পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ অনুগ্রহ ও সত্যাচরণ করিতে নিবৃত্ত হন নাই ; এবং পরমেশ্বর আমাকেও যাত্রাদ্বারা আমার প্রভুর জ্ঞাতির গৃহেতে আনিলেন। অপর সেই কন্যা দৌড়িয়া গিয়া আপন মাতার গৃহের ২১ লোকদিগকে ঐ কথা জানাইল । লাবন নামে রিস্কার এক ভুতি ছিল; সে বাহিরে কুপে ঐ মনুষ্যের নিকটে ৩° দৌড়িয়া গেল। এবং এই পুরুষ আমাকে অমুক কথা কহিল, আপন ভগিনী রিস্কার প্রমুখাৎ ইহা শুনিয়া, ভগিনীর নথ ও হস্তে বালা দেখিয়া সেই পুরুষের নিকটে গিয়া কূপের সমীপে উষ্টদের সহিত তাহাকে ৩১ দাড়াইয়া থাকিতে দেখিয়া কহিল, হে পরমেশ্বরের অনুগৃহীত লোক, তুমি বাহিরে দাড়াইতেছ কেন? ঘরে তাইস, ঘর প্রস্তুত আছে,এবং ডষ্ট্রদেরও স্থান আছে। ৩২ তাহাতে ঐ মনুষ্য ঘরে গেলে সে তাহার উটুদের সজ্জা খুলিয়া তাহাদিগকে পোয়াল ও কলাই দিয় তাহার ও ৩৩ তৎসঙ্গি লোকদের পাদ প্রক্ষালনার্থে জল দিল। এবং তাহার সম্মুখে ভোজনের অন্ন স্থাপিত হইলে সে কহিল, বক্তব্য কথা না বলিয়া আমি ভোজন করিব না। তাহাতে ৩৪ লাবন কহিল, কহ । তখন সে কহিতে লাগিল, আমি ৩৫ ইব্রাহীমের ভূত্য ; পরমেশ্বরের মহাশীৰ্ব্বাদে আমার প্রভু বড় মানুষ হইলেন, এবং পরমেশ্বর তাছাকে পাল ২ মেষ ও গবাদি এবং উষ্ট ও গৰ্দ্দভ এবথ রৌপ্য ৩৬ ও স্বর্ণ এবথ দাস ও দাসী দিয়াছেন । এবং আমার প্রভূর স্ত্রী সারা বৃদ্ধাবস্থাতে তাহার জন্যে এক পুত্র প্রসব ৩৭ করিলে সে তাহাকে আপন সৰ্ব্বস্ব সমপণ করিল। এবথ আমার প্রভু আমাকে এই দিব্য করাইয়া কহিলেন, তুমি আমার পুত্রের বিবাহের জন্যে আমার এখানকার বাসস্থান কিনান দেশীয়দের কোন কন্যাকে না লইয়। ৩৮ আমার পৈতৃক বাটীতে জ্ঞাতিদের নিকটে গিয়া আমার ৩৯ পুত্রের জন্যে কন্যা অনিও। তাহাতে আমি প্রভুকে কহিলাম, যদি কোন কন্যা আমার সঙ্গে না আইসে ? ৪০ তাহাতে তিনি কহিলেন, আমি যে পরমেশ্বরের সাক্ষাতে যাতায়াত করি, তিনি তোমার সঙ্গে আপন দূত পাঠাইয়া তোমার যাত্র সফল করিবেন। তাহাঁতে তুমি আমার পৈতৃক বাটীর জ্ঞাতিদের হইতে আমার পুত্রের জন্যে কন্যা অনিবা । আর তাহারা যদি কন্যা না দেয়, তবে দিব্যহইতে মুক্ত হইবা ; আমার জ্ঞাতিদের ৪২ নিকটে গেলেই তুমি দিব্যহইতে মুক্ত হইব। অতএব অদ্য আমি কূপের নিকটে আসিয়া এই প্রাথনা করিলাম, হে আমার স্বামি ইব্রাহীমের প্রভূ পরমেশ্বর, ৪৩ যদি আমার কৃত যাত্র সফল কর, তবে দেখ, আমি এখন এই সজল কুপের নিকটে দাড়াইয়া থাকিতে ২ যে কন্যা জল তুলিতে আইসে, তোমার কলশ হইতে আমাকে কিঞ্চিৎ জল পান করিতে দেও, এই কথা আমি ৪ বিনয় করির তাহাকে কহিলে সে যদি বলে, পান কর, R bo আদিপুস্তক। [২৪ অধ্যায় ! এবং তোমার উটুদের জন্যেও জল তুলিয়া