পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ] পরদিবসে পিলেষ্টীয়ের হত লোকদের বস্ত্ৰাদি লইতে আসিয়া গিলবোয় পৰ্ব্বতে শৌলকে ও তাহার তিন পুত্রকে পতিত পাইলে তাহার মস্তক ছেদন করিয়া তাহার সজ্জাদি খুলিয়া আপনাদের দেবগণের গৃহে ও লোকদের মধ্যে সম্বাদ ঘোষণা করণার্থে পিলেষ্টীয়দের দেশের চতুদিগে প্রেরণ করিল। এবং তাহারা তাহার সজ্জা অস্তারোৎ দেবীগণের মন্দিরে রাখিল, এবং তাহার শরীর বৈৎশানের ভিত্তিতে টাঙ্গাইয়া দিল । o ১ অধ্যায় । ১ শোল ও যোনাথনের মৃত্যু সম্বাদ দিলে পর এক অযা লেকীয়ের মৃত্যু ১৭ ও শেীল ও যোনাথনের যন্ত্রণ বিষয়ে গীত । শৌলের মৃত্যুর পর, ও দায়ুদ আমালেকীয়দের বধ করণহইতে প্রত্যাগমন করিয়া সিক্লগ নগরে দুই দিবস বাস করিলে পর,তৃতীয় দিবসে ছিন্ন বস্ত্র ও মস্তকে ধূলামুক্ত এক জন শৌলের শিবিরহইতে দায়ুদের নিকটে আসিয়া ভূমিষ্ঠ হইয়া তাঁহাকে প্রণাম করিল। তাহাতে দায়ুদ তাহাকে জিজ্ঞাসিল, তুমি কোথাহইতে আইলা ? সে কহিল, আমি ইস্রায়েলের শিবিরহইতে পলাইয়। আইলাম। দায়দ জিজ্ঞাসিল, তোমাকে বিনয় করি, কি হইল ? তাহ আঁমাকে কহ, তাহাতে সে কহিল, লোকেরা যুদ্ধহইতে পলায়ন করিল, এবং অনেকে যুদ্ধে পতিত হইয়া মরিল, বিশেষতঃ শৌল ও তাহার পুত্ৰ যোনাথন মরিল দায়ুদ সেই সমাচারদায়ি যুবমনুষ্যকে জিজ্ঞাসিল, শৌল ও তাহার পুত্ৰ যোনাথন মরিল, ইহা তুমি কি প্রকারে জানিলা? তাহাতে সে সমাচারদায়ি যুব তাহকে কহিল,আমি ঘটনাক্রমে গিলবোয় পৰ্ব্বতে উপস্থিত হইলে শৌলকে বড়শার উপরে গাথা থাকিতে এবং তাঁহর পশ্চাৎ অনেক ২ রথ ও অশ্বারূঢ়কে চাপা৭ চাপি করিতে দেখিলাম। কিন্তু সে পশ্চাতে অবলোকন করিয়া আমাকে দেখিয়া ডাকিল; তাহাতে “ আমি এই ৮ স্থানে? আমি ইহা কহিলে, সে আমাকে জিজ্ঞাসিল, তুমি o R o g o ২ শিমুয়েল। २ >- * পরে যাবেশ-গিলিয়দ নিবাসি লোকের শৌলের ১১ প্রতি পিলেষ্টীয়দের এই কাৰ্য্যের সম্বাদ পাইলে তাবৎ বলবান লোক উঠিয়া ঐ রাত্ৰিতে গমন করিয়া ১২ শৌলের ও তাহার পুত্ৰগণের শরীর বৈংশানের ভিত্তিহইতে লইয়া যাবেশে আনিয়া দগ্ধ করিল। পরে তাহারা তাহাদের অস্থি লইয়া যাবেশস্থ এক ১ও বৃক্ষের তলে পুতিয়া রাখিল ; পরে তাহারা সাত দিবস উপবাস করিল। S SBBBS LS BS BB BSBS S B S S S 11–[১৩] ২ ীি ২ ১ ; ১২-১ ৪ । - -מנגדי : শিমূয়েলের দ্বিতীয় পুস্তক। কে? আমি কহিলাম, আমি আমালেকীয় লোক। পরে ৯ সে আমাকে কহিল, আমি বিনয় করি, তুমি আমার নিকটে দাড়াইয়। আমাকে বধ কর, কেননা আমি মৃত্যুযন্ত্রণ ভোগ করিতেছি, তথাপি আমার প্রাণ যায় না। তাহাতে আমি তাহার নিকটে দাড়াইয় তাহাকে বধ ১ • করিলাম, কেননা এই পতনের পরে সে বাচিতে পারে না, ইহা আমি নিশ্চয় জানিলাম ; পরে আমি তাহার মস্তকের মুকুট ও হস্তুের বলয় লইয়া আপন প্রভুর নিকটে এই স্থানে আনিলাম। তাহাতে দায়ুদ আপন । বস্ত্র ধরিয়া চিরিল,এবং তাহার সঙ্গি লোকেরাও তদ্রুপ করিল। এবং শৌল ও তাহার পুত্ৰ যোনাথন ও পর- ১২ মেশ্বরের লোক ইস্রায়েল বখশ খড়গে পতিত হওয়াতে তাহারা শোক ও বিলাপ করিয়া সন্ধ্যা পয্যন্ত উপবাস করল। পরে দায়ুদ ঐ সম্বাদ অনিয়নকারি যুবকে ১৩ কহিল, তুমি কোথাকার লোক ? সে কহিল, আমি বিদেশীয় অমালেকীয় লোক। দায়ুদ তাহাকে কহিল, তুমি ১৪ পরমেশ্বরের অভিষিক্তকে বধ করণে আপন হস্ত বিস্তার করিতে কি ভীত হইল না ? পরে দায়ুদ এক ১৫ যুবকে আজ্ঞা করিল, তুমি তাহার নিকটে গিয়া তাহাকে আঘাত কর ; তাহাতে সে তাহাকে আঘাত করিলে সে মরিল। পরে দায়ুদ তাহাকে কহিল, তোমার রক্ত ও পাতের অপরাধ তোমার উপরেই থাকুক কেননা আমি পরমেশ্বরের অভিষিক্তকে বধ করিলাম,তোমারি মুখ তোমার বিরুদ্ধে এই সাক্ষ্য দিল। CS BBBS S B S S SS00S LSSL0S S B S DD LSS S B S S S SAAAAAS u—».»] , f o ; es u— so-» el 8 ; s-२१ ॥-[s s] • *ि २७ ; २tt-[* ७] * ** ॥ 289