পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] অপর সে বৎসর গত হইলে * রাজবগের যুদ্ধাগমন সময়ে দায়ুদ যোয়াবকে ও তাহার সহিত আপন দাস দিগকে ও সমস্ত ইস্রায়েল লোককে প্রেরণ করিলে তাহারা অন্মোন বংশকে পরাস্ত করিয়া রব্বা নগর অবরোধ করিল ; কিন্তু দায়ূদ্র ফিরুশালমে থাকিল। অপর এক দিবস সন্ধ্যাকালে দায় শয্যাহইতে উঠিয়া প্রাসাদের পৃষ্ঠে বেড়াইতেছিল, ইতিমধ্যে পরম ° সুন্দরী এক স্ত্রীকে স্নান করিতে ছাতহইতে দেখিয়া দায়ুদ্ধ তাহার অনুসন্ধান জিজ্ঞাসা করিতে লোক পাঠাইল ; তাহাতে কেহ কহিল, সে ইলিয়ামের কন্যা হিষ্ট্ৰীয় উরায়ের ভাৰ্য্যা বংশেবা কি নয়? তখন দায়ুদ্ধ লোক পাঠাইয়া তাহাকে আনাইল, এবং সে তাহার নিকটে আইলে দায়ূদ্র তাহার সহিত শয়ন করিল ; ঐ সময়ে সে ঋতুরাতা ছিল; পরে সে আপন বাটীতে * ফিরিয়া গেল। তখন সে স্ত্রী গৰ্ত্তধারণ করাতে লোক পাঠাইয়া আমি গৰ্ত্তবর্তী হইলাম,দামৃদকে এই সমাচার निव्न । * পরে দায়ু যোয়াবের নিকটে লোক পাঠাইয়া, *হিন্তীয় উরিয়কে তামার নিকটে পাঠাইয়া দেও,” এই আজ্ঞা করিলে যোয়াব দায়ুদের নিকটে উরিয়কে পাঠাইল । অপর উরিয় দায়ুদের নিকটে উপস্থিত হইলে, যোয়াব কেমন আছে ? ও লোকেরা কেমন আছে ? এবং যুদ্ধের মঙ্গল কি? এই সকল দায়দৃ তাহাকে জিজ্ঞাসা করিল। এবং দায়ুদ উরীয়কে কহিল, তুমি আপন বাটীতে যাইয়া আপন পা ধৌত কর; তাহাতে উরিয় রাজবাটীহইতে প্রস্থান করিলে রাজার নিকটহইতে কতক খাদ্য দুব্য তাহার পশ্চাৎ গেল । তাহাতে উরিয় আপন প্রভুর দাসদের সহিত রাজবাটীর দ্বারে শয়ন করিয়া থাকিল, আপন গৃহে গেল না। ১• পরে উরিয় আপন গৃহে যায় নাই, এই কথা লোকেরা দায়ুদ্ধকে জ্ঞাত করিলে দায়ুদ্র উরিয়কে কহিল, তুমি কি যাত্রাহইতে আইস নাই ? তবে কি নিমিত্তে আপন ১১ বাটীতে যাও না? উরিয় দাদকে কহিল,পরমেশ্বরের সিন্দুক ও ইস্রায়েল বংশ ও যিহদা বখশ তাম্বুতে বাস করিতেছে, এবং আমার প্রভু যোয়াব ও অামার প্রভূর দাসগণ প্রান্তরে শিবিরে বাস করিতেছে ; এখন আমি কি ভোজন পান করিতে ও ভাৰ্য্যার সহিত শয়ন করিতে আপন গৃহে যাইতে পারি? আপনার ও আপনকার জীবনের দিব্য করিয়া কহিতেছি, আমি এমত ১২ কর্ম করিব না। তাহাতে দায়ুদৃ উরিয়কে কহিল, কেবল অদ্য তুমি এই স্থানে থাক, কল্য তোমাকে বিদায় করিব ; তাহাতে উরিয় সে দিবস ও পরদিবস যিরশালমে ও থাকিল। এবং দায় তাহাকে ডাকাইয়া আপন সাক্ষাতে ভোজন পান করাইয় তাহাকে মন্ত্র করিলেও সে সন্ধ্যাকালে আপন প্রভুর দাসদের সহিত আপন [R] - a —[e] লে AAAAAAS AAAA LSSS0SS S SS S B S S SLS0SS0SSBB AJS 1-( ) f s; , , !

