পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ペ)〉レー ২২ বাজার সহিত তাহার এই রূপ কথোপকথন হই২৩ তেছে, ইতিমধ্যে নাথন ভবিষ্যদ্বক্তা আইল। তাহাতে কেহ রাজাকে কহিল, নাথন ভবিষ্যদ্বক্তা উপস্থিত আছে ; পরে নাথন রাজার সম্মুখে আসিয়া ভূমিষ্ট হটয়া রাজাকে প্রণাম করিয়া এই কথা কহিল, হে আমার প্রভো রাজন, আমার পরে অদোনির রাজতন্ত্র করিবে ও আমার সিংহাসনোপলিষ্ট হইবে, অাপনি কি এমত কথা কহিলেন ? কেননা সে অদ্যই যাইয়া বিস্তুর গবাদি পুষ্ট পশুদিগকে ও মেষদিগকে বধ করিয়া সমস্ত রাজপুত্রকে ও সেনাপতিদিগকে ও অবিয়াথর যাজককে নিমন্ত্রণ করিল ; এবং দেখ, তাহারা তাহার সাক্ষাতে ভোজন পান করিয়া, আদোনিয় রাজা চিরজীবী হউন, এই কথা কহে। কিন্তু আপনকার দাস যে আমি আমাকে ও সাদোক যাজককে ও যিহোয়াদার পুত্ৰ বিনায়কে ও আপনকার দাস সূলেমানকে সে নিমন্ত্রণ করিল না। আমার প্রভূ রাজার পরে কে আপনকার সিংহাসনোপবিষ্ট হইবে, তাহা আপন দাসকে জ্ঞাত না করিয়া আমার প্রভূ রাজ কি এই কর্ম করিলেন ? তাহাতে রাজা উত্তর করিল, বংশেবাকে আমার নিকটে ডাকিয়া আন ; পরে সে রাজার নিকটে আসিয়া তাহার সম্মুখে দণ্ডায়মান হইলে, রাজা এই দিব্য করিয়া কহিল, সৰ্ব্বপ্রকার ক্লেশহইতে আমার প্রাণ রক্ষাকারি পরমেশ্বর যদি অমর হন, তবে আমার পরে তোমার পুত্র সুলেমান অবশ্য রাজতন্ত্ৰ করিবে, ও অামার পদে আমার সিংহাসনোপবিষ্ট হইবে, তোমার নিকটে ইস্রায়েলের প্রভু পরমেশ্বরের নাম লইয়া এই যে রূপ দিব্য করিয়াছি, অদ্যই তাহ পালন করিব । তখন বংশেবা ভূমিষ্ঠ হইয়া রাজাকে প্রণাম করিয়া কহিল, আমার প্রভূ দায়দরাজ চিরজীবী হউন । পরে দায়দরাজ কহিল, সাদোক যাজককে ও নাথন ভবিষ্যদ্বক্তাকে ও যিহোয়াদার পুত্র বিনায়কে অামার কাছে ডাকিয়া অান ; পরে তাহার রাজার নিকটে আইলে রাজা তাহাদিগকে কহিল, তোমরা আপন প্রভূর সেবকগণকে সঙ্গে লইয়া আমার পুত্ৰ সুলেমানকে আমার শ্রেষ্ঠ অশ্বতরে আরোহণ করাইয়া তাহাকে গীহোনে লইয়া যাও। সেই স্থানে সাদোক যাজক ও নাথন ভবিষ্যদ্বক্তা ইসুয়েলের উপরে তা হাকে রাজ্যাভিষিক্ত করুক, এবং তোমরা সকলে তুরী বাজাইরা, সুলেমানরাজ চিরজীবী হউন ? এই কথা কহ। পরে আমার সিংহাসনোপবিষ্ট হইতে তাহার আগমন কালে তোমরা তাহার পশ্যাৎ ২ আসিবা, কেননা সে আমার পদে রাজা হইবে ; আমি ইস্রায়েলের ও যিহুদার উপরে রাজতন্ত্ৰ করিতে তাহাকে x 8 象鲁 象擎

