পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায়।] একটি রুটিও নাই ; কেবল এক পিপাতে এক মুষ্টি 国哥阮1 ও এক পাত্রে কিঞ্চিৎ তৈল আছে ; তাহ যেন আমি ও আমার পুত্র মরণের পূৰ্ব্বে ভক্ষণ করি, এই জন্যে দেখ, তাহ পাক করিতে কাষ্ঠ সংগ্ৰহ করিতেছি । ১৩ এলিয় তাহাকে কহিল, ভয় করিও না ; যাহা কহিলা, তাহা যাইয়া কর, কিন্তু প্রথমে একটি ক্ষুদ্র পিষ্টক করিয়া আমার জন্যে আন; পরে আপনার ও অাপন মই পুত্রের জন্যে পাক কর। ইস্রায়েলের প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, যে পৰ্য্যন্ত পরমেশ্বর পৃথিবীতে বৃষ্টি না দেন, তাবৎ পিপাতে ঐ ময়দার ক্ষয় হইবে না, * ও তৈলপাত্রে তৈলের নূ্যনত হইবে না। তাহাতে সে যাইয়া এলীয়ের বাক্যানুসারে করিল ; অতএব এলিয় ও সে স্ত্রী ও তাহার পরিজন অনেক দিন * পৰ্য্যন্ত ও আহার পাইল। কেননা পরমেশ্বর এলিয়ের প্রমুখাৎ + যে কথা কহিলেন, তদনুসারে পিপাতে ময়দা ক্ষয় পাইল না ও তৈলপাত্রে তৈলের নূ্যনত হইল না। অপর ঐ গৃহের কত্রীর পুত্র পীড়িত হইল, এবং সেই পীড়ার অতিশয় বৃদ্ধি হওয়াতে বালকের প্রাণ ১৮ বিয়োগ হইল। তাহাতে সেই স্ত্রী এলিয়কে কহিল, হে ঈশ্বরের লোক, তোমার সহিত আমার সম্বন্ধ কি? তুমি কি আমার অপরাধ মনে করাইতে আমার পুত্রকে ১১ বিনাশ করিতে আইলা ? তাহাতে এলিয় তাহাকে কহিল, তোমার পুত্রকে আমাকে দেও পরে সে তাহার বক্ষহইতে বালককে লইয়া ছাতের উপরিস্থ আপন বাসই • স্থানে আনিয়া আপন শয্যাতে শয়ন করাইল। এবং সে পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিয়া কহিল,হে আমার প্রভু পরমেশ্বর, আমি যে বিধবার সহিত বাস করি, তাহার পুত্রকে বিনষ্ট করিয়া তুমি কি তাহাকেও বিপদই ! গুস্ত করব? এবং সে বালকের উপরে তিন বার অপেন শরীর বিস্তার † করিয়া পরমেশ্বরের নিকটে প্রার্থন করিয়া কহিল,হে আমার প্রভো পরমেশ্বর,আমি বিনয় করি, এই বালকের অন্তরে পুনৰ্ব্বার প্রাণসংস্থান হউক। ২২ তাহাতে পরমেশ্বর এলিয়ের প্রাথন শুনিলে ঐ বালকের অন্তরে পুনৰ্ব্বার প্রাণস^স্থান হইল, তাহাতে সে ২ ও সজীব হইল। তখন এলিয় সেই বালককে লইয়া উপরিস্থ কুঠরীহইতে গৃহমধ্যে আনিয়া তাহার মাতার কাছে সমপণ করিয়া কহিল, এই দেখ তোমার পুত্ৰ জীবৎ হইল । তাহাতে সে স্ত্রী এলিয়কে কহিল,তুমি ঈশ্বরের লোক, এবং পরমেশ্বর তোমার প্রমুখাৎ যে কথা কহেন, সেই সভ্য, ইহাতে আমি তাহ জানিলাম। ১৮ অধ্যায় । ১ দুৰ্ভিক্ষ সময়ে আহাবের নিকটে এলিয়ের পূেরিত হওন, ৭ ও ওবদিয়ের সহিত তাহার সাক্ষাৎ করণ ও কথোপ > * R 8 ১ রাজাবলি । ৩ ৪ ১ কথrল, ১৭ ও অণহীবের