পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায়।] ১৮ চতুদিগের সীমাতে যে বৃক্ষ, সেই সকলেতে হেতের সন্তানদের ও সেই নগর নিবাসিদের সাক্ষাতে ইব্রা১১ হীমের স্বতাধিকার স্থির করা গেল। অনন্তর ইব্রাহীম মন্ত্রীর পূৰ্ব্বে মকপেল স্থান স্থিত গুহাতে আপন ভাৰ্য্যা সারার কবর দিল। সেই স্থান কিনানদেশের হিৰ্বোণ ২• আছে। এই রূপে হেতের সন্তানদের দ্বারা সেই ভূমি ও তন্মধ্যস্থিত গুহা ইব্রাহীমের কবরস্থানের অধিকারার্থে স্থিরীকৃত হইল। ২৪ অধ্যায় । ১ ইব্রাহীযেয় আপন ভূত্যকে দিব্য করাওল, ১০ ও সেই ভূত্যের যাত্রী ও প্রায়ন করণ, ১৫ ও রিবুকার সহিত সাক্ষাৎ করন ও ঈশ্বরের বন্যবাদ করন ২৮ ও ঐ ভূত্যকে লাবনের অতিথি করন, ৩১ ও রিবকাকে ভূত্যের চtহন ও লালনও বিয়েলের তাঁহাকে দিতে স্বীকার করণ ৫৫ ও বিবৃকণর ੜ੍ਹੋ সহিত যাত্রা করন, ৬২ ও ইসহণকের সহিত সাক্ষাৎ করণ। ১ ইব্রাহীম বহুসংখ্য বয়স প্রযুক্ত বৃদ্ধতম ছিল এবং পরমেশ্বর ইব্রাহীমকে সৰ্ব্ব কর্মে আশীৰ্ব্বাদ করিয়াই ছিলেন ; সে আপন গৃহের সর্বাধ্যক্ষ বৃদ্ধ ভূত্যকে কহিল, আমি বিনয় করি, তুমি আমার জঙ্ঘাতে হস্ত ত দিয়া আমার কাছে স্বৰ্গ মত্যের প্রভূ পরমেশ্বরের নামে এই দিব্য কর, আমার পুত্রের বিবাহার্থে আমার এই বাস স্থান কিনানীয় লোকদের কন্যা গুহণ না * করিয়া আমার দেশের জ্ঞাতিদের নিকটে গিয়া * আমার পুত্র ইসহাকের জন্যে কন্যা আনিবা । তখন সেই ভূত্য তাহাকে কহিল, যদি কোন কন্যা আমার সহিত এই দেশে আসিতে সন্মতা না হয়, তবে যে দেশহইতে তুমি আসিয়াছ, সেই দেশে কি তোমার পুত্ৰকে লইয়া যাইব । তাঁহাতে ইব্রাহীম কহিল,সাবধান, আমার পুত্রকে সেখানে কদাচ লইয়া যাইও না। কেননা স্বগের প্রভু পরমেশ্বর অামাকে পৈতৃক বাটী ও জ্ঞাতিদের মধ্য হইতে আনিয়া, আমি তোমার বংশকে এই দেশ দিব, এমত দিৱ্য করিয়াছেন ; অতএব তিনি তোমার অগ্রে আপন দূত পাঠাইলে তুমি আমার পুত্রের বিবাহের জন্যে তথাহইতে এক কন্য ৮ আনিও । কিন্তু যদি সেই দেশহইতে কোন কন্যা আসিতে সন্মত না হয়, তবে তুমি ঐ দিৰ্য হইতে মুক্ত হইব ; কিন্তু আমার পুত্রকে সে দেশে লইয়া যাইও না। তাহাতে সেই ভূত্য আপন প্রভু ইব্রাহীমের জঙ্ঘাতে হন্ত দিয়া তদ্বিষয়ে সেই রূপ দিব্য করিল। পরে সেই ভূত্য আপন প্রভুর উষ্ট্রগণের মধ্যহইতে দশ উষ্ট্র ও প্রভুর নানা সম্পত্তি হন্তে লইয়া প্রস্থান করিয়! আরাম-নহরয়িম দেশের নাহোর নগরে উপস্থিত > - আদিপুস্তক l }S হইল। পরে সন্ধ্যাকালে যে সময়ে কন্যাগণ জল ১১ তুলিতে আইসে, * তৎকালে সে নগরের বহিঃস্থ কুপের নিকটে উটুদিগকে বসাইয়া রাখিল, এবং এই প্রার্থন করিল। হে