পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... ২ \ ס ג (א আর বিনয়ামীন বংশীয় বহুরীমের গেরার পুত্ৰ লিমিল্লি শীঘু দায়ূদ্র রাজার সহিত সাক্ষাৎ করণার্থে ১৭ যিহদার লোকদের সহিত আইল। এবং বিনয়ামীন ২শের এক সহস্ৰ লোক তাহার সহিত ছিল, এবং । শেীল বংশের দাস সীবঃ ও তাহার পঞ্চদশ পুত্র ও বিংশতি দাস তাহার সহিত ছিল,তাহারা রাজার সহিত ১৮ সাক্ষাৎ করিতে যদ্দন পার হইল। এবং রাজার পরিজনদিগকে পার করিতে ও তাঁহাদের আজ্ঞানুসারে * কর্ম করিতে নৌকা পারাবারে গেল ; পরে রাজা ষদন পার হইলে গেরার পুত্র শিমিয়ি রাজার সম্মুখে উবুড় হইয়া ১২ পড়িয়া রাজাকে কছিল, আমার প্রভু আমার অপরাধ ক্ষমা করুণ ; যে দিবসে আমার প্রভূ যিরশালমূহইতে তাইলেন, সে দিবসে আপনকার দাস আমি যে ২ বিরুদ্ধাচার করিয়াছি, তাহ। আপনকার স্মরণ হইতে ২• দূর করিয়া মনে রাখবেন না। আপনকার দাস আমি যে পাপ করিয়াছি, ইহা জ্ঞাত হইলাম, এই জন্যে আমার প্রভু রাজার সঙ্গে সাক্ষাৎ করতে অদ্য আমি ২ - মৃষফের সমস্ত বখশহইতে অগ্ৰে আইলাম। তাহাতে সিরুয়ার পুত্র অর্বাশয় উত্তর করিল, শিমিয়ি পরমেশ্বরের অভিষিক্তকে শাপ দিয়াছে, ইহার জন্যে সে ** কি হত হইবে না? তাহাতে দায়ু কহিল, হে সিরুয়ার পুত্ৰগণ, তোমাদের সহিত আমার বিষয় কি ? তোমরা অদ্য কেন আমার প্রতি বিপক্ষত কর ইসায়েল দেশে । কি অদ্য কোন মনুষ্যের বধ হইতে পারে? অদ্য আমি যে ইস্রায়েলের রাজা হইলাম, ইহা কি জানি না? ২ ও পরে রাজা শিমিয়িকে কহিল, তুমি হত হইব না ; পরে রাজা শপথ করিয়া তাহা কহিল। অপর শৌলের পৌত্র মিফীবোশৎ রাজার সহিত সাক্ষাৎ করিতে আইল ; সে রাজার নিগমনবিধি কুশলে প্রত্যাগমন দিবস পৰ্য্যন্ত আপন পায়ে ঔষধি দিল না, ও শ্মশ্র ক্ষেীর করিল না, ও বস্ত্ৰ ধৌত করা২৫ ইল না। রাজার সহিত সাক্ষাৎ করিতে যিরশালমের তাবৎ লোক আইলে রাজা তাহাকে কহিল, হে মিফী২৬ বোশৎ, তুমি কেন আমার সহিত যাও নাই ? তাহাতে সে উত্তর করিল, হে আমার প্রভো রাজন, আপনকার দাস খঞ্জ, এই জন্যে অামি আপন দাসকে কহিলাম, গদ্ধভ সাজাইয় তাহার উপরে আরোহণ করিয়া রাজার নিকটে যাই ; তাহাতে আমার দাস আমার ৭ প্রতি বঞ্চনা করিল। সে আমার প্রভূ রাজার নিকটে আমার অপবাদ করিল, কিন্তু আমার প্রভূ রাজা ঈশ্বরের কোন এক দূতের সদৃশ ; অতএব আপনকার - to দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুণ । অামার প্রভূ রাজার সাক্ষাতে তামার পিতৃবংশ মৃত্যুর - * 3. 