পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N○○の o সুলেমান পরমেশ্বরের মন্দির ও রাজমন্দির ও আপিন ইচ্ছামত যে সকল কর্ম করিতে বাঞ্ছা করিল, তাহা ২ সমাপ্ত করিলে, পরমেশ্বর যেমন গিলিয়োনে দৰ্শন দিয়াছিলেন, তদ্রুপ সুলেমানকে দ্বিতীয় বার দর্শন ও দিলেন । এবং পরমেশ্বর তাহাকে কহিলেন, তুমি অামার সাক্ষাতে ষে ২ প্রাথন ও নিবেদন করিলা, তাহা অামি শুনিলাম ; এবথ অামার নাম সেখানে নিত্যস্থায় হইবার জন্যে তুমি যে মন্দির নির্মাণ করাইয়াছ, সেই মন্দির পবিত্র করিলাম, এবং সেই স্থানের প্রতি সৰ্ব্বদা আমার চক্ষুঃ ও মন থাকিবে । এবং আমি তোমাকে যে ২ আজ্ঞা দিয়াছি, তদনুসারে আচরণ করিতে সমস্ত মনে ও সরলতাতে যদি তোমার পিতা দায়ুদের ন্যায় আমার সাক্ষাতে আচরণ কর এবং আমার বিধি ও ব্যবস্থা পালন কর; তবে ই সুয়েলের সিংহাসনোপবিষ্ট হইতে তোমার বংশে মনুষ্যের অভাব হইবে না, এই যে কথা কহিয়া তোমার পিতা দাসুদের কাছে প্রতিজ্ঞা করিয়াছি, তদনুসারে আমি ইস্রায়েলের মধ্যে তোমার রাজসিংহাসন স্থির করিব। কিন্তু যদি তোমরা, অর্থাৎ তোমরা ও তোমাদের বখশ কোন ক্রমে আমার পশ্চাৎহইতে ফির ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার আজ্ঞা ও বিধি পালন না কর, কিন্তু যাইয়া অন্য দেবগণের সেবা ও আরাধনা কর, তবে আমি ইদ্রায়েল বংশকে যে দেশ দিয়াছি, তাহা হইতে তাহাদিগকে উচ্ছিন্ন করিব, এবং আপন নামের জন্যে এই ষে মন্দির পবিত্র করিলাম, ইহা আপন দৃষ্টিহইতে দূর করিব, এবং তাবৎ লোকদের মধ্যে ইসুয়েল লোক দৃষ্টান্ত ও উপকথাস্বরূপ হইবে। তাহাতে যখন লোকেরা এই উচ্চ মন্দিরের নিকট দিয়া গমন করিবে, তখন চমৎকৃত হইয়া ও শিশ দিয়া, এই দেশ ও মন্দিরের প্রতি পরমেশ্বর এমত দুৰ্দ্দশা ৯ কেন ঘটাইলেন ?’ ইহা জিজ্ঞাসা করিবে ; তাহাতে লোকের উত্তর করবে, এই লোকদের পূৰ্ব্বপুরুষদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিলেন যে তাহাদের প্রভূ পরমেশ্বর, তাহাকে ত্যাগ করিয়া তাহারা দেবগণের আশ্রয় লইয়া তাহাদের ভজন ও সেবা করিল, এই জন্যে পরমেশ্বর তাহাদের প্রতি এই সকল অমজল করিয়াছেন । সুলেমান দুই গৃহ, অর্থাৎ পরমেশ্বরের মন্দির ও রাজবাটী বিংশতি বৎসর পর্যন্ত নির্মাণ করাইলে o