আমার স্বামি ইব্রাহীমের প্রভু পরমেশ্বর, ১২ আমি প্রার্থনা করি, অামার প্রভূ ইব্রাহীমের প্রতি অনুগ্রহ করিয়া অদ্য আমার সহিত সাক্ষাৎ কর। দেখ, ১৩ আমি এই কুপের নিকটে দাড়াইয়া থাকিতে ২ নগর বাসিদের যে কন্যাগণ জল তুলিতে আসিতেছে, তাহা- • দের মধ্যে কোন কন্যাকে, তুমি আপন কলশ নামাইয়া আমাকে জল পান করাও, এই কথা কহিলে, সে যদি বলে, পান কর, এবং তোমার উষ্টগণকে ও পান করাইব, তবে যে কন্যাকে আপন ভূত্য ইসহাকের জন্যে নিযুক্ত করিয়াছ, সে সে হউক, তাহাতে তুমি আমার প্রভুর প্রতি অনুগ্রহ করিয়াছ, ইহা অামি জানিব। এই কথা কহিতে ২ ইব্রাহীমের নাহোর নামক ১৫ ভুতার স্ত্রী মিলকার গর্ভজাত যে বিগুয়েল তাহার কন্যা রিবক স্বন্ধে কলশ লইয়া বাহিরে আইল। সেই কন্যা ১৬ পরম সুন্দরী ও অবিবাহিতা ছিল, এবং কোন পুরুষের উপভুক্ত নহে। সে কুপে নামিয়া কলশ পূরিয়া উঠিয়া আসিতেছে, এমন সময়ে সেই ভূত্য দৌড়িয় তাহার ১৭ সঙ্গে সাক্ষাৎ করিয়া কহিল, আমি বিনয় করি, তোমার কলশহইতে আমাকে কিঞ্চিৎ জল পান করিতে দেও। তাহাতে সে কহিল, হে মহাশয়, পান কর, ইহা বলিয়া ১৮ সে শীঘু কলশ হাতের উপরে নামাইয় তাহাকে পান করিতে দিল। এবং তাহাকে পান করাইয়া কহিল, ১৯ যাবৎ সকল উষ্ট্রের পান সমাপ্ত না হয়, তাবৎ আমি তাহাদের জন্যেও জল তুলিব। তাহাতে সে শীঘু নিপানে ২০ কলশের জল ঢালিয়া পুনশ্চ জল তুলিতে কুপের নিকটে দৌড়িয়া গিয়া তাবৎ উষ্ট্রের নিমিত্তে জল তুলিল।তাহাতে ২১ সে পুরুষ নিরীক্ষণ করিয়া, পরমেশ্বর কর্তৃক আপনার যাত্র সফল হইবে কি না, নীরব হইয় তাহা ভাবিতে লাগিল। এবং উষ্টদের জল পান করাইলে সেই পুরুষ ২২ তাহার জন্যে অন্ধমুদ্র পরিমিত সুবর্ণের নথ, এবং দশ মুদ্র পরিমিত সুবণের দুই হস্তের বালা লইয়া কহিল, নিবেদন করি, তুমি কাহার কন্যা ? তাহ আমাকে বল। ২৩ আমাদের রাত্রি যাপনার্থে কি তোমার পিতার বাটীতে স্থান আছে ? তাহাতে সে উত্তর করিল,নাহোরের ঔরসে ২৪ মিলকার গর্ভে জাত যে বিখুয়েল তাহার কন্যা আমি। সে আরো কহিল, আমাদের পোয়াল ও কলাই যথেষ্ট ২৫ আছে, এবং রাত্রি যাপনাথে স্থানও আছে। তখন ২৬ সে ব্যক্তি মস্তুক নমন করিয়া পরমেশ্বরকে প্ৰণাম করিয়া কহিল, আমার স্বামী ইব্রাহীমের প্রভু পরমে- ২৭ শ্বর ধন্য হউন, কেননা তিনি আমার স্বামর প্রতি L S BBBS S B S S SSK SDD LS00 BSS SBBSS S B S S B S S B S S BBS B BS SSS S S AAAA 0S S0S 0 S00S S LSS0S S B S S S S D S S BB LLSBS B BS S B S S B BBS S0 BS DDS DDS DD 00SLS D DDSDD S LL S JJ S ggSgS SJSKgg SBBB S S B S S S ggg * (ইব্রু) জল বহনকারিণী বাহিরে আইসে।