8 শিমূয়েন্ত্র। [১৯ অধ্যায়। যোগ্যপাত্র হইলেও আপনকার ভোজনাসনে ভোক্তাদের সহিত বসিতে আমাকে স্থান দিয়াছেন ; অতএব রাজার নিকটে পুনৰ্ব্বার অদিসি করিতে আমার অধিকার কি? তাহাতে রাজা তাহাকে কহিল, তুমি পুনৰ্ব্বার ২৯ আমার কাছে আপিন অধিকারের আদাস কর কেন ? তুমি ও সীবঃ উভয়ে সেই ভূমি অংশ করিয়া লণ্ড, ইহা অামি কহিলাম। পরে মিফীবোশৎ রাজাকে ৩e কহিল, এখন আমার প্রভূ রাজা কুশলে গৃহে ফিরিয়া আইলেন, এখন সে সকলি গ্রহণ করুক । অপর গিলিয়দীয় বসিল্লয় রোগিলীমহইতে আসিয়া ৩১ রাজাকে যদ্দন পার করিতে রাজার সহিত যদনের পারে গেল। বসিল্লয় আশী বৎসর বয়স্ক অতি বৃদ্ধ ৩২ ছিল ; রাজা ষে পৰ্য্যন্ত মহনরিমে থাকিল, তাবৎ রাজার খাদ্য যোগাইল, কারণ সে অতিশয় বড় মানুষ ছিল। পরে রাজা বসিল্লয়কে কহিল, তুমি আমার সহিত ৩৩ পার হইয়া আইস, আমি যিরশালমে তোমাকে আপনার সহিত প্রতিপালন করিল। তাহাতে বসিল্লয় রা- ৩৪ জাকে কহিল,আমার আর কত আয়ু r আছে,যে আমি রাজার সহিত ষিরশালমে যাইব? অদ্য আমি আশী বৎসর বয়স্ক হইলাম; এখন কি ভাল মন্দ বিশেষ বুঝিতে পারি? এবং যাহা ভোজন করি ও যাহা পান করি, তোমার দাস আমি কি তাহার আস্বাদ বুঝিতে পারি? এবং গায়ক ও গায়িকাদের গানের শব্দ কি শুনিতে পারি ; অতএব আপনকার দাস আমার প্রভু রাজার উপরে কেন অার ভার দিবে? অাপনকার দাস যদ্দন পার হইয়া রাজার সহিত অলপ পথ যাইবে, কিন্তু রাজা কেন তাহার এতো পুরস্কার করবেন? আমি বিনয় করি, আপনকার দাসকে ফিরিয়া যাইতে দিউন ; আমি আপন নগরে আপন মাতা পিতার কবরের নিকটস্থ নগরে মরিব, কিন্তু আপনকার দাস কিমহমের প্রতি দৃষ্টি করুণ ; সে আমার প্রভূ রাজার সহিত পার হইয় যাইবে, আপনকার যাহা ভাল বোধ হয়, তাহার প্রতি তাহাই করুণ। তাহাতে রাজা উত্তর করিল, কিমহম পার হইয়া আমার সহিত যাইবে ; তোমার যাহা ভাল বোধ হয়, আমি তাঁহাই তাহার প্রতি করিব, এবং তুমি আমাহইতে যাহা মনোনীত করব,আমি তোমার নিমিত্তে তাহাই করিব। পরে সমস্ত লোক যদ্দন নদী পার হইল, এবং রাজা পার হওন সময়ে বসিল্লয়কে আলিঙ্গন করিয়া তাহাকে চুম্বন করিয়া আশীৰ্ব্বাদ করিল, পরে সে অাপন স্থানে ফিরিয়া গেল। অপর রাজা পার হইয় গিলগলে গেল ; এবং কিমহম তাহার সহিত গেল ; এবং যিহুদার সমস্ত লোক ও ইস্রায়েলের অন্ধ লোক রাজাকে অনুবজ্জিয়া লইয়া গেল। SAAAAAAASAAASSS S B S S S S S S S S S S S S S S B S S S S S S S S S SAAAAAA SAS S S B S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S [৩২] ১ ৭ ; ২৭-২১ –[৩১] অ’ ৩১ ; ৪ ৫ ৷৷ 310 SBk BBBB BBBB BBB BB BBB BBS BBB BBB BB BBS