পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ।] ২• তাহাকে প্রেম করিলেন। পরে পরমেশ্বরের প্রেম প্রযুক্ত সে নাথন ভবিষ্যদ্বক্তাকে প্রেরণ করিয়া তাহার নাম যিদীদিয় (পরমেশ্বরের প্রিয়) রাখিল। পরে যোয়াব অন্মোন বংশের রব্বার প্রতিকুলে খৰ মৃদ্ধ করিয়া রাজনগর হস্তগত করিলে দায়দের नेिकदल्ले দূতগণকে প্রেরণ করিয়া কহিল, আমি রবার চ সহিত যুদ্ধ করিয়া জলনগর হস্তগত করিলাম। এখন আমি ঐ নগর আক্রমণ করাতে যেন আমার নাম বিখ্যাত না হয়, এই জন্যে তুমি অবশিষ্ট লোকদিগকে একত্র করিয়া নগরের নিকটে শিবির স্থাপন করিয়া তাহা হস্তগত কর। তাহাতে দায়দ সমস্ত লোককে একত্র করিয়া রব্বাতে গমন করিয়া তাহার বিরুদ্ধে মৃদ্ধ করিয়া তাহা হস্তগত করিল। এবং রতনশুদ্ধ এক কিককর পরিমাণে স্বর্ণময় রাজমুকুট তাহার রাজার মস্তকহইতে নীত হইলে, তাহ দায়দের মস্তকে দত্ত হইল ; এবং সে ঐ নগর হইতে প্রচুর * লুটদুব্য বাহির করিয়া আনিল। পরে দায়ু তন্মধ্যবৰ্ত্তি লোকদিগকে বাহির করিয়া আনিয়া করাতের ও লৌহময়ময়ির ও কুড়ালির কর্মে নিযুক্ত করিল, এবং ইটের পাক স্থানে গমনাগমন করাইল ; সে অন্মোন বংশের সমস্ত নগরের প্রতি এই রূপ করিল, পরে দায়ূদ্র ও তাহার তাবৎ লোক ঘিরশালমে ফিরিয়া গেল । ১৩ অধ্যায়। অম্নোনের অপেন ভগিনী তামরে অনুরক্ত হওন ও ও জল করিয়া আপনাকে পীড়িত দেগণওন ও ভগিনীকে বলাৎকার করণ ১৫ ও পরে তাছাকে ঘৃণা করিয়া দূর করণ ২১ ও অবশীলোয়ের কথা ২৩ ও অবশ্যলোয়ের মেঘলোয়ছেদনের কথা ২৮ ও অম্লোনকে বব করণ ৩০ ও দায়দের কাজে সম্বাদ দেওন ৩৭ ও অবশ্যলোয়ের পলায়ন করণ। দায়দের পুত্র অবশালোমের তামর নামে এক ভগিনী পরম সুন্দরী ছিল ; তাহাতে দায়দের পুত্র অসেনান তাহার প্রতি কামাসক্ত ছিল। সে অপেন ভগিনী তামরের জন্যে এমত ব্যাকুল হইল, যে সে পীড়িত হইল, কেননা সে অনুঢ়া হইলেও অমোন তাহার প্রতি কিছু করা দুষ্কর বোধ করিল। পরে দায়ুদের ভুতি শিমিয়ের পুত্ৰ যোনাদব নামে আমেনানের এক বন্ধু ছিল সে যোনাদব অতি চতুর ছিল। সে আমেনানকে জিজ্ঞান্সিল, তুমি রাজপুত্ৰ হইয়া দিনে ২ { এমত কৃশ হই। তেছ কেন? আমাকে কি কহিব না ? তাহাতে আমেনান তাহাকে কহিল, আমি আপন ভাতা অবশালোমের ভগিনী তামরের প্রতি অনুরক্ত আছি। তাহাতে যোনাদব কহিল, তুমি আপন খট্টার উপরে শয়ন করিয়া পীড়িতের ছল কর, এবং তোমার পিতা তোমাকে দেখিতে আইলে তুমি তাঁহাকে এই কথা কহ, আমি