ly o ১ রাজাবলি । [৯ অধ্যায়। সোরের রাজা হীরম সুলেমানের ইচ্ছানুসারে এরস ** বৃক্ষ ও দেবদারু বৃক্ষ ও স্বর্ণ যোগাইয়া দিল । পরে সুলেমান হীরম রাজকে গালীল দেশস্থ বিংশতি নগর দিল। কিন্তু হীরম সুলেমানের দত্ত নগর দে- ১২ খিতে সোর হইতে আইলে তাহ তাহার তুষ্টিজনক * হইল না। তাহাতে সে কহিল, হে আমার ভাতঃ, এই • কেমন নগর আমাকে দিলা ? একারণ সে দেশের নাম কাবুল (অতুষ্টিকর) রাখিল ; আদ্যপি তাহার সেই নাম আছে। হীরম এক শত বিংশতি কিকঙ্কর স্বর্ণ ১৪ রাজাকে পাঠাইয়া দিয়াছিল। আর সুলেমান পরমেশ্বরের মন্দির ও আপনার বার্ট ১৭ ও মিল্লো ও ঘিরশালমের প্রাচীর ও হাৎসোর ও মাগিদে ও গেষরের নির্মাণ করিবার কারণ এক বিশেষ করের নিরূপণ করিল। মিসরের রাজ; ফিরেীণ • সেই গেষর হস্তগত করিয়া অগ্নিতে দগ্ধ করিয়াছিল,ও নগরবাসি কিনানীয়দিগকে বধ করিয়া তাহা আপন কন্যা সুলেমানের ভাৰ্য্যাকে দিয়াছিল। অতএব সুলে- ** মান গেষর ও অধঃস্থিত বৈথোরোণ ; এবং বালৎ, ও ৮ আপন দেশের প্রান্তরে তদ্‌মোর নির্মাণ করিল। এই ** রূপে সুলেমান আপন ইচ্ছানুসারে বিরুশালমে ও লিবানোনে ও তাহার অধিকার দেশের সর্বত্র অাপন কোষনগর ও রথীনগর ও অস্বারাঢ়দের জন্যে নগর নির্মাণ করিল। ই সুয়েল বখশ ভিন্ন দেশে অবশিষ্ট ইমোরীয় ও • হিন্তীয় ও পিরিষীয় ও হিন্দ্রীয় ও মিবুর্ষীয়দের যে বংশদিগকে ইসুয়েল বংশ নিঃশেষে বিনষ্ট করিতে ২১ পারিল না, তাহাদের হইতে দাসতত্ব কর্ম করিতে সুলেমান অদ্যকার ন্যায় এক দল গ্রহণ করিল ; কিন্তু সুলেমান ইস্রায়েল বংশের মধ্যে কাহাকেও ২২ দাস করিল না ; তাহাদিগকে যোদ্ধা ও অনুচর ও অধ্যক্ষ ও সেনাপতি ও সারথি ও অশ্বারূঢ় করিল। সুলেমানের কর্মে নিযুক্ত পাঁচ শত পঞ্চাশ জন ও প্রধান অধ্যক্ষ ছিল ; তাহার কর্মকারিদের উপরে কর্তৃক্তত্ব করিল। পরে ফিরেীণের কন্যা সুলেমানের কৃত বাটীতে দায়ুদ । নগরহইতে আইলে সুলেমান মিল্লো নির্মাণ করিল। আর সুলেমান পরমেশ্বরের জন্যে আপিন নির্মিত ২ ৰ হোমবেদির উপরে বৎসরের মধ্যে তিন বার হোমবলি ও মঙ্গলথিক বলি উৎসগ করিত, এবং পরমে கு S BBSBSS00 BSBSS00S DD LSS DS DDS S0S SS0LSS LSS0SS AAAA LS S T aSB SSS0SS DD LS00 D DDS SS0S AAA AAA S0 S AAAAA AAAS S AAAA S AAA S AAAA S L SB BS DDSDJ BB DDSJS LSSSBSSS SSSS AAA S S B S S S S S S S S AAAA S [১৩] যি ১৯ ; ২৭ । ২ ব’ ৮ ; ২ –[১৫] ১ র ৪ ; ৩ ৫ : AAAA SAS S S B S S B S S B BS SS000S SSS JSSS D BBS AAAASS00 BB BBSBSS BB BBS 000SS BBS BBS BBS L SBBB SAS BBBS BBSBBS BB BBB S ১৯,২১,২৭-৩৬ –[২৪] ২ বঙ্গ ৮, ১১ I ১ রী ৭, ৮ । প ১৭ ৷৷ [২৫] ২ ব° ৮ ; ১২, ১৩ । ১ র ৮ ; ৬৪ । ৬ ; ২২ ৷৷ 330

  • (ইব্রু) দৃঞ্চিতে ভাল।