পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] হইয়া হব ও কাষ্ঠ ও প্রস্তুর ও ধূলি দগ্ধ করিল, ও ৩৯ পরিখাস্থিত জলও শুষক করিল। তখন ইহা দেখিয়া তাবৎ লোক ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল, এবং পরমেশ্বর যিনি তিনিই প্রভু, পরমেশ্বর যিনি তিনিই প্রভূ, * - এই কথা কহিল। পরে এলিয় তাহাদিগকে কহিল, তোমরা বালের ভবিষ্যদ্বক্তৃগণকে ধর, ও তাহাদের কাহাকেও পলায়ন করিতে দিও না ; তা হাতে তাহার তাহাদিগকে ধরিলে এলিয় কীশোন সু্যেতের নিকটে নামাইয়া সেখানে তাহাদিগকে বধ করিল। পরে এলিয় আহাবকে কহিল, তুমি যাইয়া ভোজন পান কর, কেননা অতিশয় বৃষ্টির শব্দ শুনিতেছি। তাহাতে আহার ভোজন পান করিতে গেলে এলিয় কমিলের পর্বতশৃঙ্গে যাইয়া ভূমিতে হাটু গাড়িয়া • আপন মন্তক হাঁটুর উপরে রাখিল ; এবং আপন দাসকে কহিল, তুমি যাইয়া সমুদ্রের দিগে অবলোকন কর; তাহাতে সে যাইয়া অবলোকন করিয়া কহিল, কিছু নাই ; এই রূপে এলিয় সাত বার কহিল, যাও। ** অপর সে সাত বার গেলে পর কহিল, দেখ, মনুষ্যহন্তের ন্যায় একখান ক্ষুদ্র মেঘ সমুদুহইতে উঠিতেছে ; তখন এলিয় কহিল, তুমি যাইয়া আহাবকে কহ, বৃষ্টিদ্বারা যেন তুমি বাধাপ্রাপ্ত না হও, এই জন্যে অশ্ব * যোগ করিয়া গমন কর। ইতিমধ্যে মেঘ ও বায়দ্বার আকাশ অন্ধকারময় হইলে অতিশয় বৃষ্টি হইল ; তাহাতে আহাব ঘানারোহণ করিয়া যি সুয়েল নগরে = প্রস্থান করিল। এবং পরমেশ্বর এলিয়েতে আবির্ভূত হইলে সে কটিবন্ধনদ্বারা যিন্ত্রিয়েলের প্রবেশস্থান পৰ্যন্ত আহাবের অগ্লে ২ ধাবমান হইল। ১৯ অধ্যায় । ১ এলিয়ের পলায়ন, ৪ ও পুস্তরে পুণে বারণে বিরক্ত হইলে দিব্য দূতদ্বার সাঞ্চন পাওন, ১ ও হোরেব পৰ্বতে ঈশ্বরের দশন দেওন এবং হসায়েল ও যেহ ও ইলীশীয়কে অভিষিক্ত করিতে এলিয়কে পেরন, ১৯ ও ইলীশায়ের কুটুম্বাদি ত্যাগ করিয়া এলিয়ের করণ । পৰে আহাৰ এলিয়ের কৃত ঐ কর্ম, অর্থাৎ খড়গদ্বার ভবিষ্যদ্বকৃদিগকে বধ করণের বিবরণ, এই সকল ঈষে বলকে জ্ঞাত করিল। তাহাতে ঈষেবল এলিয়ের নিকটে এক দূত প্রেরণ পূৰ্ব্বক এই কথা কহিল, কল্য এমত সময়ে যদি তাহাদের একের প্রাণের ন্যায় তোমার প্রাশকে না করি,তবে দেবগণ আমার প্রতি তদ্রুপ ও ততোও ধিক করুণ। তাহাতে এলিয় তাহ দেখিয়া উঠিয়া আপন প্রাণ রক্ষার্থে প্রস্থান করিয়া যিহদার অন্তঃপাতি বেশেবাতে উপস্থিত হইয়। সেখানে আপন দাসকে রাখিল। অনন্তর এক দিবসের পথ প্রান্তরের মধ্যে যাইয়। -> ১ রাজাবলি। এক রোতম বৃক্ষের তলে বসিল, এবং আপন * মৃত্যু প্রার্থনা করিয়া কহিল, এই প্রচুর, হে পরমেশ্বর, এখন আমার