পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b-० ও নুনাধিক কিছু অবগত ছিল না। কিন্তু রাজা কহিল, হে অহীমেলক, তুমি আপনার তাবৎ পিতৃবংশের সহিত অবশ্য হত হইব । পরে রাজা আপন চতুৰ্দ্দিকস্থ দণ্ডায়মান পদাতিকদিগকে কহিল, পরমেশ্বরের যাজকগণও দায়দের উপকার করিল, এবং তাহার পলায়নের কথা জানিলেও আমার কর্ণগোচর করিল না, এই জন্যে তোমরা ফিরিয়া তাহাদিগকে বধ কর; কিন্তু পরমেশ্বরের যাজকদের বধার্থে হন্ত বিস্তার করিতে রাজার দাসগণ সম্মত ১৮ হইল না। পরে রাজা দোয়েগকে কহিল, তুমি ফিরিয়া যাজকগণকে বধ কর ; তাহাতে ইদোমীয় দোয়েগ ফিরিয়া যাজকদের উপরে আক্রমণ করিয়া সেই দিবসে কাপাস সূত্র নির্মিত এফোদ পরিধায়ি পঁচাশী জনকে ১১ হত্যা করিল। এল৭ সে নোব নামে যাজকদের নগরকে খড়গদ্বারা বিনষ্ট করিল, অর্থাৎ স্ত্রী ও পুরুষ ও বালক ও স্তনপারি শিশু এবং গোরু ও গদ্ধভ ও মেষাদি খড়গধারদ্বারা বধ করিল। ঐ সময়ে অবিয়াথর নামে আহাঁটুবের পৌত্র অহীমেলকের এক পুত্র বাঁচিয়া দায়দের পশ্চাৎ পলাইল। ২১ ঐ অবিয়াথর দায়দকে এই সম্বাদ দিল, শৌল পরমে২২ শ্বরের যাজকগণকে বধ করিয়াছে। তাহাতে দায়ুদ আবিয়াথরকে কহিল, ইদোমীয় দোয়েগ সে স্থানে থাকাতে সে দিনবিধি আমার এমন বোধ ছিল, যে সে অবশ্য এ কথা শৌলকে কহিবে ; অতএব আমি তোমার পিতৃ২৩ বংশীয় লোকদের বধের কারণ হইলাম। তুমি আমার সহিত থাক, ভীত হইও না ; কেননা যে জন আমার প্রাণ চেষ্টা করিতেছে, সে তোমারও প্রাণ চেষ্টা করিতেছে, কিন্তু আমার সঙ্গে থাকিলে রক্ষা পাইবা । ২৩ অধ্যায়। ১ কিয়ালীর আক্রয়ণ ৭ ও দায়ুদের বিষয়ে শৌলের কয় ৯ ও দায়দের পুতি পরযেস্থরের ওত্তর দেওন ১৩ ও দায়ুদের সীহ ੋਂ পলায়ন ও যেণনায়নের সহিত সাক্ষাৎ করণ ১৯ ও শৌলের সীীয় লোকদের সম্বাদ দেওন ও দায়ুদের পশ্চাদ্ভূযন হইতে শৌলের নিবৃত্ত হওন । ১ পরে পিলেষ্টীয়েরা কিয়ালার সহিত যুদ্ধ করিয়া মদনস্থানের শস্য হরণ করিতেছে, লোকের দায়ুদকে এই ২ সম্বাদ দিলে সে পরমেশ্বরের কাছে জিজ্ঞাসা করিল, আমি কি ঐ পিলেষ্টীয়দিগকে আঘাত করিতে যাইব ? তাহাতে পরমেশ্বর দায়ুদকে কহিলেন, যাও, পিলেষ্টীয়ও দিগকে আঘাত করিয়া কিয়ীলাকে রক্ষা কর। তাহাতে দাদের লোকেরা তাহাকে কহিল, দেখ, আমরা এই যিহুদা দেশেই ভয় করিতেছি, এখন পিলেষ্টীয়দের সৈন্যশ্রেণিদের প্রতিকুলে কিয়ালাতে গেলে কতোধিক > * or e ১ শিমুয়েল। N [ ২৩ অধ্যায় ভয় করিব ! পরে দায়ুদ পুনৰ্ব্বার পরমেশ্বরের কাছে । জিজ্ঞাসা করিলে পরমেশ্বর উত্তর