দিব ; তবে যে কন্যাকে পরমেশ্বর আমার প্রভুর পুত্রের জন্যে নিযুক্ত করিয়াছেন, সে সেই হউক। এই কথা আপন ৪৫ মনে ভাবিতেছিলাম,ইতিমধ্যে রিস্কা স্কন্ধে কলশ লইয়া বাহিরে আইল, এবং সে কুপে নামিয়া জল তুলিলে আমি কহিলাম, বিনয় করি,আমাকে জল পান করাও। তাহাতে সে শীঘু স্কন্ধহইতে কলশ নামাইয়া কহিল, ৪৬ পান কর,এবথ তোমার উষ্ট্রদিগকেও পান করিতে দিব। তখন আমি পান করিলে পর সে উক্ট্রগণকেও পান করাইল। পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, তুমি ? কাহার কন্যা ? তাহাতে সে উত্তর করিল, নাহোরের ঔরসে মিলকার গর্ভজাত যে বিগুয়েল, আমি তাহার কন্যা । তখন তাহার নাসিকাতে নথ ও হস্তে বালা পরাইলাম। এবং যিনি তাহার পুত্রের জন্যে ভুতার কন্যা গ্রহণ করিতে আমাকে প্রকৃত পথে লইয়া গেলেন, আমি ভূমিষ্ঠ হইয়া,আমার স্বামি ইব্রাহীমের সেই প্রভু ** পরমেশ্বরকে প্রণাম করিয়া ভজনা ও ধন্যবাদ করিলাম। অতএব তোমরা যদি এখন যথার্থ রূপে আমার প্রভূর ৪৯ প্রতি অনুগ্রহ কর, তবে তাহা বল; আর যদি না কর, তাহাও বল;তাহাতে আমি দক্ষিণে কিম্বা বামেতে যাইব। তখন লাবন ও বিগুয়েল উত্তর করিল, পরমেশ্বরহইতে “ এই ঘটনা হইল,ইহাতে আমরা ভাল মন্দ কিছুই বলিতে পারি না । দেখ, ঐ রিকে তোমার সম্মুখে উপস্থিত ৫ : আছে ; উহাকে লইয়া প্রস্থান কর । তাহাতে পরমেশ্বরের বাক্যানুসারে সে তোমার প্রভুর পুত্রের ভাষ্য হউক। তখন ইব্রাহীমের ভূত্য তাহদের এই কথা শুনিয়া ভূমিষ্ঠ ** হইয়া পরমেশ্বরকে প্রণাম করিল। এবং ভূত্য রূপার ও ও সুবর্ণের পাত্র ও বস্ত্র বাহির করিয়া রিবকাকে দিল, এবং তাহার ভাতাকে ও মাতাকেও বহুমূল্য দ্রব্য দিল । পরে সে ও তাহার সঙ্গিগণ ভোজন পান করিয়া ৫ ° রাত্রিতে তথায় বাস করিল। অনন্তর তাহারা প্রাতঃকালে উfলে সেই ভূত্য বহিল, ৫৪ আমার প্রভূর নিকটে যাইতে আমাকে বিদায় কর। তাহাতে রিস্কার ভাতা ও মাত কহিল, এই কন্য আমাদের নিকটে কিছু দিন * থাকুক, একান্তপক্ষে দশ দিন f থাকুক, পরে সে যাইবে। কিন্তু সে তাহাদিগকে ৫ ও কহিল, আমাকে বিলম্ব করাইও না, কেননা পরমেশ্বর আমার যাত্র সফল করিলেন, এখন প্রভুর নিকটে যাইতে আমাকে বিদায় কর । তাহাতে তাহারা বহিল, ও । আমরা কন্যাকে ডাকিয় তাহার সম্মুখে ভিজ্ঞাসা করি। পরে তাহারা রিবকাকে ডাকিয়া কহিল, তুমি কি ৭৮ এই মনুষ্যের সহিত যাইবা ? তাহাতে সে কহিল, যাইব । তখন তাহারা রিবকা ভগিনীকে ও তাহার ভs ধাত্রীকে ও ইব্রাহীমের ভূতকে ও তাহার লোকদিগকে বিদায় করিয়া রিস্কাকে এই আশীৰ্ব্বাদ করিল, তুমি ৫৭ S B BBS SS SLSS0S D 00S DD LS S B BBS SSAS SSAS ১ it—[৫০] ৩১; ২৪ t—[৫২] প ২৭ t!

  • (ব) এক বৎসর ৭ (বন) দশ মাস ৷