পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] ৮ ঐ স্থানে যেfয়াব ও অবশয় ও অসাহেল নামে সিরয়ার তিন পুত্র ছিল, সেই অসাহেল বনমৃগের ন্যায় ১২ চরণে দ্রুতগামী ছিল। অসাহেল অবনেরের পশ্চাৎ তাড়না করিয়া গেল,এবং অবনেরের পশ্চাদগমনহইতে ২° দক্ষিণে কি বামে ফিরিল না। পরে অবনের পশ্চাৎ দৃষ্টি করিয়া জিজ্ঞাসিল, তুমি কি অসাহেল ? সে উত্তর ২১ করিল, আমি সেই। তাহাতে অবনের তাহাকে কহিল, তুমি দক্ষিণে কিম্বা বামে ফিরিয়া যুবদের এক জনকে ধরিয়া তাহার সজ্জা লুট কর, কিন্তু অসাহেল তাহার ইং পশ্চাদগমনহইতে ফিরিতে সমত হইল না। পরে অব নের অসাহেলকে পুনৰ্ব্বার কহিল,তুমি আমার পশ্চাদগমনহইতে ফির, নতুবা অামি তোমাকে প্রহার করিয়া ভূমিপাত করিব; কিন্তু তাহা করিলে তোমার ভুতি যোয়াবের সাক্ষাতে আমি কি রূপে মুখ দেখাইব ? ২৩ তথাপি সে ফিরিতে সমত হইল না, অতএব অবনের বড়শার অগ্র তাহার উদরে * এমত বিদ্ধ করিল, যে বড়শা তাহার পৃষ্ঠ দিয়া বাহির হইল ; তাহাতে সে সেই স্থানে পড়িয়া মরিল, এবং যত লোক অসাহেলের পতন ও মরণস্থানে উপস্থিত হইল, সকলেই ২৪ দাড়াইয়া রহিল। পরে বোয়াৰ ও আবীশয় অবনেরের পশ্চাৎ ধাবমান হইয়া গিবিরোন অরণ্যের পথ নিকটবৰ্ত্তি গীহ সম্মুখস্থ অক্ষা পৰ্ব্বতে উপস্থিত হইলে সূৰ্য্য অস্তগত হইল । ঐ সময়ে বিনয়ামীন বংশ অবনেরের নিকটে একত্র হইয়া এক দল হইয়া পৰ্ব্বতশৃঙ্গের উপরে দাড়াইল । ২• তখন অবনের যোয়াবকে ডাকিয়া কহিল, খড়গ কি সৰ্ব্বদা সAহার করিবে ? শেষে তিক্তত হইবে, ইহা কি তুমি জান না ? তুমি আপন ভুতৃিগণের পশ্চাদগমনহইতে ফিরিতে আপন লোকদিগকে কত কাল আজ্ঞা ২৭ দিব না? তাহাতে যোয়াব কহিল,পরমেশ্বরের অমরতার দিব্য করিয়া কহিতেছি, তুমি যদি না কহিতা, তবে প্রাতঃকালে লোকেরা আপন ভুতাদের পশ্চাদগমনহইতে ২৮ অবশ্য ফিরিত। পরে যোয়াব তুরী বাজাইল; তাহাতে সমস্ত লোক স্থগিত হইল, আর কেহ ইস্রায়েলের পশ্চাৎ তাড়না করিয়া গেল না, এবং আর যুদ্ধও করিল না। ২১ তাহাতে অবনের ও তাহার লোকের সেই সমস্ত রাত্রি প্রান্তরস্থ পথ দিয়া যাইয়া যদ্দন নদী পার হইয়া তাবৎ ৩• বিগ্রোণের মধ্য দিয়া মহনয়িমে উপস্থিত হইল। এবথ যোয়াব অবনেরের পশ্চাদগমনহইতে ফিরিয়া সমস্ত লোকদিগকে একত্র করিল, তাহাতে দায়ুদের দাসগণের ৩১ মধ্যে উনিশ জনের ও অসাহেলের অভাব হইল। কিন্তু দায়ুদের লোকদের প্রহারেতে বিনয়ামীনের ও অবনেরের লোকদের তিন শত ষাইট লোক মরিয়াছিল। পরে লোকের অসাহেলকে তুলিয়া লইয়া বৈৎলে