  • *

o - o - > R vo o ২ শিমুয়েল। రిe) বিনয় করি, আমার ভগিনী তমির আমার নিকটে আসিয়া যেন আমাকে অন্ন দেয়, ও অামি দেখিয়া তাহার হস্তে ভোজন করি, এই জন্যে আমার সাক্ষাতে অন্ন পাক করিতে তাহাকে আজ্ঞা দিউন। পরে আমেনান পীড়িতের ছল করিয়া শয়ন করিল, তাহাতে রাজা তাহাকে দেখিতে আইলে আমেনান রাজাকে কহিল, আমি বিনয় করি, অামার ভগিনী তামর আসিয়া আমার সাক্ষাতে দুই পিষ্টক পাক করুক, তাহাতে আমি তাহার হস্তুে ভোজন করিব । তখন দায়ূদ্র তামরের গৃহে লোক পঠাইয়া কহিল, এখন তুমি আপন ভুতি আমেনানের গৃহে যাইয়। তাহাকে কিছু অন্ন পাক করিয়া দেও। অতএব তামর আপন ভাত আমেনানের গৃহে গেল, তখন সে শয়নে ছিল ; পরে তামর সুজি লইয়া ছানিয় তাহার সাক্ষাতে পিষ্টক প্রস্তুত করিয়া পাক করিল ; ও এক পাত্ৰ লইয়া তাহার সম্মুখে তাহাতে ঢালিল, কিন্তু সে ভোজনে অসস্মত ছিল ; পরে আমেনান কহিল, আমার নিকট হইতে পুরুষ সকল বাহির হউক তাহাতে প্রত্যেক পুরুষ তথাহইতে বাহিরে গেল। তখন আমেনান তামরকে - কহিল, আমি তোমার হস্তে ভোজন করিব, খাদ্যসামগী এই শয়নাগারে আন; তাহাতে তামর আপনার কৃত পিষ্টক লইয়া আপন ভাতা আমেনানের নিকটে শয়নাগারে গেল। এব^ সে তাহাকে ভোজন করাইতে ১ ৯ তাহার নিকটে তাহ আনিলে আমেনান তাহাকে ধরিয়া কহিল, হে আমার ভগিনি, আইস, আমার সহিত শয়ন কর। তাহাতে সে উত্তর করিল, হে আমার ভাতঃ, ১২ না, না, আমাকে বলাৎকার ২ করিও না, क्लेजुटझल्। বংশের মধ্যে এমত কৰ্ত্তব্য নয়,তুমি এই দুষ্ককৰ্ম করিও ন। আমি আপিন লজ্জা কোথায় রাখিব ? এবং তমি ১৩ ইস্রায়েল্‌স্থিত এক দুষ্ট লোক হইবা ; আমি বিনয় করি, বর৭ রাজাকে কহ, তিনি তোমার প্রতি আমাকে দিতে অসম্মত হইবেন না। কিন্তু সে তাহার কথায় মনোযোগ ১ ৪ না করিয়া আপনি তাহ অপেক্ষা বলবান প্রযক্ত বলাৎকারে তাহার সহিত শয়ন করিল। +. পরে আমেনান তাহাকে অতিশয় | বৃণা করিল ; সে ** তাহার প্রতি যে রূপ প্রেম করিয়াছিল, তাহাহইতেও অধিক ঘৃণা করিল ; পরে আমেনান তাহাকে কহিল, উঠিয়া যাও। সে তাহাকে কহিল, অকারণে আমাকে ১s বাহির করাতে যে দোষ, সে তোমার কৃত অন্য দোষহইতেও অধিক; কিন্তু সে তাহার কথা মানিল না। পরে ১৭ সে আপন সেবাকারি দাসকে ডাকিয়া কহিল, এখন তুমি ইহাকে আমার নিকটহইতে বাহির করিয়া দিয়৷ দ্বারে অগল দেও। ঐ কন্যার গাত্রে নানাবণের বস্ত্র ১৮ ছিল, কেননা অনুঢ়ী রাজকন্যারা ঐ প্রকার বস্ত্র পরিধান - SBBS S B S S B S S BBS BBS BS C SB BBS BB SKS B BBS SSSBBS BB BSBS S 0L

  • Bk BB BBS Bk BBS BB BBBB SBBB BBBB SBBS BB BBBBB BBS

301