পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"రిల్చి সুলেমান রাজা পৃথিবীস্থ অন্য সকল রাজাহইতে প্রধান হইল। ঈশ্বর সুলেমানকে যে রূপ জ্ঞান দিলেন, তাহার সেই জ্ঞানের কথা শ্রবণ করিতে তবিদেশীয় লোক ২• তাহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিল। এবথ প্রত্যেক জন বৎসরে ২ আপন ২ উপঢৌকন, অর্থাৎ রূপ্যময় ও স্বর্ণময় পাত্র ও বস্ত্র ও অন্ত্র ও সুগন্ধি দুব্য ও অশ্ব ও অশ্বতরদিগকে আনিল । পরে সুলেমান রথ ও অল্পরিট লোকদের সxগ্রহ করিল ; তাহাতে সে এক সহস্ৰ চারিশত রথ ও বারো সহস্ৰ অস্বারূঢ় রথনগরে ও যিরশালমে আপনার ২৭ নিকটে রাখিল । রাজা ঘিরশালমে বাহুল্য প্রযুক্ত রূপ্যকে প্রস্তরের ন্যায় ও এরস বৃক্ষকে প্রান্তরস্থ ২৮ ডুমুর বৃক্ষের ন্যায় সাধারণ করিল। এবং রাজা মিসর হইতে অশ্বগণ আনাইলে তাহার বণিক সমূহ ২১ বিশেষ মূল্য দিয়া সকল ক্রয় করিল। এবং মিসর হইতে আগত ও আনীত এক রথের মূল্য ছয় শত রূপত টাকা, ও এক অশ্বের মূল্য এক শত পঞ্চাশ টাকা। এই প্রকারে তাহারা হিন্তীয়দের ও ইমোরীয় রাজাদের জন্যে অনিল । ১১ অধ্যায় । ১ স্ত্ৰীঃপদ্ধণয়। সুলেযানের দেবপূজা করণ, ৯ ও তাহার পুতি পরমেশ্বরের অনুযোগ, ১৪ ও তাঁহার শত্ৰু হদদের কয়, ২৩ ও তাহার শত্রু রিষেণনের কথা, ২৬ ও তাহীর শতু যারবিয়ামের কথা, ৪১ ও সুলেযানের মৃত্যুর কথা । সুলেমান রাজা ফিরেীণের কন্যা ব্যতিরেকে অনেক বিদেশীয় স্ত্রীতে প্রেম করিল, অর্থাৎ মোয়াবীয় ও অন্মোনীয় ও ইদোমীয়া ও সীদোনীয়া ও হিন্তীয়া ২ প্রভূতি, যে দেশীয়দের বিষয়ে পরমেশ্বর ইসুয়েল বংশকে কহিয়াছিলেন, তোমরা তাহাদের মধ্যে যাইও না, এবং তাহাদিগকে আপনাদের মধ্যে অাসিতে দিও না, কেননা তাহারা অবশ্য আপনাদের দেবগণের প্রতি তোমাদের মনকে বিপথগামি করিবে, ৩ তাহাদের সহিত সুলেমান প্রেমাসক্ত হইল। তাহার সাত শত স্ত্রী রাণী হইল, ও তিন শত উপপতনী ; তাহাতে সেই স্ত্রীগণ তাহার মনকে বিপথগামি করিল। ৪ তাহার স্ত্রীগণ বৃদ্ধাবস্থাতে তাহার মনকে অন্য দেবগণের প্রতি বিপথগামি করিলে তাহার পিতা দায়ুদের অন্তঃকরণ যেমন সৰ্ব্বতোভাবে আপন প্রভু পরa মেশ্বরের প্রতি ছিল, তাহার তদ্রুপ থাকিল না । কিন্তু সুলেমান সীদোনীর অস্তারোৎ দেবীদের ও অন্মোনীয়দের মিলকমের ঘৃণাহ দেবের পশ্চাদগামী হইল। * এই রূপে সুলেমান পরমেশ্বরের দৃষ্টিতে পাপ x 8 3. * ১ রাজাবলি । [১১ অধ্যায়। করিল; আপন পিতা দায়দের ন্যায় সৰ্ব্বতোভাবে পরমেশ্বরের পশ্চাদগামী হইল না। সেই সময়ে সুলেমান