পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ অধ্যায় ] আমাদের ভগিনী,সহস্র ২ লোকের জননী হও; তোমার ৬ - বংশ আপন শত্ৰুগণের নগর অধিকার করুক। পরে রিবকা ও তাহার দাসীগণ উঠিয়া উষ্ট্রারোহণ করিয়া সেই মনুষ্যের পশ্চাৎ যাত্রা করিল। এই রূপে সেই ভূত্য রিস্কাকে লইয়া প্রস্থান করিল। অপর ইসহাক দক্ষিণ দেশে বাস করাতে বের লহয়২৩ রোয় নামক স্থানে উপস্থিত হইল। এবং সন্ধ্যাকালে ধ্যান * করিতে ক্ষেত্রে গেল। ইতিমধ্যে চক্ষু তুলিয়া ১ চাহিলে উষ্ট্রগণকে অসিতে দেখিল। এবং রিবক চক্ষু তুলিয়া ইসহাক্সকে দেখিয়া উটু হইতে নামিল ২৫ এবং ঐ ভূতকে জিজ্ঞাসা করিল, আমাদের সঙ্গে সাক্ষাৎ করিতে ক্ষেত্রের মধ্যে আদিতেছে, এই পুরুষ কে? তাহাতে ভূত্য কহিল, উনি আমার প্রভূ। অতএব রিব কী আবরক লইয়া আপনাকে আচ্ছাদন করিল। ৬৬ পরে সেই ভৃত্য ইসহাককে আপনকৃত কর্মের তাবৎ ৬৭ বিবরণ কহিল। তখন ইসহাক রিস্কাকে গ্রহণ করিয়া সারা মাতার তাম্বুতে লইয়া গিয়া তাহাকে বিবাহ করিল, এবং তাহার প্রতি প্রেম করিল। তাহাতে ইসহাক মাতৃমরণ শোকহইতে সাম্ভুনাযুক্ত হইল। ৫ অধ্যায় । ১ কিট্রাদ্ধার ইবুলিয়ের বংশাবলি ও তাছার মৃত্যু ও কবর দেওন, ১১ ইস্হাকের পুতি ঈশ্বরের আশীৰ্বাদ ১২ ও ইস্ত্রণয়েলের বংশীৰাল ও মৃত্যু ১৯ ও ইস্হtকের যযঅপূত্রের জন্ম ২৭ ও এম্বেীর ব্যবসায় কৰ্ম্ম ও জ্যেষ্ঠাধিকার বিক্রয় করণ। পরে ইব্রাহীম কিটুর নামনী অার এক স্ত্রীকে বিবাহ ২ করিলে তাহার গৰ্বে সিমুণ ও যক্ষন ও মিদান ও মিদিয়ন ও যিশৱক ও শূহ, এই সকল পুত্ৰ ভৰ্ম্মিল। ৩ এবং ঐ যক্ষনের ঔরসে শিব ও দিদন জন্মিল। এবং ঐ দিদনের পুত্র অঙ্গুরীয়দের ও লিটুশীয়দের ও লিনুীয়দের আদিপুরুষ ছিল। এবং মিদিয়নের পুত্র ঐফ ও এফর ও হনোক ও অবদ ও ইলদায়া, * এই সকল কিটুরার বংশ। পরে ইব্রাহীম ইসহাককে ৬ আপন সৰ্ব্বস্ব দিল, কিন্তু উপপতনীদের সন্তানদিগকে কিঞ্চিৎ ২ দিয়া আপনার জীবদ্দশাতেই ইস্হাকের নিকটহইতে তাহাদিগকে পুৰ্ব্বদিগস্থ পূৰ্ব্বদেশে থাকিতে বিদায় করিল। ইব্রাহীম এক শত পচাত্তর বৎসর ৮ আপন জীবৎকাল যাপন করিল। পরে বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া উত্তম বৃন্ধাবস্থাতে প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইল। অপর তাহার পুত্র ইসহাক ও ইস্মায়েল মন্ত্রীর পূৰ্ব্বে হেতীয় সোহরের পুত্র ইফুেণের ভূমিস্থিত মকপেল গুহাতে তাহার - . আদিপুস্তক l ২১ কবর দিল । কেননা ইব্রাহীম হেতীয় সন্তানদের কাছে - সেই ভূমি ক্রয় করিয়াছিল। ইব্রাহীমের ও তাহার ভাৰ্য্যা সারার