন ; তাহ দেখিয়া তুমি আনন্দ করিয়াছিল ; কিন্তু এখন অকারণে দামৃদকে বধ করিয়া নির্দোষের রক্তের প্রতিকুলে শু কেন পাপ করিব ? তাহাতে শেীল যোনাথনের বাক্যে মনোযোগ করিয়া দিব্য করিয়া কহিল, পরমেশ্বর যদি ৭ অমর হন, তবে সে হত হইবে না। পরে যোনাথন দায়ুদকে ডাকাইয়া ঐ সমস্ত কথা তাহাকে জ্ঞাত করিল, এবং ষোনাথন দায়ুদকে শৌলের কাছে আনিলে সে পূৰ্ব্ব সময়ের * মত তাহার সাক্ষাতে থাকিল। ৮ অনন্তর পুনৰ্ব্বার যুদ্ধ উপস্থিত হইলে দায়ুদ বাহির হইয়া পিলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিয়া মহাসংহারে তাহাদিগকে সRহার করিলে, তাহারা তাহার সম্মুখ৯ হইতে পলায়ন করিল। অনন্তর যে সময়ে শৌল বড়শা হস্তে আপন গৃহে বসিয়াছিল, ঐ সময়ে দুষ্ট আত্মা পরমেশ্বরের অনুমতিতে শেলৈকে আশ্রয় করিলে দায়দ ১• হস্তদ্বারা বাদ্য করিতেছিল, এমন সময়ে শৌল বড়শা দিয়াদায়ুদকে ভিত্তি সঙ্গে গাঁথিতে যতন করিল; কিন্তু সে শৌলের সম্মুখহইতে সরিয়া যাওয়াতে তাহার বড়শা ভিত্তিতে বিদ্ধ হইল ; তাহাতে দায়ুদ সে রাত্রিতে পলা১১ ইয়া রক্ষা পাইল। পরে শেীল ঘাটি বসাইয়া প্রাতঃকালে তাহাকে বধ করিতে দাযুদের গৃহের নিকটে দূতগণকে প্রেরণ করিল ; তখন দায়ুদের ভাষ্য মাখল তাহাকে সম্বাদ দিয়া কহিল, তুমি যদি এই রাত্রিতে প্রাণ রক্ষা না কর, তবে কল্য হত হইব। ১২ পরে মীখল এক বাতায়ন দ্বার দিয়া দায়ুদকে নামাইয়া দিল । তাহাতে সে যাইয়া পলায়ন করিয়া রক্ষা ১৩ পাইল। এবং মীথল এক পুত্তলিকা লইয়া শয্যাতে শয়ন করাইল, এবং ছাগলোমের এক বালিশ তাহার ১, মন্তকে দিয়া বস্ত্রদ্বারা তাহাকে ঢাকিল। পরে শেীল দায়ুদকে ধরিতে দূতগণকে পাঠাইলে মাখল কহিল, ১• তিনি পীড়িত আছেন। তাহাতে শোল দায়ুদকে [১৯ অব্য ; ২] ১ শি ১৮; দেখিবার জন্যে দূতগণকে পাঠাইয়া কহিল, তাহাকে খট্রাতে করিয়া আমার কাছে আন, আমি তাহাকে বধ করিব। পরে দূতগণ অন্তরে আইলে খট্টাতে s এক পুত্তলিকা ও তাহার মস্তকে ছাগলোমের বালিশ দেখিল। অতএব শেীল মীথলকে কহিল, তুমি আমাকে ৭ কেন এই রূপ প্রবঞ্চনা করিলা ? তুমি আমার শত্ত্বকে ছাড়িয়া দিলে সে পলায়ন করিল ; মাখল শৌলকে উত্তর করিল, সে কহিল, তুমি আমাকে যাইতে দেও, আমি তোমাকে কেন বধ করিব ? অপর দামৃদ পলায়ন করিয়া রক্ষা পাইয়া রামৎ ১৮ নগরে শিমূয়েলের কাছে গিয়া আপনার প্রতি শৌলের কৃত সমস্ত কাৰ্য্য কহিল, পরে সে ও শিমূয়েল যাইয়া নায়োতে + বাস করিল। পরে দেখ, দায়ুদ রামৎ ১৯ স্থিত নায়োতে + আছে, এই কথা কেহ শৌলকে কহিলে শেীল দায়ুদকে ধরিতে দূতগণকে পাঠাইল ; তাহাতে ২৭ যখন দূতগণ ভবিষ্যদ্বক্তৃসমূহকে ভবিষ্যদ্বাক্য কহিতে ও তাঁহাদের অধ্যক্ষ শিমূয়েলকে দণ্ডায়মান দেখিল, তখন ঈশ্বরের আত্মা শৌলের দূতগণের প্রতি আবিভূত হইলে তাহারাও ভবিষ্যদ্বাক্য কহিতে লাগিল । পরে এই সম্বাদ শৌলের গোচর হইলে সে অন্য দূত । গণকে প্রেরণ করিল, তাহাতে তাহারাও ভবিষ্যদ্বাক্য কহিতে লাগিল; পরে শৌল তৃতীয় বার দূতগণকে প্রেরণ করিলে তাহারাও ভবিষ্যদ্বাক্য কহিতে লাগিল। অতএব শৌল আপনি রামতে গমন করিয়া সেখৃস্থ ২২ বৃহৎ কুপের নিকটে উপস্থিত হইয়া, শিমুয়েল ও দায়দ কোথায় থাকে? এই কথা জিজ্ঞাসা করিল। তাহাতে দেখ, তাহারা রামৎস্থিত নায়োতে থাকে,লোক ২ ও ইহা কহিলে শেীল রামৎস্থিত নায়োতে গেল ; তাহাতে পরমেশ্বরের আত্মা তাহারও প্রতি আবির্ভূত হইলে রামৎস্থিত নায়োতে তাহার উপস্থিত হওন পৰ্য্যন্ত সেও যাইতে ২ ভবিষ্যদ্বাক্য কহিল। এবং সেও বস্ত্র খুলিয়া ২৪ ঐ প্রকারে শিমুয়েলের সম্মুখে ভবিষ্যদ্বাক্য কহিল, এবং সমস্ত দিবারাত্রি বস্ত্রবিহীন হইয়া শয়ন করিয়া থাকিল ; এই কারণও লোকেরা বলে, কি শোলও ভবিষ্যদ্বক্তাদের মধ্যে এক জন ? ২০ অধ্যায়। ১ যোনয়ন ও দায়ুদের কয়োপকuল ১১ ও তাহীদের ক্ষেত্রে যাওন ও দিব্যদ্বারা নিয়ম করণ ২৪ ও পুতিপদে দায়দের অনুপস্থিত থাকাতে যোনাথনের প্রতি শোলের ক্রুদ্ধ হওন ৩৫ ও দায়ুদের পুতি যেণনাথনের সমাচার দেওন ৪১ ও দায়ুদ্ধকে বিদায় করণ। পরে দায়ুদ রামৎস্থিত নায়োৎহইতে পলাইয়া যোনা- ১ থনের নিকটে আসিয়া কহিল, আমি কি করিলাম ? SBS S BB BBDDDS S B S SLLS0SSSS SBSS00 BB BBSS S LLSLLS0 BB BBS BB BBBB LS SS 0S SS LLS Y LLLLS0 BSBSS00S (: » ; Ro il S0 0 BBS BBB LSBBS B S S B S S AA AAS 276

  • (ইকু) কলা ও পরস্ব (ব) আশুয়ে।