পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* অধ্যায় [] | 53 - হইল, যেহেতুক সেও তাহার পুত্র ছিল। ১২ তখন ঈশ্বর ইব্রাহীমকে কহিলেন, তুমি আপন দাসী ও দাসীপুত্রের নিমিত্তে দুঃখিত হইও না ; সারা যাহা তোমাকে কহিতেছে, তাহার সেই বাক্যেতে মনোযোগ কর; কেননা ইসহাকহইতে তোমার বংশ বিখ্যাত ১৩ হইবে। এবং এই দাসী পুত্র তোমার বংশ, এই জন্যে ১৪ তাহাহইতেও এক জাতি উৎপন্ন করিব। অতএব ইব্রাহীম্ প্রত্যুষে উঠিয়া রুট ও জল পূর্ণ কুপা লইয়া হাজিরার স্কন্ধে রাখিল, এবং বালক দিয়া তাহাকে বিদায় করিল। তাহাতেসে প্রস্থান করিয়া বেশের নামক প্রান্তরে ভূমণ ১৫ করিতে লাগিল। পরে কৃপাস্থ জল শেষ হইলে হাজির ১৬ এক ঝোপের নীচে বালককে রাখিয় তাহার সন্মুখ হইতে এক তীর পরিমাণ দূরে গিয়া বসিল, এবং আমি যেন বালকের মৃত্যু না দেখি, ইহা কহিয়া বালকের সম্মুখহইতে দূরে বসিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল । ১৭ তখন ঈশ্বর বালকের রব শুনিলে তাহার দূত আকাশ হইতে ডাকিয়া হাজিরাকে কহিল, হে হাজিরা, তোমার কি হইল? ভয় করিও না, ঈশ্বর ঐ স্থানে স্থিত বালকের ১৮ রোদন শুনিলেন; তুমি উঠিয়া বালককে তুলিয়া হন্তে ধর ; আমি তাহাহইতে এক মহাজাতি উৎপন্ন করিব । ১১ তখন ঈশ্বর তাহার চক্ষুঃ প্রসন্ন করিলে সে সজল কুপ দেখিতে পাইয়া তথার গমন পূৰ্ব্বক কুপা জলে পূরিয়া ২০ বালককে পান করাইল। পরে ঈশ্বর বালকের সহায় থাকিলেন, অপর সে ক্রমে ২ বড় হইয়া প্রান্তরে বাস ২১ করাতে ধনুৰ্দ্ধর হইল। এবং পারণ নামক প্রান্তরে বসতি করিল। পরে তাহার মাতা মিসর দেশীয় কন্যার সহিত তাহার বিবাহ দিল । ঐ সময়ে অবীমেলক ও ফীখোল নামে তাহার সেনাপতি ইব্রাহীমকে কহিল, পরমেশ্বর তোমার সকল ২৩ কায্যে সহায় আছেন। অতএব তুমি আমার ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাস ঘাতকতা করিব না; এবং তোমার প্রতি যেরূপ অনুগ্রহ করিয়াছি, তদনুসারে আমার প্রতি ও তোমার এখনকার প্রবাসস্থান এ দেশের প্রতি অনুগ্রহ করিব, এই কথা আমার ২৪ সাক্ষাতে ঈশ্বরের দিব্য করিয়া বল। তাহাতে ইব্রাহীম ২° কহিল, এই দিব্য করিব। কিন্তু আবীমেলকের ভূতগণ ইব্রাহীমের সজল কুপ বলেতে অধিকার করিয়াছিল, এই জন্যে ইব্রাহীম্‌ অব মেলককে অনুযোগ করিল। ২৬ তাহাতে অধীমেলক কহিল, এই কর্ম কে করিল, তাহা অামি জানি না, এবং তুমিও আমাকে জানাও ২৭ নাই ; এবং আমি কেবল অদ্য এ কথা শুনিলাম। পরে ইব্রাহীম মেষ ও গোরু লইয়। অবমেলককে দিল, এবথ R. R. আদিপুস্তক। ২৮ উভয়ে এক নিয়ম স্থির করিল। অপর ইব্রাহীম পাল[ ১২] রেী ৯ ; ৭ , ৮ : ইত্ৰ ১১ ; ১৮।