করিলেন, তুমি উঠিয়া কিয়ীলাতে যাও, আমি শিলেষ্টীয়দিগকে তোমার হস্তুে সমপণ করিব। অতএব দায়ুদ ও তাহার লোকেরা কিয়ীলাতে যাইয়া পিলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিয়া মহাসRহারে তাহাদিগকে সRহার করিয়া তাহাদের পশুগণকে লইয়া গেল ; এই রূপে দায়ুদ কিয়ীল নিবা সিদিগকে রক্ষা করিল। ইহার পূৰ্ব্বে অহীমেলকের পুত্র অবিয়াথর পলায়ন সময়ে কিয়ালাতে দায়ুদের নিকটে এক এফোদ হন্তে করিয়া আসিয়াছিল। পরে দায়ুদ কিয়লাতে প্রবিষ্ট হইয়াছে, এই সম্বাদ পাইয়া শৌল কহিল, তবে ঈশ্বর অামার হস্তে তাহাকে সমপণ করিলেন, কেননা দ্বার ও অগল যুক্ত নগরে প্রবেশ করাতে সে অবরুদ্ধ আছে। পরে শৌল দায়দকে ও তাহার লোকদিগকে অবরোধ করিবার জন্যে কিয়ালাতে যাইয়া যুদ্ধ করিতে আপন তাবৎ লোককে ডাকিল। পরে শৌল গুপ্ত রূপে দায়ুদের বিরুদ্ধে হিংসাচরণ করিতেছে, ইহা দায়ুদ্ধ জ্ঞাত হইয়া অবিয়াথর যাজককে কহিল, এই স্থানে এফোদ আন। পরে দাম্বুদ - কহিল, হে ইস্রায়েলের প্রভো পরমেশ্বর, শৌল আমার নিমিত্তে এই কিয়ীলা নগরে আসিয়া উচ্ছিন্ন করিতে যতন করিতেছে, আপনকার দাস আমি নিশ্চয় ইহ শুনিলাম। এখন যে রূপ আপনকার দাস আমি শুনি- ১৯ লাম, সেই রূপ সে কি সত্য আসিবে ? এবং কিয়ীলার লোকের কি তাহার হস্তুে আমাকে সমপণ করিবে ? হে ই সুয়েলের প্রভো পরমেশ্বর, আমি বিনয় করি, আপন দাসকে কহুন ; পরমেশ্বর কহিলেন, সে অাসিবে। দায়ুদ জিজ্ঞাসিল, কিয়লার গৃহস্থেরা কি আ- ১২ মাকে ও আমার লোকদিগকে শেীলের হস্তগত করিবে? তাহাতে পরমেশ্বর কহিলেন, তাহারা হস্তগত করিবে। তাহাতে দায়ুদ ও তাহার প্রায় ছয় শত সঙ্গি লোক ও উঠিয়া কিয়ীলাহইতে প্রস্থান করিয়া ষে ২ স্থানে যাইতে পারিল, সেই ২ স্থানে গেল ; পরে দায়ুদ কিয়ীলাহইতে পলাইয়াছে, এই কথা কেহ শৌলকে কহিলে সে যাইতে নিবৃত্ত হইল। এবং দায়ুদ অরণ্যের দুরা- • ক্রমণ স্থানে ও সীফ অরণ্যস্থ পৰ্ব্বতে বাস করিল ; পরে শেীল প্রতিদিন তাহার অন্বেষণ করিলেও ঈশ্বর তাহার হন্তে তাহাকে সমপণ করিলেন না। তথাপি শৌল ১৫ দায়ুদের প্রাণের চেষ্টায় বাহির হইয়া আসিয়াছে, ইহা দায়ুদ দেখিল । এবং দামৃদ সীফ অরণ্যস্থ পৰ্ব্বতে “ থাকিলে শৌলের পুত্ৰ যোনাথন উঠিয়া দায়ুদের নি কটে ঐ বনে গিয়া ঈশ্বরেতে তাহার * সাহস জন্মাইল। [১৮] ১ শি ২ ; ৩০, ৩১ – ২৩] ২৩ ; ৬ ৷৷ LLSB BBBS00 D 00S T LS0 S 0 BB BBSS SBBSS SBBSS S ggS S LSAAAAAA २२ ; २ ll-[०8] यि ०९ ; ०९ ॥ 280

  • (ইং) হস্ত সবল করিল।