কবর সেই স্থানে ছিল। ইব্রাহীমের মৃত্যু হইলে ঈশ্বর তাহর ইসহাক পুত্ৰকে • আশীৰ্ব্বাদ করিলেন ; তাহাতে ইসহাক বের লহয়রোয়ী নামক স্থানে বাস করিল। সারার দাসী মিসরীয় হাজিরার গৰ্বজ্ঞাত ইসমায়েল ১২ নামে ইব্রাহীমের যে পুত্র, তাহার বংশাবলি। নাম ১৩ ও জন্মানুসারে ইসমায়েলের সন্তানদের নাম এই। ইন্সমায়েলের জ্যেষ্ঠপুত্র নিবায়োৎ; পরে কেদব ও অদুবেল ও মিনস ও মিশম ও দূম ও মস ও হদর ও ১৪ তেমা ও ঘিট্রর ও নাফীশ ও কেদিমা, এই সকল ইস- ** মায়েলের পুত্র ও তাঁহাদের নামানুসারে তাঁহাদের ১ ও নগর ও গড় ছিল. এর তাহারা আপন ২ জাতনুসারে দ্বাদশ অধ্যক্ষ ছিল। পরে ইসলায়েল এক শত ১৭ সাঁইত্রিশ বৎসর বয়সের সময়ে প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইল। পরে তাহার ১৮ তাবৎ ভাতৃগণের পূর্বদিগে বাসানুসারে । তাহার সন্তানগণ হবালা ও মিসরের পূৰ্ব্বস্থিত শুর অবধি অগুরিয়ার দিগে বসতি করিল। ইব্রাহীমের পুত্র ইসহালের বংশাবলি। ইব্রাহীমের ১৯ পুত্র ইসহাক ঐ ইসহাক চল্লিশ বৎসর বয়ঃক্রমে ২০ আরামীয় লাবনের ভগিনী যে পন্দন-আরামস্থ বিগুয়েলের কন্যা রিবক, তাহাকে বিবাহ করিল। কিন্তু ২১ ঐ রিবন্ধ বন্ধ্যা হওয়াতে তাহার পুত্রার্থে ইসহাক, পরমেশ্বরের কাছে প্রার্থনা করিল। তাহাতে পরমেশ্বর তাহার প্রার্থনা শুনিলে তাহার স্ত্রী রিবক গৰ্ববর্তী হইল। পরে তাহার গৰ্ত্তমধ্যে পুত্ৰগণ ভড়াজড়ি করিলে, ২২ অামার এমন কেন হইল ? এরূপ কি হইয়া থাকে ইহা ভাবিয়া সে পরমেশ্বরের কাছে জিজ্ঞাসা করিতে গেল । তাহাতে পরমেশ্বর তাহাকে কহিলেন, তোমার গৰ্বে ২৩ দুই জাতি আছে, ও তোমার উদরহইতে দুই প্রকার লোক নিঃসৃত হইবে তাহার এক অন্যাপেক্ষা বলবান হইবে,ও জ্যেষ্ঠ কনিষ্ঠের সেবা করিবে। পরে প্রসবকাল ২৪ সম্পূর্ণ হইলে তাহার গৰ্ত্তহইতে যমজপুত্র জন্মিল। তাহার জ্যেষ্ঠ রক্তবর্ণ এবং সৰ্ব্বাঙ্গ লোমশ বস্ত্রের ন্যায় ২৫ ছিল । এই জন্যে তাহার নাম এষেী (লোম ব্যাপ্ত) রাখিল। কিঞ্চিৎ পরে তাহার পাদ মূল ধরিয়া তাহার ২৬ অনুজ ভূমিষ্ঠ হইল। অতএব তাহার নাম যাকুব (পদাপহারক) হইল। ইসহাকের ষষ্টি বৎসর বয়সের সময়ে এই যমজপুত্ৰ হইল। পরে বালকগণ বড় হইলে এযে মৃগয়াতে নিপুণ ২৭ LLS B BBB BS SSBSS00 LSLS YS S S SSS S LLS ই ১১, ৯ ৷৷ SB BBBS S BBB S S B S S B D S DD LS SBS S BBS BB LSK 00S il-[>•] «» ; li LLS SSS SSS SSS SBBSS S LSKSBBS BSBBSBS S B S S S S LLSSLS SSSS0SSS SS L [২০] ২৪ ; ৬৭ it—[২৩] রে ৯ ;১০-১৩ । যল ১ ; ২, ৩ ৷৷

  • (R) পুর্থনা । (ইবু) সে পরিল ও ।