—[১৩] আ ১৭ ; [২২-৩২] ২৬ ; ২৬-৩০ 1ા-[૨૨] ૨ ૦ ; ર li-–[৩৩] 8 ; R & 11 [২২ অব্য ; ১] রে s ; ৩, ৪ –[২] ইত্ৰ ১১ , ১৭-১৮ । ২ 5? হইতে সাতটা মেষ বাচ্চ পৃথক করিয়া রাখিলে অব- ২১ মেলক তাহাকে জিজ্ঞাসিল, তুমি কি অভিপ্রায়ে এই সাত মেষ বাচ্চ পৃথক করিয়া রাখিলা ? ইব্রাহীম ৩০ কহিল, আমি যে কুপ খুদিয়াছি, তাহার প্রমাণার্থে আমাহইতে এই সাত মেষ বাচ্চ গ্রহণ কর। অতএব ৩১ সেই স্থানের নাম বেশেবা ( দিব্যের কুপ ) হইল, কেননা সেই স্থানে তাহারা উভয়ে দিব্য করিল। এই ৩২ রূপে তাহার বেশেৱাতে নিয়ম স্থির করিলে পর অবীমেলক ও ফীখোল নামে তাহার সেনাপতি গাত্রোথান করিয়া পিলেষ্টীয়দের দেশে প্রত্যাগমন করিল। পরে ইব্রাহীম সেই বেশেবার নিকটে উপবন প্রস্তুত ৩৩ করিয়া তাহার মধ্যে নিত্যস্থায়ি প্রভূ পরমেশ্বরের নামে প্রার্থনা করিল ; এবং ইব্রাহীম পিলেষ্টীয়দের ৩৪ দেশে বহু কাল * পৰ্য্যন্ত প্রবাস করিল। ২২ অধ্যায়। ১ ইব্রাহীয়ের আপিন পুত্র ইসহাককে বলিদান করিতে আজ্ঞা পাওন ও তাঁহাতে পূবৃত্ত হইলে ঈশ্বরের দূতদ্বারা নিষিদ্ধ হওন, ১৫ ও এই ੇ পুর্মুক্ত ঈশ্বরের আশীৰ্বাদ, ২০ ও ইব্রাহীযের জুতা নাহোরের বংশাবলি । এই সকল ঘটনার পরে পরমেশ্বর পরীক্ষার্থে ইব্রাহীমকে কহিলেন, হে ইব্রাহীম । তাহাতে সে উত্তর করিল, দেখ, আমি উপস্থিত আছি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্ৰকে, অর্থাৎ যে অদ্বিতীয় পুত্র ইসহাককে তুমি ভাল বাসিতেছ, তাহাকে লইয় মোরিয়া দেশে যাও, এবং অামি তথাকার যে পৰ্ব্বত বলিব, সেই পৰ্ব্বতের উপরে তাহাকে বলিদান করিয়া হোম কর। তাহাতে ইব্রাহীম প্রত্যুষে উঠিয়া গৰ্দ্দভ সাজাইয়া দুই ভূত্য ও ইসহাক পুত্রকে সঙ্গে লইল, এবথ হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলে পর গাত্ৰোথান করিয়া ঈশ্বরের নিদিষ্ট স্থানের প্রতি যাত্রা করিল। পরে তৃতীয় দিবসে ইব্রাহীম চকু তুলিয়া অতি দূর হইতে সেই স্থান দেখিল ; তখন ইব্রাহীম ভূতাদিগকে কহিল, তোমরা এই স্থানে গৰ্দ্দভের সহিত থাক ; আমি ও বালক দুই জন ঐ স্থানে গিয়া আরাধনা করি, পশ্চাৎ তোমাদের কাছে ফিরিয়া আসিব । তখন ইব্রাহীম যজ্ঞ কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসহাকের স্কন্ধে দিয়া হন্তে অগ্নি ও খড়গ লইল; পরে উভয়ে একত্ৰ চলিয়া গেল। অপর ইসহাক আপন পিতা ইব্রাহীমকে ডাকিয়া কহিল, হে আমার পিতঃ। তাহাতে সে উত্তর করিল,হে আমার পুত্ৰ,আমি উপস্থিত আছি । তখন সে জিজ্ঞাসিল,অগ্নি ও কাষ্ঠ দেখ,কিন্তু হোমের মেষ শাবক কোথায়? তাহাতে ইব্রাহীম কহিল,হে আমার পুত্র,ঈশ্বর আপনি হোমাথে মেষ শাবক যোগাইবেন । পরে উভয়ে একত্ৰ চলিয়া R. to २० ॥-[२v] = २७ t!-[२१] * २४ ? ऽh २७ ; २२ li বৎ ৩, ১ it—[৩] . ১৪ ; ২৬-৩৩ ιι-[s] επί 2 s : • 3 ι!

  • ইন্দ্র) অনেক দিন (ইবু) আয়াকে দেথ (ব) দেয়িবেন ।