  • (ইকু বৎসরের প্যাণমলে। " (ইবু প্রবল (ইং) ইহা তোহার দৃষ্টিতে যন্ সী হওক ।

২ শিমুয়েন্ত্র। ২৯৯ শয্যায় শয়ন করিতে বাহিরে গেল, কিন্তু আপন গৃহে গেল না। অপর প্রাতঃকালে দায়দ এক পত্র লিখিয়া উরিয়ের • • হস্তদ্বারা যোয়াবের নিকটে পাঠাইল। ঐ পত্রে ইহা ১৭ লিখিত ছিল, এই উরিয়কে তুমূল + মুদ্ধের সম্মুখে নিযুক্ত করিয়া তাহার নিকটহইতে তোমরা সরিয়া যাইবা, তাহাতে সে আহত হইয়া মরিবে’। পরে যোয়াব নগর পর্যটন করিয়া যে স্থানে বলবান লোক আছে,তাহ দেখিয় তাহাতেই উরিয়কে নিযুক্ত করিল। পরে নগরস্থ লোকেরা বাহির হইয়া ঘোয়াবের সহিত যুদ্ধ করিলে দায়দের কতক দাস হত হইল, তাহাদের মধ্যে ঐ হিন্ত্রীয় উরিয়ও হত হইল । পরে যোয়াব যুদ্ধের সংবাদ দায়দকে জ্ঞাত করিতে লোক প্রেরণ করিয়া ঐ দূতকে কহিল, তুমি রাজার সাক্ষাতে যুদ্ধের সমস্ত বিবরণের নিবেদন সমাপ্ত করিলে , যদি রাজার ক্রোধ প্রজালিত হয় এবং তিনি তোমাকে কহেন, তোমরা যুদ্ধ করতে নগরের নিকটে কেন গিয়াছিলা ? তাহারা প্রাচীরহইতে বাণ মারিবে, ইহা কি তোমরা জান না ? দেখ, যিব্রুৰ্ব্বেশতের পুত্র অবমেলককে কে মারিল ? এক স্ত্রীর প্রাচীর হইতে র্যাতার এক খণ্ড ফেলাতে সে তেবেৰে মরিল ; অতএব তোমরা কেন প্রাচীরের নিকটে গিয়াছিল ? তবে তুমি কহিবা, আপনকার দাস হিন্তীয় উরিয়ও হত হইয়াছে। অপর দূত প্রস্থান করিয়া যোয়াবের প্রেরিত সমস্ত ২২ কথা দায়দ্রকে জ্ঞাত করিল। সে দূত দায়ুদ্ধকে কহিল, ২৩ ঐ লোকেরা প্রবল হইয়া আমাদের নিকটে ক্ষেত্রে বাহিরে আইল ; তখন আমরা দ্বার প্রবেশের স্থান পর্যন্ত তাহদের সহিত যুদ্ধ করিতেছিলাম। তাহাতে ধনুদ্ধরেরা প্রাচীরহইতে আপনকার দাসদের উপরে বাণ ক্ষেপণ করিল ; তাহাতে রাজার কতক দাস মারয়াছে; এবং আপনকার দাস হিন্তীয় উরিয়ও হত হইয়াছে। তখন দায়ুদ ঐ দূতকে কহিল, তুমি যোয়াবকে কহিবা,তুমি ইহাতে অসন্তুষ্ট হইবা না,কেননা খড়গ যেমন এককে, তদ্রুপ অন্যকেও বিনষ্ট করে ; তুমি নগ রের প্রতিকুলে আরো দৃঢ় যুদ্ধ করিয়া তাহাকে পরাস্তু কর; এই রূপে তাহাকে আশ্বাস দেও। অপর উরিয়ের স্ত্রী, আপন স্বামি উরিয় মরিয়াছে, ২৬ এই সম্বাদ পাইরা স্বামির জন্যে শোক করিল। এবথ ২ । শোক দিবস অতীত হইলে দায়ুদ্ধ লোক পাঠাইয় তাহাকে আপন বাটীতে আনাইল ; তাহাতে সে তাহার ভাৰ্য্যা হইয় তাহার এক পুত্র প্রসব করিল ; কিন্তু দ্যযুদের কৃত এই কর্মেতে পরমেশ্বর অসন্তুষ্ট হইলেন। ১২ অধ্যায়। ১ নাথনের দ্বারা যেঘের দূধান্ত কথা ৭ ও দ্বায়ুদের পুতি 3. o > to > R 2.99