পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায়।] ২ শিমূয়েল। ২৮ লইয়া আসিতেছে। তখন অহীমাস রাজাকে উচ্চৈঃস্বরে কহিল, তোমার মঙ্গল হউক; এবং সে ভূমিতে উবুড় হইয় পড়িয়া রাজাকে কহিল, তোমার প্রভূ নে পরমেশ্বর আমার প্রভূ রাজার বিরুদ্ধে হস্ত বিস্তারকারি২ - দিগকে সমপণ করিলেন, তিনি ধন্য। পরে রাজা জিজ্ঞাসিল, যুব পুরুষ অবশালোম কি কুশলে আছে ? তাহাতে অহীমাস কহিল, যোয়াব মহারাজের দাসকে ও অামাকে * পাঠাইলে বড় কলহ হইল, ইহা দেখিলাম, কিন্তু কি হইল, তাহ জানিলাম না। পরে ৩• রাজা কহিল, যাইয়। এই স্থানে এক পাশ্বে দাড়াও ; ৩১ তাহাতে সে এক পাশ্বে যাইয়া দাড়াইলে কুশি আসিয়া কহিল, হে আমার প্রভো রাজন, সুসমাচার ; পরমেশ্বর অদ্য আপনকার প্রতিকুলে উত্থিত সকলের ও দণ্ড করিয়াছেন। রাজা কুশিকে জিজ্ঞাসিল, যুব পুরুষ অবশালোম কি কুশলে আছে ? তাহাতে কুশি কহিল, আমার প্রভূ রাজার শত্বগণ ও যাহারা আপনকার অমঙ্গলার্থে আপনকার বিরুদ্ধে উঠে, তাহারা সকলে সেই যুব পুরুষের মত হউক। sহ তাহাতে রাজা অতি ব্যাকুল হইয়া দ্বারোপরিস্থ কুঠরীতে যাইয়া রোদন করিল, এবং গমন করিতে ২ কহিল, হায়! আমার পুত্র অবশালোম ; হায় ! আমার পুত্র, আমার পুত্র অবশালোম ; যদি তোমার পরিবৰ্ত্তে আমি মরিতাম ; হায়! অবশালোম ; হায় ! আমার পুত্র, আমার পুত্র। ১৯ অধ্যায় । ১ দায়দকে শোক করিতে যোয়ীবের নিবারণ করণ ৯ ও রাজীকে পুনৰ্বার অনিতে ইসায়েল লোকের যত্ন করণ ১১ ও যিহুদী বংশের যনে পুস্কৃত্তি দিতে যাজকগণকে প্রেরণ করণ ১৬ ও শিলিয়ির দোষ স্বয় করণ ২৪ ও মিীেবেশতের কােল ৩৯ ও বৰ্সিন্নয়কে বিদায় করণ ও তাহার 9 কিযহকে আপল নিকটে রণথন ৪১ ও রাজার বিষয়ে মিছদ ও ইদুয়েল বংশের বিবাদ । পরে কেহ যোয়াবকে কহিল, দেখ, রাজা অবশা২ লোমের জন্যে রোদন ও শোক করিতেছে। রাজা আপন পুত্রের বিষয়ে শোকান্বিত হইতেছে, ইহা লোকেরা সে দিবসে স্তনিলে সে দিবসের জয় পরাজয় + ও তুল্য হইল। এবং লোকের রণস্থলহইতে পলায়ন সময়ে যেমন লজ্জিত হইয়া চোরের ন্যায় যায়, তদ্রুপ লোকের ঐ দিবসে চোরের ন্যায় নগরে প্রবেশ করিল। তাহাতে রাজা আপন মুখ আচ্ছাদন করিয়া, হায়! আমার পুত্র অবশালোম ; হায়! আমার পুত্র অবশালোম ; হায়! আমার পুত্র, ইহা উচ্চৈঃ* স্বরে কহিল। পরে যোয়াব বাটীর মধ্যে রাজার নিকটে আসিয়া কহিল, তুমি আপন শত্ৰুগণকে প্রেম করিয়া আপন পক্ষীয় লোকদিগকে ঘৃণা