পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ ও বনবাসী হইল। কিন্তু যাকুব মৃদু ও তাম্বুগৃহ২৮ বাসী হইল। ইসহাক মৃগমাংস অতি সুস্বাদু বোধ করাতে * এষোঁকে ভাল বাসিত, কিন্তু রিবকা যাকুবকে ২১ ভাল বাসিত । অনন্তর এক সময়ে এষৌ ক্ষেত্ৰহইতে আসিয়া ক্লান্ত হইল, তৎকালে যাকুব ব্যঞ্জন পাক ৩০ করিতেছিল। তাহাতে সে যাকুবকে কহিল, নিবেদন করি, আমি ক্লান্ত হইয়াছি, ঐ রাঙ্গা ব্যঞ্জন দ্বারা + আমাকে আপ্যায়িত কর। এই জন্যে তাহার নাম ৩১ ইদোম (রাঙ্গ) বিখ্যাত হইল। তখন যাকুব কহিল, অদ্য তুমি আমার কাছে আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় ৩২ কর। এষৌ উত্তর করিল, দেখ, এখন আমি মৃতকল্প,} ৩৩ জ্যেষ্ঠাধিকারে আমার কি ফল? যাকুব কহিল, তুমি অদ্য আমার কাছে দিব্য কর । তাহাতে সে তাহার কাছে দিব্য করিয়া আপন জ্যেষ্ঠাধিকার যাকুবকে ৩• বিক্রয় করিল। তখন যাকুৰ এষোঁকে রুট ও মসুরের রাঙ্গা দাইল দিলে সে ভোজন পান করিয়া উঠিয়া গেল। এই রূপে এষে আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ জ্ঞান করিল। ২৩ অধ্যায়। ১ দুৰ্ভিক্ষপ্তযুক্ত ইস্হাকের গিরর দেশে যাওন ও সেখানে আপন স্ত্রীকে ভগিনী কথন ১২ ও ইস্হাকের বনবৃদ্ধি ১৭ ও কুপের বিষয়ে দাসগণের বিবাদ ও বেশেৰণতে বাস করন ২১ ও ইস্হাকের সহিত অবীযেলকের নিয়য স্থির করণ ৩২ ও দিব্যের কুপ কীটম ৩৪ ও এম্বেীর বিবাহদ্বারা পিতামাতাকে দুঃখ দেওন । পূৰ্ব্বে ইব্রাহীম বৰ্ত্তমান থাকিতে যেরূপ দুভিক্ষ্য হইয়াছিল, তদপেক্ষ সেই দেশে আর এক দুর্ভিক্ষ উপস্থিত হইলে ইসহাক গিরর দেশে পিলেষ্টীয়দের রাজা ২ অবীমেলকের কাছে গেল। পরমেশ্বর প্রত্যক্ষ হইয়া তাহাকে কহিয়াছিলেন, তুমি মিসর দেশে যাইও না, ই আমি তোমাকে যে দেশ বলিব, তাহাতে বাস কর, ও সেই দেশে প্রবাস কর ; তাহাতে আমি তোমার সহায় হইয়া তোমাকে আশীৰ্ব্বাদ করিব, এবং তোমাকে ও তোমার বংশকে ঐ সমস্ত দেশ দিয়া তোমার পিতা ইব্রাহীমের নিকটে আপনকৃত দিব্যের নিয়ম সফল করিব। আমি আকাশের তারাগণের ন্যায় তোমার বংশবৃদ্ধি করিয়া তাহাদিগকে ঐ সকল দেশ দিব,ও তোমার বxশ* দ্বারা পৃথিবীস্থ তাবৎ জাতি আশীৰ্ব্বাদ পাইবে। কেননা ইব্রাহীম আমার বাক্য মানিয়া আমার বিধান আজ্ঞা ও * বিধি ও ব্যবস্থা পালন করিয়াছে। পরে ইসহাক গিররে ৭ বাস করিল। তাহাতে সে স্থানের লোকেরা তাহার ভাৰ্য্যার পরিচয় জিজ্ঞাসিলে সে কহিল, উনি আমার ভগিনী। কেননা রিবক পরম সুন্দরী হওয়াতে তথাকার [২৭] প ২৩ ॥