পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪২ মেশ্বরের এক শত ভবিষ্যদ্বক্তাকে পঞ্চাশ ২ করিয়া গহ্বরে গোপনে রাখিয়া তাহাদিগকে অন্নজল ভোজন পান করাইলাম ; আমার কৃত এই কর্মের কথা কি কেহ * আমার প্রভূর নিকটে কহে নাই ? এবং তুমি কহিতেছ, “দেখ, এলিয় উপস্থিত আছে, এই সম্বাদ যাইয়া অাপন প্রভুকে কহ তাহাতে সে আমাকে বধ করবে। ১৫ এলিয় কহিল, আমি যে সৈন্যাধক্ষ্য পরমেশ্বরের সা. ক্ষাতে দণ্ডায়মান আছি, তাহার অমরতার দিব্য করিয়া কহিতেছি, আমি অদ্য অবশ্য তাহার কাছে দর্শন ১৯ দিব। পরে ওবদিয় আহাবের সহিত সাক্ষাৎ করিতে যাইয়। তাছাকে সমাচার কহিল ; তাহাতে আহার এলিয়ের সহিত সাক্ষাৎ করিতে যাত্রা করিল। * s পরে আহাব এলিয়কে দেখিয়া কহিল,ইসায়েলের ১. দুঃখদায়ক যে তুমি, তুমিই কি এই ? এলিয় কহিল, আমি ইস্লায়েলকে দুঃখ দি নাই, কিন্তু তুমি ও তোমার পিতৃবংশ পরমেশ্বরের আজ্ঞা লঙ্ঘন ও বালের অনুগমন ১৯ করাতে দুঃখ দিলা । এখন তুমি লোক প্রেরণ করিয়া ইসুয়েলের সমস্ত লোককে ও ঈষে বলের ভোজাসনে ভোজনকারি বালের চারিশত পঞ্চাশ জন ভবিষ্যদ্বক্তাকে ও চৈতাবৃক্ষের ভবিষ্যদ্বক্তা চারশত লোককে কমিল ২ - পৰ্ব্বতে আমার নিকটে একত্র কর । তাহাতে আহার ইসায়েলের সমস্ত বংশের কাছে লোক প্রেরণ করিয়া ভবিষ্যদ্বক্তৃগণকে কমিল পৰ্ব্বতে একত্র করিল। পরে এলিয় সমস্ত লোকের নিকটে যাইয়া কহিল, তোমরা কত কাল দুই মতাবলম্বী * হইয়া সন্ধিগ্ধ থাকিবা? যদি পরমেশ্বর প্রভু হন,তবে তাহার পশ্চাদগমন কর ; আর যদি বাল প্রভু হন, তবে তাহার পশ্চাদগমন কর । তাহাতে লোকেরা এক কথাদ্ধারাও তাহাকে ২২ উত্তর দিল না। তাহাতে এলিয় লোকদিগকে কহিল, পরমেশ্বরের ভবিষ্যদ্বক্তাদের মধ্যে কেবল আমিই অবশিষ্ট থাকিলাম ; কিন্তু বালের ভবিষ্যদ্বক্তৃগণ চারি২• শত পঞ্চাশ জন আছে। তাহারা দুই বলদ আনুক, এবং আপনাদের জন্যে এক বলদ মনোনীত করুক, ও তাহ ছেদন করিয়া খণ্ড ২ করিয়া কাষ্ঠোপরি রাখুক, কিন্তু তাহাতে অগ্নি দিবে না ; এবং আমি অন্য বলদ প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব, ২৪ কিন্তু তাহাতে অগ্নি দিব না। পরে তোমরা আপনাদের দেবতার নামে প্রার্থনা করিও, ও অামি পরমেশ্বরের নামে প্রার্থনা করিব ; তাহাতে যিনি অগ্নিদ্বারা উত্তর দিবেন, তিনিই প্রভু হইবেন ; তখন সকল লোক ২• উত্তর করিল, এ কথা উত্তম । পরে এলিয় বালের ভবিষ্যদ্বক্তৃদিগকে কহিল, তোমরা অনেকে আছ ; অতএব তোমরা অগ্নে আপনাদের জন্যে এক বলদ x - ১ রাজাবলি । [১৮ অধ্যায়। মনোনীত করিয়া প্রস্তুত কর ; পরে আপনাদের দেবতার নামে প্রার্থনা কর, কিন্তু