পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ।] X রাজাবলি। পিতা যে পাপপথে ইস্রায়েল বংশকে প্রবৃত্তি দিল,সেই পাপপথে চলিল। পরে নাদব ও ইস্রায়েলের সমস্ত লোক গিবিথোন নগর অবরোধ করিতেছিল ; তাহাতে ইষাথর বংশীয় আহিয়ের পুত্র বাশা তাহার বিরুদ্ধে কুমন্ত্রণা করিয়া পিলেষ্টীয়দের গিৰ্ব্বিথোনের নিকটে ২৮ তাছাকে বধ করিল। যিহুদার আসা রাজের অধিকারের তৃতীয় বৎসরে বাশা নাদবকে বধ করিয়া তাহার পদে ২৯ রাজ্যাভিষিক্ত হইল। যারবিয়াম আপনি পাপ করিল ও ইস্রায়েল বংশকে পাপে প্রবৃত্ত করিল,এবং ক্ৰোধজনক কর্ম করিয়া ইসুয়েলের প্রভূ পরমেশ্বরকে ক্রুদ্ধ ও করিল, এই জন্যে বাশা রাজ্যাভিষিক্ত হইয়া যারবিয়ামের তাবৎ বংশকে উচ্ছিন্ন করিল, তাহার বংশের এক প্রাণিকেও অবশিষ্ট রাখিল না ; পরমেশ্বর শীলোনীয় আহিয়ের প্রমুখাং যে কথা কহিয়াছিলেন, তদনু৩১ সারে বিনষ্ট করিল। এই নাদবের অবশিষ্ট ক্রিয়া ও তাবৎ বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাসও পুস্তুকে লিখিত নাই ? আসা রাজা ও ইস্রায়েলের ও বাশা রাজা যাবজ্জীবন পরস্পর যুদ্ধ করিল। যিহুদার আসা রাজের অধিকারের তৃতীয় বৎসরে আহিয়ের পুত্র বাশা সমস্ত ইস্রায়েলের উপরে তিসাতে রাজতন্ত্র করতে আরম্ভ করিয়া চব্বিশ বৎসর পর্য্যন্ত রাজতন্ত্র ও • করিল। সে পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিল, এবং যারবিয়ামের পথে, অর্থাৎ যারবিয়াম ইস্রায়েল বংশকে যে পাপেতে প্রবৃত্তি দিল সেই পাপপথে চলিল । ১৩ অধ্যায় । ১ বাশার বিরুদ্ধে যেস্থর ভবিষ্যদ্বাক্য, ৮ ও সিসুির বিশ্বাসঘাতকতা, ১১ ও মৈন্থর ভবিষ্যদ্বাক্য সিদ্ধ করণ ১৫ ও অন্ত্রির রাজ্যাভিষিক্ত হওন ও সিফুির দক্ষ হওন ২১ ও অন্ত্রির দ্বার। তিস্থলির পর্যন্ত হsল ২৩ ও আহাদ্বার শোয়িরোণের পত্তন ও ভtহার করাজত্ব করণ ও মৃত্যু ২১ ও অন্ত্রির পুত্র আহণবের অভিষিক্ত হওন, ও কুরাজত্ব করণ, ৩ ৪ এ যিারীহেশর পুনৰ্বার পত্তন করণ পরে পরমেশ্বর বাশার বিরুদ্ধে হননির পুত্র যেহুকে এই কথা কহিলেন, আমি তোমাকে ধূলার মধ্যহইতে উঠাইয় আপন ইস্রায়েল লোকদের উপরে রাজা করি লাম, কিন্তু তুমি যারবিয়ামের পথে চলিয়া আমার ইসুয়েল লোকদের পাপদ্বারা আমাকে ক্রুদ্ধ করণার্থেতাহা ৩ দিগকে পাপেতে প্রবৃত্তি দিলা। অতএব দেখ, আমি বাশার বখশ ও তাহার সন্তানসন্ততির বংশ উচ্ছিন্ন করিব, নিবাটের পুত্র যার বিয়ামের বংশের ন্যায় তোমার বংশ করিব। বাশার যে প্রত্যেক লোক নগরে মরিবে, কুক্কুরেরা তাহাকে ভক্ষণ করিবে ; এবং যে জন প্রান্তরে মরিবে, শূন্যের পক্ষিগণ তাহাকে ভক্ষণ করিবে। এই শার অবশিষ্ট ক্রিয়া ও সমস্ত বিবরণ ও ক্ষমতা কি ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? পরে