যিরশালমের সম্মুখস্থ পৰ্ব্বতে মোয়াবের মোলক নামে ঘৃণাহু দেবের জন্যে বেদি নির্মাণ করিল। এই রূপে তাহার বিদেশীয় যে স্ত্রীগণ আপন দেবের উদ্দেশে ধূপ ডালাইত ও বলিদান করিত, তাহাদের সকলের জন্যে সেও তদ্রুপ করিল। যে পরমেশ্বর সুলেমানকে দুই বার দর্শন দিয়াছিলেন, এবং অন্য দেবের পশ্চাদগমনে তাহাকে নিষেধ করিয়াছিলেন, সেই ইস্রায়েলের প্রভূ পরমেশ্বর হইতে সে মন ফিরাইল, এবং পরমেশ্বরের দত্ত আজ্ঞা পালন করিল না, এই জন্যে পরমেশ্বর তাহার প্রতি ক্রুদ্ধ হইলেন। এবং পরমেশ্বর সুলেমানকে কহিলেন, আমি যে আজ্ঞা ও বিধি তোমাকে দিলাম, তাহ। তুমি পালন করিলা না ; তোমার এই মত আচরণ হওয়াতে আমি অবশ্য তোমাহইতে রাজ্য হরণ করিয়া তোমার দাসকে দিব। কিন্তু আমার দাস দায়ুদের অনু রোধে তোমার বর্তমানে তাহাকরিব না; তোমার পুত্রের হস্তহইতে তাহা কাড়িয়া লইব। সকল রাজ্য কাড়িয়া লইব না ; আপন দাস দায়ুদের ও আপন মনোনীত যিরশালমের জন্যে তোমার পুত্রকে এক বংশ দিব। পরে পরমেশ্বর ইদোম দেশে ইদোমীয় হদদ নামক এক ব্যক্তির সহিত সুলেমানের শত্ৰুত জন্মাইলেন। কেননা দায়ূদের ইদোমে থাকন সময়ে যোয়াব সেনাপতি ইদোমের সকল পুরুষদিগকে আঘাত করিয়া মৃতদিগকে কবর দিতে গেল। যাবৎ ইদোমের সকল পুরুষ ও উচ্ছিন্ন না হইল, তাবৎ যোয়াব ইসুয়েলের সমস্তু বংশের সহিত ছয় মাস পর্য্যন্ত ইদোমে থাকিল। কিন্তু ১৭ হদদূ ও তাহার পিতার ইদোমীয় কএক দাস তাহার সহিত মিসরে পলায়ন করিল, তখন হদদ ক্ষুদ্র বালক ছিল । এবং তাহারা মিদিয়নহইতে যাইয়া পারণে ১৮ গেল ; পরে পার ৭হইতে লোকদিগকে সঙ্গে লইয়। মিসরে ফিরেীণ রাজের নিকটে উপস্থিত হইল ; তাহাতে ফিরেীণ তাহাকে এক বাটী ও তাহার আহারার্থে বৃত্তি ও ভূমি নিরূপণ করিয়া দিল। পরে হদদ ফিরেীণের ম সাক্ষাতে অতিশয় অনুগ্রহ পাইলে, ফিরেীণ অাপন ভাৰ্য্যা তহপিনেষ রাণীর ভগিনীর সহিত তাহার বিবাহ দিল। অপর তহপিনেষের ভগিনী গিনুবৎ নামে এক ২• পুত্র প্রসব করিলে তহপিনেষ ফিরোণের গৃহে তাহার স্তন্যপান ত্যাগ করাইল,এবং গিনুবৎ ফিরেীণের গৃহে ফিরোণের পুত্রদের মধ্যে থাকিল। পরে দায়ুদ আপন । পিতৃলোকদের সহিত শয়ন করিতেছে, ও যোয়াব সেনাপতি মৃত আছে,এই সমাচার হদদৃ মিসরে শুনিয়া S BBB S S B S SS00SS0 LS0S S B S S B S S S S D 00S00L SBBBBBSS BSBB BBSBBS B00 BBSBS S BBSS 0S0SK AAAA AAAS000S AAAA 0 BB BBSS ১৩ ।–[৯, ১০ ] ১ রা ৩ ; ৫, ১a S00S00S S LSS00S SMA DDSAASAAAS u—[১৩] ২ শি ৭; ১s, 332 ১৫ it—[১৫] ২ শি ৮ ; ১৪ t।