পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজাবলির প্রথম পুস্তক। ১ অধ্যায়। ১ দায়ুদের বৃদ্ধ বয়সে অবশগের তাহার পরিচর্য্য করণ ৫ ও আদেলিয়ের রাজত্ব করিতে ওদ্যত হওন ১১ ও বৎশেবর পুতি নাথনের পরামর্শ ১৫ ও দায়ুদের পুতি বংশেবার নিবেদন ২২ ও দtযুদের পুতি নাথনের কথা ২৮ ও বৎ শেবার পুতি দায়ুদের পুনদিব্য করণ ৩২ ও দায়ুদের আজ্ঞাতে সুলেযানের অভিষিক্ত হওল ৪ ১ ও আদেনিয় ও অহীর নিয়ন্ত্রিত লোকদের পলায়ন ৫০ ও আদেলিয়ের প্রতি দুলেযানের ক্ষয় করণ। * পরে দায়ুদ্র রাজা বৃদ্ধ ও সম্পূর্ণ বয়স্ক হইলে লোকেরা তাহার গাত্রে অনেক বস্ত্র দিলেও তাহা উষ্ণ হয় না। ই এই জন্যে তাহার দাসগণ তাহাকে কহিল, আমার প্রভু রাজার নিমিত্তে এক যুবতি কন্যার অন্বেষণ করি, সে রাজার সম্মুখে থাকিয়া রাজার পরিচর্য্যা করিবে, এবং আমাদের প্রভূ রাজার গাত্ৰ যেন উষ্ণ হয়, এই ও জন্যে আপনকার বক্ষঃস্থলে শয়ন করিবে । পরে তাহারা ইসুয়েলের সৰ্ব্ব অঞ্চলে অন্বেষণ করিয়া শুনেৰ্মীয়া অবশগ নামে এক সুন্দরী কন্যাকে পাইয়া রাজার নিকটে আনিল। ঐ যুবতি অতি সুন্দরী, এ কারণ সে রাজার পরিচর্য্যা করিয়া তাহার সেবা করিল, কিন্তু রাজা তাহাতে উপগত হইল না । ও ঐ সময়ে হগীতের গর্ভজাত আদোনিয়, - অামি রাজতন্ত্র করিব, এই কথা কহিয়া আপনাকে শ্রেষ্ঠ জ্ঞান করিয়া রথ ও অস্থারূঢ়গণকে ও অগ্ৰগামি পঞ্চাশ জনকে প্রস্তুত করিয়াছিল। কিন্তু তুমি কেন এমত কর । এমত কথা কহিয় তাহার পিতা পূৰ্ব্বে তাহাকে কখনো অসন্তুষ্ট করে নাই; সে অবশালোমের কনিষ্ঠ ভাতা ও পরম সুন্দর পুরুষ ছিল। পরে সে সিরুয়ার পুত্ৰ যোয়াবের ও অবিয়াথর যাজকের সহিত মন্ত্রণা করিল, এব^ তাহারা আদোনিয়ের অনুগত হইয় তাহার উপকার ৮ করিল। কিন্তু সাদোক যাজক ও যিহোয়াদার পুত্ৰ বিনায় ও নাথন ভবিষ্যদ্বক্তা ও শিমিয়ি ও রেয়ি ও দায়দের নিকটস্থ বলবান লোকেরা আদোনিয়ের অনুগত o ੇ না। পরে অদোনিয় ঐনরোগেলের নিকটস্থ সোহেলৎ প্রস্তরের নিকটে মেষ ও বলদ ও পুষ্ট পশুদিগকে বধ করিয়া আপন সমস্ত ভাতৃ রাজপুত্রদিগকে ও যিহুদীয় রাজভূতাদিগকে নিমন্ত্রণ করিল। কিন্তু নাথন ভবিষ্যদ্বক্তাকে ও বিনায়কে ও বলবান • লোকদিগকে ও আপন ভাতা সুলেমানকে নিমন্ত্রণ করিল না । অতএব নাথন সুলেমানের মাতা বংশেবাকে কহিল, আমাদের প্রভূ দায়ুদূরাজের অজ্ঞাতসারে হগীতের পুত্ৰ আদোনির রাজস্ব করিতেছে,ইহা কি তুমি শুন নাই? অতএব আইস,আমি এখন তোমাকে মন্ত্রণ দি ; তাহাতে তুমি আপন প্রাণ ও আপিন পুত্ৰ সুলেমানের প্রাণ রক্ষা করিবা। তুমি প্রস্থান করিয়া দায়ূদ্র রাজের নিকটে যাইয় তাহাকে কহ, হে আমার প্রভো রাজন, আমার পরে তোমার পুত্র সুলেমান অবশ্য রাজতন্ত্ৰ করিবে ও আমার সিংহাসনোপবিষ্ট হইবে, এই কথা কহিয়া কি আপন দাসীর কাছে আপনি দিব্য করেন নাই ? তবে আদোনিয় কেন রাজতল করিতেছে ? এবং দেখ, তোমার এই কথোপকথন সময়ে আমি তোমার পশ্চাদ যাইয়। রাজার কাছে তোমার কথা স্থির * করিব। পরে বংশেবা গর্ভগৃহমধ্যে রাজার নিকটে গেল ; রাজা অতি বৃদ্ধ ছিল, এবং শূনেমীয়া অবশগ রাজার সেবা করিতেছিল। তখন বংশেবা দণ্ডবৎ হইয়া রাজাকে প্রণাম করিল ; তাহাতে রাজা জিজ্ঞাসিল, তোমার ইচ্ছা কি 1 ? তাহাতে সে কহিল, হে আমার প্রভো, * আমার পরে তোমার পুত্র সুলেমান অবশ্য রাজতত্ব করিবে ও আমার সিংহাসনোপবিষ্ট হইবে, এই কথা কহিয়া আপনি কি আপন প্রভু পরমেশ্বরের নাম লইয়া আপন দাসীর কাছে দিব্য করেন নাই ? কিন্তু ১৮ দেখ, এখন আদোনিয় রাজতন্ত্ৰ করিতেছে ; হে আমার প্রভো রাজন, আপনি ইহা জানেন না ? সে অনেক বলদ ও পুষ্ট পশু ও মেষ বধ করিল, ও সমস্ত রাজপুত্রকে ও অবিয়াথর যাজককে ও সেনাপতি যোয়াবকে নিমন্ত্রণ করিল, কিন্তু আপনকার দাস সুলেমানকে নিমস্ত্ৰণ করিল না। এখন হে আমার প্রভো রাজন,আপনকার পদে আমার প্রভু রাজার সিংহাসনে কে উপবিষ্ট হইবে,এই কথা আপনকার কথনাপেক্ষায় ইসুারেলের সমস্ত বংশের দৃষ্টি আপনকার প্রতি আছে। তুমি যদি তাহ না কহ, তবে আমার প্রভূ রাজা পিতৃ- ২১ লোকদের মত মহানিদ্রিত হইলে আমি ও আমার পুত্ৰ সুলেমান দোষীকৃত ; হইব। > > [১ অব্য ; ৩] D BBSBBS LS BSS SBBSS SBBSS S S S শি ২৪ ; ১৩,২৫ il—[»] > zti e ; t S BB BSBS S B S0S00 LSBB DDS SSS S LLSSS SDDS

  • (ইবু) পূর্ণ। I (ইক্স) তোমার কি ? : (ব) অপরাধী।

317