প্রাণ লও, কেননা আমি আপন পূৰ্ব্বপুরুষদের হইতে উত্তম নহি। পরে + সে রোতম বৃক্ষের তলে শয়ন করিয়া নিদৃিত হইলে এক দূত আসিয়া তাহাকে সপশ করিয়া কহিল, উঠিয়া ভোজন কর । তাহাতে সে দৃষ্টি করিলে 1 আপন শিয়রে অঙ্গারের উপরে এক পিষ্টক ও এক পাত্র জল আছে, ইহা দেখিল ; পরে সে ভোজন পান করিয়া পুনৰ্ব্বার শয়ন করিল। অপর পরমেশ্বরের দূত দ্বিতীয় বার তাহার নিকটে আসিয়া তাহাকে সপশ কবিয়া কহিল, উঠিয়া ভোজন কর, কেননা তোমার শক্তিহইতেও পথ অধিক আছে। তাহাতে উঠিয়া ভোজন পান করিলে সেই খাদ্যের শক্তিতে চল্লিশ দিবারাত্রিতে ঈশ্বরের পৰ্ব্বত হোরেব পর্য্যন্ত গমন করিল। পরে সে সেই স্থানস্থ গহ্বরেতে উপস্থিত হইয়। রাত্রি যাপন করিল ; তখন পরমেশ্বরের এই বাক্য তাহার নিকটে উপস্থিত হইল, হে এলিয়, তুমি এখানে কি কারতেছ ? তাহাতে সে কহিল, আমি সৈন্যাধ্যক্ষ পরমেস্বরের জন্যে অতিশয় উদযোগী হইলাম ; কেননা ইসুয়েল বখশ তোমার নিয়ম ত্যাগ করিল,ৎ তোমার যজ্ঞবেfদ সকল ভাঙ্গিয়া খড়গদ্বারা তোমার ভবিষ্যদ্বক্তগণকে বধ করি ল; তাহাদের মধ্যে কেবল আমি অবশিষ্ট থাকিলাম ; এবং তাহারা আমার ও প্রাণ লইতে চেষ্টা করিল। পরে তিনি কহিলেন, তুমি বাহির হইয়া পরমেশ্বরের সম্মুখে পৰ্ব্বতের উপরে দী ড়াও, পরে পরমেশ্বর সেই স্থান দিয়া গমন করিবেন ; তাহাতে পরমেশ্বরের অগ্রগাম প্রবল প্রচং3 বায়ুদ্বারা পৰ্ব্বত বিদtণ হইল ও প। ষাণ খণ্ড ২ হইয়া ভগ্ন হইল, বায়ুতে পরমেশ্বর ছিলেন না ; বায়ুর পরে ভূমিকম্প হইল, পরমেশ্বর ভূমিকম্পেতেও ছিলেন না। এব^ ভূমিকম্পের পরে অগ্নি হইল, পরমেশ্বর অগ্নিতেও ছিলেন না ; ও অগ্নির পরে ঈষৎ শব্দকার ক্ষুদ্র এক স্বর হইল । তখন এলিয় তাহ শ্ৰবণ করিয়া বস্তুেতে আপন মুখ আচ্ছাদন করিয়া বাহিরে গিয়া গহ্বরের মুখে দণ্ডায়মান হইল ; তাহাতে তাহার প্রতি এই বাণী উপস্থিত হইল,হে এলিয়,তুমি এখানে কি করিতেছ? সে কহিল, আমি সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের জন্যে অতিশয় উদযোগী হইলাম, কেননা ই সুয়েল বংশ তোমার নিয়ম ত্যাগ করিল,ও তোমার যজ্ঞবেfদ সকল ভাঙ্গিয়৷ খড়গদ্বারা তোমার ভবিষ্যদ্বক্তৃগণকে বধ কfরল তাঁহাদের মধ্যে কেবল আমি অবশিষ্ট থাকিলাম ; এবx তাহারা আমারও প্রাণ লইতে চেষ্টা করিল। পরমেশ্বর SSS SBS S B S S B S BBB S S0SSSAAAAAA AAAASASASS ttt SS LLLL [১৯ অব্য : ১) ২ রা ১৮, ৪ • —[৪] = ১১ , ১৫ । SS S BB BSBS S BBBS S S S S S S LSSS0SS AAAASS AAAA LSSS0SS S tt SSSSSAAAASAAAA + () আপন পুণ বিষয়ে 1 () ¢प्र-५l । 343 లి 8"లి 3 R. > vo > > →