বাশা আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইয়া তিসাতে কবর প্রাপ্ত হইল, এবং তাহার পুত্র এল। তাহার পদে রাজা হইল। এই বাশ যারবিয়ামের ব^শের ন্যায় হওয়াতে ও তাহার নাশ করাতে আপন হস্তকুত বস্তুদ্বারা পরমেশ্বরকে ক্রুদ্ধ করিতে তাহার সাক্ষাতে পাপ করিল, এই জন্যে পরমেশ্বর হনানীর পুত্র যেহু ভবিষ্যদ্বক্তাদ্বারা বাশার ও তাহার বংশের বিরুদ্ধে ঐ কথা কছিলেন। অপর যিহুদার আসা রাজের ষড়বিংশতি বৎসরে বাশার পুত্র এল তির্মাতে ইস্রায়েলের উপরে রাজতন্ত্র করিতে আরম্ভ করিয়া দুই বৎসর পর্যন্ত রাজতন্ত্র করিল। পরে এল ভিসাতে আপন বাটীর অধ্যক্ষ অসার গৃহে মন্ত হইলে তাহার রথসমূহের অন্ধেকের অধ্যক্ষ সিমি নামে তাহার দাস তাহার বিরুদ্ধে মন্ত্রণ করিয়া সেই গৃহে প্রবেশ করিয়া যিহুদার তাসা রাজের অধিকারের সপ্তবিংশতি বৎসরে তাহাকে আঘাত দ্বারা বধ করিয়া তাহার পদে রাজ্য হইল। পরে সে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া আপন সিRহাসনে উপবিষ্ট হইয়াই বাশার তাবৎ বংশকে বিনষ্ট করিল ; তাহার জ্ঞাতি কিম্বা মিত্র কোন পুরুষমাত্ৰ * তাহার বংশে অবশিষ্ট রাখিল না। বাশার ও তাহার পুত্র এলার পাপ করণ ও আপনাদের নিফল দেবপূজাদ্বারা ইস্রায়েলের প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ কর৭াথে ইস্রায়েল বংশকে পাপে প্রবৃত্তি দেওন,এই সকল পাপদ্বারা পরমেশ্বর ঘেহু ভবিষ্যদ্বক্তার প্রমুখাৎ ৷ বাশার প্রতিকুলে যে ২ কথা কহিয়াছিলেন, তদনুসারে সিমি বাশার তাবৎ বংশকে উচ্ছিন্ন করিল। এই এলার অবশিষ্ট ক্রিয়া ও সমস্ত ববিরণ ইদ্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে কি লিখিত নাই ? যিহুদার আসা রাজের অধিকারের সপ্তবিংশ বৎসরে সিসি সাত দিন তির্মাতে রাজস্ব করিল ; সেই সময়ে লোকেরা পিলেষ্টীয়দের অধিকারস্থ গিৰ্ব্বিথোন নগর অবরোধ করিতেছিল। অতএব সিসুিমন্ত্রণা করিয়া রাজাকে বধ করিয়াছে, এই সম্বাদ নগরাবরোধকারি লোকেরা শুনিয়া ঐ দিবসে সৈন্যস্থলে সুয়েলের উপরে অসুি নামক সেনাপতিকে রাজা করিল। পরে আমু ও ইস্রায়েলের সমস্ত লোক গিকিথোন হইতে যাত্রা করিয়া তিস অবরোধ করিল। তাহাতে মগ্নর হস্তগত হইল, ইহা দেখিয়া সিম্রি রাজবাটার গৰ্ত্তাগারের উপরে যাইয়া উপরিস্থ রাজগৃহে অগ্নি দিয়া প্রাণত্যাগ করিল। সে পরমেশ্বরের সাক্ষাতে পাপ [২৭] যি ১১ ; ৪৪ । ১ র ১৬; ১৪ u–[ss, e-j > * : *->> u–[es] প ১৬ ।—[৩৪] ১২ ; ৩e it S BBSBSS SKS 000S SS SLS00SS 0 S S * *, * v u-[v] is st-[s:->e] * > -e, a u-[**) : * : * ~ il—[- -] * * * * * * * * * *

  • (ইকু ভিত্তিতে যুত্রকারী (ইবু) হন্তেতে। 3.9

sరి లి) y

> 3. e > s