পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭,২৮ অধ্যায়।] পরমেশ্বর আমার বিরুদ্ধে তোমাকে প্রবৃত্তি দিয়৷ থাকেন, তবে তিনি এক নৈবেদ্য গুহণ * করুণ ; আর যদি কোন মনুষ্যের প্রবৃত্তি দিয়া থাকে, তবে তাহার পরমেশ্বরের সাক্ষাতে অভিশপ্ত হউক, কেননা ‘ যাইয়া অন্য দেবগণের সেবা কর, ইহা বলিয়া পরমেশ্বরের অধিকারে সংযুক্ত f থাকিতে অদ্য আমাকে বারণ করিল। যদ্যপি পৰ্ব্বতে ধাবমান তিতির পক্ষির ন্যায় { ইসুয়েলের রাজা এক মশকের। অন্বেষণে বাহিরে আসিয়াছে, তথাপি আমার রক্ত এখন পরমেশ্বরের সম্মুখে মৃত্তিকাতে পতিত হইবে না। তাহাতে শৌল কহিল, হে আমার পুত্ৰ দায়দ, আমি পাপ করিলাম ; তুমি ফির ; আমি তোমার হিংসা আর করিব না, কেননা তুমি অদ্য আমার প্রাণকে মূল্যবান জ্ঞান করিলা আমি বাতুলের ন্যায় কর্ম করি লাম ; আমি বড় ভুস্তি হইলাম। দায়ু উত্তর করিল, এই দেখ, রাজার বড়শ ; কোন যুবা পার হইয়া আসিয়া এই বড়শা লইয়া যাউক। পরমেশ্বর প্রত্যেক জনকে তাহাঁদের ধর্ম ও বিশ্বস্তুতানুসারে ফল দিউন; তিনি অদ্য তোমাকে আমার হস্তে সমপণ করিলেন, কিন্তু আমি পরমেশ্বরের অভিষিক্তের বিরুদ্ধে হস্ত বিস্তার করিতে সম্মত হইলাম না। দেখ, অদ্য আমার সাক্ষাতে আপনকার প্রাণ যেমন বহুমূল্য হইল, তদ্রুপ পরমেস্বরের সাক্ষাতে আমার প্রাণ বহুমূল্য হইবে ; তিনি সমস্ত ক্লেশহইতে আমাকে উদ্ধার করিবেন। পরে শেীল দায়ুদ্ধকে কহিল, হে আমার পুত্ৰ দায়ুদ্ধ, তুমি ধন্য ; তুমি মহৎ কর্ম করিব, তোমার সকল কর্ম সফল হইবে। পরে দায়ুদ আপন পথে চলিয়া গেল, এবং শেীল স্বস্থানে ফিরিয়া গেল। ২৭ অধ্যায়। ১ পিলেক্ট্ৰীয়দের দেশে দায়ুদের গযন ৫ ও দিকুগ নগরে দায় দের বাস করণ ৭ ও অন্যদেশের ওপরে দায়ুদের আক্রমণ । পরে দায়দ মনে ২ ভাবিল, এই রূপে কোন দিনে শৌলের হস্তে বিনষ্ট হইব ; পিলেষ্টীয়দের দেশে পলায়ন ব্যতিরেকে আমার আর কোন ভাল উপায় নাই ; তাহাতে শৌল ইস্রায়েলের অঞ্চলে আমার অন্বেষণ করিয়া নিরাশ হইবে, এবথ আমি জাহার হস্তুহইতে রক্ষা পাইব। পরে দায়দ উঠিয়া ছয় শত সঙ্গি লোককে লইয়া মায়োকের পুত্র গাতের রাজা আর্থিীশের নিকটে গেল। এবং দায়ুদ গাতে আখীশের সহিত বাস করিলে সে ও তাহার লোকের প্রত্যেক জন আপন ২ পরিবারের সহিত, বিশেষতঃ দায়দ যিন্ত্রিয়েলীয় অহীনোয়ম ও মৃত নাবলের ভাৰ্য্য কামলীয় অবগয়িল, এই দুই স্ত্রীর সহিত বাস করিল। R. 3 R. R. R. 3 s R re ১ শিমুয়েন্ত্র। २b-6 পরে দায়ূদ্র পলাইয় গাতে গেল, এই সম্বাদ শৌলের ৪ গোচর হইলে সে আর তাহার অন্বেষণ করিল না। পুরে দায়ুদ আখীশকে কহিল, আমি যদি আপনকার ও দৃষ্টিতে অনুগ্রহ পাইলাম, তবে দেশের কোন এক পল্লীগ্রামে আমার বাসার্থে স্থান দিউন, কেননা আপনকার দাস আপনকার সহিত রাজধানীতে কি প্রকারে বসতি করিবে? তাহাতে আর্থীশ ঐ দিনে সিক্লগ নগর ও তাহাকে দিল ; অতএব সেই সিক্লগ নগর অদ্য পৰ্য্যন্ত যিহুদার রাজবগের অধিকারে আছে। ঐ পিলেষ্টীয়দের দেশে দায়দৃ দিনসংখ্যাতে এক ৭ বৎসর চারি মাস বাস করিল। ঐ সময়ে দায়ুদ ও তাহার ৮ লোকেরা যাইয়া গিশ্বরীয় ও গেষরীয় ও অমালেকীয় দেশ আক্রমণ করিত, কেননা পূৰ্ব্বকালে তাহার শূরের পথ অবধি মিসর পর্য্যন্ত যে দেশ তন্নিবাসি লোক ছিল। অতএব দায়ুদ সেই দেশস্থদিগকে বধ করিল, ২ তাহাদের পুরুষ ও স্ত্রী কাহাকেও জীবৎ রাখিল না, মেষ গোরু গৰ্দ্ধভ উটু বস্ত্ৰাদি লুট করিয়া আখীশের নিকটে ফিরিয়া অসিত। পরে তোমরা আদ্য কোন দিগ আক্রমণ করিলা ? অার্থীশ ইহা জিজ্ঞান্সিলে দায়ুদ্ধ কহিত, দক্ষিণ দিগস্থ যিহুদার ও ঘিরহমেলীয়দের ও কেনীয়দের দেশ। কিন্তু দায়ুদ্ধ এই প্রকার কর্ম করিল, লোকেরা যেন ইহা না কহে, এই জন্যে দায়ুদ গাতে সম্বাদ আনিতে কোন পুরুষ কিম্বা স্ত্রীকে জীবৎ রাখিল না; সে যাবৎ পিলেষ্টীয়দের দেশে বাস করিল,তাবৎ এই প্রকার ব্যবহার করিল। পরে আর্থীশ দায়দে ১২ প্রত্যয় করিয়া কহিল, দায়দ আপন লোক ইস্লায়েল বংশের নিকটে আপনাকে ঘূণাসপদ ১ করিয়াছে, অতএব সে সৰ্ব্বদা আমার দাস থাকিবে। ২৮ অধ্যায়। ১ দায়ুদের প্রতি আথীশের বিশ্বাস করণ ৩ ও শিমুয়েলের মৃত্যু ও গুণি ও ভূতড়িয়াদের দূর করণ ৪ ও পিলেষ্টীয়দের হইতে শৌলের ভীত হওন ৭ ও ভূতক্রিয়ার কাঙ্গে শেীলের গয়ন ও শিমুয়েলকে ওঠাইতে আপডা দেওন ১৫ ও tभीरलद्भ পুতি শিযুয়েলের কথা ২০ ও সেই কথাদ্ধার শেীলের ভয় করণ । পরে পিলেষ্টীয় লোকেরা ইসুয়েল বংশের সহিত । যুদ্ধার্থে সৈন্য সংগ্ৰহ করিলে আখীশ দায়ুদ্ধকে জিজ্ঞাসিল, তুমি ও তোমার লোকের যুদ্ধ করিতে আমার সহিত যাইবা, ইহা নিশ্চয় জান । তাঁহাতে ২ দায়ুদ আখীশকে কহিল, আপন দাস যাহা করিতে পারে, তাহা তুমি নিতান্ত জানিবা; আখীশ দায়ুদকে কহিল, আমিও তোমাকে নিতান্ত আপন মন্তকর ক্ষক করিতে পারি। > > LLS B S0S S0 LLSKK BBS BBS S B LSLL BBBS BBSBBS M ২৭ অধ্য ; ২] ১ শি ২১ , ১০ –[৩] ২৪ ; ৪৩ –[e] যি ১৯ ; ৫ — ৮] যি ১৩ ; ৩ । ১ শি ১৫ –[১৭] ১ न्*. २ ; २,२० ॥ २ *ि २० ; ७ ॥ SBBB BBS BB BBBB S BS BB BBBBBBB BBBS Be ওয়ালু (ইবু) দুৰ্গন্ধ । 285