o ও ই రి ১ রাজাবলি । [১ অধ্যায়। নিরূপণ করিলাম। তাহাতে বিহোয়াদার পুত্ৰ বিনায় ৩৪ রাজাকে কহিল, তাহাই হউক, আমার প্রভূ রাজার প্রভ পরমেশ্বর ও তাঁহাই কচ্ছন। যেমন পরমেশ্বর ৩৭ আমার প্রভূ রাজার সহবন্তী, তদ্রুপ সুলেমানেরও সহবন্তী হউন, এবং আমার প্রভু দায়ুদ রাজের সি২হাসনহইতে তাহার সিংহাসন বড় করুন। অপর ৩৮ সাদোক যাজক ও নাথন ভবিষ্যদ্বক্তা ও মিহোরাদার পুত্র বিনায় ও কিরেথীয়েরা ও পিলের্থীয়েরা যাইয়া দায়ূদ্র রাজের অশ্বতরের উপরে সুলেমানকে আরোহণ করাইয়া গীহোনে তাহাকে আনিলে সাদোক যাজক ও ২ পবিত্রাবাসের মধ্যহইতে শৃঙ্গনির্মিত তৈল পূর্ণ এক পাত্ৰ লইয়া সুলেমানের অভিষেক করিল ; পরে তুরী বাজাইলে তাবৎ লোক কহিল, ‘সুলেমান রাজা চিরজীবী হউন।” এবং সমস্ত লোক তাহার পশ্চাৎ ২ ৪ • আইল, এবথ তাহারা মহানন্দে ও উল্লাসে এমত বাদ্য করিল, যে তাহার শব্দে পৃথিবী বিদীর্ণ হইল। পরে অদোনিয় ও তাহার সঙ্গি নিমন্ত্রিত লোকেরা ৪ x ভোজন পান সাঙ্গ করিবামাত্র সেই তুরীধ্বনি শুনিল, এবং যোয়াব তুরীধ্বনি শুনিয়া কহিল, আদ্য নগরে এত কলরব কেন হইতেছে ? এই কথা কহিতেছে, এমত ই ই সময়ে অবিয়াথর যাজকের পুত্ৰ যোনাথন আইলে অদোনিয় তাহাকে কহিল, নিকটে আইস,তুমি উপযুক্ত লোক, সুসমাচার অনিয়া থাকিবা। তখন যোনাথন ও অদোনিয়কে কহিল, সত্য আমাদের প্রভূ দায়ুদ্ররাজ সুলেমানকে রাজস্বপদে নিযুক্ত করিলেন। রাজা ৪৪ সাদোক যাজককে ও নাথন ভবিষ্যদ্বক্তাকে ও যিহোরাদার পুত্ৰ বিনায়কে এবং কিরেথীয়দিগকে ও পিলেথীয়দিগকে তাহার সঙ্গে প্রেরণ করিলেন ; তাহাতে তাহারা তাহাকে রাজার অশ্বতরে অারোহণ করাইলে সাদোক যাজক ও নাথন ভবিষ্যদ্বক্তা ৪৭ তাহাকে গীহোনে রাজ্যাভিষিক্ত করিল, এবং তা হারা তথাহইতে এমত আনন্দ করিতে ২ আইল, তাহার শব্দে সকল নগর পরিপূর্ণ হইল ; তোমরা এখন যে শব্দ শুনিলা, সে সেই শব্দ। এখন সুলেমান রাজকীয় ** সিংহাসনে বসিতেছে। এবং রাজ ভূতগণ আমাদের * । প্রভু দায়ুদ রাজকে এই কথা কহিয়া আশীৰ্ব্বাদ করিল, ঈশ্বর তোমার নামহইতে সুলেমানের নাম বৃদ্ধি করুন, ও তোমার সিংহাসনহইতে তাহার সিংহাসন বৃদ্ধি করুন; তাহাতে রাজা শয্যাতে থাকিয়া নমস্কার করিল। এবং রাজাও এই কথা কহিল, আমার দৃষ্টি গোচরে ৪৮ আমার সিংহাসনোপবিষ্ট হইতে এক পুত্রকে দিয়াছেন যে ইস্রায়েলের প্রভু পরমেশ্বর, তিনি ধন্য। তাঁহাতে s = অদোনিয়ের সঙ্গি নিমন্ত্রিত লোকেরা ভীত হইয়া প্রত্যেক জন উঠিয় আপন ২ স্থানে চলিয়া গেল । ggS KS0S S B S S B S S B S S BS BBS A SttSBAAA AAASS S SAASSSSSS BBSBBS B B CSS 0SSS SDDSAAAAAA AAAASS S B S SSSS DD LS0S0S S B S ttS ttS 3.18 [৪৮] ১ বৎ ২৯ ; ১৯-২২ ৷৷