করাতে আপনার প্রাণ ও পুত্রদের ও কন্যাদের প্রাণ ও ভাৰ্য্যাদের প্রাণ ও উপপতনীদের প্রাণ রক্ষাকারি আপন দাসগণকে অধোবদন করিলা ; এবং তুমি অধ্যক্ষগণকে ও দাসগণকে প্রেম কর না, ইহা অদ্য প্রকাশ করিলা ; কেননা অদ্য আমি দেখিতে পাই, যদি অবশালোম বাচিত ও আমরা সকলে মরিতাম, তবে তুমি তাহ ভাল বাসিত। অতএব তুমি এখন উঠিয়; বাহিরে যাইয়া আপন দাসদের সহিত সাম্ভুনার কথা কহ ; আমি পরমেশ্বরের নামে দিব্য করিতেছি, যদি তুমি বাহিরে না যাও, তবে এই রাত্রি তোমার সহিত এক জনও থাকিবে না, এবx তোমার যৌবনাবস্থাবধি এখন পর্যন্ত যে অমঙ্গল তোমাতে ঘটিয়াছে, সে সকলহইতেও তোমার এই অমঈল অধিক হইবে। তাহাতে রাজ উঠিয়া দ্বারে বসিলে তাহারা সমস্ত লোককে কহিল, দেখ, রাজা দ্বারে বসিয়া আছেন; তাহাতে তাবলোক রাজার সম্মুখে আইল, কিন্তু ই সুয়েল লোক প্রত্যেকে আপন ২ বাসস্থানে পলায়ন করিয়াছিল। পরে ইস্রায়েলের তাবৎ বংশের লোকেরা কলহ করিয়া এই কথা কহিল, পূৰ্ব্বে রাজা শত্নগণের হস্তহইতে আমাদিগকে নিস্তার করিয়াছে ও পিলেস্টীয়দের হস্তুহইতে আমাদিগকে উদ্ধার করিয়াছে,এবথ এই ক্ষণে অবশালোমের ভয়ে দেশহইতে পলায়ন করিল। এবং আমরা যে অবশালোমকে আপনাদের উপরে অভিষিক্ত করিলাম, সে যুদ্ধে মরিল ; অতএব তোমরা এখন রাজাকে ফিরাইয়া আনিতে কেন তুষ্ট্ৰীভূত হও? অপর দায়দ্র রাজা সাদোক ও অবিয়াথর যাজকদের নিকটে দূত পঠাইয়া কহিল, তোমরা ঘিহুদার প্রাচীনগণকে এই কথা কহ, সমস্ত ইস্রায়েল বংশের নিবেদন রাজার নিকটে গৃহে উপস্থিত হইয়াছে, অতএব তোমর রাজাকে আপন গৃহে ফিরিয়া আনয়ন করিতে কেন শেষলোক হইতেছ ? তোমরা অামার ভাতা ও আমার অস্থি ও মাথসস্বরূপ ; অতএব রাজাকে ফিরিয়া আনিতে কেন শেষলোক হইতেছ ? তোমরা আমাসাকে কহ, তুমি কি আমার অস্থি ও মাংস স্বরূপ নও? যদি তুমি নিত্য আমার সাক্ষাতে যোয়াবের পদে প্রধান সেনাপতি না হও, তবে ঈশ্বর অামার প্রতি তদ্রুপ ও ততোধিক করুণ। পরে সে যিহুদার সমস্ত লোকের হৃদয়কে এক জনের হৃদয়ের ন্যায় নত করিলে তাহার লোক প্রেরণ দ্বারা রাজাকে কহিল, আপনি ও আপনকার দাস সকল পুনরাগমন করুণ। তাহাতে রাজা ফিরিয়া যদনের নিকটে আইলে যিহদীয় লোকের রাজার সহিত সাক্ষাৎ করিতে ও যদন পার করিতে গিলগলে আইল। [৩৩] প ৫ । ২ শে ১৩; ৩৯। ১৭ , ১১ , ১৯ ; ৪ ৷৷ LLS BBB S S B S S B S S S S S D S S D S S S

  • (ইবু) তোমার দাসকে (ইবু) শোক । 309

"లి oు o e > →