তাহার নীচে অগ্নি দি ও না। পরে তাহাদিগকে যে বলদ দত্ত হইল, • তাহা লইয়া তাহারা প্রস্তুত করিল, এবং হে বাল, আমাদিগকে উত্তর দেও, ইহা কহিয়া প্রাতঃকালালধি মধ্যাহ্নকাল পর্য্যন্ত বালের নামে প্রার্থনা করিল, কিন্তু কোন আকাশবাণী কি উত্তরদায়ী উপস্থিত হইল না ; তাহাতে তাহারা ঐ কৃত বেদির উপরে লম্ফ দিতে লাগিল। পরে মধ্যাহ্নকালে এলিয় তাহাদিগকে বিন্দ্রপ ২৭ করিয়া কহিল, উচ্চৈঃস্বরে ডাক ; সে দেবতা; ধ্যান করিতেছে, কিম্বা ধাবমান হইতেছে, কিম্বা কোন স্থানে যাইতেছে, কিম্বা হইতে পারে সে নিদ্রিত আছে, তাহাকে জাগাইতে হয়। পরে তাহারা উচ্চৈঃস্বরে ২৮ ডাকিল, এবং আপনাদের ব্যবহারানুসারে রক্তের স্রোত বহন পৰ্য্যন্ত আপনাদিগেতে ছুরিকা ও অস্ত্রীঘাত করিল। এবং মধ্যাহ্নকাল উত্তীণ হইলে সন্ধ্যার ২২ বলিদান পর্যন্তও তাহারা প্রলাপ কহিল, তথাপি আকাশবাণী কি উত্তর দায়ী কিম্বা মনোযোগকারী উপস্থিত হইল না। পরে এলিয় তাবৎ লোককে ও • কহিল, আমার নিকটে আইস ; তাহাতে তাবৎ লোক তাহার নিকটে গেলে সে পরমেশ্বরের ভগ্ন বেদি প্রস্তুত করিল। এবং পরমেশ্বর যে যাকুবকে কহিয়া- ৩১ ছিলেন,তোমার নাম ইসুয়েল থাকিবে,তাহার সন্তানদের ব’ শের সংখ্যানুসারে এলিয় দ্বাদশ প্রস্তুর গ্রহণ করিল। ঐ প্রস্তুরদ্বারা পরমেশ্বরের নামে এক যজ্ঞ- ৩২ ৷ বেদি নির্মাণ করিল, এবং বেদির চতুদিগে দুই মোন বীজ ধরে, এমত এক পরিখা খদিল। পরে ৪৩ সে কাষ্ঠ সাজাইয়া বলদকে কাটিয়া খণ্ড ২ করিল ও কাষ্ঠের উপরে রাখিয়া কহিল, চারি পাত্র জল পূর্ণকর, ও হব্যের উপরে ও কাষ্ঠের উপরে তাহ ঢাল। পরে . এলিয় কহিল, দ্বিতীয় বার তাহী কর; তাহাতে তাহার দ্বিতীয় বার তাহা করিল ; পরে সে কহিল, তৃতীয় বার তাহা কর ; তাহাতে তাহার তৃতীয় বার তাহা করিল। তাহাতে বেদির চতুদিগে জল গেল, এবং ঐ জলেতে se গাত পরিপূর্ণ হইল। এবং সন্ধ্যাকালের বলিদান •• সময়ে এলিয় ভবিষ্যদ্বক্তা নিকটে আসিয়া কহিল, হে ইব্রাহীমের ও ইসহাকের ও ইস্রায়েলের প্রভূ পরমেশ্বর, তুমি ইস্রায়েলের ঈশ্বর ও আমি তোমার দাস ; তোমার বাক্যদ্বারা এই সকল কর্ম করিতেছি, ইহা অদ্য সকলে জ্ঞাত হউক । হে পরমেশ্বর, আ-৪৭ মার কথা শুন, আমার কথা শুন ; তুমি পরমেশ্বর যে প্রভূ, ইহা এই লোকেরা জ্ঞাত হউক, ও তাঁহাদের মন পরিবত্তন কর। তখন পরমেশ্বরহইতে অগ্নি পতিত ৩৮ LSS0S S BB BSBS S BB BSBS S B S S S S S S S S S S S S S LLLS BB BBS 00 LSS S B S S tt SLSS S t SLLSS S D S S B BBS SSBBL les] “i es II-[as) “ as Il-[ew] DD SSS JSSS S0S S B S S B S S BB BS BB BB S00 342

  • (ইকু দুই চরণে গ্রন্থ।