সঠিত এলিয়ের সাক্ষাৎ করণ ও BBBBBBBS BB BBBBBDB BB BBBBBB BBB দক্ষ করাতে বলের পুরোহিতকে আপুতীক্ত করণ, ৪২ ও পুঃখনাদ্ধারা বৃষ্টি পাওন ও আগ্ৰহণৰে র ཙི་(ཤཱ་এলিয়ের গয়ন । বহুদিনের পর, অর্থাৎ তৃতীয় বৎসরে পরমেশ্বরের এই ১ বাক্য এলিয়ের নিকটে উপস্থিত হইল,তুমি যাইয়া আহাবের নিকটে দর্শন দেও; কেননা আমি পৃথিবীতে বৃষ্টি করিব। তাহাতে এলিয় যে সময়ে অাহাবের নিকটে দশন ২ দিতে গেল, তখনও শোমিরোণে অতিশয় দুভিক্ষ থাকাতে আহাব আপন বাটীর অধ্যক্ষ ওবদিয়কে ডা- ৩ কিল ; এই গুবদিয় পরমেশ্বরকে অতিশয় ভয় করিত। যে সময়ে ঈষেবল পরমেশ্বরের ভবিষ্যদ্বক্তৃগণকে উচ্ছিন্ন স্থা করিল, তৎকালে ঐ ওবদিয় এক শত ভবিষ্যদ্বক্তাকে লইয়৷ পঞ্চাশ ২ করিয়া তাহাদিগকে গহ্বরের মধ্যে গোপন করিল, ও তাহাদিগকে অন্নজল ভোজন পান করাইল। আহাৰ সেই গুবদিয়কে এই কথা কহিল, আমাদের সকল পশু যেন উচ্ছিন্ন না হয়, এই জন্যে তুমি দেশে জলের সকল উলুইতে ও সকল স্রোতে যাও ; হইতে পারে অশ্বদের ও অশ্বতরদের প্রাণ রক্ষার জন্যে তৃণ পাইব। পরে তাহারা দেশের সর্বত্র ভূমণ • করণাথে তাহ দুই ভাগ করিয়া আহাব একাকী এক পথে, ও ওবদিয় একাকী অন্য পথে যাত্রা করিল। অপর ওবাদয় পথে উপস্থিত হইলে এলিয়ের ৯ সহিত তাহার সাক্ষাৎ হইল ; তাহাতে সে তাহাকে চিনিয়া ভূমিষ্ট হইয়া কহিল, তুমি কি আমার প্রভু এলিয়? তাহাতে সে কহিল, আমি বটি; তুমি যাইয়। আপন প্রভুকে কহ, দেখ, এলিয় উপস্থিত আছে। সে উত্তর করিল, আমি কি দোষ করিলাম, যে ভূমি আপিন দাস অামাকে বধ করণাথে আহাবের হস্তুে সমপণ করিতেছ? আমি তোমার প্রভূ পরমেশ্বরের • অমরতার দিব্য করিয়া কহিতেছি, আমার প্রভূ রাজা তোমার অন্বেষণে যে স্থানে দূত প্রেরণ করে নাই, এমত দেশ ও রাজ্য নাই ; সেই সকল দূতেরা কহিল, সে এখানে নাই ; এব^ সেই সকল রাজ্যের ও দেশের লোকেরাও তোমাকে পায় নাই, এ বিষয়ে রাজা তাহাদিগকে দিব্য করাইল। কিন্তু তুমি কহিতেছ, ১১ “দেখ, এলিয় উপস্থিত আছে, তুমি যাইয় আপন প্রভূকে এই কথা কহ । তাহাতে আমি তোমার নিকট- ১২ হইতে গেলে পরমেশ্বরের আত্মা আমার অজ্ঞাত কোন স্থানে তোমাকে লইয়া ষাইবেন, এবং আমি যাইয়া অাহাবকে কহিলে সে তোমাকে না পাইয়া আমাকে বধ করিবে ; কিন্তু তোমার দাস আমি বাল্যকালাবধি পরমেশ্বরকে ভয় করি । যে সময়ে ঈষেবল পরমে- ১৩ স্বরের ভবিষ্যদ্বক্তৃগণকে বধ করিল, তখন আমি পর o: . [२७] २ ¥ * ; २-२२ It-[*१-२ s] २ इ1 ° ; ९१-७* il-[*४] लू ० ; ४ ॥ S BBB S S B S S S S D S SAAAAAA AAAASSSS S S

  • (ব) এক বৎসৰ (ইবু) হন্তেতে (ইবু) যপি ।

341