—[৩১] প ২৫ –[৩৩] ইত্ৰ ১২ ; ss আদিপুস্তক l [২৬ অধ্যায় লোকেরা তাহার নিমিত্তে আমাকে বধ করিবে, এই নিমিত্তে সে তাহাকে ভাৰ্য্য কহিতে ভয় করিল। কিন্তু সে ৮ স্থানে বহুকাল বাস করিলে পর এক সময়ে পিলেষ্টীয় রাজা অবীমেলক বাতায়নের দ্বার দিয়া নিরীক্ষণ করিয়া ইসহাককে আপন ভাৰ্য্যা রিবকার সহিত ক্রীড়া করিতে দেখিল। অতএব আবীমেলক রাজা ইসহাককে ডাকাইয়া = কহিল, ঐ স্ত্রী অবশ্য তোমার ভাৰ্য্যা ; তবে তুমি ভগিনী বলিয়া তাহার পরিচয় কেন দিলা? তখন ইসহাক উত্তর করিল, তাহার জন্যে যেন আমার মৃত্যু না হয়, এই নিমিত্তে কহিলাম। তাহাতে অবমেলক কছিল,তুমি আ- ** মাদের সহিত এ কি ব্যবহার করিলা ? যদি কোন লোক তোমার ভার্ষ্যার সহিত অনায়াসে শয়ন করিত,তবে তুমি আমাদিগকে দোষগুম্ভ করিত। পরে অবমেলক ? সকল লোকদের প্রতি এই আজ্ঞা দিল,যে কেহ ঐ মনুষ্যকে কিম্বা তাহার স্ত্রীকে সপশ করিবে,সে বধ্য হইবে। অনন্তর ইসহাক সেই দেশে চাসকর্ম করিয়া পর- ১২ মেশ্বরের আশীৰ্ব্বাদে সেই বৎসরেই শতগুণ লভ্য করিল । এই রূপে বন্ধিষ্ণু হইল, এবং উত্তর ২ ও উন্নত ৩ হইয়া অতি মহান হইল। তাহাতে তাহার পাল ২ গোরু ১ ও ও মেষ এবং অনেক দাস ও দাসী হইল, এবং পিলেষ্টীয় লোকেরা তাহার প্রতি ঈর্ষা করিতে লাগিল। এবং ১৫ তাহার পিতা ইব্রাহীমের সময়ে দাসগণ যে ২ কুপ খুদিয়াছিল, পিলেষ্টীয় লোকের মৃত্তিকাদ্বারা সে সকল বুজাইয়া ফেলিল। পরে অবমেলক ইসহাককে ১৬ কহিল, তুমি আমাদের নিকটহইতে প্ৰস্থান কর,কেননা তুমি আমাদের হইতে অতি বলবান হইতেছ। পরে ইসহাক তথাহইতে যাত্রা করিয়া গিররের ১৭ উপত্যকাতে তাম্বু স্থাপন করিয়া সে স্থানে বাস করিল। এবং আপন পিতা ইব্রাহীমের বন্তমান সময়ে কৃত - by যে ২ জলের কুপ ইব্রাহীমের মৃত্যুর পরে পিলেষ্টী য়েরা বুজাইয়াছিল, সেই সকল ইসহাক আরবার খুদিয়া আপন পিতৃদত্ত নাম পুনৰ্ব্বার রাখিল। অপর ইসহাকের দাসগণ সেই উপত্যক খুদয় এক সোতোবাহি ** কুপ পাইল । তাহাতে গিরর দেশীয় পশুপালকের ইসহাকের পশুপালকদের সহিত বিবাদ করিয়া কহিল, এই জল আমাদের ; অতএব ইসহাক সেই কুপের নাম এষক (বিবাদ) রাখিল, যেহেতুক তাহারা তাহার সহিত বিবাদ করিল। পরে ২১ তাহার দাসগণ অার এক কুপ খুদিলে তাহারা তন্নিমিত্তেও বিবাদ করিল ; তাহাতে ইসহাক তাহার নাম সিটন (মৃণা) রাখিল। এবং তথাহইতে প্রস্থান করিয়া অন্য এক কুপ খনন করিল, তাহার নিমিত্তে > * LLLSB BBBS BB BB SS LS S0S0SS LSS0S S BBS BBS BBS BB BSBS S BBS BBS BBS BBS S S ** ; • -s" al-Isl se ; sy ti-Ux •l sft se • ; u-[s l en su-[sal * * : s in

  • (ইর) তাহার যুগে হওয়াতে (ই) ঐ রাষ্ট্রাতে (ব) যুযুধু ।

(ইর) পাইল (ইক্স) যাইতে ** অমৃত অলের ।