vo 3. ২ শিমুয়েল। হমস্থ পৈতৃক কবরে তাহার কবর দিল, এবং যোয়াব ও তাহার লোকেরা তাবৎ রাত্রি গমন করিয়া প্রত্যুষে হিন্ত্রেণে উপস্থিত হইল। ৩ অধ্যায়। ১ ওত্তরোত্তর দায়দের বলবান হওন ২ ও তাছার পত্রদের নায় ১ ও ঈশ্ববোশতের প্রতি বিরক্ত হইয়। দায়দের পুতি অবনেরের গয়ন ১৩ ও অবনেরের সহিত নিয়য করলে আপন ভাৰ্য্য যীগুলিকে চী হন ১৭ ও অবনেরের সহিত ভোজ পুস্তুত করণ ও তাহকে বিদায় করণ ২২ ও বেয়াবের বিরক্ত হওন ও অবনেরকে বধ করণ ২৮ ও যোয়ীবকে দায়দের শাপ দেওন ৩৯ ও অনেরের অন্যে দায়দের বিলাপ করন । coপরে শৌলের ও দায়ুদের বংশের মধ্যে বহুকাল যুদ্ধ হইল ; তাহাতে দায়ু উত্তরোত্তর বলবান হইল, কিন্তু শৌলের বখশ উত্তরোত্তর ক্ষীণ হইতে লাগিল। অপর হিরোণে দায়ুদের পুত্ৰ হইল ; যিন্ত্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত আমেনান নামে তাহার জ্যেষ্ঠ পুত্র হইল। এবং কমিলীয় মৃত নাবলের ভাৰ্য্যা অবীগয়িলের গর্ভজাত কিলাব নামে দ্বিতীয় পুত্ৰ হইল ; এবং গিশ্বরের তলময় রাজের কন্যা মাথার গৰ্বজাত অবশালোম নামে তৃতীয় পুত্র হইল। এবং হগীতের গৰ্বে আদোনির নামে চতুর্থ পুত্ৰ হইল, এবং অবটিলের গর্ভে শিফটির নামে পঞ্চম পুত্র হইল। এবং দায়ু দের ভাৰ্য্যা ইল্লার গর্ভে যিত্রিয়ম নামে ষষ্ঠ পুত্ৰ হইল ; ইহারা সকলেই ইব্রোণে দান্থদের ঔরসে জন্মিল। যত কাল শোল বংশের ও দায়দ বংশের সহিত পরসপর যুদ্ধ ছিল, তত কাল অবনের শৌল বশে আসক্ত হইয়া থাকিল। পরে অযার কন্যা রিস্প। নামে শৌলের এক উপপতনী থাকিলে ঈশ্বেশিং অবনেরকে কহিল, তুমি আমার পিতার উপপতনীতে কেন উপগত হইলা ? তাহাতে অবনের ঈশ্ববেশিতের কথাতে অতিশয় ক্রুদ্ধ হইয়া কহিল, যিহুদার বিপক্ষে তোমার পিতা দৌল বংশের প্রতি ও তাঁহার ভূতাদের প্রতি ও তাহার বন্ধুদের প্রতি অন্য অনুগ্রহকারি, ও দায়দের হস্তে তোমাকে অসমপণকারী যে আমি, আমি কি কুক্কুর +? তন্নিমিত্ৰে তুমি এই স্ত্রীর বিষয়ে অদ্য আমাকে এই দোষ দিতেছ ? যেমন পরমেশ্বর দায়দের বিষয়ে দিব্য করিয়াছেন, তদনুসারে আমি যদি শৌল বxশহইতে রাজ্য লইয়া দান অবধি বেশেবা পৰ্য্যন্ত তাবৎ ইস্রায়েলের ও বিহদার উপরে দায়ুদের সিংহাসন স্থাপন না করি, তবে ঈশ্বর অবনেরের প্রতি তদ্রুপ ও ততোধিক প্রতিফল দিউন । তাহাতে সে অবনের কে আর এক কথাও কহিতে পারিল না, কারণ সে তাহাকে ভয় করিল। [১৮] ১ বৎ ২ ; ১৬ –[২৭] প ১৪ !! S BBSBS S B S S S S B DDS DS DDD LLS S B S S S SSS DS DDS LL

  • (ব) পঞ্চম পঞ্জরে । (ইকু) কুকুকুরের যন্তক ।

291 ২৯ ১